ক এবং খ একই ব্যাংক থেকে দিনে ২০% সরল মুনাফায় আলাদা আলাদা পরিমাণ ঋণ নেয়। ক ২ বছর পর মুনাফা-আসলে কত টাকা শোধ করেন ৩ বছর পর খ মুনাফা-আসলে সমপরিমাণ টাকা শোধ করেন। তাদের ঋণের অনুপাত নির্ণয় করুন।
একটি স্কুলে ড্রিল করার সময় ৮, ১০ এবং ১৫ সারিতে সাজানো হয়। ঐ স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে?
শ্যামল দোকান থেকে কিছু কলম কিনলেন। সেগুলোর ১২ অংশ তার বোনকে ও ১৩ অংশ তার ভাইকে দিল। তার কাছে আরও ৫ টি কলম রইল। শ্যামল কতটি কলম কিনেছিল?
দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেয়ার ৪ মিনিট পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ৬ মিনিট লাগলো। প্রত্যেক নল দ্বারা চৌবাচ্চাটি পৃথকভাবে পূর্ণ হতে কত সময় লাগবে ?