ণিজন্ত
ণিজন্ত = ণিচ্ + অন্ত।
সানুনাসিক
সানুনাসিক = সহ + অনুনাসিক।
শুদ্ধোধন
শুদ্ধোধন = শুদ্ধ ওদন।
মুজিববর্ষ
মুজিববর্ষ = মুজিবকে উৎসর্গীকৃত বর্ষ। (কর্মধারয় সমাস)
প্রাগৈতিহাসিক
প্রাগৈতিহাসিক = ঐতিহাসিকের প্রাক্। (ষষ্ঠী তৎপুরুষ)
পঁসুরি
পসুরি = পাঁচ সেরের সমাহার। (দ্বিগু কর্মধারয়)
অবনি ঘর পড়ি যায়
অবনি ঘর পড়ি যায় অধিকরণ কারক।
কেহ বাতায়ন পাশে চেয়ে রয় নীল আকাশে
কেহ বাতায়ন পাশে চেয়ে রয় নীল আকাশে = কর্মকারক।
দেশ থেকে পঙ্গপাল চলে গেছে
দেশ থেকে পঙ্গপাল চলে গেছে = অপাদান কারক।
পায়ে হেঁটে গমন করে না যে
পায়ে হেঁটে গমন করে না যে = পন্নগ।
পদ্য গদ্যময় কাব্য
পদ্য গদ্যময় কাব্য = চম্পুকাব্য।
রাত্রিকালীন যুদ্ধ
রাত্রিকালীন যুদ্ধ = সৌপ্তিক।
স্বরান্ত অক্ষরকে কী বলে?
যে সকল অক্ষর স্বরধ্বনিজাত বা অক্ষরের শেষে একটি স্বরধ্বনি থাকে, তাকে স্বরান্ত অক্ষর বা বিবৃত অক্ষর বা মুক্তাক্ষর বলে।
বিদ্যাপতি মূলত: কোন ভাষার কবি ছিলেন?
বিদ্যাপতি মূলত: মৈথিলি ভাষার কবি ছিলেন
'সোমত্ত' শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?
সোমত্ত' শব্দটির উৎপত্তি সমর্থ শব্দ থেকে
"Referendum" এর বাংলা পরিভাষা কি?
"Referendum" এর বাংলা পরিভাষা গণভোট।
১৯৭২ সালে প্রকাশিত তারাশংকর বন্দোপাধ্যায় এর মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাসের নাম ১৯৭১।
চতুর্থ শিল্প বিপ্লব (Fourth industrial revolution) হলো তথ্য প্রযুক্তি নির্ভর ডিজিটাল শিল্প বিপ্লব। '৪র্থ শিল্পবিপ্লব' শব্দটির উৎপত্তি ২০১১ সালে, জার্মান সরকারের একটি হাই টেক প্রকল্প থেকে শব্দটি সর্বপ্রথম বৃহৎ পরিসরে তুলে নিয়ে আসেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান Klaus Schwab | এর ফলে সাইবার ফিজিক্যাল সিস্টেম (CPS), ইন্টারনেট অফ থিংস (IoT), স্বয়ংক্রিয় যানবাহন (Autonomous Vehicles), ত্রিমাত্রিক মুদ্রণ (3-D printing), রোবোটিক্স (Robotics), কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence), ন্যানোপ্রযুক্তি (Nanotechnology), জৈব প্রযুক্তি (Biotechnology), ক্লাউড কম্পিউটিং, কগনিটিভ কম্পিউটিং প্রভৃতি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হচ্ছে।