রপ্তানি উন্নয়ন ব্যুরো || বিক্রয় কর্মকর্তা/তদন্তকারী/নির্বাহী সহকারী (01-07-2022) || 2022

All

সকল বিষয়

                                                                                                   অর্থনৈতিক উন্নয়নে পোশাক শিল্পের অবদান

পোশাক খাতের মাধ্যমেই রফতানি ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়া অনেক বড় অর্জন। পণ্যে বৈচিত্র্য fa সমার্থক এক ব Wri lution পাশাপাশি রফতানি বাজার সম্প্রসারণ এবং শিল্পকে একটি টেকসই অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে জাতি হিসেবে আমাদের অর্জন এবং গত ৪০ বছরে বাংলাদেশের তৈরি শিল্পের অবদান এখন আন্তর্জাতিক মহলেও আলোচিত। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। 

বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ মহামারী মোকাবেলা করে একটি শক্তিশালী অবস্থানে আসীন হয়েছে। মহs the চলাকালে তিনি অর্থনীতিকে টিকিয়ে রেখেছেন, আমাদের প্রণোদনা প্যাকেজ দিয়ে শিল্প ও শ্রমিকের জীবন-জীবিকা রেখেছেন। তার নেতৃত্বেই বাংলাদেশ এরই মধ্যে উন্নয়নশীল দেশের কাতারে শামিল হয়েছে। এখন ২০৪১ সাল নাচ একটি উন্নত দেশে পরিণত হওয়ার রূপকল্প বাস্তবায়নের পথে রয়েছি আমরা। তবে এটি বাস্তবায়নের জন্য আরো শিল্পায়ন কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে মোট কর্মক্ষম জনসংখ্যার ২০ শতাংশ ম্যানুফ্যাকচারিং খাতে সম্পৃক্ত হতে হাতে এটি অসম্ভব নয়, যদি আমরা অর্থনীতির চালিকাশক্তি পোশাক শিল্পের অগ্রযাত্রার পথ সুগম করতে পারি। অর্থনীতি স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় শিল্পায়ন, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা আহরণের অন্যতম প্রধান খাত পোশাক ও ব শিল্প। সামষ্টিক দৃষ্টিকোণ থেকে এ শিল্পের জন্য যথাযথ পদক্ষেপ নেয়া বাঞ্ছনীয় । 

স্বাধীনতার পরের বছর মাত্র ৩৪ কোটি ৮৪ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছিল বাংলাদেশ। তার মধ্যে ৯০ শতাংশ হা ৩১ কোটি ৩০ লাখ ডলারের পণাই ছিল পাট ও পাটজাত। পাটের পর প্রধান রপ্তানি পণ্যের মধ্যে ছিল চা ও হিমায়িত পালা যদিও মোট রপ্তানিতে এ পণ্য দুটির অবদান ছিল সোয়া শতাংশের কাছাকাছি। 

৫০ বছর আগের পণ্য রপ্তানিচিত্রের পাশাপাশি দেশের অর্থনীতির চেহারার খোলনলচে বদলে দিয়েছে তৈরি পোশাক খাত পাটকে হটিয়ে পণ্য রপ্তানির শীর্ষস্থান দখল করেছে পণ্যটি। পাঁচ দশকের ব্যবধানে রপ্তানি আয় ৯৬ গুণ বৃদ্ধি, প্রায় ৪০ লা গ্রামীণ নারী-পুরুষের কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, সহযোগী শিল্পের বিকাশসহ অনেক ক্ষেত্রে অবদান রেখেছে পোশাকশিল্প, চীনের পর একক দেশ হিসেবে দ্বিতীয় শীর্ষ পোশাক রপ্তানিকারক বাংলাদেশ। পরিবেশবান্ধব পোশাক কারখানার সংখ্যার দিক থেকেও বিশ্বে সবার ওপরে বাংলাদেশ। সব মিলিয়ে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে তৈরি পোশাক খাত বড় বিস্ময় হয়ে দাঁড়িয়েছে। শক্ত ভীত গড়েছে বিশ্ববাজারে। 

অথচ স্বাধীনতার পর পণ্য রপ্তানির তালিকায় তৈরি পোশাকের কোনো নাম-নিশানা ছিল না। সেই পোশাক খাতের রপ্তানি গত ২০১৮-১৯ অর্থবছরে ছিল ৩ হাজার ৪১৩ কোটি ডলারের, যা দেশীয় মুদ্রায় ২ লাখ ৯০ হাজার ১০৫ কোটি টাকা। করোনার কারণে গত অর্থবছর রপ্তানি কিছুটা কমে ২ হাজার ৭৯৪ কোটি ডলারে নেমে এসেছিল। তারপরও মোট রপ্তানি আয়ের ৮৩ শতাংশই তৈরি পোশাকের দখলে। আর পাট ও পাটজাত পণ্যের হিস্যা কমে ২ দশমিক ৬২ শতাংশে দাঁড়িয়েছে। আশির দশকের গোঁড়ার দিকে স্বল্প পরিসরে একটি অপ্রচলিত রপ্তানি খাত হিসেবে বাংলাদেশের পোশাক খাতের যাত্রা শুরু হয়। মাত্র ১২ হাজার ডলার রপ্তানি আর দিয়ে শুরু করা পোশাক শিল্প আজ বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে রেখে চলেছে অনবদ্য অবদান। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৩ শতাংশ অর্জিত হয় তৈরি পোশাক রপ্তানি থেকে।

শুদ্ধ করে লিখুনঃ
2.

দুরিভূত

Created: 2 months ago | Updated: 1 week ago

দুরিভূত = দূরীভূত

শুদ্ধ করে লিখুনঃ
3.

সায়ত্ত্বশাসন

Created: 2 months ago | Updated: 1 week ago

সায়ত্ত্বশাসন = স্বায়ত্তশাসন।

শুদ্ধ করে লিখুনঃ
4.

বিদ্যান

Created: 2 months ago | Updated: 1 week ago

বিদ্যান = বিদ্বান।

বাক্য গঠন করুনঃ
5.

পাথরে পাঁচ কিল

Created: 2 months ago | Updated: 1 week ago

পাথরে পাঁচ কিল (অদৃষ্ট সুপ্রসন্ন) = রফিকের লটারি জেতার খবর এল। এখন রফিকের পাথরে পাঁচ কিল ।

বাক্য গঠন করুনঃ
6.

কথা চালা

Created: 2 months ago | Updated: 21 hours ago

কথা চালা (রটনা করা) = কথা চালার হলে অনেক মিথ্যা খবরও মুখরোচক সংবাদ হয়ে দাঁড়ায়।

বাক্য গঠন করুনঃ
7.

উজানের কৈ

Created: 2 months ago | Updated: 1 week ago

উজানের কৈ (সহজলভ্য) = পরীক্ষার ভালো ফল কি উজানের কৈ যে চাইলেই পাওয়া যায়!

'সুলতানার স্বপ্ন' ভারতবর্ষের নারীবাদী লেখিকা রোকেয়া সাখাওয়াত হোসে রচিত একটি উপন্যাস। গ্রন্থটি ১৯০৫ সালে মাদ্রাজের 'দ্য ইন্ডিয়ান লেডিজ' ম্যাগাজিনে সুলতানা'স ড্রিম শিরোনা প্রথম প্রকাশিত হয়। ১৯০৮ সালে উপন্যাসটি পুস্তিকা আকারে প্রকাশিত হয়। উপন্যাসটি বাংলায় প্রথম প্রকাশিত ১৯২২ সালে 'মতিচূর' ২য় খণ্ডে সুলতানার স্বপ্ন নামে ।

গুরুচণ্ডালী সাধুভাষার সঙ্গে চলিত ভাষার বিসদৃশ মিশ্রণ। একই গদ্য রচন সাধু ও চলিত ভাষারীতির ব্যবহারকে গুরুচণ্ডালী দোষ বলে।

একুশে ফেব্রুয়ারী'র বিখ্যাত গানটির নাম হলো আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী'। গানটির রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরী। আর গানটির প্রথম সুরকার ছিলেন আবদুল লতিফ। কিন্তু গানটির বর্তমান সুরকার হলো আলতাফ মাহমুদ।

সমার্থক শব্দ লিখুনঃ
11.

ঊন

Created: 2 months ago | Updated: 1 day ago

ঊন = কম: ন্যূন ।

সমার্থক শব্দ লিখুনঃ
12.

কুহক

Created: 2 months ago | Updated: 14 hours ago

কুহক = মায়া; ভেলকি।

সমার্থক শব্দ লিখুনঃ
13.

বিপিন

Created: 2 months ago | Updated: 14 hours ago

বিপিন = অরণ্য; বন।

এক কথায় প্রকাশ করুনঃ
14.

অনুকরণ করতে ইচ্ছুক

Created: 2 months ago | Updated: 14 hours ago

অনুকরণ করতে ইচ্ছুক = অনুচিকীর্ষ । 

এক কথায় প্রকাশ করুনঃ
15.

স্পৃহা হারিয়েছে যে

Created: 2 months ago | Updated: 1 week ago

স্পৃহা হারিয়েছে যে  = বীতস্পৃহ

Created: 2 months ago | Updated: 1 day ago

                                                                                                                   Dhaka International Trade Fair

Dhaka International Trade Fair is an international trade fair in Bangladesh. It is organized by the Export Promotion Bureau together with the Ministry of Commerce of the Goverment of Bangladesh. DITF is held from the first week of January to the first week of February every year. The entrance fee is less than US$1 and it is open from 10 am to 10 pm every day. Ever since the first fair was inaugurated on 1 December 1995, DITF has been held annually at Sher-E-Bangla Nagar in Dhaka on the west side of Bangabandhu International Conference Centre. In addition to Bangladeshi companies, many companies from around the world participate routinely every year. There are country-specific foreign sections at the fair, which has over seven hundred mini-stails, general stalls, premium stalls, mini-pavilions, and mega-pavilions. The finest local and foreign products are showcased at the fair. Every year hundreds of thousands of people visit the fair to enjoy a wonderful day shopping for the best products from Bangladesh and overseas. Products displayed and sold include electronics, cars, porcelain wares, machinery, carpets, toys, ceramics, fabrics, melamine wares, sanitary products, handicrafts, ready-made garments, home appliances, processed foods, furniture, textiles, plastic goods, jute products, winter clothes, leather goods, cosmetics, sports goods, jewelry and more. Visitors are drawn to the numerous attractive discounts, special offers. introductory prices, gifts, and lotteries of DITF. Various food stalls offer delectable local and foreign food items to customers wishing to take a break from exploring the huge fair venue. A shopping spree begins from day one and gathers momentum from the middle of January. The last seven days see hectic buying with very large crowds during holidays and especially during the weekends, which are Fridays and Saturdays in Bangladesh. Shopping enthusiasts make a mental note of the direction they wish to go and where amenities such as washrooms, ATM booths, and food stalls are located in order to successfully explore the fair in its entirety. One cannot expect to cover the entire fair in a single visit. Since the fairground is enormous, a pair of comfortable walking shoes is very important and has to be worn. Firemen, police, and hundreds of close-circuit cameras provide comprehensive security. There are many ATM booths of various banks, which accept all major debit and credit cards, where people withdraw money in local currency if extra cash is required. Other special facilities include medical centers; mother and child daycare centers: children's park; eco-park; e-Shop; healthcare center; a mosque; over fifty toilets; and three car parks accommodating over a thousand cars.

Fill in the gaps:
17.

Lunch is being---.

Created: 2 months ago | Updated: 1 week ago

Lunch is being served.

বাক্যের অর্থঃ দুপুরের খাবার দেয়া হয়েছে।

Created: 2 months ago | Updated: 1 week ago

Japan is the located in east of Bangladesh. 

বাক্যের অর্থঃ জাপান বাংলাদেশের পূর্বে অবস্থিত।

Created: 2 months ago | Updated: 1 week ago

The cake is made with love. 

বাক্যের অর্থঃ কেকটি যত্ন করে তৈরি করা হয়েছে।

Created: 2 months ago | Updated: 1 week ago

আমিই প্রথম তোমাকে সাহায্য করেছিলাম।

=  It is I who helped you first.

Created: 2 months ago | Updated: 1 week ago

সে গত পরশু ঢাকায় গিয়েছে।

=  He went to Dhaka the day before yesterday.

Created: 2 months ago | Updated: 1 day ago

আসুন ফোনে বিষয়টি নিয়ে আলোচনা করি।

= Let's discuss the matter over the phone.

Make sentences with the following:
23.

Big wig

Created: 2 months ago | Updated: 1 week ago

Big wig (সুপরিচিত ব্যক্তি) = Mr. Shahidur Rahman is a big wig.

Make sentences with the following:
24.

Cast a spell

Created: 2 months ago | Updated: 1 week ago

Cast a spell (যাদু করা; মন্ত্রমুগ্ধ করা) = The man died after a witch cast a spell on him.

Make sentences with the following:
25.

Pin money

Created: 2 months ago | Updated: 1 day ago

Pin money (স্বামী কর্তৃক স্ত্রীকে প্রদত্ত অর্থ) =  Pin money is important to maintain a healthy relationship between husband and wife.

Correct the following sentences:
26.

Rahim refrained to pay the fee.

Created: 2 months ago | Updated: 1 week ago

Rahim refrained to pay the fee.

= Rahim retrained from paying the fee. 

বাক্যের অর্থঃ রহিম ফি দেয়া থেকে নিজেকে বিরত রেখেছিল।

Correct the following sentences:
27.

No less than 40 persons came.

Created: 2 months ago | Updated: 1 week ago

No less than 40 persons came.

= Not less than 40 people come. 

বাক্যের অর্থঃ ৪০ জন লোকের কম আসে না।

Correct the following sentences:
28.

He took his birth in a village.

Created: 2 months ago | Updated: 1 day ago

He took his birth in a village. 

= He was born in a village. 

বাক্যের অর্থঃ তিনি একটি গ্রামে জন্মগ্রহণ করেছেন।

Write a synonym:
29.

Ambiguous

Created: 2 months ago | Updated: 1 week ago

Ambiguous = Equivocal (সন্দেহজনক)।

Write a synonym:
30.

Dusk

Created: 2 months ago | Updated: 1 week ago

Dusk = Evening (সন্ধ্যা)।

মনে করি, দৈর্ঘ্য = ১০০ একক, প্রস্থ = ১০০ একক এবং ক্ষেত্রফল = ১০০১০০ =১০০০০ বর্গ একক

দৈর্ঘ্য ২০% বাড়ানো হলে দৈর্ঘ্য হবে = ১০০+২০ =১২০ একক

এবং প্রস্থ ১০% কমানো হলে প্রস্থ হবে = ১০০-১০ =৯০ একক

ক্ষেত্রফল = ১২০×৯০=১০৮০০ বর্গ একক

ক্ষেত্রফল বাড়বে = ১০৮০০-১০০০০=৮০০ বর্গ একক

শতকরা ক্ষেত্রফল বৃদ্ধির হার = ×=% বৃদ্ধি

১৬% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০-১৬=৮৪ টাকা

জামার বিক্রয়মূল্য ৮৪ টাকা হলে  ক্রয়মূল্য = ১০০ টাকা

 জামার বিক্রয়মূল্য ২৫২ টাকা হলে ক্রয়মূল্য = ×= টাকা

আবার, ৩১২ টাকায় জামাটি বিক্রয় করলে লাভ হয় = ৩১২-৩০০ =১২ টাকা

জামাটি ৩০০ টাকায় লাভ হয় = ১২ টাকা

 জামাটি ১০০ টাকায় লাভ হয় = ×=% লাভ হয়।

মনে করি, ধারার তম পদ = 383

এখানে, ১ম পদ a=৫; সাধারণ অন্তর d=৩; পদসংখ্যা = n

আমরা জানি, n তম পদ = a+(n-1)d

a+(n-1)d=383

=5+(n-1)3=383

=3n-3=378

=n=378+3=381

=n=3813=127

ধারাটির 27 তম পদ = 383.

মনে করি, কলম কিনেছিল x টি

প্রতিটি কলমের গড় মূল্য = 240xটাকা

প্রশ্নমতে, 240x-240x+1=1

=240x+240-240xx(x+1)=1 =240=x2+x =x2+x-240=0 =x2+16x-15x-240=0 =x(x+16)-15(x+16)=0 =(x+16) (x-15)=0

এখন, x+16=0

=x=-16 [গ্রহণযোগ্য নয়]

অতএব, x-15=0

=x=15

অর্থ্যাৎ সে 15 টি কলম কিনেছিল।

Given that, 2x-12x=5 x-14x=52 x2+116x2 =(x)2+(14x)2=(x-14x)2+2×x×14x =(52)2+12 =254+12 =25+24 =274

Created: 2 months ago | Updated: 1 day ago

বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ছায়াছবি-পূর্ণদৈঘ্য চলচ্চিত্র 'গেরিলা' (২০১১)-এর নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু।

Created: 2 months ago | Updated: 1 week ago

বাংলাদেশের প্রাচীন জাতির নাম দ্রাবিড়।

Created: 2 months ago | Updated: 13 hours ago

মংলা বন্দর পশুর নদীর তীরে অবস্থিত।

Created: 2 months ago | Updated: 1 week ago

প্রথম শহীদ হন ল্যান্সনায়ক মুন্সি আব্দুর রউফ (১৯৭১ সালের ৮ এপ্রিল)।

সংক্ষিপ্ত উত্তর দিন:
40.

'সেরিকালচার' বলতে কি বুঝায়?

Created: 2 months ago | Updated: 13 hours ago

বৈজ্ঞানিক পদ্ধতিতে রেশম পোকার চাষপদ্ধতিকে বলে সেরিকালচার। তুঁতজাত রেশম মথের প্রতিপালন এবং এর গুটি থেকে অপরিশোধিত রেশম নিষ্কাশন ও পরিশোধন করে ব্যবহারোপযোগী পণ্যে পরিণত করার সার্বিক পদ্ধতিই সেরিকালচার নামে পরিচিত।

Created: 2 months ago | Updated: 13 hours ago

‘সরকার হচ্ছে রাষ্ট্রের মুখপাত্র' উক্তিটি করেন অধ্যাপক লাস্কি।

সংক্ষিপ্ত উত্তর দিন:
42.

কোন ই-মেইলে BCC বলতে কি বুঝায়?

Created: 2 months ago | Updated: 13 hours ago

ই-মেইল ঠিকানার BCC ক্ষেত্রে এর পূর্ণরূপ Blind Carbon Copy বা BCC. BCC এর ঘরে সে সমস্ত ঠিকানা টাইপ করতে হয় যাদেরকে প্রেরক ই-মেইল কপি পাঠাতে চায় কিন্তু প্রাপকদের জানাতে চায় না কাকে কাকে এর কপি পাঠানো হয়েছে। CC এবং BCC এর কাজ প্রায় একই রকম তবে CC তে যাদের উল্লেখ থাকে ই-মেইলের প্রাপক ডকুমেন্টের শেষে তাদেরকে প্রত্যেকের ঠিকানা ছাপানো অবস্থায় দেখতে পায়। অর্থাৎ প্রাপক ই-মেইলটি পেয়ে বুঝতে পারে কাকে কাকে এর কপি প্রেরণ করা হয়েছে। কিন্তু BCC co টাইপ করা ঠিকানাসমূহ ডকুমেন্টের সাথে যাবে না। ফলে প্রাপক জানতে পারবে না কাদেরকে ই-মেইলের কপি পাঠানো হয়েছে।

Created: 2 months ago | Updated: 13 hours ago

মাইক্রোসফট এজ হচ্ছে মাইক্রোসফট এর উন্নয়নকৃত একটি ওয়েব ব্রাউজার। এটি সর্বপ্রথম ২০১৫ সালে উইনডোজ ১০ ও এক্সবক্স ওয়ান এর জন্য মুক্তি পায়। এরপর ২০১৭ সালে অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের জন্য মুক্তি পায়। এটি ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য মুক্তি পায় ২০১৯ সালে।

Created: 2 months ago | Updated: 13 hours ago

গ্রিনউইচ মান মন্দির যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।

Created: 2 months ago | Updated: 1 day ago

রেফ্রিজারেটরে ফ্রেয়ন গ্যাস থাকে। উল্লেখ্য, ফ্রেয়ন একটি উদ্বায়ী হিমায়ক পদার্থ। এর রাসায়নিক নাম। ডাইক্লোরো ডাইক্লোরো মিথেন (CC12F2). ফ্রেয়নের বাণিজ্যিক নাম F-22 এটি অতি নিম্ন চাপে এবং নিম্ন তাপমাত্রায় সহজেই বাষ্পে পরিণত হতে পারে। আবার, উচ্চ চাপে এবং উচ্চ তাপমাত্রায় ছেড়ে দিয়ে গ্যাসীয় ফ্রেয়ন তরলে পরিণত হতে পারে। এজন্য রেফ্রিজারেটরে হিমায়ক হিসেবে ফ্রেয়ন ব্যবহৃত হয়।

গাড়ি থেকে নির্গত কালো ধোয়ায় কার্বন মনোঅক্সাইড বিষাক্ত গ্যাস থাকে। উল্লেখ্য, কার্বন মনোঅক্সাইড একটি বর্ণহীন, স্বাদহীন এবং গন্ধহীন গ্যাস। এটি পানিতে খুব কম দ্রবণীয় ।

সংক্ষিপ্ত উত্তর দিন:
47.

বিশ্ব পরিবেশ দিবস কবে? 

Created: 2 months ago | Updated: 1 week ago

বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত দিবস। এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স (United Nations Conference on the Human Environment) শুরু হয়েছিল। এই কনফারেন্স হয়েছিল ১৯৭২ সালের ৫ থেকে ১৬ জুন অবধি। এই কনফারেন্স ঐ বছরই চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা। তখন থেকেই প্রতি বছর এই দিবস পালিত হয়ে আসছে। দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ সালে।

Created: 2 months ago | Updated: 1 week ago

টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম সোডিয়াম গ্লুটামেট বা মনোসোডিয়াম গ্লুটামেট। এটি সোডিয়ামের একটি লবণ। এটি মানব শরীরে অক্সিটোসাইটোসিন হিসেবে কাজ করে।

Created: 2 months ago | Updated: 1 week ago

পদ্মা সেতু নির্মাণ প্রতিষ্ঠানের নাম মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি, চীন। উল্লেখ্য, নদী শাসনের কাজ করে সিনো হাইড্রো কর্পোরেশন, চীন': নকশাকার 'AECOM'; এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

সংক্ষিপ্ত উত্তর দিন:
50.

ASEAN শব্দের পূর্ণরূপ কি? 

Created: 2 months ago | Updated: 18 hours ago

ASEAN শব্দের পূর্ণরূপ = Association of South East Asian Nations. ASEAN দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা।

Created: 2 months ago | Updated: 1 week ago

বাংলা একাডেমি ১৯৫৫ খ্রিস্টাব্দের ৩ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা ও প্রচারের লক্ষ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানে এই একাডেমি প্রতিষ্ঠা করা হয়।

Created: 2 months ago | Updated: 1 week ago

'উইম্বলডন' এর নাম টেনিস খেলার সাথে যুক্ত।

বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম ইউরোপীয় দেশ পূর্ব জার্মানি (১১ জানুয়ারি, ১৯৭২)।

ইউক্রেন ইস্যুতে মানবাধিকার পরিষদে রাশিয়ার সদস্যপদ স্থগিত করেছে জাতিসংঘ। বিষয়টি নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটি হয়। এতে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ। ইউক্রেনে রুশ সেনাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে রাশিয়ার সদস্যপদ স্থগিত চেয়ে সাধারণ পরিষদে খসড়া প্রস্তাব তুলে যুক্তরাষ্ট্র।

সংক্ষিপ্ত উত্তর দিন:
55.

Wailing Wall কোথায় অবস্থিত? 

Created: 2 months ago | Updated: 1 week ago

Wailing Wall জেরুজালেমে অবস্থিত। আর্মেনীয় হল আধুনিক জেরুজালেম শহরের অভ্যন্তরে অবস্থিত ০.৯ বর্গ কিমি, (০.৩৫ বর্গ মাইল) আয়তন বিশিষ্ট দেয়ালঘেরা অঞ্চল। ১৮৬০ সালে মিশকেনট শানানিম নামক ইহুদি বসতি প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এই অঞ্চলটি নিয়েই জেরুজালেম শহর গঠিত ছিল ।

Related Sub Categories