কর কমিশনারের কার্যালয় || কর অঞ্চল-১৮, ঢাকা || প্রধান সহকারী/উচ্চমান সহকারী (29-06-2024) || 2024

All

সকল বিষয়

অর্থসহ বাক্য রচনা করুন:
1.

কাঁচা পয়সা

Created: 1 month ago | Updated: 1 week ago

কাঁচা পয়সা (নগদ উপার্জন) নাইম কাঁচা পয়সার লোভ সামলাতে পারলো না।

অর্থসহ বাক্য রচনা করুন:
2.

গো-বৈদ্য

Created: 1 month ago | Updated: 1 week ago

গো-বৈদ্য (হাতুড়ে) নাইম একজন গো-বৈদ্য লোক।

অর্থসহ বাক্য রচনা করুন:
3.

তীর্থের কাক

Created: 1 month ago | Updated: 8 hours ago

তীর্থের কাক (প্রতিক্ষারত/অপেক্ষারত) নাইম আজও তার বান্ধবীর জন্য তীর্থের কাকের মতো এই জায়গায় এসে বসে থাকে।

অর্থসহ বাক্য রচনা করুন:
4.

বসন্তের কোকিল

Created: 1 month ago | Updated: 1 week ago

বসন্তের কোকিল এর অর্থ সুসময়ের বন্ধু। টাকা থাকলে বসন্তের কোকিলের অভাব হয় না 

অর্থসহ বাক্য রচনা করুন:
5.

তামার বিষ

Created: 1 month ago | Updated: 1 week ago

তামার বিষ (অর্থের কু-প্রভাব) তামার বিষে নাইম ছেলেটি গোল্লায় গিয়েছে

এক কথায় প্রকাশ করুন:
6.

যে নারীর স্বামী ও পুত্র নেই

Created: 1 month ago | Updated: 1 week ago

যে নারীর স্বামী ও পুত্র নেই। = অবীরা

এক কথায় প্রকাশ করুন:
7.

নৌ চলাচলের যোগ্য

Created: 1 month ago | Updated: 1 week ago

নৌ চলাচলের যোগ্য। = নাব্য।

এক কথায় প্রকাশ করুন:
8.

কর দান করে যে

Created: 1 month ago | Updated: 1 week ago

কর দান করে যে। = করদ।

এক কথায় প্রকাশ করুন:
9.

যে বিষয়ে কোন বিতর্ক নেই

Created: 1 month ago | Updated: 3 days ago

যে বিষয়ে কোন বিতর্ক নেই। = অবিসংবাদী।

এক কথায় প্রকাশ করুন:
10.

মৃতের মতো অবস্থা যার।

Created: 1 month ago | Updated: 1 week ago

মৃতের মতো অবস্থা যার। = মুমূর্ষু

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
11.

নতুন ধান্যে হবে নবান্ন 

Created: 1 month ago | Updated: 2 weeks ago

নতুন ধান্যে হবে নবান্ন = করণে সপ্তমী।

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
12.

সেখানে সাপের ভয় আছে 

Created: 1 month ago | Updated: 2 days ago

সেখানে সাপের ভয় আছে = অপাদানে ষষ্ঠী।

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
13.

শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে 

Created: 1 month ago | Updated: 8 hours ago

শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে = কর্তৃকারকে শূন্য।

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
14.

সোনার খাঁচায় রাখব তোমায় 

Created: 1 month ago | Updated: 8 hours ago

সোনার খাঁচায় রাখব তোমায় = কর্মকারকে সপ্তমী।

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
15.

তারা বল খেলে

Created: 1 month ago | Updated: 9 hours ago

তারা বল খেলে = করণে শূন্য।

শুদ্ধ করে লিখুনঃ
16.

গড্ডালিকা

Created: 1 month ago | Updated: 1 week ago

গড্ডালিকা = গড্ডলিকা

শুদ্ধ করে লিখুনঃ
17.

স্মশান

Created: 1 month ago | Updated: 9 hours ago

স্মশান = শ্মশান

শুদ্ধ করে লিখুনঃ
18.

অধিকারিনি

Created: 1 month ago | Updated: 9 hours ago

অধিকারিনি = অধিকারিণী

শুদ্ধ করে লিখুনঃ
19.

কুজ্জ্বটিকা

Created: 1 month ago | Updated: 1 week ago

কুব্জটিকা = কুঞ্ঝটিকা

শুদ্ধ করে লিখুনঃ
20.

বিভিষিকা

Created: 1 month ago | Updated: 9 hours ago

বিভিষিকা = বিভীষিকা

ব্যসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
21.

কানাকানি

Created: 1 month ago | Updated: 1 week ago

কানাকানি = কানে কানে যে কথা (ব্যতিহার বহুব্রীহি সমাস)

ব্যসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
22.

তেলেভাজা

Created: 1 month ago | Updated: 3 days ago

তেলেভাজা = তেলে ভাজা (অলুক তৎপুরুষ সমাস)

ব্যসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
23.

মহাকীর্তি

Created: 1 month ago | Updated: 1 week ago

মহাকীর্তি = মহতী যে কীর্তি (কর্মধারয় সমাস)

ব্যসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
24.

নরসিংহ

Created: 1 month ago | Updated: 4 days ago

নরসিংহ = নর সিংহের ন্যায় (উপমিত কর্মধারয় সমাস)

ব্যসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
25.

সেতার

Created: 1 month ago | Updated: 1 week ago

সেতার = সে/ তিন তারের সমাহার (দ্বিগু সমাস)

সুনীল অর্থনীতি

সুনীল অর্থনীতি বা Blue Economy অর্থনীতির এমন একটি বিষয় যেখানে একটি দেশের সামুদ্রিক পরিবেশ কিংবা সামুদ্রিক সম্পদের সুষ্ঠ ব্যবহার ও রক্ষণাবেক্ষন নিয়ে আলোচনা করা হয়। সুনীল অর্থনীতি বা ব্লু-ইকোনমি হচ্ছে সমুদ্রের সম্পদনির্ভর অর্থনীতি। সমুদ্রের বিশাল জলরাশি ও এর তলদেশের বিভিন্ন প্রকার সম্পদকে কাজে লাগানোর অর্থনীতি। অর্থাৎ, সমুদ্র থেকে আহরণকৃত যে কোন সম্পদ দেশের অর্থনীতিতে যুক্ত হয়, তাই ব্লু-ইকোনমির বা সুনীল অর্থনীতির পর্যায়ে পড়বে। সমুদ্র পৃথিবীর অন্যতম মূল্যবান প্রাকৃতিক সম্পদ। সমুদ্র, মাছ এবং মৎস্য সম্পদের মাধ্যমে খাবার চাহিদা মেটায়, মানুষ এবং পণ্য পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও সমুদ্র নানা ধরনের প্রাকৃতিক খনিজ সম্পদ যেমন বালি, লবণ, কবাল্ট, গ্রাভেল এবং কপার ইত্যাদির আধার হিসেবে ব্যবহৃত হয় এবং তেল ও গ্যাস আহরণ ক্ষেত্র হিসেবে সমুদ্র প্রয়োজন হয়। এসব উপাদান সমষ্টিকেই বলা হয় সুনীল অর্থনীতি (Blue Economy)। সুনীল অর্থনীতির মূল উদ্দেশ্য হচ্ছে কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করা, দেশের সম্পদ বৃদ্ধি করা, সামাজিক পুঁজির সৃষ্টি করা, আয় বাড়ানো এবং সর্বোপরি পরিবেশে সঞ্চয়-বিনিয়োগের মধ্যে ভারসাম্য সৃষ্টি করা

Created: 1 month ago | Updated: 2 days ago

Smart Bangladesh

Smart Bangladesh 2041 is a comprehensive blueprint for the future of Bangladesh, focused on building a progressive and sustainable society by leveraging technology. The plan envisions a country that is self-sufficient, innovative, inclusive, and prosperous. It aims to transform Bangladesh into a developed nation by 2041, which marks the golden jubilee of its independence. The key pillars of Smart Bangladesh 2041 are innovation, inclusiveness, and sustainability, which are aligned with the United Nations' Sustainable Development Goals. The plan includes a range of initiatives across various sectors, including education, healthcare, energy, transportation, agriculture, and governance. For instance, the government plans to digitize all public services to make them more accessible and efficient. It also aims to provide high-speed internet connectivity to every citizen, including those in remote areas. In the healthcare sector, there are plans to develop a digital health platform that will enable real-time monitoring of patients' health status. The plan also emphasizes the development of renewable energy sources, such as solar and wind power, to reduce the country's dependence on fossil fuels. Overall, Smart Bangladesh 2041 is an ambitious and forward-thinking plan that seeks to position Bangladesh as a leading player in the global digital economy. If executed successfully, it has the potential to make Bangladesh a model for other developing nations seeking to leverage technology for sustainable development.

Created: 1 month ago | Updated: 2 days ago

বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে। =  Bangladesh gained independence in 1971.

Created: 1 month ago | Updated: 2 days ago

সে ভিক্ষুকের ছদ্মবেশে আমার কাছে এসেছিল। = He came to me with the guise of beggar.

ইংরেজিতে অনুবাদ করুনঃ
30.

অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু

Created: 1 month ago | Updated: 9 hours ago

অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। = A friend in need is a friend indeed.

ইংরেজিতে অনুবাদ করুনঃ
31.

সে আমার চেয়ে দুই বছরের বড়

Created: 1 month ago | Updated: 9 hours ago

সে আমার চেয়ে দুই বছরের বড়। = He is senior to me by two years.

ইংরেজিতে অনুবাদ করুনঃ
32.

পরীক্ষায় নকল করা গর্হিত কাজ

Created: 1 month ago | Updated: 1 week ago

পরীক্ষায় নকল করা গর্হিত কাজ। = Cheating in exams is anathema.

Created: 1 month ago | Updated: 8 hours ago

Neither of the two women wants their office renovated. = Neither of the two women wants her office renovated.

Correct the sentences:
34.

He said a story

Created: 1 month ago | Updated: 9 hours ago

He said a story. = He told a story.

Correct the sentences:
35.

I, you and he are present

Created: 1 month ago | Updated: 6 days ago

I, you and he are present. = You, he and i are present.

Created: 1 month ago | Updated: 9 hours ago

Tell me whom did you meet yesterday. = Tell me with whom did you meet yesterday?

Created: 1 month ago | Updated: 1 week ago

Ten miles are nor far to go for a delicious meal. = Ten miles is nor far to go for a delicious meal.

Change the voice:
38.

Who will save us?

Created: 1 month ago | Updated: 2 days ago

Who will save us? (Passive) = By whom will we be saved?

Change the voice:
39.

Change the voice

Created: 1 month ago | Updated: 9 hours ago

Change the voice. (Passive) = Let the voice be changed.

Change the voice:
40.

The books read well

Created: 1 month ago | Updated: 2 days ago

The books read well. (Passive) = The books are read well.

Created: 1 month ago | Updated: 1 week ago

My pen have been stolen. (Active) = Someone has stolen my pen.

Change the voice:
42.

I know the boy

Created: 1 month ago | Updated: 4 days ago

I know the boy. (Passive) = The boy is known to me.

Created: 1 month ago | Updated: 2 days ago

My books were stolen yesterday.

Created: 1 month ago | Updated: 9 hours ago

Death is preferable to humiliation.

Created: 1 month ago | Updated: 1 week ago

I can not make out what he says.

Created: 1 month ago | Updated: 1 week ago

I have no prejudice against her

Fill in the blank:
47.

Jim stared ..... Della

Created: 1 month ago | Updated: 2 days ago

Jim stared at Della.

Make sentences with meaning:
48.

By means of

Created: 1 month ago | Updated: 1 week ago

By means of (উপায়ে/গুণে) You can earn money by means of hard work.

Make sentences with meaning:
49.

Maiden speech

Created: 1 month ago | Updated: 1 week ago

Maiden speech (প্রথম বক্তৃতা) Asad sir's maiden speech was fantastic.

Make sentences with meaning:
50.

Bolt from the blue

Created: 1 month ago | Updated: 10 hours ago

Bolt from the blue (বিনা মেঘে বজ্রপাত) This news was bolt from the blue for Naeem sir

Make sentences with meaning:
51.

Bread and butter

Created: 1 month ago | Updated: 1 week ago

Bread and butter (জীবিকা) At present, Govt. Job is mine bread and butter.

Make sentences with meaning:
52.

Gift of the gab

Created: 1 month ago | Updated: 1 week ago

Gift of the gab (বাকপটুতা) Naeem sir is so much weak in gift of the gab.

দেওয়া আছে, গণিত বইয়ের মূল্য ১২ টাকা এবং

এই মূল্য প্রকৃত মূল্যের ৮০% 

অর্থাৎ,

বইয়ের মূল্য ৮০ টাকা হলে প্রকৃতমূল্য ১০০ টাকা 

∴     “      ”      ১      “       ”         "          "

∴     “      ”      ১২      “       ”         "         × "

= ১৫ টাকা

সুতরাং, সরকার বই প্রতি ভর্তুকি দেয় = (১৫-১২) টাকা

= ৩ টাকা

উত্তর: ৩ টাকা

দেওয়া আছে, 

১০০টি আমের ক্রয়মূল্য ২৫০ টাকা

∴ ১০০০টি “          ”   ×"

= ২৫০০ টাকা

এখন, ১০০০টি আমের অর্ধেক আম ৫০০টি

১ম ক্ষেত্রে, ১০০টি আমের বিক্রয়মূল্য ৩০০ টাকা

∴ ৫০০টি আমের বিক্রয়মূল্য × টাকা

= ১৫০০ টাকা

এখন, ৫০০টি আম বিক্রয় করার পর অবশিষ্ট থাকে (১০০০- ৫০০) টি বা ৫০০টি আম

এখন, ৫০০টি আমের অর্ধেক আম ২৫০টি

দ্বিতীয় ক্ষেত্রে, ১০০টি আমের বিক্রয়মূল্য ২৫০ টাকা

∴ ২৫০টি আমের বিক্রয়মূল্য  × টাকা

= ৬২৫ টাকা

এখন, ৫০০টি'র মধ্যে ২৫০টি আম বিক্রয় করার পর অবশিষ্ট আম থাকে = (৫০০-২৫০)টি বা ২৫০ টি আম

তৃতীয় ক্ষেত্রে, ১০০টি আমের বিক্রয়মূল্য ২০০ টাকা

∴ ২৫০টি আমের বিক্রয়মূল্য ×টাকা

= ৫০০ টাকা

∴ মোট বিক্রয়মূল্য = (৫০০+৬২৫+১৫০০) টাকা

= ২৬২৫ টাকা

∴ লাভ = (২৬২৫-২৫০০) টাকা

= ১২৫ টাকা

২৫০০ টাকায় লাভ ১২৫ টাকা

∴    ১         “       ”   "

∴    ১০০       “       ”   ×"

= ৫ টাকা

উত্তর: ৫% লাভ।

ধরি

4x + 3y = 10 ...........(1)

5x + 9y = 23 ...........(2)

এখন, (1) নং কে 5 দ্বারা ও (2) নং কে 4 দ্বারা গুণ করে পাই

             20x + 15y = 50

             20x + 36y = 92

              --------------

বিয়োগ করে, - 21y = - 42

বা, y = -42-21

∴ y=2

y এর মান (1) নং এ বসিয়ে পাই

4x+3×2=10

বা, 4x = 10-6

বা, x = 44

∴ x=1

অর্থাৎ, x ও y এর মান যথাক্রমে (1 ও 2) (Ans)

খরগোশের ৬ লাফ = কুকুরের ৫ লাফ

∴      “         ৫     ”   =   "        × "

= লাফ

∴ কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত = ৪ : 

= ২৪ : ২৫

অর্থাৎ, কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত ২৪ : ২৫

উভয়ের গতিবেগের অনুপাত হতে পাই

কুকুরের গতিবেগ < খরগোশের গতিবেগ

অর্থাৎ, কুকুরটি খরগোশটিকে ধরতে পারবে না।

উত্তর: ২৪ : ২৫ ও ধরতে পারবে না।

বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যালয়ের অফিসিয়াল নাম বঙ্গভবন।

মীরসরাই, ফেনী ও সীতাকুণ্ড তিনটি ইকোনমিক জোন নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর গঠিত

২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের পরিমাণ  ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।

জাতীয় সংসদে সরকারী দলের মুখপাত্র হিসেবে কাজ করেন চিফ হুইফ

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষিপ্ত হয় ১২মে, ২০১৮ সালে

২০২৪-২০২৫ অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ডের জন্য ধার্যকৃত রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা।

আদমশুমারী ও গৃহগণনার বর্তমান নাম জনশুমারী ও গৃহগণনা।

'শাহনামা' বাংলায় অনুবাদ করেন মোজাম্মেল হক।

A Tale of Two Cities উপন্যাসে Paris ও London শহরের কথা বলা হয়েছে

‘নীল নদের কবি’ বলা হয় হাফিজ ইব্রাহিমকে।

জাতীয় কন্যা শিশু দিবস বাংলাদেশে পালন করা হয় ৩০শে সেপ্টেম্বর।

মহান মুক্তিযুদ্ধের সময় কনসার্ট ফর বাংলাদেশ হয়েছিল ম্যাডিসন স্কয়ার, নিউইয়র্ক শহরে।

Created: 1 month ago | Updated: 1 day ago

BIDS এর পূর্ণ রূপ Bangladesh Institute of Development Studies.

যৌতুক দেওয়া ও নেওয়ার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।

জাতিসংঘের মানবাধিকার কমিশন গঠিত হয় ১৯৪৮ সালে

ডট বল' শব্দটি ক্রিকেট খেলার সাথে সম্পর্কযুক্ত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ২৩ শে ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সরকারের শাসন বিভাগের উপর ন্যস্ত

GDP তে SMEs এর ৩২ শতাংশ অবদান আছে

Created: 1 month ago | Updated: 2 days ago

সংশপ্তক এর রচিয়তা শহিদুল্লাহ কায়সার।

Related Sub Categories