'গেরিলা' চলচিত্রের পরিচালক কে?
বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ছায়াছবি-পূর্ণদৈঘ্য চলচ্চিত্র 'গেরিলা' (২০১১)-এর নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু।
বাংলাদেশের প্রাচীন জাতির নাম কি?
বাংলাদেশের প্রাচীন জাতির নাম দ্রাবিড়।
মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
মংলা বন্দর পশুর নদীর তীরে অবস্থিত।
বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হন কে?
প্রথম শহীদ হন ল্যান্সনায়ক মুন্সি আব্দুর রউফ (১৯৭১ সালের ৮ এপ্রিল)।
'সেরিকালচার' বলতে কি বুঝায়?
বৈজ্ঞানিক পদ্ধতিতে রেশম পোকার চাষপদ্ধতিকে বলে সেরিকালচার। তুঁতজাত রেশম মথের প্রতিপালন এবং এর গুটি থেকে অপরিশোধিত রেশম নিষ্কাশন ও পরিশোধন করে ব্যবহারোপযোগী পণ্যে পরিণত করার সার্বিক পদ্ধতিই সেরিকালচার নামে পরিচিত।
‘সরকার হচ্ছে রাষ্ট্রের মুখপাত্র' কার উক্তি?
‘সরকার হচ্ছে রাষ্ট্রের মুখপাত্র' উক্তিটি করেন অধ্যাপক লাস্কি।
কোন ই-মেইলে BCC বলতে কি বুঝায়?
ই-মেইল ঠিকানার BCC ক্ষেত্রে এর পূর্ণরূপ Blind Carbon Copy বা BCC. BCC এর ঘরে সে সমস্ত ঠিকানা টাইপ করতে হয় যাদেরকে প্রেরক ই-মেইল কপি পাঠাতে চায় কিন্তু প্রাপকদের জানাতে চায় না কাকে কাকে এর কপি পাঠানো হয়েছে। CC এবং BCC এর কাজ প্রায় একই রকম তবে CC তে যাদের উল্লেখ থাকে ই-মেইলের প্রাপক ডকুমেন্টের শেষে তাদেরকে প্রত্যেকের ঠিকানা ছাপানো অবস্থায় দেখতে পায়। অর্থাৎ প্রাপক ই-মেইলটি পেয়ে বুঝতে পারে কাকে কাকে এর কপি প্রেরণ করা হয়েছে। কিন্তু BCC co টাইপ করা ঠিকানাসমূহ ডকুমেন্টের সাথে যাবে না। ফলে প্রাপক জানতে পারবে না কাদেরকে ই-মেইলের কপি পাঠানো হয়েছে।
'মাইক্রোসফট এজ' কোন ধরনের সফটওয়্যার?
মাইক্রোসফট এজ হচ্ছে মাইক্রোসফট এর উন্নয়নকৃত একটি ওয়েব ব্রাউজার। এটি সর্বপ্রথম ২০১৫ সালে উইনডোজ ১০ ও এক্সবক্স ওয়ান এর জন্য মুক্তি পায়। এরপর ২০১৭ সালে অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের জন্য মুক্তি পায়। এটি ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য মুক্তি পায় ২০১৯ সালে।
গ্রিনউইচ মান মন্দির কোথায় অবস্থিত?
গ্রিনউইচ মান মন্দির যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।
রেফ্রিজারেটরে কোন গ্যাস থাকে?
রেফ্রিজারেটরে ফ্রেয়ন গ্যাস থাকে। উল্লেখ্য, ফ্রেয়ন একটি উদ্বায়ী হিমায়ক পদার্থ। এর রাসায়নিক নাম। ডাইক্লোরো ডাইক্লোরো মিথেন (CC12F2). ফ্রেয়নের বাণিজ্যিক নাম F-22 এটি অতি নিম্ন চাপে এবং নিম্ন তাপমাত্রায় সহজেই বাষ্পে পরিণত হতে পারে। আবার, উচ্চ চাপে এবং উচ্চ তাপমাত্রায় ছেড়ে দিয়ে গ্যাসীয় ফ্রেয়ন তরলে পরিণত হতে পারে। এজন্য রেফ্রিজারেটরে হিমায়ক হিসেবে ফ্রেয়ন ব্যবহৃত হয়।
গাড়ি থেকে নির্গত কালো ধোয়ায় কোন বিষাক্ত গ্যাস থাকে?
গাড়ি থেকে নির্গত কালো ধোয়ায় কার্বন মনোঅক্সাইড বিষাক্ত গ্যাস থাকে। উল্লেখ্য, কার্বন মনোঅক্সাইড একটি বর্ণহীন, স্বাদহীন এবং গন্ধহীন গ্যাস। এটি পানিতে খুব কম দ্রবণীয় ।
বিশ্ব পরিবেশ দিবস কবে?
বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত দিবস। এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স (United Nations Conference on the Human Environment) শুরু হয়েছিল। এই কনফারেন্স হয়েছিল ১৯৭২ সালের ৫ থেকে ১৬ জুন অবধি। এই কনফারেন্স ঐ বছরই চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা। তখন থেকেই প্রতি বছর এই দিবস পালিত হয়ে আসছে। দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ সালে।
টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি?
টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম সোডিয়াম গ্লুটামেট বা মনোসোডিয়াম গ্লুটামেট। এটি সোডিয়ামের একটি লবণ। এটি মানব শরীরে অক্সিটোসাইটোসিন হিসেবে কাজ করে।
পদ্মা সেতু নির্মাণ প্রতিষ্ঠানের নাম কি?
পদ্মা সেতু নির্মাণ প্রতিষ্ঠানের নাম মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি, চীন। উল্লেখ্য, নদী শাসনের কাজ করে সিনো হাইড্রো কর্পোরেশন, চীন': নকশাকার 'AECOM'; এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
ASEAN শব্দের পূর্ণরূপ কি?
ASEAN শব্দের পূর্ণরূপ = Association of South East Asian Nations. ASEAN দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা।
বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়?
বাংলা একাডেমি ১৯৫৫ খ্রিস্টাব্দের ৩ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা ও প্রচারের লক্ষ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানে এই একাডেমি প্রতিষ্ঠা করা হয়।
উইম্বলডন' এর নাম কোন খেলার সাথে যুক্ত?
'উইম্বলডন' এর নাম টেনিস খেলার সাথে যুক্ত।
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম ইউরোপীয় দেশ পূর্ব জার্মানি (১১ জানুয়ারি, ১৯৭২)।
ইউক্রেন ইস্যুতে মানবাধিকার পরিষদে রাশিয়ার সদস্যপদ স্থগিত করেছে জাতিসংঘ। বিষয়টি নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটি হয়। এতে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ। ইউক্রেনে রুশ সেনাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে রাশিয়ার সদস্যপদ স্থগিত চেয়ে সাধারণ পরিষদে খসড়া প্রস্তাব তুলে যুক্তরাষ্ট্র।
Wailing Wall কোথায় অবস্থিত?
Wailing Wall জেরুজালেমে অবস্থিত। আর্মেনীয় হল আধুনিক জেরুজালেম শহরের অভ্যন্তরে অবস্থিত ০.৯ বর্গ কিমি, (০.৩৫ বর্গ মাইল) আয়তন বিশিষ্ট দেয়ালঘেরা অঞ্চল। ১৮৬০ সালে মিশকেনট শানানিম নামক ইহুদি বসতি প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এই অঞ্চলটি নিয়েই জেরুজালেম শহর গঠিত ছিল ।