সকল বিষয়

এক কথায় প্রকাশ করুন:
1.

যা সরোবরে জন্মে

Created: 3 months ago | Updated: 3 days ago

যা সরোবরে জন্মে = সরোজ।

এক কথায় প্রকাশ করুন:
2.

হনন করার ইচ্ছা

Created: 3 months ago | Updated: 3 days ago

হনন করার ইচ্ছা = জিঘাংসা।

এক কথায় প্রকাশ করুন:
3.

ধারা ধরে যে চলে

Created: 3 months ago | Updated: 3 days ago

ধারা ধরে যা চলে = ধারাবাহিক।

এক কথায় প্রকাশ করুন:
4.

পরিণাম চিন্তা করে যে কাজ করে

Created: 3 months ago | Updated: 3 days ago

পরিণাম চিন্তা করে যে কাজ করে = পরিণামদর্শী ।

এক কথায় প্রকাশ করুন:
5.

কথায় যা প্রকাশ করা যায় না

Created: 3 months ago | Updated: 3 days ago

কথায় যা প্রকাশ করা যায় না = অনির্বচনীয়।

চিহ্নিত শব্দগুলোর পদ নির্ণয় করুন:
6.

তার সাহস আছে।

Created: 3 months ago | Updated: 5 days ago

তার সাহস আছে = বিশেষ্য পদ।

চিহ্নিত শব্দগুলোর পদ নির্ণয় করুন:
7.

সে দশম শ্রেণিতে পড়ে।

Created: 3 months ago | Updated: 3 days ago

সে দশম শ্রেণিতে পড়ে = বিশেষণ ।

চিহ্নিত শব্দগুলোর পদ নির্ণয় করুন:
8.

আমার সামনে দাঁড়াও।

Created: 3 months ago | Updated: 3 days ago

আমার সামনে দাঁড়াও = ক্রিয়া-বিশেষণ।

চিহ্নিত শব্দগুলোর পদ নির্ণয় করুন:
9.

ঝম ঝম করে বৃষ্টি পড়ছে।

Created: 3 months ago | Updated: 3 days ago

বাম বাম করে বৃষ্টি পড়ছে = অব্যয়।

চিহ্নিত শব্দগুলোর পদ নির্ণয় করুন:
10.

কেউ-না-কেউ তো এ কাজ করেছেই।

Created: 3 months ago | Updated: 3 days ago

কেউ-না-কেউ তো এ কাজ করেছেই = অনিশ্চয়বাচক যৌগিক সর্বনাম।

কারক ও বিভক্তি নির্নয় করুন:
11.

সকলকে মরতে হবে।

Created: 3 months ago | Updated: 5 days ago

সকলকে মরতে হবে = কর্তৃকারকে ২য়া বিভক্তি। 

কারক ও বিভক্তি নির্নয় করুন:
12.

টাকায় টাকা হয়।

Created: 3 months ago | Updated: 3 days ago

টাকায় টাকা হয় = অপাদানে ৭মী।

কারক ও বিভক্তি নির্নয় করুন:
13.

আমায় সহ্য কর।

Created: 3 months ago | Updated: 3 days ago

আমায় সহ্য কর = কর্মে ৭মী।

কারক ও বিভক্তি নির্নয় করুন:
14.

চেষ্টায় সব হয়।

Created: 3 months ago | Updated: 3 days ago

চেষ্টায় সব হয় = করণে সপ্তমী বিভক্তি।

কারক ও বিভক্তি নির্নয় করুন:
15.

নৌকা ঘাটে পৌঁছালো।

Created: 3 months ago | Updated: 3 days ago

নৌকা ঘাটে পৌঁছালো = অধিকরণ কারকে ৭মী বিভক্তি।

ব্যাসবাক্য ও সমাসের নাম লিখুন।
16.

নবরত্ন

Created: 3 months ago | Updated: 3 days ago

নবরত্ন = নব রত্নের সমাহার (দ্বিগু)।

ব্যাসবাক্য ও সমাসের নাম লিখুন।
17.

শোকসভা

Created: 3 months ago | Updated: 3 days ago

শোকসভা = শোক প্রকাশের সভা (মধ্যপদলোপী কর্মধারয় সমান)।

ব্যাসবাক্য ও সমাসের নাম লিখুন।
18.

অমিল

Created: 3 months ago | Updated: 5 days ago

অমিল = ন মিল (নঞ তৎপুরুষ সমাস)।

ব্যাসবাক্য ও সমাসের নাম লিখুন।
19.

নিরামিষ

Created: 3 months ago | Updated: 3 days ago

নিরামিষ = আমিষের অভাব (অব্যয়ীভাব সমাস)।

ব্যাসবাক্য ও সমাসের নাম লিখুন।
20.

পলান্ন

Created: 3 months ago | Updated: 3 days ago

পলান্ন = পল (মাংস) মিশ্রিত অন্ন (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)।

Write down the meaning of following idioms with sentences:
21.

Loaves and Fishes

Created: 3 months ago | Updated: 3 days ago

Loaves and fishes (ব্যক্তিগত লাভ) = Try to thing of others, not for your own loaves and fishes.

Write down the meaning of following idioms with sentences:
22.

Carry the day

Created: 3 months ago | Updated: 3 days ago

Carry the day ( জয়ী হওয়া) = Hurrah! we have carried the day.

Write down the meaning of following idioms with sentences:
23.

Crocodile tears

Created: 3 months ago | Updated: 5 days ago

Crocodile tears ( মায়াকান্না, কৃত্রিম কান্না) = Beauty shed crocodile tears at the death of her stop mother.

Write down the meaning of following idioms with sentences:
24.

Dead of night

Created: 3 months ago | Updated: 3 days ago

Dead of night (গভীর রাত) = I woke up at the dead of night.

Write down the meaning of following idioms with sentences:
25.

In black and white

Created: 3 months ago | Updated: 3 days ago

In black and white ( লিখিত) = They made a complaint against the guard in black and white.

Created: 3 months ago | Updated: 5 days ago

তিনি যে পদে নিযুক্ত হলেন। 

=  The post he was appointed to.

Created: 3 months ago | Updated: 3 days ago

এটা কোনো কাজের কথা নয়। 

= This is not a talk of task.

Created: 3 months ago | Updated: 3 days ago

সময়ের সাথে ভাবনাটা বদলাও।  

= Change your thought with time.

Created: 3 months ago | Updated: 3 days ago

সে সত্যিই একটা পেটুক। 

= He is truly a gluttony.

Created: 3 months ago | Updated: 3 days ago

এটি কেনার যোগ্য। 

= It is purchasable.

Fill in the blanks with appropriate preposition:
31.

You can be____home.

Created: 3 months ago | Updated: 3 days ago

You can be at home. বাক্যের অর্থঃ তুমি আরাম/স্বাচ্ছন্দ্যে থাকতে পারে৷

Fill in the blanks with appropriate preposition:
32.

What are you looking……….?

Created: 3 months ago | Updated: 3 days ago

What are you looking for ?  বাক্যের অর্থঃ তুমি কী খুঁজছো?

Fill in the blanks with appropriate preposition:
33.

He stood___him.

Created: 3 months ago | Updated: 3 days ago

He stood by him.  বাক্যের অর্থঃ সে তার পাশে দাঁড়িয়েছিল।

Fill in the blanks with appropriate preposition:
34.

He knows English__Bengali.

Created: 3 months ago | Updated: 3 days ago

He knows English better than Bengali. বাক্যের অর্থঃ তিনি বাংলার চেয়ে ইংরেজি ভালো জানেন।

Fill in the blanks with appropriate preposition:
35.

The plane flew low___the houses.

Created: 3 months ago | Updated: 3 days ago

The plane flew low over the houses. বাক্যের অর্থঃ প্লেনটি নিচু হয়ে বাড়ির উপর দিয়ে উড়ে চলে গেল।

Correct the Following Sentence:
36.

Hearing the noise I left round.

Created: 3 months ago | Updated: 3 days ago

Hearing the noise I left round. 

= Hearing the noise, I turned round. 

= বাক্যের অর্থঃ হৈ চৈ শুনে আমি ঘুরে দাঁড়ালাম।

Correct the Following Sentence:
37.

They found him going in the garden.

Created: 3 months ago | Updated: 3 days ago

They found him going in the garden. 

= They found him in the garden.

= বাক্যের অর্থঃ আমি তাকে বাগানে খুঁজে পেলাম।

Correct the Following Sentence:
38.

I found him cry with pain.

Created: 3 months ago | Updated: 3 days ago

I found him cry with pain. 

= I found him crying with pain. 

= বাক্যের অর্থঃ আমি তাকে ব্যথায় কাঁদতে দেখেছিলাম।

Correct the Following Sentence:
39.

A lost opportunity over returns.

Created: 3 months ago | Updated: 3 days ago

A lost opportunity over returns. 

= A lost opportunity never returns. 

= বাক্যের অর্থঃ সুযোগ একবারই আসে।

Correct the Following Sentence:
40.

He kept me wait.

Created: 3 months ago | Updated: 3 days ago

He kept me wait. 

= He kept me waiting. 

= বাক্যের অর্থঃ তিনি আমাকে অপেক্ষায় রেখেছিলেন।

সুদ আসলের  অংশ যার অর্থ ৮ টাকা আসল হলে সুদ হবে ৩ টাকা

 সুদাসল = ৮+২=১১ টাকা

 সুদাসল ১১ টাকা হলে আসল = ৮ টাকা

সুদাসল ৫৫০০ টাকা হলে আসল =×= টাকা।

মনে করি,  সুদের হার r

এখন দেয়া আছে, আসল p = ৪০০০ টাকা সময় n =৩ বছর এবং সুদ i = ৫৫০০-৪০০০=১৫০০ টাকা

আমরা জানি, i=pnr

 

 

উত্তর: আসল ৪০০০ টাকা এবং সুদের হার ১২.৫%

 

মনে করি, প্রস্থ = x মিটার

প্রশ্নমতে, ×x=(x-)

=x=x- =x-=x =x= =x=

উত্তর: প্রস্থ ২০ মিটার।

Given that, 2(x+y)2-3(x+y)-2

Suppose, x+y=a

 2a2-3a-2 =2a2-4a+a-2 =2a(a-2)+1(a-2) =(a-2)(2a-1) =(x+y-2){(2(x+y)+1} =(x+y-2)(2x+2y+1)

Created: 3 months ago | Updated: 1 day ago

Given that, a+1a=4

a4+1a4=(a2+1a2)2-2.a2.1a2

={(a+1a)2-2.a.1a}2-2 ={(4)2-2}-2 =(16-2)2-2 =142-2 =196-2 =194

পূর্ণরূপ লিখুন:
45.

BTRC

Created: 3 months ago | Updated: 3 days ago

BTRC এর পূর্ণরূপ হলো: Bangladesh Telecommunication Regulatory Commision,

পূর্ণরূপ লিখুন:
46.

MICR

Created: 3 months ago | Updated: 3 days ago

MICR এর পূর্ণরূপ হলোঃ Magnetic Ink Character Recognition.

পূর্ণরূপ লিখুন:
47.

SMTP

Created: 3 months ago | Updated: 3 days ago

SMTP এর পূর্ণরূপ হলোঃ Simple Mail Transfer Protocol.

পূর্ণরূপ লিখুন:
48.

VIRUS

Created: 3 months ago | Updated: 5 days ago

Virus এর পূর্ণরূপ হলোঃ Vital Information Resources Under Seize.

পূর্ণরূপ লিখুন:
49.

WIMAX

Created: 3 months ago | Updated: 3 days ago

WiMax এর পূর্ণরূপ হলোঃ Worldwide Interoperability for Microwave Access.

My document কম্পিউটারের C ড্রাইভে থাকে। ডিফল্ট সেটিং অনুসারে এই ফোল্ডারে ডকুমেন্ট এবং অন্যান্য ফাইলসমূহ সংরক্ষিত হয়।

"CC" এর ঘরে সে সমস্ত ঠিকানা টাইপ করতে হয় যাদের বরাবর প্রেরক ই-মেইল কপি মেইল ঠিকানাগুলো পরপর কমা দিয়ে টাইপ করতে হয়। 'CC' দিয়ে Carbon Copy বুঝায় । পাঠাতে চায়। এখানে ই- Blind Carbon Copy বা BCC এর ঘরে সে সমস্ত ঠিকানা টাইপ করতে হয় যাদেরকে প্রেরক ই-মেইল কপি পাঠাতে চায় কিন্তু প্রাপকদের জানাতে চায় না কাকে কাকে এর কপি পাঠানো হয়েছে। CC এবং BCC এর কাজ প্রায় একই রকম তবে CC তে যাদের উল্লেখ থাকে ই-মেইলের প্রাপক ডকুমেন্টের শেষে তাদেরকে প্রত্যেকের ঠিকানা ছাপানো অবস্থায় দেখতে পায়। অর্থাৎ প্রাপক ই-মেইলটি পেয়ে বুঝতে পারে কাকে কাকে এর কপি প্রেরণ করা হয়েছে। কিন্তু BCC তে টাইপ করা ঠিকানাসমূহ ডকুমেন্টের সাথে যাবে না। ফলে প্রাপক জানতে পারবে না কাদেরকে ই-মেইলের কপি পাঠানো হয়েছে।

কম্পিউটারের কেন্দ্রীয় অংশ হলো CPU বা Central Processing Unit. অবশ্য CPU বলতে আগের দিনে বোঝাত কম্পিউটারের মধ্যবর্তী কেন্দ্রীয় অংশকে । এখন CPU বলতে শুধু মাইক্রোপ্রসেসরকে বুঝানো হয়। CPU কে কম্পিউটারের ব্রেইন বা মস্তিস্ক বলা হয়। CPU কে তিনটি ভাগে ভাগ করা যায়ঃ গাণিতিক যুক্ত ইউনিট, নিয়ন্ত্রণ ইউনিট এবং রেজিস্টার স্মৃতি ।

Created: 3 months ago | Updated: 3 days ago

কম্পিউটার ভাইরাসঃ কম্পিউটার প্রোগ্রাম ভাইরাস প্রস্তুতকারী কর্তৃক তৈরি এক প্রকার প্রোগ্রাম যেগুলো কম্পিউটার সিস্টেমে জমা করে রাখা সফটওয়্যার এবং উপাত্তকে ধ্বংস করে দেয়। ইন্টারনেটে ডাউনলোডিং ই-মেইল-এর এটাচমেন্ট, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার, ভাইরাস আক্রান্ত নেটওয়ার্ক সার্ভার ইত্যাদি উৎস থেকে পিসিতে ভাইরাস আসতে পারে।

জনপ্রিয় সাইটঃ ই-কমার্সের জনপ্রিয় সাইটগুলোর মধ্যে Bikroy.com, Cell Bazaar.com, Akhoni.com. Rokomari.com, Priyoshop.com, Sindabad.com, Clickld.com, BoiMela.com, Ajkerdeal.com. Charkri.com, JobsA1.com, Amikinee.com, Bagdoom.com ইত্যাদি ।

Created: 3 months ago | Updated: 3 days ago

Plotter হলো আউটপুট ডিভাইস। উল্লেখ্য, Plotter এক ধরনে প্রিন্টার। প্লটারে প্রিন্ট হয় পেন এর সাহায্যে। প্লটারে অতি চিকন থেকে মোটা যে কোন ধরনের পেন ব্যবহার করা যায়। স্থপতি, প্রকৌশলী এবং অন্য যে কোন ধরনের নক্সাবিদ এবং যারা মানচিত্র তৈরি করেন তাদের সূক্ষাতিসূক্ষ্ম রেখার সুস্পষ্ট এবং সঠিক ব্যবহারের জন্য প্লটারে প্রিন্ট নেওয়ার প্রয়োজন হয়। প্লটার দুই রকম। যথাঃ ফ্লাট বেড প্লটার এবং ড্রাম প্লটার।

কম্পিউটার নেটওয়ার্ক OSI বা Open System Interconnection মডেমের স্তর রয়েছে ৭টি। এগুলো হলোঃ Application, Presentation, Session, Transport, Network, Datalink, Physical. (সহজে মনের রাখার কৌশলঃ PDNT SPA).

Created: 3 months ago | Updated: 3 days ago

IPV6 এড্রেস ১২৮ বিটের। উল্লেখ্য, Internet Protocol দুই ধরনের। IPV 4 and IPV 6. IPV 4 হলো 32 bit and IPV-6 হলো 128 bits. IPV-4 এ শুধুমাত্র ডেসিমেল নাম্বার ব্যবহার হয়। IPV6 এ হেক্সাডেসিমেল নার ব্যবহৃত হয়। এটা ৮/৪ ভাগে থাকে। প্রত্যেক ভাগে 16 bit করে থাকে।

অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়।

ইন্টারনেটের ব্যাপক ব্যবহার ১৯৯০ সাল থেকে শুরু হলেও এর প্রকৃত যাত্রা আরম্ভ হয় ১৯৬৯ সাল থেকে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর সে বছর Advance Research Projects Agency Network (ARPAnet) চালু করে। এটি কম্পিউটার নেটওয়ার্ক জগতে মানুষের প্রথম পদক্ষেপ। উল্লেখ্য, বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয় ১৯৯৬ সালে।

Created: 3 months ago | Updated: 10 hours ago

Trojan Horsef Virus. G, Virus Vital Information Resources Under Seize (VIRUS) : সয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমন ও নিজস্ব সংখ্যা বৃদ্ধি করে কম্পিউটারকে অস্বাভাবিক ও অগ্রহণযোগ্য কাছে বাধ্য করে। এ ছাড়া আরও কিছু Virus এর নাম হলোঃ Aids, Bye Bye, Bad Boy, Cirdrella, CIH, I Love you ইত্যাদি ।

IBM প্রতিষ্ঠান কর্তৃক IS/2 অপারেটিং সিস্টেম প্রস্তুত করা হয়েছে।

আধুনিক কম্পিউটারের জনকঃ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ ১৮২২ সালে ডিফারেন্স ইঞ্জিন (Difference engine) আবিষ্কার করেন। ১৮৩৩ সালে তিনি 'এ্যানালাইটিক্যাল ইঞ্জিন' (Analytical engine) নামক একটি যান্ত্রিক কম্পিউটার তৈরির পরিকল্পনা গ্রহণ করেন এবং নক্সা করেন। তিনি এ নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত গবেষণ চালিয়ে যান। ব্যাবেজের এ্যানালাইটিক্যাল ইঞ্জিনের পরিকল্পনায় আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য ছিল। এজন্য ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। তাঁর পরিকল্পনায় আধুনিক কম্পিউটারের গাণিতিক ইউনিট (Arithmetic unit), স্মৃতি (Memory), নিয়ন্ত্রণ ইউনিট, ইনপুট/আউটপুট অন্তর্ভুক্ত করে। কিন্তু আধুনিক কম্পিউটারের জনক বলা হয় জন ভন নিউম্যানকে।

ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য ৬৫৫৩৬ টি চিহ্নকে নির্দিষ্ট করা যায়।

Created: 3 months ago | Updated: 1 day ago

কম্পিউটারের আইকিউ শূন্য (0)।

কম্পিউটারে হিসাব কার্যক্রম করার জন্য Microsoft Excel সফটওয়ারটি ব্যবহৃত হয়।

স্প্রেডসিট প্রোগ্রামে অসংখ্য ঘর বিশিষ্ট ছককে ওয়ার্কশিট বলে। উল্লেখ্য, একটি স্প্রেডসিট উলম্ব এবং অনুভূমিকভাবে অনেকগুলো রেখার সাহায্যে ভাগ করা থাকে। উলম্ব রেখার সাহায্যে যে ভাগ করা হয়, তাকে বলা হয় কলাম এবং অনুভূমিক রেখার সাহায্যে যে ভাগগুলো করা হয়, তাকে বলা হয় সারি। স্প্রেডসিট প্রোগ্রামে রো এবং কলামের সাহায্যে গঠিত সিটরে বলা হয় ওয়ার্কসিট।

বাইনারি সংখ্যা পদ্ধতিতে মাত্র দুটি চিহ্ন বা প্রতীক দিয়ে সব রকমের সংখ্যা গঠন করা যায়। দুটি প্রতীক ব্যবহৃত হয় বলে একে ২-ভিত্তিক সংখ্যা বা বাইনারি পদ্ধতি বলা হয়। কম্পিউটার কাজ করে তার নিজস্ব পদ্ধতিতে। এই পদ্ধতিকে বলা হয় কম্পিউটারের মেশিনের ভাষা বা মেশিন ল্যাংগুয়েজ। এই মেশিন ল্যাংগুয়েজ গঠিত হয় বিদ্যুৎ প্রবাহের দুটি মাত্র সংকেজে দ্বারা। বিদ্যুৎ আছে (১) অথবা বিদ্যুৎ নেই (০)। শুধু এই দুটি অবস্থাই কম্পিউটার বুঝতে পারে। অর্থাৎ অন এবং অফ ধারণ থেকেই ২-ভিত্তিক বা বাইনারি সংখ্যা পদ্ধতি গড়ে উঠেছে। ৩২ বিট, ৬৪ বিট সকল কম্পিউটারে সাধারণত বাইনারি ডিজিট সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়। বাংলা ফন্ট এর উদ্ভাবক কে?- মোস্তফা জব্বার।

Related Sub Categories