মন্ত্রিপরিষদ বিভাগ ।। কম্পিউটার অপারেটর (01-04-2023) || 2023

All

সকল বিষয়

ণ-ত্ব বিধান: যে নিয়মে দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’-তে পরিণত হয়, তাকে ণ-ত্ব বিধান বলে।

ণ-ত্ব বিধানের পাঁচটি নিয়ম দেওয়া হলো:
১. ঋ,র,ষ এরপর মূর্ধন্য-ণ হয়।  যেমন: ঋণ,ভীষণ ,রণ,ইত্যাদি।
২. প্র, পরা, পরি, নির—এই চারটি উপসর্গের পরবর্তী দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হবে। যেমন: প্রণাম, পরায়ণ, প্রমাণ, পরিণতি, নির্ণয় ইত্যাদি।
৩.যুক্তব্যঞ্জনে ট-বর্গের সঙ্গে মূর্ধন্য-ণ হয়।যেমন: ঘণ্টা,কণ্ঠ,ভণ্ড ইত্যাদি।
৪.ত, থ, দ, ধ-এর পূর্বে সংযুক্ত বর্ণে দন্ত্য ‘ন’ হয়, ‘ণ’ হয় না। যেমন: দৃষ্টান্ত,গ্রন্থ, , বৃন্ত, ক্রন্দন, বন্ধন ইত্যাদি।
৫.ঋ, র, ষ-এর পর স্বরবর্ণ, ক-বর্গ, প-বর্গ, ষ, হ অথবা ং (অনুস্বার) থাকলে তার পরবর্তী দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়। যেমন: লক্ষণ, নির্বাণ, দর্পণ, গ্রহণ ইত্যাদি।

শোক সভায় বিশিষ্ট বুদ্ধিজীবী, বিজ্ঞানী, দার্শনিক প্রমুখ শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। 

নিচের বাক্যগুলোর শুদ্ধরূপ লিখুন
3.

পরপোকার মনুষত্ত্বের পরিচায়ক

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

পরোপকার মনুষ্যত্বের পরিচায়ক

নিচের বাক্যগুলোর শুদ্ধরূপ লিখুন
4.

বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ

নিচের বাক্যগুলোর শুদ্ধরূপ লিখুন
5.

নীরিহ শুধুমাত্র আশির্বাদ অতিথী চেয়েছিলেন

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

নিরীহ অতিথি শুধু আশীর্বাদ চেয়েছিলেন।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

বাজিকরের অদ্ভুত খেলা দেখে ছাত্ররা আনন্দিত হল।

সংক্ষেপে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর লিখুন
7.

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কখন এবং কেন নাইট উপাধি বর্জন করেছিলেন?

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যা কান্ডের কারনে নাইট উপাধি বর্জন করেছিলেন।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

নজরুল, কল্লোলযুগের কবি ছিলেন। বাংলা কবিতায় আরবি-ফারসি ব্যবহারে নজরুলের দক্ষতা ছিলো। নজরুল প্রথম বাঙালি মুসলিম চলচ্চিত্রকার। নজরুল পরিচালিত চলচ্চিত্র ধূপছায়া।১৯৩১ সালে, ধূপছায়া, প্রদর্শিত হয়। নজরুল অভিনীত চলচ্চিত্র ধ্রুব।

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি জাতীয় সংসদে দাঁড়িয়ে বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লরের ডাক দেন। ১৯৭৫ সালের ২৪ ফেব্রুয়ারি তিনি আওয়ামীলীগসহ দেশের সবকয়টি রাজনৈতিক দলের বিলুপ্তি ঘটিয়ে একটি জাতীয় প্লাটফর্ম হিশেবে বাকশাল (বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ) গঠন করেন। একটি আধুনিক ও শোষণ-দুর্নীতিমুক্ত রাষ্ট্রগঠনের লক্ষ্যে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি নিয়ে যখন দ্রুত অগ্রসর হচ্ছিলেন, ঠিক তখন ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে সামরিক বাহিনীর কযেকজন সদস্যের হাতে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন। জন্মস্থান টুঙ্গিপাড়ায় তাকে সমাহিত করা হয়। তাই এ দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। 

বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য

            

ভূমিকা

সংস্কৃতিকে আমরা সহজ কথায় ‘কৃষ্টি’ বা ‘কালচার’ বলতে পারি। কৃষ্টি অর্থ কর্ষণ করা বা চাষ করা। 

 

বাংলাদেশের সংস্কৃতি

সংস্কৃতি হলো প্রবহমান জীবনের মূলধারা। প্রত্যেক দেশ ও জাতির নিজস্ব সংস্কৃতি রয়েছে। তেমনি বাংলাদেশেরও নিজস্ব সংস্কৃতি রয়েছে। এই সংস্কৃতির নাম লোকসংস্কৃতি।

 

বাংলাদেশের লোকসংস্কৃতি

লোকসংস্কৃতিকে এক কথায় গ্রামবাংলার সংস্কৃতি বলা যায়। এই সংস্কৃতির সহজে পরিবর্তন হয় না। বিদেশি, পশ্চিমা ও নগর সংস্কৃতির প্রভাব এখানে খুব কমই পড়ে। যদি বাংলাদেশের লোকসংস্কৃতিতে পশ্চিমা উলঙ্গ সংস্কৃতি প্রবেশ করে, তাহলে সংস্কৃতির অবক্ষয় ঘটে।

 

সংস্কৃতি অবক্ষয় প্রতিরোধের উপায়

পশ্চিমা সংস্কৃতি, ও ভারতীয় সংস্কৃতি প্রতিরোধের ক্ষেত্রে ভালো উপায়গুলো হলো-

 

  • ঔপনিবেশিক মনোভাব থেকে বেরিয়ে এসে পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণ বন্ধ করতে হবে। 
  • বিদেশি সংস্কৃতির মোকাবিলায় দেশিয় সংস্কৃতিকে আরো বেশি যুগোপযোগী ও প্রাসঙ্গিক  করে তুলতে হবে।
  • দেশিয় সংস্কৃতি রক্ষায়, ভারতীয় চ্যানেলগুলো বন্ধ করে দিতে হবে।
  • সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা বাড়িয়ে বাঙালি মুসলিম সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে হবে।

 

উপসংহার

প্রতিটি জাতির জন্য তার সংস্কৃতি, সমাজ জীবনের গুরুত্বপূর্ণ অংশ। সংস্কৃতি হল সমাজের প্রত্যক্ষ প্রতিচ্ছবি। এই প্রতিচ্ছবিকে কাজে লাগিয়ে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য বিকশিত করতে হবে।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

An

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

দুই জনের মধ্যে বুঝাতে between  এবং দুই এর অধিক হলে among

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

a

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

over

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

I see a bird.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

ডাক্তার আসার পর রোগি ভালো হয়ে গেল।

The patient came round after the doctor had come.

                come round      - আরোগ্য লাভ

সকাল থেকে একটি চেয়ারে স্থির হয়ে বসে আছি।

I am sitting on a chair since morning.

ফেসবুক একটি ইন্টারনেট নির্ভর সামাজিক যোগাযোগ মাধ্যম।

Facebook is an internet-based social media platform.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

To err is human.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Cyber Crime

The crime that is committed using the internet is called cybercrime. If information theft, distortion of information, fraud, blackmail, money theft, etc. are done through information technology, it is called cybercrime. The Information and Communication Technology Act 2006 has been enacted to prevent cybercrime in Bangladesh. Hacking, spamming, phishing are serious cybercrimes.

 

 

সাইবার অপরাধ

অনুবাদ   

ইন্টারনেট ব্যবহার করে যে অপরাধ সংঘটিত হয়, তাকে সাইবার অপরাধ বলে। তথ্য চুরি, তথ্য বিকৃতি, প্রতারণা, ব্ল্যাক মেইল, অর্থ চুরি ইত্যাদি তথ্য প্রযুক্তির মাধ্যমে করা হলে, তাকে সাইবার ক্রাইম বলে। বাংলাদেশে সাইবার অপরাধ প্রতিরোধের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ করা হয়েছে। হ্যাকিং, স্প্যামিং, ফিশিং হলো মারাত্মক সাইবার অপরাধ।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Bangabandhu and Bangladesh

Sheikh Mujib was born on March 17, 1920, at Tungipara village in Gopalganj district.(34BCS) Bangabandhu’s birthday is celebrated as National Children’s Day. His nickname is Khoka. Bangabandhu’s father’s name is Sheikh Lutfar Rahman and mother’s name is Saira Khatun. Sheikh Mujib was the first leader of the Parliament of Bangladesh. (41BCS) Mujib was the father and first president of independent Bangladesh.(41BCS)

 

বঙ্গবন্ধু ও বাংলাদেশ

অনুবাদ

১৯২০ সালের ১৭ মার্চ, শেখ মুজিব গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।(৩৪বিসিএস) বঙ্গবন্ধুর জন্মদিন জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়। তার ডাকনাম খোকা। বঙ্গবন্ধুর বাবার নাম শেখ লুৎফর রহমান ও মায়ের নাম সায়েরা খাতুন। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা শেখ মুজিব।(৪১বিসিএস) মুজিব ছিলেন স্বাধীন বাংলাদেশের জনক ও প্রথম রাষ্ট্রপতি।(২৯বিসিএস)

নিম্নোক্ত শব্দগুলোর অর্থ লিখুন
23.

Abolish

Created: 4 weeks ago | Updated: 1 week ago

abolish(v)(31BCS)         - বিলুপ্ত করা, লোপ করা

নিম্নোক্ত শব্দগুলোর অর্থ লিখুন
24.

Benevolent

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

benevolent(adj)(43,26BCS) - মহানুভব, magnanimous

নিম্নোক্ত শব্দগুলোর অর্থ লিখুন
25.

Authentic

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

authentic(adj)(39BCS)    - প্রকৃত, খাঁটি, genuine(adj)

নিম্নোক্ত শব্দগুলোর অর্থ লিখুন
26.

Gigantic

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

gigantic(adj)                                - বিশাল, বড়ো, প্রকাণ্ড, large(adj)

নিম্নোক্ত শব্দগুলোর অর্থ লিখুন
27.

Contaminate

Created: 4 weeks ago | Updated: 1 week ago

contaminate(plu v)                       - দূষিত করা, pollute(v)

সমাধান

 

            ধরি,

                        ছাত্র-ছাত্রী সংখ্যা                  = x জন

                        প্রত্যেকে চাঁদা দেয়    = (x + ৩০) পয়সা

            ∴          মোট চাঁদা দেয়                    = x(x + ৩০) পয়সা

                        মোট চাঁদা উঠলো                 = ৭০ × ১০০ পয়সা

                                                                        = ৭০০০ পয়সা

            

            প্রশ্নমতে,

                        x(x + ৩০)                       = ৭০০০

            বা,         x + ৩০x – ৭০০০  = ০

            বা,         x + ১০০x – ৭০x – ৭০০০   = ০

            বা,         x(x + ১০০) – ৭০(x + ১০০) = ০

            ∴          (x + ১০০)(x – ৭০)            = ০

 

            হয়,                                                                    অথবা,

x + ১০০ = ০                                           x – ৭০   = ০

∴    x                       = – ১০০             ∴          x                       = ৭০

                                    [ x ≠ ১০০ ]

 

 

 

সমাধান

মনে করি, ∆ABC এর সমান দুটি বাহু AB ও AC এবং ভূমি BC। প্রমাণ করতে হবে যে, BD = CD।

 

 

অঙ্কন

A শীর্ষবিন্দু হতে BC-এর উপর অঙ্কিত লম্ব AD।

 

 

প্রমাণ 

∆ABD এবং ∆ACD এর সাধারণ বাহু AD, এবং অতিভুজ AB = AC।

 

আমরা জানি,

দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজদ্বয় সমান হলে একটির এক বাহু অপরটির এক বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম।

 

সুতরাং, ∆ABC ≅ ∆ACD

এবং, BD বাহু = CD বাহু

 

∴ ABC সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু A হতে অঙ্কিত লম্ব D বিন্দুতে ভূমি BC বাহুকে BD ও CD রেখায় সমদ্বিখণ্ডিত করে। (প্রমাণিত)

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

মুজিবনগর মেহেরপুরে অবস্থিত।(৩৩,২০বিসিএস) মুজিবনগরে ১০ অ্যাপ্রিল, ১৯৭১ সালে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল।(২২,১৪বিসিএস)১০ অ্যাপ্রিল ১৯৭১ সালে, মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়।(৩৯,৩৪বিসিএস) ১৭ অ্যাপ্রিল, ১৯৭১ সালে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা ছিল ১৭ অ্যাপ্রিল, ১৯৭১।(১০বিসিএস) ১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল জয় বাংলা।(৪২বিসিএস)

 

মুজিবনগর সরকার
১৯৭১, ২৬ মার্চমুজিবনগর সরকারের ঘোষণাপত্র কার্যকর
১৯৭১, ১০ অ্যাপ্রিলপ্রথম মুজিবনগর সরকার গঠন, আনুষ্ঠানিক ঘোষণা(৩৯বিসিএস)
১৯৭১, ১০ অ্যাপ্রিলস্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী
১৯৭১, ১৭ অ্যাপ্রিলমুজিবনগর সরকারের শপথ পাঠ

 

বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী করা হয় মুজিবনগর। সরকারের অস্থায়ী সচিবালয় স্থাপিত হয় কলকাতার ৮ নং থিয়েটার রোডে। মুক্তিযুদ্ধকালে কোলকাতার ৮, থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী গঠন করা হয় ১২ অ্যাপ্রিল, ১৯৭১ সালে।(৪১বিসিএস)

প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নির্দেশে সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল এম এ জি ওসমানী সুষ্ঠুভাবে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র যুদ্ধ ক্ষেত্রকে ১১টি সেক্টরে(২৯,২৩,২২,২০,১৯,১৫বিসিএস) এবং ৬৪টি সাব-সেক্টরে ভাগ করেন। প্রতিটি সেক্টরের দায়িত্ব একজন সেক্টর কমান্ডারের উপর ন্যস্ত ছিল।

 

সেক্টর
সাবসেক্টর৫টি
সদরদপ্তরশিলং

 

অঞ্চল

 

চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও ফেনী জেলার মুক্তিযুদ্ধের আওতাধীন নদী পর্যন্ত এলাকা।

 

সেক্টর
সাবসেক্টর-
সদরদপ্তরমেলাঘর
বৈশিষ্ট্য ক্র্যাক প্লাটুন

 

অঞ্চল

 

নোয়াখালী, আখাউড়া, ভৈরব রেললাইন পর্যন্ত,

কুমিল্লা জেলা, 

সিলেট জেলার হবিগঞ্জ (বর্তমানে জেলা),

ঢাকা, ফরিদপুর জেলার কিছু অংশ।(১৮বিসিএস)

 

সেক্টর
সাবসেক্টর১০টি
সদরদপ্তরহেজামারা
বৈশিষ্ট্য ১০০০০ গেরিলা ছিলো

 

অঞ্চল

 

আখাউড়া।

ভৈরব রেললাইন থেকে পূর্ব দিকে কুমিল্লা জেলা।

সিলেট, ঢাকা জেলার অংশবিশেষ ও কিশোরগঞ্জ।

 


 

 

সেক্টর
সদরদপ্তরখোয়াই

 

অঞ্চল

 

সিলেট জেলার পূর্বাঞ্চল।

খোয়াই - শায়েস্তাগঞ্জ রেললাইন পর্যন্ত।

খোয়াই - শায়েস্তাগঞ্জের ডাউকি সড়ক পর্যন্ত।

 

সেক্টর
সদরদপ্তরশিলং

 

অঞ্চল

 

সিলেট জেলার পশ্চিমাঞ্চল।

সিলেট- ডাউকি সড়ক থেকে সুনামগঞ্জ- ময়মনসিংহ সড়ক পর্যন্ত এলাকা।

আজমেরীগঞ্জ ও লখাইয়ের পশ্চিমাঞ্চল।

 

সেক্টর
সাবসেক্টর৫টি
সদরদপ্তরপাটগ্রাম

 

অঞ্চল

 

রংপুর জেলা, দিনাজপুরের ঠাকুরগাঁও মহকুমা (বর্তমানে জেলা)।

 

সেক্টর
সাবসেক্টর৮টি
সদরদপ্তরমুজিবনগর (মেহেরপুর)

 

অঞ্চল

 

দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল, রাজশাহী, পাবনা ও বগুড়া জেলা।

 

সেক্টর
সাবসেক্টর৮টি

 

অঞ্চল

 

কুষ্টিয়া, যশোর, ফরিদপুরের অধিকাংশ এবং খুলনা জেলার দৌলতপুর-সাতক্ষীরা সড়ক পর্যন্ত এলাকা।

 

সেক্টর
সাবসেক্টর৩টি

 

অঞ্চল

 

দৌলতপুর-সাতক্ষীরা সড়ক থেকে খুলনা জেলার দক্ষিণাঞ্চল, ফরিদপুর জেলার অংশবিশেষ এবং বরিশাল ও পটুয়াখালী জেলা। 

 

১৫ আগস্ট চট্টগ্রাম বন্দরে ১৭টি জাহাজ ধ্বংস করে। প্রশিক্ষণ নেয় ৩৫৭ জন।

 রুহুল আমিন

 

সেক্টর১০
বৈশিষ্ট্য প্রধান সেনাপতি বিশেষ বাহিনী

 

অঞ্চল

 

দশ নম্বর সেক্টরের অধীনে ছিল নৌ-কমান্ডো,(৩৯বিসিএস) সমুদ্র উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নৌপথ। মুক্তিবাহিনীর ট্রেনিংপ্রাপ্ত নৌ কমান্ডারগণ যখন যে সেক্টরে কাজ করেছেন, তখন সেসব সেক্টর কমান্ডারগণের নির্দেশ মোতাবেক কাজ করেছেন।

 

সেক্টর১১
সদরদপ্তরমহেন্দ্রগঞ্জ

 

অঞ্চল

 

কিশোরগঞ্জ ছাড়া ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা।

উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ

 

বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে হেঁটে চলেছে। এই উন্নয়নের গতিকে আরো বেগবান ও গতিময় করতে হবে। তবেই বিশ্বের বুকে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটা উন্নত দেশে রূপান্তর হবে এবং ২০৩০ সালের মধ্যে একটা অন্যতম উচ্চ মধ্যম আয়ের দেশ হবে। আজকের বাংলাদেশে অবকাঠামো, ব্রিজ, পদ্মা সেতু, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রেই অভাবনীয় সাফল্য এসেছে। ১০০টি ইকোনমিক জোন তৈরি করা হয়েছে। সেখানে শিল্প, কলকারখানা করা হচ্ছে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আর এভাবেই তৈরি হচ্ছে উন্নয়নের মহাসড়কের বাংলাদেশ।

জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙ্গালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এটি সাভারে অবস্থিত। এর নকশা প্রণয়ন করেছেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। 

আমার দেখা নয়াচীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ১৯৫২ সালের রাজনৈতিক জীবনের প্রথমদিকে গণচীন ভ্রমণের অভিজ্ঞতার আলোকে লেখা একটি ডায়েরির পুস্তকি রূপ। এটি শেখ মুজিবর রহমান রচিত তৃতীয় গ্রন্থ। শেখ মুজিবের জন্মশতবার্ষিকীকে কেন্দ্র করে বাংলা একাডেমি ২০২০ সালে বইটি প্রকাশ করে।

১৯৭২ সালের প্রণীত মূলনীতিই সংবিধানের মূলনীতি। বর্তমান সংবিধানের মূলনীতি ৫ম সংশোধনী দ্বারা প্রবর্তিত। সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ৪টি

 

সংবিধানের চার মূলনীতি

 

ধর্ম নিরপেক্ষতা

secularity

সর্বশক্তিমান আল্লাহ্‌র 

ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। 

Absolute Trust and Faith in the Almighty Allah.

জাতীয়তাবাদ

nationalism

 

গণতন্ত্র

democracy

 

সমাজতন্ত্র

socialism

অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার অর্থে।

Related Sub Categories