গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ কী কী?
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ হলো: জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র ।
'নারীর ক্ষমতায়ন' বলতে কী বুঝায়?
নারী ক্ষমতায়ন (Women's empowerment) হল নারী ক্ষমতায়নের প্রক্রিয়া। নারীর ক্ষমতায়ন বলতে এমন একধরনের অবস্থাকে বোঝায়, যে অবস্থায় নারী তার জীবনের সঙ্গে সম্পর্কিত প্রতিটি ক্ষেত্রে স্বাধীন ও মর্যাদাকর অবস্থায় উন্নীত হতে পারে। নারীর ক্ষমতায়ন তখনই সম্ভব, যখন কোনও বাধা বা সীমাবদ্ধতা ছাড়াই নারী শিক্ষা, কর্মজীবন এবং নিজেদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে পারবে।
'বার্ষিক উন্নয়ন কর্মসূচি' কাকে বলে?
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) হলো কোন একটি পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রক্ষেপিত সরকারি খাতের উন্নয়ন নীতিমালা, কর্মসূচি, বিনিয়োগ এবং লক্ষ্যমাত্রাসমূহ পরিচালনা ও অর্জনের জন্য ঐ পঞ্চবার্ষিক পরিকল্পনার কোন একটি নির্দিষ্ট বছরে বাস্তবায়নযোগ্য বিভিন্ন খাতের প্রকল্পসমূহের তালিকা এবং তাদের জন্য আর্থিক বরাদ্দসহ প্রণীত কর্মসূচি।
'ক্ষুদ্র নৃগোষ্ঠী' বলতে কী বুঝানো হয়? বাংলাদেশের মণিপুরী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বসবাস প্রধানত কোন জেলায়?
বসবাস প্রধানত কোন জেলায়? - ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে বুঝায় এমন একটি জনসমষ্টি যারা মোটামুটিভাবে একটি অঞ্চলে বসবাস করে, যাদের একটি নিজস্ব সাংস্কৃতিক ঐক্য রয়েছে এবং যারা অন্য অনুরূপ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী থেকে নিজেদের পৃথক মনে করে।
মণিপুরী জাতি ভারত ও বাংলাদেশের একটি ক্ষুদ্র ও বৈশিষ্ট্যপূর্ণ জনগোষ্ঠীর নাম। এদের আদি নিবাস ভারতের মণিপুর রাজ্যে। মণিপুরীদের নিজস্ব ভাষা, বর্ণমালা, সাহিত্য এবং সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে। ভারতের মণিপুর, আসাম, ও ত্রিপুরা রাজ্যের ও বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় মণিপুরী সম্প্রদায়ের লোক বাস করে।
মুক্তিযুদ্ধের চেতনা' বলতে কী বুঝায়?
পাকিস্তানের শোষণ থেকে মুক্ত হওয়ার লড়াইকে স্বীকার করাই মুক্তিযুদ্ধের চেতনা। পাকিস্তানি শাসকদের ১৯৭১ সালের ভূমিকার জন্য ঘৃণা করার নামই মুক্তিযুদ্ধের চেতনা। এই সবুজের বুকে লাল সূর্যের পতাকার রঙ বুকে ধারণ করে পতাকাকে ভালোবেসে এর মান সমুন্নত রাখার শপথের নামই মুক্তিযুদ্ধের চেতনা।
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে ও কার দ্বারা অনুমোদিত হয়?
১৯৭১ সালের ২৫ মার্চ রাত ১২টার পর অর্থাৎ ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি করা হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল এবং ১৭ এপ্রিল ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয়। আর সেটি সংবিধানের সপ্তম তফসিলে সন্নিবেশিত হয়েছে।
'যুক্তফ্রন্ট' নামে পরিচিত জোটে কোন কোন রাজনৈতিক দল অন্তর্ভুক্ত ছিল?
যুক্তফ্রন্ট বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ ন্যাপ (গণি), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি), লেবার পার্টির একাংশ -এ পাঁচটি দল নিয়ে গঠিত একটি জোট।
ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি কে, কবে, কোথায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন?
ঐতিহাসিক ৬ দফার প্রবক্তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণ ও অবহেলার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গভীর ও সুস্পষ্ট রূপ লাভ করে ৬ দফার স্বায়ত্তশাসনের দাবিনামায়। ১৯৬৬ সালের ৫ থেকে ৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের এক সম্মেলনে যোগদান করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান। সেখানে তিনি সংবাদ সম্মেলন করে পূর্ব পাকিস্থানের জনগণের অধিকার রক্ষার জন্য ৬ দফা দাবি তুলে ধরেন।
টেকসই উন্নয়ন বলতে কী বুঝায়?
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) হচ্ছে ভবিষ্যত বৈশ্বিক ও আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত কিছু করেছে। সাদ উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহের (মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস) মেয়াদ ২০১৫ সালে শেষ হতে যাওয়ার পর, সেগুলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহের দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। SDC- এর মান ২০১৬ থেকে ২০৩০ সাল। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে। ২৫-২৭ সেপ্টেম্বর UN Sustainable Development Summit o বিভিন্ন দেশের সরকার প্রধানদের আলোচনার মধ্যমে এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সম্মেলনের বিষয়বস্তু ছিলো Transforming our world: The 2030 Agenda for Sustainable Development.
'এক মেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা’ কী?
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের ভাঙ্গনের মধ্য দিয়ে স্নায়ুযুদ্ধের অবসান হলে বিশ্বে একনেক বিশ্ব ব্যবস্থা চালু হয়। এই ব্যবস্থার আমেরিকা তার পুঁজিবাদী অর্থনৈতিক আদর্শ বিশ্বব্যাপী প্রতিষ্ঠার চেষ্টা করে এবং ১ জুলাই, ১৯৯১ সালে মুক্তবাজার অর্থনীতি বা Open Market Economy চালু করে।
রাশিয়া ও জার্মানির আইন পরিষদের নাম লিখুন?
রাশিয়ার আইন সভার নাম-স্টেট ডুমা। আর জার্মানির আইনসভার নাম বুনডেস্টাগ ও বুনডেসরাগ।
‘অর্থনৈতিক কুটনীতি' করতে কী বুঝায়?
উন্নয়ন সহযোগী রাষ্ট্রগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বিদেশী বিনিয়োগ আহরণ, দক্ষ জনশক্তি রফতানি বৃদ্ধি এবং নতুন বাজার সম্প্রসারণের মাধ্যমে আর্থিক বুনিয়াদের ভিত্তি আরও মজবুত করার জন্য বিভিন্ন স্তরে যোগাযোগ বাড়ানোই অর্থনইতিক কূটনীতি।
BIMSTEC কী? এর সদস্য রাষ্ট্রগুলোর নাম লিখুন?
Bay of Bengal Initiative For Multi-Sectoral Technical and Economic Co-operation (BIMSTEC ) দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক জোট। এর সদস্য দেশ হলো বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভুটান ও নেপাল।
ASEAN কী? এর সদস্য রাষ্ট্রগুলোর নাম লিখুন?
ASEAN এর পূর্ণরূপ হলো Association of Southeast Asian Nations. এটি ৮ আগস্ট ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার ১০টি দেশ এই সংস্থার সদস্য। দেশগুলো হলোঃ মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া (রাজধানী জাকার্তা), ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার এবং কম্বোডিয়া।
ICJ ? এর অবস্থান কোথায়?
জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (ICJ) বা আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর নেদারল্যান্ডসের 'দি হেগ' এ অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে ২৪ অক্টোবর। এ আদালতে বিচারকের সংখ্যা ১৫ জন হলেও প্রত্যেক বিচারকের মেয়াদকাল ৯ বছর আর সে ক্ষেত্রে সভাপতি নির্বাচন করা হয় ৩ বছরের জন্য ।
SAARC এর বর্তমান মহাসচিবের নাম কী এবং এর সচিবালয় কোথায়?
SAARC এর বর্তমান (১৪তম) মহাসচিব হলেন এসালা রুয়ান উইরাকুন (শ্রীলঙ্কা) আর এর সচিবালয় অবস্থিত নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে ।
PH বলতে কী বুঝায়?
পিএইচ (pH) এর ফুল ফর্ম হচ্ছে 'Power of Hydrogen', সংজ্ঞা হিসেবে বলা যায়, কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে pH বলে। pH = -log (H' )
Facebook inc. এর বর্তমান নাম কী?
জাকারবার্গ ২০০৪ সালে 'ফেসবুক ইনকরপোরেশন প্রতিষ্ঠা করেন। মূলত এটাই এখন 'মেটা ইনকরপোরেশন' নামে পরিচিতি পাবে।
পূর্ণরূপ লিখুনঃ LAN, SSD
LAN Local Area Network.
SSD = Solid State Device.
নবায়নযোগ্য শক্তির দুটি উৎসের নাম লিখুন?
বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমনঃ সূর্যের আলো ও তাপ, বায়ু প্রবাহ, জলপ্রবাহ, জৈব শক্তি (জৈবভর), ভূ-তাপ, সমুদ্র তরঙ্গ, সমুদ্র-তাপ, জোয়ার-ভাটা, শহুরে আবর্জনা, হাইড্রোজেন ফুয়েল সেল ইত্যাদি নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়।