স্বরাষ্ট্র মন্ত্রণালয় || ব্যক্তিগত কর্মকর্তা (23-06-2022) || 2022

All

সকল বিষয়

                                                                                                                        উন্নত দেশের জন্য চাই সোনার মানুষ

আমরা অর্থনৈতিকভাবে কিছুটা উন্নত হয়েছি। কিন্তু আমাদের নৈতিক মূল্যবোধ, দেশ ও মানুষের সহমর্মিতা, সমবণ্টন এ পর্যায়ে এখনও আসেনি। জনগণের সমান অধিকার, সকল সুযোগ-সুবিধা, ন্যায্য বিচার আমরা এখনও দিতে পারিনি। এ জন্য আরও সোনার মানুষ দরকার। বঙ্গবন্ধু বলেছিলেন, সোনার দেশ গড়তে হলে সোনার মানুষ দরকার, আমরা সেই সোনার মানুষ চাই।' আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। বিশ্বে আমাদের পরিচিতি বেড়েছে, আমরা অর্থনৈতিকভাবে কিছুটা উন্নতও হয়েছি। কিন্তু আমাদের নৈতিক মূল্যবোধ, দেশ ও মানুষের সহমর্মিতা, সমবণ্টন এ পর্যায়ে এখনও আসেনি। এ জন্য আরও সোনার মানুষ প্রয়োজন। আর সেই সোনার মানুষের বা সুনাগরিকের কিছু কতব্য হলোঃ নাগরিকের প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি অনুগত্য প্রকাশ করা। অর্থাৎ রাষ্ট্রের নির্দেশ মেনে চলা। রাষ্ট্রের নিরাপত্তা, অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার জন্য প্রত্যেক নাগরিককে সর্বদা সজাগ এবং চরম ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। 

রাষ্ট্রের প্রচলিত আইন এবং সংবিধান মেনে চলা এবং আইনের প্রতি সম্মান দেখানো নাগরিকদের অন্যতম দায়িত্ব। কেউ আইন অমান্য করলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়। স্বাভাবিক জীবনের ব্যাঘাত ঘটে। তাই সুষ্ঠু জীবনযাপন, শান্তি ও শৃঙ্খলা রক্ষায় প্রত্যেক নাগরিককে আইন মেনে চলতে হবে। সততা ও সুবিবেচনার সাথে ভোট দেওয়া নাগরিকের পবিত্র দায়িত্ব ও কর্তব্য। এর ফলে যোগ্য ও উপযুক্ত প্রার্থী জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবে। অযোগ্য ও দুর্নীতিবাজ প্রার্থীকে ভোটদানে বিরত থাকা উচিত। রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস নাগরিকদের প্রদেয় কর ও খাজনা, রাষ্ট্রের প্রশাসনিক, প্রতিরক্ষা এবং উন্নয়নমূলক কাজ সম্পাদনের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। নাগরিকদের যথাসময়ে কর প্রদান করে রাষ্ট্রীয় কাজে সহযোগিতা করতে হবে। রাষ্ট্রের অর্পিত দায়িত্ব অর্থাৎ রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা নাগরিকের কর্তব্য। সরকারের গৃহীত কোনো কাজ মানে হলো জনগণের কাজ। সরকারি কর্মকর্তা তদুপরি নাগরিকদের সততা ও কাজে একাগ্রতা ও নিষ্ঠার উপর সরকারের সফলতা, উন্নতি ও অগ্রগতি নির্ভর করে। 

প্রতিটি শিশুই রাষ্ট্রের নাগরিক। পিতামাতা তার অভিভাবক হিসেবে কাজ করেন। তাই সন্তানদের জীবনরক্ষার জন্য বিভিন্ন প্রতিষেধক টীকাদান, সুস্থসবল রাখা এবং নির্দিষ্ট সময়ে স্কুলে পাঠানো পিতামাতার দায়িত্ব। এতে করে সন্তান সুশিক্ষিত হয়ে সুনাগরিক হয়ে গড়ে উঠবে এবং পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অবদান রাখবে। 

প্রত্যেক নাগরিককেই দেশপ্রেমে উদ্বুদ্ধ থাকতে হবে। নিজস্ব সংস্কৃতি, রাষ্ট্রীয় অর্জন ও সফলতা এবং সবসময় দেশের মঙ্গল কামনা করা নাগরিকদের কর্তব্য। জাতীয় সংগীত, জাতীয় ইতিহাস, জাতীয় বীর ও মনীষীদের অবদানকে স্মরণ করতে হবে। প্রত্যেক নাগরিককে একে অপরকে সহ্য করার ক্ষমতা থাকতে হবে। ভিন্নমতকে মূল্যায়ন করা এবং সম্মান করার মধ্য দিয়ে জাতীয় সংহতি অর্জন করা সম্ভব। এটা প্রত্যেককেই বিশ্বাস করতে হবে যে বৈচিত্র্যের মধ্যেই সৌন্দর্য নিহিত। প্রত্যেক নাগরিককেই বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। ব্যক্তি বা প্রতিষ্ঠানের এমনকি রাষ্ট্রের বেআইনী কোন কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানো নাগরিকদের নৈতিক দায়িত্ব। তবে কোনক্রমেই আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না। তাহলেই সুশাসন এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা হবে। আর এভাবেই সোনার মানুষের মাধ্যমে দেশ উন্নত দেশের কাতারে প্রতিষ্ঠিত হবে।

কোনো সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছে যদি তোমার থাকে, তাহলে তাদের সব বই ধ্বংস কর 
এবং সে দেশের সব পণ্ডিতকে হত্যা কর। তোমার উদ্দেশ্য সিদ্ধ হবে। পণ্ডিতরাই জাতির আত্মা। 
এই আত্মাকে যারা অবহেলা করে, তারা বাঁচে না। দেশ ও জাতিকে উন্নত করতে ইচ্ছে করলে 
জ্ঞানের সাহায্যেই তা করতে হবে। মানব মঙ্গলের জন্য যত অনুষ্ঠান আছে, তার মধ্যে এটাই প্রধান ও সম্পূর্ণ। 
জাতির ভেতর সাহিত্যের ধারা সৃষ্টি করে, জ্ঞানের ধারার প্রবাহ বাড়াও- আর কিছুর আবশ্যকতা নেই। 

= কোনো সভ্য জাতির উন্নয়নের প্রধান মাপকাঠি হলো, তাদের সাহিত্য অনুশীলন ও বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। কারণ, বুদ্ধিজীবীগণই জাতির প্রাণ। তাই জাতির কল্যাণের জন্য উন্নত সাহিত্যের ধারা সৃষ্টি করতে হবে।

সিংড়া, নাটোর
২৩-০৬-২০২২

প্রিয় বন্ধু প্রণতী
আমার শুভেচ্ছা নিও। তুমি মুক্তিযুদ্ধ বিষয়ক নারীর অবদান সম্পর্কে জানতে চেয়েছো। তাই আজ আমি সেই বিষয়ে তোমাকে লিখবো। ১৯৭১ সালের বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধেও তেমনি নারীর রয়েছে বীরত্বপূর্ণ অবদান। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে পুরুষদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও নারীদের ভূমিকা অস্বীকার করার কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধে পুরুষের পাশাপাশি নারীর ভূমিকাও অত্যন্ত প্রশংসনীয়। নারী তার সব সামর্থ্য প্রয়োগ করেছিলেন স্বাধীন বাংলাদেশ তৈরিতে। তারা মুক্তিযুদ্ধে অত্যাধুনিক অস্ত্র প্রশিক্ষণ নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে গেরিলাযুদ্ধ থেকে শুরু করে সম্মুখযুদ্ধে অংশ নিয়েছেন। নারীরা কখনো সরাসরি যুদ্ধক্ষেত্রে অংশ নিয়েছেন আবার কখনো যুদ্ধক্ষেত্রের আড়ালে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা। করেছেন। দুঃসাহসী নারীরা যে যেভাবে পেরেছেন সেভাবে কাজ করেছেন দেশের স্বাধীনতার জন্য। বহু নারী আছেন যারা মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়েছেন, প্রেরণা জুগিয়েছেন, সেবা করেছেন, অনাহারী-অর্ধাহারী ক্ষুধার্ত মুক্তিযোদ্ধাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কখনও মমতাময়ী মায়ের মতো, কখনও বোনের মতো। 

নিজে না খেয়ে মুক্তিযোদ্ধাদের ঘাঁটিতে খাবার রান্না করে পাঠিয়েছেন, যুদ্ধের সময় পাকিস্তানি হানাদারের হাত থেকে রক্ষা করতে নিজেদের ঘরে আশ্রয় দিয়েছেন মুক্তিযোদ্ধাদের। তারা ক্যাম্পে ক্যাম্পে কাজ করেছেন। মুক্তিযোদ্ধাদের সঙ্গে ক্যাম্পে রান্নার কাজ করেছেন যারা, তারা অস্ত্রশিক্ষা নিয়ে মুক্তিযোদ্ধাদের প্রহরী হিসেবেও কাজ করেছেন। আবার শত্রুদের বিষয়ে, জানসেনা ও রাজাকারদের অবস্থান সম্পর্কে মুক্তিযোদ্ধাদের কাছে খবরও দিয়েছেন মুক্তিযুদ্ধের সময়। বাড়িতে মুক্তিযোদ্ধাদের লুকিয়ে রাখা, অস্ত্র এগিয়ে দেয়া অথবা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা ও চিকিৎসা করা, তাদের জন্য ওষুধ, খাবার ও কাপড় সংগ্রহ করা রক্ত ঝরা একাত্তরে নারীদের এই সক্রিয় কর্মকাণ্ডই ছিল তাদের মুক্তিযুদ্ধ। 

আজ এই পর্যন্তই, ভালো থেকো। মা-বাবাকে সালাম দিও। 

নিঝুম
ধানমন্ডি, ঢাকা

Bees are an example of industry. They are even more industrious than the ants: They work from morning till evening. They gather honey from flowers to flowers. Their living is very surprising. Their sense of discipline is very firm. 

= মৌমাছিরা পরিশ্রমী প্রাণিদের উদাহরণ। এমনকি তারা পিঁপড়াদের চেয়েও পরিশ্রমী। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। এক ফুল থেকে আরেক ফুলে তারা মধু সংগ্রহ করে বেড়ায়। তাদের বসবাস আরো আশ্চর্যজনক। তাদের শৃঙ্খলা জ্ঞান খুবই দৃঢ়।

বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের ৫টি নিয়ম ( তৎসম শব্দের)ঃ ক. যেসব তৎসম শব্দে ই ঈ বা উ উ উভয় শুদ্ধ কেবল সেসব শব্দে ই বা উ এবং তার ই-কার বা উ-কার চিহ্ন হবে। যেমনঃ কিংবদন্তি, খঞ্জনি, চিৎকার ইত্যাদি। খ. রেফের পরে ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমনঃ অর্জন, পর্বত, কর্ম, কার্য ইত্যাদি। গ. সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পূর্ব পদের অন্তস্থিত ম্ স্থলে অনুস্বার (ঃ) হবে। যেমনঃ অহম্ + কার = অহংকার এভাবে- ভয়ংকর, সংগীত, শুভংকর। সন্ধিবদ্ধ না হলে ও স্থলে ং হবে না। যেমনঃ অঙ্ক, অঙ্গ, আকাঙ্ক্ষা ইত্যাদি। ঘ. সংস্কৃত ইন্‌-প্রত্যায়ন্ত শব্দের দীর্ঘ ঈ-কারান্ত রূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেগুলিতে হ্রস্ব-ই কার হয়। যেমনঃ গুণী > গুণিজন, প্রাণী > প্রাণিবিদ্যা, মন্ত্রী > মন্ত্রিপরিষদ। তবে এগুলোর সমাসবদ্ধরূপে ঈ-কারের ব্যবহারও চলতে পারে। যেমনঃ গুণী > গুণীজন, প্রাণী > প্রাণীবিদ্যা। ইন্- প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে - ত্ব ও -তা প্রত্যয় যুক্ত হলে ই-কার হবে। যেমন: কৃতী > কৃতিত্ব, দায়ী > দায়িত্ব। ঙ. বিসর্গ (ঃ) শব্দের শেষে বিসর্গ (ঃ) থাকবে না। যেমন: ইতস্তত, কার্যত, প্রথমত, প্রায়শ।

'কি' পদটি একটি অব্যয় পদ। এটি একটি প্রশ্নবাচক অব্যয়। এটি অনেক সময় সংশয়সূচক অব্যয় হিসেবেও ব্যবহৃত হয়। 'কি' এর ব্যবহার প্রশ্নসূচক অব্যয় হিসেবেঃ তুমি কি যাবে? সে কি আজ আসবে? তোমরা কি এখন পড়াশোনা করবে। না? সংশয়-সূচক অবায় হিসেবেঃ সে কি আর কখনও ফিরবে! ওইটুকু ছেলে কি একা একা এতটা পথ যেতে পারবে অবজ্ঞার ভাব বোঝাতে অব্যয় হিসেবেঃ সাধে কি তোকে গাধা বলি! জানলে কি আর বলতাম না।

'কী' পদটি একটি সর্বনাম পদ । এটি একটি প্রশ্নসূচক সর্বনাম। তবে বিস্ময়বোধক অনায় হিসেবেও এর ব্যবহার আছে। প্রশ্নবোধক সর্বনাম হিসেবে: তুমি কী খেয়েছো? (উঃ- ভাত বা অন্য কিছু) আমার জন্য কী এনেছো? বিস্ময়সূচক অব্যয় হিসেবে: কী ভয়ানক দৃশ্য! কী! তুমি এই কাজ করতে পারলে?

প্রদত্ত বানানগুলো ভুল থাকলে শুদ্ধ করুন; শুদ্ধ থাকলে উল্লেখ করুন:
7.

বুদ্ধিজীবী

Created: 3 months ago | Updated: 1 day ago

বুদ্ধিজীবী = বুদ্ধিজীবী

প্রদত্ত বানানগুলো ভুল থাকলে শুদ্ধ করুন; শুদ্ধ থাকলে উল্লেখ করুন:
8.

প্রশিকখন

Created: 3 months ago | Updated: 22 hours ago

প্রশিকখন = প্রশিক্ষণ

প্রদত্ত বানানগুলো ভুল থাকলে শুদ্ধ করুন; শুদ্ধ থাকলে উল্লেখ করুন:
9.

দীগন্ত

Created: 3 months ago | Updated: 23 hours ago

দীগন্ত = দিগন্ত

প্রদত্ত বানানগুলো ভুল থাকলে শুদ্ধ করুন; শুদ্ধ থাকলে উল্লেখ করুন:
10.

সত্ত্বাধিকারী

Created: 3 months ago | Updated: 1 day ago

সত্ত্বাধিকারী = স্বত্ত্বাধিকারী

প্রদত্ত বানানগুলো ভুল থাকলে শুদ্ধ করুন; শুদ্ধ থাকলে উল্লেখ করুন:
11.

স্বায়ত্তশাসন

Created: 3 months ago | Updated: 22 hours ago

স্বায়ত্তশাসন = স্বায়ত্তশাসন

                                                                                              The Padma Shetu, a Golden Dream of Bangladesh

Introduction: The Padma Bridge standing proudly straddling the two banks of mighty Paden is not merely an architectural wonder. It is also the pinnacle of the nation's pride and ambitions. How is this bridge going to benefit the country? Stretching from Mawa point in Munshiganj to Jazira in Shariatpur, the bridge will hopefully contribute 1.23 per cent to the country's GDP growth, while the GDP of south-western region will see a 2.3 per cent growth. So far, the river Padma has been a big barrier to the desired social and economic growth of the 21 districts lying on its other bank and beyond. The bridge has removed that barrier making it easier for investment to flow to those districts. Thus integrated, this part of the country will begin to make its due contribution to the national economy. The achievement of such a miracle has been possible, thanks to the visionary and bold leadership of the prime minister. For it is due to Prime Minister Sheikh Hasina's single-minded will to overcome all odds that the dream bridge could finally see the light of day. 

Inception of the Idea and Plan-How it started to work-obstacles it forced: After coming back in power in 2009, Sheikh Hasina and her dream project faced a major setback as the World Bank cancelled $1.2 billion loan stating that it cannot, should not and will not turn a blind eye to evidence of corruption in the project. Although a Canadian court later dismissed the allegation, the Asian, Development Bank (ADB), Islamic Development Bank (IDB) and the Japan International Cooperation Agency (JICA) also left the project at a time when Hasina's grip on power was weak. However, Hasina did not leave her dream project behind and seven years later, she again fuelled the construction of the bridge with the national income finally the dream comes true today when she inaugurated the bridge. The successful completion of the project after the World Bank chose to dump it has brought the country invaluable experience in conceiving, financing and executing projects of mega-scale. It has set an admirable example of self-dependency across the world. It is a mega project of Bangladesh completely financed by the Government of Bangladesh. With the construction of the Padma bridge, the Bangladesh government has set an example for other countries in South Asia by constructing the bridge on its own money which will no doubt encourage other countries to come forward to develop good regional connectivity by taking on more projects like this. 

Inception of the plan and idea: The pre-feasibility test of building the Padma Bridge was conducted in 1999 by the Awami League government. On 4 July 2001, the then Prime Minister Sheikh Hasina laid the foundation stone for the construction of the Padma Bridge. After a detailed study, the Japanese donor agency JICA recommended the construction of the Padma Bridge at the Mawa-Jazira end in 2004. The bridge project hit a snag as the World Bank in 2012 cancelled its $1.2 billion credit, saying it had evidence of a corruption conspiracy involving Bangladeshi officials, executives of a Canadian firm and individuals. Work on the main bridge began in November 2014. According to the bridge department, Prime Minister Sheikh Hasina inaugurated the construction of the main bridge on 12 December 2015. The first span of the Padma Bridge was installed in 2017. It took about three years and two months to install the remaining 40 spans. After the delay caused by flood situation and global coronavirus pandemic, 10 spans were installed in the last two months.

With the installation of the 41st span today (10 December) the entire 6.15km bridge from Munshiganj's Mawa to Shariatpur's Zajira is visible. The government is planning to open the Padma Bridge to traffic in December 2021. However, the relevant sources say, it may take a little more time. 

It's specialty: According to experts, it is second only to the Amazon River in the world in terms of water flow. Originating from the Himalayas, Padma came to Rajshahi over India and took its name. The river joins the Jamuna at Goalanda and the Meghna at Chandpur to the east. According to official sources, the maximum depth of the Padma is 1,561 feet (479 meters) and the average depth is 968 feet (295 meters). Studies say, the water that flows at Mawa Point every 20 seconds is equal to the water used in the capital all day. I lakh 40 thousand cubic meters of water flows in the Padma every second. The soil at the bottom of the river is usually very soft like a layer of sand. Whatever is to be ingested is like swallowing. In other countries, bedrock is easily found at the bottom of rivers when Padma shown exception. The Bedrock in Padma is being found in much deeper. The water level from the bottom of the river Padma is equal to that of a 13-storey building. Ganga on one side, Brahmaputra on the other- the waters of these two huge and long rivers of South Asia are named after this Padma in the Bay of Bengal. These two rivers carry the most sediment in the world. Many areas of Bangladesh have been formed by the siltation of the two rivers. The river is about six kilometers wide at the bridge construction site. The bridge has to cope with the pressure of the current coming down from the upper reaches. 

Impacts on Bangladesh: Reliable infrastructure plays a key role in economic growth. Studies have found positive relationship between infrastructure and economic output in many countries. This happens through gross domestic capital formation, employment, trade and human capital. Good infrastructure enhances productive capacity and improves competitiveness of a country. There is ample evidence that infrastructure and output are mutually beneficial. That is, infrastructure boosts output and higher output also leads to better infrastructure. The Padma Bridge is estimated to increase the GDP of the country by more than one percent. It will benefit about three crore people across 21 south-western districts of Bangladesh. These districts will be connected with the growth centres through better connectivity. They can be used as economic corridors. This will create opportunities for employment and income. The transportation system will be improved as movement of people will be enhanced. Supply chains within the country will be connected better. Goods and services will move smoothly from one place to another. People from the south-western parts of the country are also expected to have better access to education, healthcare and other services. Not only will people move to the urban areas easily, opportunities will also come to the rural areas. This will change the rural economy which is already undergoing transformation. The share of the agriculture sector to the GDP of the country has declined significantly with the emergence of non-farm activities in the rural areas. This was facilitated by several factors including better communication and connectivity. 

How it started to work: The Padma Bridge has its eventful history. We all know the historical events of its making. After hiring consultants in 2009, they started working. Development partners and lenders expressed interest in lending for the Padma Bridge project. A loan proposal was given by World Bank offering 1000 million dollars, ADB 500 million dollars, JICA 300 million dollars at very low interest rates. After talks between the bridge division and lenders the proposal for the two- storied bridge like one in Denmark was granted. Its cost was earmarked at 2.4 million dollars or 16,970 crore taka. A four-lane road will be built on the steel-based infrastructure, and under the bridge a rail line will be built. Development partners finalised the debt proposal. Papers were signed to allocate 1200 million dollars from World Bank, 615 million from ADB, 430 million from Japan and 140 million from IDB. In 2010 expenditure of the bridge was fixed at 2,972 million dollars or Tk 20,507 crore. In 2011 the World Bank stated that they found credible evidence of corruption conspiracy and then refused to sanction the proposed loan. Prime Minister Sheikh Hasina told the World Bank to prove this type of allegation. World Bank complained to Canadian Royal MountedPolice against Canadian firm SNC-Lavalin. After that a case was filed in Canada. On 28th June 2012 World Bank's president Robert Zoellick cancelled the debt contract of Padma Bridge. Then other debt firms and donors also went back. The secretary of the ministry of bridge was sent on forced retirement. That time the secretary was Mosharraf Hossain Bhuiyan. World Bank directed Anti-Corruption Commission (ACC) to file a case against former minister of communication Syed Abul Hossain, former minister of state Abul Hasan Chowdhury and Finance Adviser Dr. Mashiur Rahman. ACC however arrested former secretary Mosharraf Hossain Bhuiyan. He lost his job also. But World Bank did not give the loan assistance at all. Due to the delay of the World Bank, Prime Minister Sheikh Hasina on January 31, 2013 rejected the loan of the World Bank and announced the construction of the Padma Bridge with own funds. This was a bold decision. Historical decision. Work on the Padma Bridge was inaugurated in 2015. The first span of the Padma Bridge was laid in 2016. The last span was set up on 10 December 2020. 

Conclusion: The Padma Multipurpose Bridge will transform the lives of nearly 30 million people living in thecountry's southwest region, promoting industrial and commercial activities and increasing economic andemployment opportunities, according to various studies and reviews on the major economic impact ofthe bridge project. At least 30 million people, almost one fifth of the country's total population, will directly benefit from the bridge.

Created: 3 months ago | Updated: 3 days ago

There are four stages in the life of the silkworm.

Created: 3 months ago | Updated: 3 days ago

Silkworms spins a long, slender thread and winds the thread round to its body. Silkworms go to sleep this silken nest or cocoon.

After hiding them into a cocoon, the silkworms become chrysalis. And then chrysalis changes into butterfly inside the cocoon.

Created: 3 months ago | Updated: 3 days ago

At the last stage of life, the silkworms break out of the cocoon making them as an insect.

Created: 3 months ago | Updated: 3 days ago

To get the silk, the silk worker kill the chrysalis inside the cocoon.

23.06.2022 

Manager 
Sales Department 
Bangla Academy 
Dhaka-1200 

Subject: Orders for books.

Sir, 
I would like to place an order for the following books for my personal reading.

S.NoName of BooksAuthorsCopies required
01.Recent JobSATT Publication1
02.Recent Govt BankSATT Publication1
03.Recent Private BankSATT Publication1
04.Job TranslationSATT Publication1
05.Faculty Job SolutionSATT Publication1

Kindly supply the books by next week. Also, please make sure that the books are in good condition and arrive undamaged. 

I request you to send the bill along with the books after applying the discount permissible. Payment will be made soon after the receipt and checking of the books. 

Damaged books will not be accepted nor any payment will be made for the same. 

We seek your cooperation in this regard. 

Thank You 

Yours faithfully 
Pronay Tirki 
Al-Beruni Hall (Ext) 
Pabna University of Science and Technology - 1247

Make sentences with the following phrases and idioms (any five).
19.

A fair weather friend

Created: 3 months ago | Updated: 3 days ago

A fair weather friend (সুসময়ের বন্ধু) = Don't believe in fair weather friends.

Make sentences with the following phrases and idioms (any five).
20.

At any rate

Created: 3 months ago | Updated: 3 days ago

At any rate (সে যা-ই হোক; যতই হোক) = Far the moment at any rate, he was safe.

Make sentences with the following phrases and idioms (any five).
21.

Cut a sorry figure

Created: 3 months ago | Updated: 2 days ago

Cut a sorry figure (খারাপ ফল করা) = Mili cuts a sorry figure in the examination.

Make sentences with the following phrases and idioms (any five).
22.

Heart and soul

Created: 3 months ago | Updated: 3 days ago

Heart and soul (সর্বান্তঃকরণে) : Try heard and soul and you will succeed.

Make sentences with the following phrases and idioms (any five).
23.

White Elephant

Created: 3 months ago | Updated: 3 days ago

White elephant (কাজে আসে না অথচ দামি ও অসুবিধাজনক) = He is a white elephant in this office.

Change the following sentences as directed: (any five).
24.

My pocket has been picked. (Active)

Created: 3 months ago | Updated: 22 hours ago

My pocket has been picked. (Active) 

= Somebody picked my pocket. 
বাক্যের অর্থঃ আমার পকেট মারা হয়েছে।

Change the following sentences as directed: (any five).
25.

What a piece of work is man! (Assertive)

Created: 3 months ago | Updated: 23 hours ago

What a piece of work is man! (Assertive) 

= Man is a very piece of work. 
বাক্যের অর্থঃ মানুষ একটি চমৎকার শিল্প কর্ম।

Change the following sentences as directed: (any five).
26.

The girls are singing the national anthem. (Passive)

Created: 3 months ago | Updated: 22 hours ago

The girls are singing the national anthem. (Passive) 

= The national anthem is being sung by the girls. 
বাক্যের অর্থঃ বালিকারা জাতীয় সংগীত গাচ্ছে।

Change the following sentences as directed: (any five).
27.

She jumped into a cub and cried gaily. (Simple)

Created: 3 months ago | Updated: 1 day ago

She jumped into a cub and cried gaily. (Simple) 

= She jumped into a cub crying gaily. 

বাক্যের অর্থঃ কান্নারত একটি শাবকের বাচ্চাকে তিনি ডিঙ্গিয়ে গেলেন।

Change the following sentences as directed: (any five).
28.

Spare the rod and spoil the child. (Complex)

Created: 3 months ago | Updated: 23 hours ago

Spare the rod and spoil the child. (Complex) 

= Spare the rod if you want to spoil the child. 
বাক্যের অর্থঃ শিশুদের নষ্ট করতে চাইলে লাঠির ব্যবহার করো না।

Change the following sentences as directed: (any five).
29.

My younger sister Upome goes to office by bus. (Wh-question)

Created: 3 months ago | Updated: 1 day ago

My younger sister Upome goes to office by bus. (Wh-question)

= । How does Upome go to office? 
বাক্যের অর্থঃ উপমা কিভাবে অফিসে যায়?

Change the following sentences as directed: (any five).
30.

Bhutan is smaller than most other countries of the world. (Positive degree)

Created: 3 months ago | Updated: 22 hours ago

Bhutan is smaller than most other countries of the world. (Positive degree) 

= Very few countries in the world are as small as Bhutan. 
বাক্যের অর্থঃ পৃথিবীতে ভুটানের মতো ছোট খুব কম দেশ আছে।

Use the right form of verb in the following sentences: (any five)
31.

Without (King) I will not tell her.

Created: 3 months ago | Updated: 22 hours ago

Without (King) I will not tell her. 

= Without king's approve I will not tell her. 

বাক্যের অর্থঃ রাজার অনুমতি ছাড়া আমি তাকে বলবো না ।

Use the right form of verb in the following sentences: (any five)
32.

He ran away having (take) the money.

Created: 3 months ago | Updated: 1 day ago

He ran away having (take) the money. 

= He ran away having taken the money. 

বাক্যের অর্থঃ টাকা নিয়ে সে দৌড় দিল।

Use the right form of verb in the following sentences: (any five)
33.

He got used to---( smoke).

Created: 3 months ago | Updated: 1 day ago

He got used to---( smoke). 

= He got used to smoking

বাক্যের অর্থঃ সে ধূমপানে অভ্যস্ত হয়েছিল।

Use the right form of verb in the following sentences: (any five)
34.

It is time you---( give up) bad habits.

Created: 3 months ago | Updated: 1 day ago

It is time you---( give up) bad habits. 

= It is time you gave up bad habits. 
বাক্যের অর্থঃ বাজে অভ্যাস ত্যাগ করার এটাই সময়।

Use the right form of verb in the following sentences: (any five)
35.

Have you ever---(be) to Cox's Bazar.

Created: 3 months ago | Updated: 22 hours ago

Have you ever (be) to Cox's Bazar. 

= Have you ever been to Cox's Bazar.

বাক্যের অর্থঃ তুমি কি কখনো কক্সবাজার গিয়েছ?

Use the right form of verb in the following sentences: (any five)
36.

The coastal areas of Bangladesh---(hit) by a violent storm yesterday.

Created: 3 months ago | Updated: 1 day ago

The coastal areas of Bangladesh (hit) by a violent storm yesterday. 

= The coastal areas of Bangladesh was hit by a violent storm yesterday. 

বাক্যের অর্থঃ গতকাল একটি সর্বগ্রাসী ঝড় বাংলাদেশের সমুদ্র উপকূলে আঘাত হেনেছিল।

মনে করি, পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য = ১০০ টাকা

২০% লাভে, পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য = ১০০ + ২০ = ১২০ টাকা

পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য = খুচরা বিক্রেতার ক্রয়মূল্য = ১২০ টাকা

২০% লাভে, খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য = ১২০+১২০×২০%=১৪৪ টাকা

খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য ১৪৪ টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য = ১০০ টাকা

খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য ৫৭৬ টাকা হলে পাইকারি বিক্রেতার  ক্রয়মূল্য = ×= টাকা।

মনে করি, ক নেয় x টাকা এবং খ নেয় y টাকা

প্রশ্নমতে, x+x×10×2100=y+y×10×3100

=x+x5=y+3y10 =5x+x5=10y+3y10 =6x5=13y10 =6x=10y2 =12x=13y =xy=1312 x : y = 13 : 12

অর্থ্যাৎ তাদের বিনিয়োগের অনুপাত ১৩ : ১২

মনে করি, শাহিন  ২৪০ টাকায় ক টি কলম কিনল।

  প্রতিটি কলমের গড় মূল্য = টাকা

একটি কলম বেশি পেলে মোট কলম হতো = (ক+১) টি

তখন, প্রতিটি কলমের গড় দাম হতো = (+) টাকা

প্রশ্নমতে, -+=

=(+)-(+)= =+-=+ =+-= =+--= =(+)-(+)= =(+) (-)=

ক+১৬=০

=ক=-১৬ [গ্রহণযোগ্য নয়]

আবার, ক-১৫=০

=ক=১৫

সে মোট ১৫টি কলম কিনল।

Created: 3 months ago | Updated: 1 day ago

 Given that, x2-3=22 =x2=3+22 =x2=2+22+1 =x2=(2)2+2×2×1+11 =x2=(2+1)2=x=2+1 Now, x=2+1 =1x=2-1(2+1) (2-1) =1x=2-1(2)2-12 =1x=2-12-1 =1x=2-11 1x=2-1

Now, x4+1x4 =(x2)2+(1x2)2 =(x2+1x2)2-2×x2×1x2 =(x2+1x2)2-2 ={(x+1x)2-2×x×1x}2-2 ={(x+1x)2-2}2-2 ={(2+1+2+1)2-2}2-2 ={22)2-2}2-2 =(4×2-2)2-2 =(8-2)2-2 =62-2 =36-2 =34 

Given that, ab=a+qa-q =(ab)2=(a+qa-q)2 =a2b2=a+qa-q =pq=a+pa-q =p+qp-q=a+q+a-qa+q-a+q =p+qp-q=2a2q =p+qp-q=aq p+qa=p-qq (proved)

ধরি, একটি সংখ্যা x এবং অপরটি y

প্রশ্নমতে, x2 + y2 = 250………(i)

xy = 117……………(ii)

এখন, (i) হতে পাই, x2 + y2 = 250

=(x + y)2 - 2xy = 250

=(x + y)2 - 2 ×119 = 250

=(x + y)2 - 234 = 250

=(x + y)2 = 250 + 234 =484

=x + y = 484 =22……………….(iii)

আবার (i) হতে পাই, x2 + y2 = 250

=(x - y)2 + 2xy = 250

=(x - y)2 + 2×117 = 250

=(x - y)2 + 234 = 250

=(x - y)2 = 250 - 234 = 16

=x - y = 16 = 4…………….(iv)

এখন সমীকরণ (iii) + (iv)

x+y=22 x-y=42x=26 x=13

x এর মান (iv) নং এ বসাই 

১৩ - y = 4

y=13-4=9

x=13 and y=9.

আমরা জানি, সামান্তরিকের যে কোন কর্ণ সামান্তরিককে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। 

 ক্ষেত্র ABD এর ক্ষেত্রফল = সামান্তরিক ক্ষেত্র ABCD এর ক্ষেত্রফল

12 x 120 = 60 বর্গ সেন্টিমিটার

ধরি, কৌণিক বিন্দু A থেকে কর্ণ BD এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য AE = x সেন্টিমিটার

আবার, ক্ষেত্র ABD এর ক্ষেত্রফল =12 x BD x AE

12x 24 xx বর্গ সেন্টিমিটার ( দেয়া আছে, কর্ণ BD = 24 সেন্টিমিটার)

= 12.x বর্গ সেন্টিমিটার

প্রশ্নমতে, 12x = 60

=x=6012=5

 নির্ণেয় লম্বের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার।

ধরি, O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে AB এবং AC জ্যা দুইটি A বিন্দুগামী ব্যাসার্ধ OA এর সাথে সমান কোণ উৎপন্ন করে 

অর্থাৎ BAO = CAO. প্রমাণ করুন যে, AB = AC 

প্রমাণঃ AOB এবং AOC এর মধ্যে

BAO = CAO [শর্তানুসারে] 

BO = CO [একই বৃত্তের ব্যাসার্ধ] 

AO সাধারণ বাহু। 

AOB = AOC 

তাহলে AB = AC (প্রমাণিত)

দেয়া আছে, x N : x3 > 27 এবং x3 < 130

এখানে x = 1, 2, 3, 4, 5, 6 হলে 

x3 এর মান 27 থেকে বড় কিন্তু 130 থেকে ছোট হবে।

তাই, x3 = 13 = 1 বাদ 

x3 = 23 = 8 বাদ

x3=33=27 বাদ 

x3=43 = 64 এটি হবে

x3 = 53 = 125 এটি হবে

x3 = 63 = 216 বাদ 

 নির্ণেয় মান (4, 5)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ হলো: জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র ।

নিম্নোক্ত প্রশ্নের উত্তর দিনঃ
47.

'নারীর ক্ষমতায়ন' বলতে কী বুঝায়?

Created: 3 months ago | Updated: 22 hours ago

নারী ক্ষমতায়ন (Women's empowerment) হল নারী ক্ষমতায়নের প্রক্রিয়া। নারীর ক্ষমতায়ন বলতে এমন একধরনের অবস্থাকে বোঝায়, যে অবস্থায় নারী তার জীবনের সঙ্গে সম্পর্কিত প্রতিটি ক্ষেত্রে স্বাধীন ও মর্যাদাকর অবস্থায় উন্নীত হতে পারে। নারীর ক্ষমতায়ন তখনই সম্ভব, যখন কোনও বাধা বা সীমাবদ্ধতা ছাড়াই নারী শিক্ষা, কর্মজীবন এবং নিজেদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে পারবে।

নিম্নোক্ত প্রশ্নের উত্তর দিনঃ
48.

'বার্ষিক উন্নয়ন কর্মসূচি' কাকে বলে?

Created: 3 months ago | Updated: 1 day ago

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) হলো কোন একটি পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রক্ষেপিত সরকারি খাতের উন্নয়ন নীতিমালা, কর্মসূচি, বিনিয়োগ এবং লক্ষ্যমাত্রাসমূহ পরিচালনা ও অর্জনের জন্য ঐ পঞ্চবার্ষিক পরিকল্পনার কোন একটি নির্দিষ্ট বছরে বাস্তবায়নযোগ্য বিভিন্ন খাতের প্রকল্পসমূহের তালিকা এবং তাদের জন্য আর্থিক বরাদ্দসহ প্রণীত কর্মসূচি।

বসবাস প্রধানত কোন জেলায়? - ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে বুঝায় এমন একটি জনসমষ্টি যারা মোটামুটিভাবে একটি অঞ্চলে বসবাস করে, যাদের একটি নিজস্ব সাংস্কৃতিক ঐক্য রয়েছে এবং যারা অন্য অনুরূপ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী থেকে নিজেদের পৃথক মনে করে। 

মণিপুরী জাতি ভারত ও বাংলাদেশের একটি ক্ষুদ্র ও বৈশিষ্ট্যপূর্ণ জনগোষ্ঠীর নাম। এদের আদি নিবাস ভারতের মণিপুর রাজ্যে। মণিপুরীদের নিজস্ব ভাষা, বর্ণমালা, সাহিত্য এবং সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে। ভারতের মণিপুর, আসাম, ও ত্রিপুরা রাজ্যের ও বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় মণিপুরী সম্প্রদায়ের লোক বাস করে।

নিম্নোক্ত প্রশ্নের উত্তর দিনঃ
50.

মুক্তিযুদ্ধের চেতনা' বলতে কী বুঝায়?

Created: 3 months ago | Updated: 23 hours ago

পাকিস্তানের শোষণ থেকে মুক্ত হওয়ার লড়াইকে স্বীকার করাই মুক্তিযুদ্ধের চেতনা। পাকিস্তানি শাসকদের ১৯৭১ সালের ভূমিকার জন্য ঘৃণা করার নামই মুক্তিযুদ্ধের চেতনা। এই সবুজের বুকে লাল সূর্যের পতাকার রঙ বুকে ধারণ করে পতাকাকে ভালোবেসে এর মান সমুন্নত রাখার শপথের নামই মুক্তিযুদ্ধের চেতনা।

Created: 3 months ago | Updated: 22 hours ago

১৯৭১ সালের ২৫ মার্চ রাত ১২টার পর অর্থাৎ ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি করা হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল এবং ১৭ এপ্রিল ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয়। আর সেটি সংবিধানের সপ্তম তফসিলে সন্নিবেশিত হয়েছে।

Created: 3 months ago | Updated: 22 hours ago

যুক্তফ্রন্ট বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ ন্যাপ (গণি), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি), লেবার পার্টির একাংশ -এ পাঁচটি দল নিয়ে গঠিত একটি জোট।

Created: 3 months ago | Updated: 1 day ago

ঐতিহাসিক ৬ দফার প্রবক্তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণ ও অবহেলার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গভীর ও সুস্পষ্ট রূপ লাভ করে ৬ দফার স্বায়ত্তশাসনের দাবিনামায়। ১৯৬৬ সালের ৫ থেকে ৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের এক সম্মেলনে যোগদান করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান। সেখানে তিনি সংবাদ সম্মেলন করে পূর্ব পাকিস্থানের জনগণের অধিকার রক্ষার জন্য ৬ দফা দাবি তুলে ধরেন।

নিম্নে প্রশ্নের উত্তর দিনঃ
54.

টেকসই উন্নয়ন বলতে কী বুঝায়?

Created: 3 months ago | Updated: 2 days ago

 টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) হচ্ছে ভবিষ্যত বৈশ্বিক ও আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত কিছু করেছে। সাদ উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহের (মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস) মেয়াদ ২০১৫ সালে শেষ হতে যাওয়ার পর, সেগুলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহের দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। SDC- এর মান ২০১৬ থেকে ২০৩০ সাল। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে। ২৫-২৭ সেপ্টেম্বর UN Sustainable Development Summit o বিভিন্ন দেশের সরকার প্রধানদের আলোচনার মধ্যমে এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সম্মেলনের বিষয়বস্তু ছিলো Transforming our world: The 2030 Agenda for Sustainable Development.

নিম্নে প্রশ্নের উত্তর দিনঃ
55.

'এক মেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা’ কী?

Created: 3 months ago | Updated: 23 hours ago

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের ভাঙ্গনের মধ্য দিয়ে স্নায়ুযুদ্ধের অবসান হলে বিশ্বে একনেক বিশ্ব ব্যবস্থা চালু হয়। এই ব্যবস্থার আমেরিকা তার পুঁজিবাদী অর্থনৈতিক আদর্শ বিশ্বব্যাপী প্রতিষ্ঠার চেষ্টা করে এবং ১ জুলাই, ১৯৯১ সালে মুক্তবাজার অর্থনীতি বা Open Market Economy চালু করে।

Created: 3 months ago | Updated: 23 hours ago

রাশিয়ার আইন সভার নাম-স্টেট ডুমা। আর জার্মানির আইনসভার নাম বুনডেস্টাগ ও বুনডেসরাগ।

নিম্নে প্রশ্নের উত্তর দিনঃ
57.

‘অর্থনৈতিক কুটনীতি' করতে কী বুঝায়?

Created: 3 months ago | Updated: 2 days ago

উন্নয়ন সহযোগী রাষ্ট্রগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বিদেশী বিনিয়োগ আহরণ, দক্ষ জনশক্তি রফতানি বৃদ্ধি এবং নতুন বাজার সম্প্রসারণের মাধ্যমে আর্থিক বুনিয়াদের ভিত্তি আরও মজবুত করার জন্য বিভিন্ন স্তরে যোগাযোগ বাড়ানোই অর্থনইতিক কূটনীতি।

নিম্নোক্ত প্রশ্নের উত্তর দিনঃ
58.

BIMSTEC কী? এর সদস্য রাষ্ট্রগুলোর নাম লিখুন?

Created: 3 months ago | Updated: 23 hours ago

Bay of Bengal Initiative For Multi-Sectoral Technical and Economic Co-operation (BIMSTEC ) দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক জোট। এর সদস্য দেশ হলো বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভুটান ও নেপাল।

নিম্নোক্ত প্রশ্নের উত্তর দিনঃ
59.

ASEAN কী? এর সদস্য রাষ্ট্রগুলোর নাম লিখুন?

Created: 3 months ago | Updated: 2 days ago

ASEAN এর পূর্ণরূপ হলো Association of Southeast Asian Nations. এটি ৮ আগস্ট ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার ১০টি দেশ এই সংস্থার সদস্য। দেশগুলো হলোঃ মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া (রাজধানী জাকার্তা), ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার এবং কম্বোডিয়া।

নিম্নোক্ত প্রশ্নের উত্তর দিনঃ
60.

ICJ ? এর অবস্থান কোথায়?

Created: 3 months ago | Updated: 1 day ago

জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (ICJ) বা আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর নেদারল্যান্ডসের 'দি হেগ' এ অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে ২৪ অক্টোবর। এ আদালতে বিচারকের সংখ্যা ১৫ জন হলেও প্রত্যেক বিচারকের মেয়াদকাল ৯ বছর আর সে ক্ষেত্রে সভাপতি নির্বাচন করা হয় ৩ বছরের জন্য ।

Created: 3 months ago | Updated: 1 day ago

SAARC এর বর্তমান (১৪তম) মহাসচিব হলেন এসালা রুয়ান উইরাকুন (শ্রীলঙ্কা) আর এর সচিবালয় অবস্থিত নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে ।

নিম্নোক্ত প্রশ্নের উত্তর দিনঃ
62.

PH বলতে কী বুঝায়?

Created: 3 months ago | Updated: 2 days ago

পিএইচ (pH) এর ফুল ফর্ম হচ্ছে 'Power of Hydrogen', সংজ্ঞা হিসেবে বলা যায়, কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে pH বলে। pH = -log (H' )

নিম্নোক্ত প্রশ্নের উত্তর দিনঃ
63.

Facebook inc. এর বর্তমান নাম কী?

Created: 3 months ago | Updated: 1 day ago

জাকারবার্গ ২০০৪ সালে 'ফেসবুক ইনকরপোরেশন প্রতিষ্ঠা করেন। মূলত এটাই এখন 'মেটা ইনকরপোরেশন' নামে পরিচিতি পাবে।

নিম্নোক্ত প্রশ্নের উত্তর দিনঃ
64.

পূর্ণরূপ লিখুনঃ LAN, SSD

Created: 3 months ago | Updated: 2 days ago

LAN Local Area Network. 

SSD = Solid State Device.

নিম্নোক্ত প্রশ্নের উত্তর দিনঃ
65.

নবায়নযোগ্য শক্তির দুটি উৎসের নাম লিখুন?

Created: 3 months ago | Updated: 4 days ago

বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমনঃ সূর্যের আলো ও তাপ, বায়ু প্রবাহ, জলপ্রবাহ, জৈব শক্তি (জৈবভর), ভূ-তাপ, সমুদ্র তরঙ্গ, সমুদ্র-তাপ, জোয়ার-ভাটা, শহুরে আবর্জনা, হাইড্রোজেন ফুয়েল সেল ইত্যাদি নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়।

Related Sub Categories