করিম ২৪০ টাকা দিয়ে একই রকম কয়েকটি কলম কিনে দেখল যে, যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য ১ টাকা কম পড়তো। সে কতগুলো কলম কিনেছিল?
4x2-23x + 33 কে উৎপাদকে বিশ্লেষণ করুন।
এক ডজন ডিম ৭২ টাকায় ক্রয় করে ৮৪ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৪০ মিটার ও প্রস্থ ৩০ মিটার। এর বাইরে চতুর্দিকে ১ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
একটি টেবিল ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। টেবিলটি ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। টেবিলটির ক্রয়মূল্য কত?