রপ্তানি উন্নয়ন ব্যুরো || বিক্রয় কর্মকর্তা/তদন্তকারী/নির্বাহী সহকারী (01-07-2022) || 2022

All

                                                                                                   অর্থনৈতিক উন্নয়নে পোশাক শিল্পের অবদান

পোশাক খাতের মাধ্যমেই রফতানি ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়া অনেক বড় অর্জন। পণ্যে বৈচিত্র্য fa সমার্থক এক ব Wri lution পাশাপাশি রফতানি বাজার সম্প্রসারণ এবং শিল্পকে একটি টেকসই অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে জাতি হিসেবে আমাদের অর্জন এবং গত ৪০ বছরে বাংলাদেশের তৈরি শিল্পের অবদান এখন আন্তর্জাতিক মহলেও আলোচিত। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। 

বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ মহামারী মোকাবেলা করে একটি শক্তিশালী অবস্থানে আসীন হয়েছে। মহs the চলাকালে তিনি অর্থনীতিকে টিকিয়ে রেখেছেন, আমাদের প্রণোদনা প্যাকেজ দিয়ে শিল্প ও শ্রমিকের জীবন-জীবিকা রেখেছেন। তার নেতৃত্বেই বাংলাদেশ এরই মধ্যে উন্নয়নশীল দেশের কাতারে শামিল হয়েছে। এখন ২০৪১ সাল নাচ একটি উন্নত দেশে পরিণত হওয়ার রূপকল্প বাস্তবায়নের পথে রয়েছি আমরা। তবে এটি বাস্তবায়নের জন্য আরো শিল্পায়ন কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে মোট কর্মক্ষম জনসংখ্যার ২০ শতাংশ ম্যানুফ্যাকচারিং খাতে সম্পৃক্ত হতে হাতে এটি অসম্ভব নয়, যদি আমরা অর্থনীতির চালিকাশক্তি পোশাক শিল্পের অগ্রযাত্রার পথ সুগম করতে পারি। অর্থনীতি স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় শিল্পায়ন, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা আহরণের অন্যতম প্রধান খাত পোশাক ও ব শিল্প। সামষ্টিক দৃষ্টিকোণ থেকে এ শিল্পের জন্য যথাযথ পদক্ষেপ নেয়া বাঞ্ছনীয় । 

স্বাধীনতার পরের বছর মাত্র ৩৪ কোটি ৮৪ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছিল বাংলাদেশ। তার মধ্যে ৯০ শতাংশ হা ৩১ কোটি ৩০ লাখ ডলারের পণাই ছিল পাট ও পাটজাত। পাটের পর প্রধান রপ্তানি পণ্যের মধ্যে ছিল চা ও হিমায়িত পালা যদিও মোট রপ্তানিতে এ পণ্য দুটির অবদান ছিল সোয়া শতাংশের কাছাকাছি। 

৫০ বছর আগের পণ্য রপ্তানিচিত্রের পাশাপাশি দেশের অর্থনীতির চেহারার খোলনলচে বদলে দিয়েছে তৈরি পোশাক খাত পাটকে হটিয়ে পণ্য রপ্তানির শীর্ষস্থান দখল করেছে পণ্যটি। পাঁচ দশকের ব্যবধানে রপ্তানি আয় ৯৬ গুণ বৃদ্ধি, প্রায় ৪০ লা গ্রামীণ নারী-পুরুষের কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, সহযোগী শিল্পের বিকাশসহ অনেক ক্ষেত্রে অবদান রেখেছে পোশাকশিল্প, চীনের পর একক দেশ হিসেবে দ্বিতীয় শীর্ষ পোশাক রপ্তানিকারক বাংলাদেশ। পরিবেশবান্ধব পোশাক কারখানার সংখ্যার দিক থেকেও বিশ্বে সবার ওপরে বাংলাদেশ। সব মিলিয়ে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে তৈরি পোশাক খাত বড় বিস্ময় হয়ে দাঁড়িয়েছে। শক্ত ভীত গড়েছে বিশ্ববাজারে। 

অথচ স্বাধীনতার পর পণ্য রপ্তানির তালিকায় তৈরি পোশাকের কোনো নাম-নিশানা ছিল না। সেই পোশাক খাতের রপ্তানি গত ২০১৮-১৯ অর্থবছরে ছিল ৩ হাজার ৪১৩ কোটি ডলারের, যা দেশীয় মুদ্রায় ২ লাখ ৯০ হাজার ১০৫ কোটি টাকা। করোনার কারণে গত অর্থবছর রপ্তানি কিছুটা কমে ২ হাজার ৭৯৪ কোটি ডলারে নেমে এসেছিল। তারপরও মোট রপ্তানি আয়ের ৮৩ শতাংশই তৈরি পোশাকের দখলে। আর পাট ও পাটজাত পণ্যের হিস্যা কমে ২ দশমিক ৬২ শতাংশে দাঁড়িয়েছে। আশির দশকের গোঁড়ার দিকে স্বল্প পরিসরে একটি অপ্রচলিত রপ্তানি খাত হিসেবে বাংলাদেশের পোশাক খাতের যাত্রা শুরু হয়। মাত্র ১২ হাজার ডলার রপ্তানি আর দিয়ে শুরু করা পোশাক শিল্প আজ বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে রেখে চলেছে অনবদ্য অবদান। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৩ শতাংশ অর্জিত হয় তৈরি পোশাক রপ্তানি থেকে।

শুদ্ধ করে লিখুনঃ
2.

দুরিভূত

Created: 2 months ago | Updated: 13 hours ago

দুরিভূত = দূরীভূত

শুদ্ধ করে লিখুনঃ
3.

সায়ত্ত্বশাসন

Created: 2 months ago | Updated: 13 hours ago

সায়ত্ত্বশাসন = স্বায়ত্তশাসন।

শুদ্ধ করে লিখুনঃ
4.

বিদ্যান

Created: 2 months ago | Updated: 13 hours ago

বিদ্যান = বিদ্বান।

বাক্য গঠন করুনঃ
5.

পাথরে পাঁচ কিল

Created: 2 months ago | Updated: 13 hours ago

পাথরে পাঁচ কিল (অদৃষ্ট সুপ্রসন্ন) = রফিকের লটারি জেতার খবর এল। এখন রফিকের পাথরে পাঁচ কিল ।

বাক্য গঠন করুনঃ
6.

কথা চালা

Created: 2 months ago | Updated: 13 hours ago

কথা চালা (রটনা করা) = কথা চালার হলে অনেক মিথ্যা খবরও মুখরোচক সংবাদ হয়ে দাঁড়ায়।

বাক্য গঠন করুনঃ
7.

উজানের কৈ

Created: 2 months ago | Updated: 13 hours ago

উজানের কৈ (সহজলভ্য) = পরীক্ষার ভালো ফল কি উজানের কৈ যে চাইলেই পাওয়া যায়!

'সুলতানার স্বপ্ন' ভারতবর্ষের নারীবাদী লেখিকা রোকেয়া সাখাওয়াত হোসে রচিত একটি উপন্যাস। গ্রন্থটি ১৯০৫ সালে মাদ্রাজের 'দ্য ইন্ডিয়ান লেডিজ' ম্যাগাজিনে সুলতানা'স ড্রিম শিরোনা প্রথম প্রকাশিত হয়। ১৯০৮ সালে উপন্যাসটি পুস্তিকা আকারে প্রকাশিত হয়। উপন্যাসটি বাংলায় প্রথম প্রকাশিত ১৯২২ সালে 'মতিচূর' ২য় খণ্ডে সুলতানার স্বপ্ন নামে ।

গুরুচণ্ডালী সাধুভাষার সঙ্গে চলিত ভাষার বিসদৃশ মিশ্রণ। একই গদ্য রচন সাধু ও চলিত ভাষারীতির ব্যবহারকে গুরুচণ্ডালী দোষ বলে।

একুশে ফেব্রুয়ারী'র বিখ্যাত গানটির নাম হলো আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী'। গানটির রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরী। আর গানটির প্রথম সুরকার ছিলেন আবদুল লতিফ। কিন্তু গানটির বর্তমান সুরকার হলো আলতাফ মাহমুদ।

সমার্থক শব্দ লিখুনঃ
11.

ঊন

Created: 2 months ago | Updated: 13 hours ago

ঊন = কম: ন্যূন ।

সমার্থক শব্দ লিখুনঃ
12.

কুহক

Created: 2 months ago | Updated: 13 hours ago

কুহক = মায়া; ভেলকি।

সমার্থক শব্দ লিখুনঃ
13.

বিপিন

Created: 2 months ago | Updated: 13 hours ago

বিপিন = অরণ্য; বন।

এক কথায় প্রকাশ করুনঃ
14.

অনুকরণ করতে ইচ্ছুক

Created: 2 months ago | Updated: 13 hours ago

অনুকরণ করতে ইচ্ছুক = অনুচিকীর্ষ । 

এক কথায় প্রকাশ করুনঃ
15.

স্পৃহা হারিয়েছে যে

Created: 2 months ago | Updated: 13 hours ago

স্পৃহা হারিয়েছে যে  = বীতস্পৃহ

Related Sub Categories