ণিজন্ত
ণিজন্ত = ণিচ্ + অন্ত।
সানুনাসিক
সানুনাসিক = সহ + অনুনাসিক।
শুদ্ধোধন
শুদ্ধোধন = শুদ্ধ ওদন।
মুজিববর্ষ
মুজিববর্ষ = মুজিবকে উৎসর্গীকৃত বর্ষ। (কর্মধারয় সমাস)
প্রাগৈতিহাসিক
প্রাগৈতিহাসিক = ঐতিহাসিকের প্রাক্। (ষষ্ঠী তৎপুরুষ)
পঁসুরি
পসুরি = পাঁচ সেরের সমাহার। (দ্বিগু কর্মধারয়)
অবনি ঘর পড়ি যায়
অবনি ঘর পড়ি যায় অধিকরণ কারক।
কেহ বাতায়ন পাশে চেয়ে রয় নীল আকাশে
কেহ বাতায়ন পাশে চেয়ে রয় নীল আকাশে = কর্মকারক।
দেশ থেকে পঙ্গপাল চলে গেছে
দেশ থেকে পঙ্গপাল চলে গেছে = অপাদান কারক।
পায়ে হেঁটে গমন করে না যে
পায়ে হেঁটে গমন করে না যে = পন্নগ।
পদ্য গদ্যময় কাব্য
পদ্য গদ্যময় কাব্য = চম্পুকাব্য।
রাত্রিকালীন যুদ্ধ
রাত্রিকালীন যুদ্ধ = সৌপ্তিক।
স্বরান্ত অক্ষরকে কী বলে?
যে সকল অক্ষর স্বরধ্বনিজাত বা অক্ষরের শেষে একটি স্বরধ্বনি থাকে, তাকে স্বরান্ত অক্ষর বা বিবৃত অক্ষর বা মুক্তাক্ষর বলে।
বিদ্যাপতি মূলত: কোন ভাষার কবি ছিলেন?
বিদ্যাপতি মূলত: মৈথিলি ভাষার কবি ছিলেন
'সোমত্ত' শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?
সোমত্ত' শব্দটির উৎপত্তি সমর্থ শব্দ থেকে
"Referendum" এর বাংলা পরিভাষা কি?
"Referendum" এর বাংলা পরিভাষা গণভোট।
১৯৭২ সালে প্রকাশিত তারাশংকর বন্দোপাধ্যায় এর মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাসের নাম ১৯৭১।
চতুর্থ শিল্প বিপ্লব (Fourth industrial revolution) হলো তথ্য প্রযুক্তি নির্ভর ডিজিটাল শিল্প বিপ্লব। '৪র্থ শিল্পবিপ্লব' শব্দটির উৎপত্তি ২০১১ সালে, জার্মান সরকারের একটি হাই টেক প্রকল্প থেকে শব্দটি সর্বপ্রথম বৃহৎ পরিসরে তুলে নিয়ে আসেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান Klaus Schwab | এর ফলে সাইবার ফিজিক্যাল সিস্টেম (CPS), ইন্টারনেট অফ থিংস (IoT), স্বয়ংক্রিয় যানবাহন (Autonomous Vehicles), ত্রিমাত্রিক মুদ্রণ (3-D printing), রোবোটিক্স (Robotics), কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence), ন্যানোপ্রযুক্তি (Nanotechnology), জৈব প্রযুক্তি (Biotechnology), ক্লাউড কম্পিউটিং, কগনিটিভ কম্পিউটিং প্রভৃতি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হচ্ছে।
You have offended ___ college discipline.
You have offended against college discipline.
Distinction between the rich and the poor should be levelled ______ .
Distinction between the rich and the poor should be levelled up .
Sometimes a mother connives ____ her son's fault.
Sometimes a mother connives at her son's fault.
Tell me the truth. (Complex)
Tell me the truth. (Complex)
= Tell me what the truth is.
Besides being rich, he is learned. (Compound)
b.Besides being rich, he is learned. (Compound)
= Not only he is rich but also he is learned.
He kept the promise that he had made. (Simple)
He kept the promise that he had made. (Simple)
= He kept his promise.
At one go
At one go - (একক প্রচেষ্টায়) She blew out the candles at one go.
Set to
Set to - (উঠেপড়ে কোনো কিছুতে লাগা) Let us set to and finish the job before dusk.
Greek to
Greek to - (অনধিগম্য/ অজানা) She tried to explain how the system works, but it's all Greek to me.
His behaviour surprised me
His behaviour surprised me
= I was surprised at his behaviour.
Nobody trusts a traitor.
Nobody trusts a traitor.
= A traitor is not trusted by anybody.
Who taught you English?
Who taught you English?
= By whom were you taught English?
ভাসা ভাসা পড়ায় কাজ হবে না।
ভাসা ভাসা পড়ায় কাজ হবে না।
= Reading by a bird's eye view will not do.
আমি কী এটা করেছিলাম?
আমি কী এটা করেছিলাম?
= What did I do it?
আমি সন্ধ্যার পর কদাচিৎ বাইরে যাই।
আমি সন্ধ্যার পর কদাচিৎ বাইরে যাই।
= I hardly go out after dusk.
আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রন্থের ৪ গুণ
ক্ষেত্রটির প্রন্থ x মিটার হলে দৈর্ঘ্য ৪x মিটার
ক্ষেত্রফল = (x ৪x) বর্গমিটার = ৪x২ বর্গমিটার
শর্তমতে, ৪x২ = ১০ ৪০৪৭ [১ একর = ৪০৪৭ বর্গমিটার]
বা, x২ = ১০১১৭.৫
∴
= ১০০.৫৯
ক্ষেত্রটির দৈর্ঘ্য = ৪x মিটার
= (৪ ১০০.৫৯) = ৪০২.৩৬ মিটার।
দেওয়া আছে,
এখন,
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র "দ্য স্পিচ (২০২১)” এর নির্মাতা ফখরুল আরেফিন।
দেশের কক্সবাজার জেলায় সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত
নিউজিল্যান্ডের (১৮৯৩ খ্রি.) নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন
৭ মার্চ ২০২৩ সম্পূর্ণ বাংলায় চালু হওয়া প্রথম জাতীয় ব্রাউজারের নাম তর্জনী।
বাংলাদেশের সংবিধান ৪ নভেম্বর, ১৯৭২ সালে গৃহীত হয়
বাংলাদেশের বর্তমান সরকারের আমলে সমাপ্ত দুটি মেগা উন্নয়ন প্রকল্পের নাম হলো পদ্মা বহুমুখী সেতু ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ যুক্তরাষ্ট্রের সময়- ১১ মে, ২০১৮ (বাংলাদেশ সময়- ১২ মে, ২০১৮) উৎক্ষেপণ করা হয়
CAG এর পূর্ণরূপ Comptroller and Auditor General.
iBAS এর পূর্ণরূপ Integrated Budget And Accounting System.
আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের সদর দপ্তর জুরিখ, সুইজারল্যান্ডে অবস্থিত