অহরহ
অহরহ = অহঃ + অহ
নবান্ন
নবান্ন = নব + অন্ন
পরীক্ষা
পরীক্ষা = পরি + ঈক্ষা
গরুতে ঘাস খায়।
গরুতে ঘাস খায়। = কর্তৃকারকে ৭মী
তিলে তৈল হয়।
তিলে তৈল হয়। = অপাদানে ৭মী
তামার বিষ
তামার বিষ = অর্থের কুপ্রভাব
ইঁদুর কপালে
ইঁদুর কপালে = নিতান্ত মন্দ ভাগ্য
তুলসী বনের বাঘ
তুলসী বনের বাঘ = ভণ্ড
ঝাঁকের কৈ
ঝাকের কৈ = একই দলের লোক
ব্যাঙের আধুলি
ব্যাঙের আধুলি - বাগধারার অর্থ সামান্য সম্পদ।
বাঁচ এবং বাঁচতে দাও।
বাঁচ এবং বাঁচতে দাও।
= Live and let live.
মেধার বলে একজন শিক্ষার্থী জীবনে সফল হয়।
মেধার বলে একজন শিক্ষার্থী জীবনে সফল হয়।
= A student succeeds in life by dint of merit.
খাদ্য নিরাপত্তার জন্য কৃষি শিক্ষা অপরিহার্য।
খাদ্য নিরাপত্তার জন্য কৃষি শিক্ষা অপরিহার্য।
= For food security agricultural education is essential.
দূর্ঘটনাটি কোথায় ঘটেছিল?
দুর্ঘটনাটি কোথায় ঘটেছিল।
= Where did the accident happen?
সে গতকাল ঢাকা এসেছে
সে গতকাল ঢাকা এসেছে।
= He came to Dhaka yesterday.
This is ___ better of ____ two.
This is the better of the two.
______ Nelson is a British Warship.
The Nelson is a British warship.
He leads _____ most unhappy life.
He leads a most unhappy life.
_____ ant is _____ industrious creature.
The ant is an industrious creature.
Please see the answer _____ page.
Please see the answer on page.
=
=343-21
= 322 (Answer)
= (x - 3)(4x - 11) (Answer)
মনে করি, ছাগলটির ক্রয়মূল্য ১০০ টাকা
৮% ক্ষতিতে বিক্রয়মূল্য (১০০-৮)= ৯২ টাকা
৮% লাভে বিক্রয়মূল্য (১০০+৮)= ১০৮ টাকা
বিক্রয়মূল্য বেশি (১০৮ – ৯২) = ১৬ টাকা
বিক্রয়মূল্য ১৬ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
“ ১ “ ” ” " "
“ ৮০০ “ ” ” " "
= ৫০০০ টাকা
∴ ছাগলটির ক্রয়মূল্য ৫০০০ টাকা।
উত্তর: ৫০০০ টাকা
জাফরানকে বলা হয় রেড গোল্ড বা লাল সোনা। পৃথিবীর ৮০ শতাংশ জাফরান উৎপাদন করে থাকে ইরান।
বিশ্বের সবচেয়ে দামি মসলাগুলোর একটি হচ্ছে জাফরান। আকাশছোঁয়া দামের কারণে এই মসলাকে আখ্যায়িত করা হয়ররেড গোল্ড বা লাল সোনা হিসেবে।
উন্নত মানের এক কেজি জাফরানের মূল্য সর্বোচ্চ ৫ হাজার ডলার পর্যন্ত হতে পারে, বাংলাদেশি মুদ্রায় যা ৫ লাখ টাকারও বেশি।
অতিমূল্যবান এই মশলার বাজারে একক আধিপত্য রয়েছে উপসাগরীয় দেশ ইরানের। একাই বিশ্বের ৮০ শতাংশ জাফরান উৎপাদন করে থাকে এই ইসলামিক প্রজাতন্ত্র।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক; ২০২৫ সাল হতে চালু হবে।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হন আজারবাইজানে। সমাহিত করা হয়- মাশাহাদ শহরে
বাংলাদেশ সরকারের বাজেট মহান জাতীয় সংসদে অর্থমন্ত্রী উত্থাপন করেন; ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপনকারীর পূর্ণনাম আবুল হাসান মাহমুদ আলী
রুটের ১৭টি স্টেশন হচ্ছে- উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর ১১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয়, মতিঝিল ও কমলাপুর।