কর কমিশনারের কার্যালয় || কর অঞ্চল-১৮, ঢাকা || প্রধান সহকারী/উচ্চমান সহকারী (29-06-2024) || 2024

All

অর্থসহ বাক্য রচনা করুন:
1.

কাঁচা পয়সা

Created: 3 months ago | Updated: 1 day ago

কাঁচা পয়সা (নগদ উপার্জন) নাইম কাঁচা পয়সার লোভ সামলাতে পারলো না।

অর্থসহ বাক্য রচনা করুন:
2.

গো-বৈদ্য

Created: 3 months ago | Updated: 1 day ago

গো-বৈদ্য (হাতুড়ে) নাইম একজন গো-বৈদ্য লোক।

অর্থসহ বাক্য রচনা করুন:
3.

তীর্থের কাক

Created: 3 months ago | Updated: 1 day ago

তীর্থের কাক (প্রতিক্ষারত/অপেক্ষারত) নাইম আজও তার বান্ধবীর জন্য তীর্থের কাকের মতো এই জায়গায় এসে বসে থাকে।

অর্থসহ বাক্য রচনা করুন:
4.

বসন্তের কোকিল

Created: 3 months ago | Updated: 1 day ago

বসন্তের কোকিল এর অর্থ সুসময়ের বন্ধু। টাকা থাকলে বসন্তের কোকিলের অভাব হয় না 

অর্থসহ বাক্য রচনা করুন:
5.

তামার বিষ

Created: 3 months ago | Updated: 21 hours ago

তামার বিষ (অর্থের কু-প্রভাব) তামার বিষে নাইম ছেলেটি গোল্লায় গিয়েছে

এক কথায় প্রকাশ করুন:
6.

যে নারীর স্বামী ও পুত্র নেই

Created: 3 months ago | Updated: 1 day ago

যে নারীর স্বামী ও পুত্র নেই। = অবীরা

এক কথায় প্রকাশ করুন:
7.

নৌ চলাচলের যোগ্য

Created: 3 months ago | Updated: 1 day ago

নৌ চলাচলের যোগ্য। = নাব্য।

এক কথায় প্রকাশ করুন:
8.

কর দান করে যে

Created: 3 months ago | Updated: 1 day ago

কর দান করে যে। = করদ।

এক কথায় প্রকাশ করুন:
9.

যে বিষয়ে কোন বিতর্ক নেই

Created: 3 months ago | Updated: 2 days ago

যে বিষয়ে কোন বিতর্ক নেই। = অবিসংবাদী।

এক কথায় প্রকাশ করুন:
10.

মৃতের মতো অবস্থা যার।

Created: 3 months ago | Updated: 1 day ago

মৃতের মতো অবস্থা যার। = মুমূর্ষু

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
11.

নতুন ধান্যে হবে নবান্ন 

Created: 3 months ago | Updated: 1 day ago

নতুন ধান্যে হবে নবান্ন = করণে সপ্তমী।

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
12.

সেখানে সাপের ভয় আছে 

Created: 3 months ago | Updated: 18 hours ago

সেখানে সাপের ভয় আছে = অপাদানে ষষ্ঠী।

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
13.

শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে 

Created: 3 months ago | Updated: 1 day ago

শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে = কর্তৃকারকে শূন্য।

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
14.

সোনার খাঁচায় রাখব তোমায় 

Created: 3 months ago | Updated: 1 day ago

সোনার খাঁচায় রাখব তোমায় = কর্মকারকে সপ্তমী।

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
15.

তারা বল খেলে

Created: 3 months ago | Updated: 1 day ago

তারা বল খেলে = করণে শূন্য।

শুদ্ধ করে লিখুনঃ
16.

গড্ডালিকা

Created: 3 months ago | Updated: 1 day ago

গড্ডালিকা = গড্ডলিকা

শুদ্ধ করে লিখুনঃ
17.

স্মশান

Created: 3 months ago | Updated: 18 hours ago

স্মশান = শ্মশান

শুদ্ধ করে লিখুনঃ
18.

অধিকারিনি

Created: 3 months ago | Updated: 18 hours ago

অধিকারিনি = অধিকারিণী

শুদ্ধ করে লিখুনঃ
19.

কুজ্জ্বটিকা

Created: 3 months ago | Updated: 12 hours ago

কুব্জটিকা = কুঞ্ঝটিকা

শুদ্ধ করে লিখুনঃ
20.

বিভিষিকা

Created: 3 months ago | Updated: 18 hours ago

বিভিষিকা = বিভীষিকা

ব্যসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
21.

কানাকানি

Created: 3 months ago | Updated: 15 hours ago

কানাকানি = কানে কানে যে কথা (ব্যতিহার বহুব্রীহি সমাস)

ব্যসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
22.

তেলেভাজা

Created: 3 months ago | Updated: 18 hours ago

তেলেভাজা = তেলে ভাজা (অলুক তৎপুরুষ সমাস)

ব্যসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
23.

মহাকীর্তি

Created: 3 months ago | Updated: 14 hours ago

মহাকীর্তি = মহতী যে কীর্তি (কর্মধারয় সমাস)

ব্যসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
24.

নরসিংহ

Created: 3 months ago | Updated: 18 hours ago

নরসিংহ = নর সিংহের ন্যায় (উপমিত কর্মধারয় সমাস)

ব্যসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
25.

সেতার

Created: 3 months ago | Updated: 18 hours ago

সেতার = সে/ তিন তারের সমাহার (দ্বিগু সমাস)

সুনীল অর্থনীতি

সুনীল অর্থনীতি বা Blue Economy অর্থনীতির এমন একটি বিষয় যেখানে একটি দেশের সামুদ্রিক পরিবেশ কিংবা সামুদ্রিক সম্পদের সুষ্ঠ ব্যবহার ও রক্ষণাবেক্ষন নিয়ে আলোচনা করা হয়। সুনীল অর্থনীতি বা ব্লু-ইকোনমি হচ্ছে সমুদ্রের সম্পদনির্ভর অর্থনীতি। সমুদ্রের বিশাল জলরাশি ও এর তলদেশের বিভিন্ন প্রকার সম্পদকে কাজে লাগানোর অর্থনীতি। অর্থাৎ, সমুদ্র থেকে আহরণকৃত যে কোন সম্পদ দেশের অর্থনীতিতে যুক্ত হয়, তাই ব্লু-ইকোনমির বা সুনীল অর্থনীতির পর্যায়ে পড়বে। সমুদ্র পৃথিবীর অন্যতম মূল্যবান প্রাকৃতিক সম্পদ। সমুদ্র, মাছ এবং মৎস্য সম্পদের মাধ্যমে খাবার চাহিদা মেটায়, মানুষ এবং পণ্য পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও সমুদ্র নানা ধরনের প্রাকৃতিক খনিজ সম্পদ যেমন বালি, লবণ, কবাল্ট, গ্রাভেল এবং কপার ইত্যাদির আধার হিসেবে ব্যবহৃত হয় এবং তেল ও গ্যাস আহরণ ক্ষেত্র হিসেবে সমুদ্র প্রয়োজন হয়। এসব উপাদান সমষ্টিকেই বলা হয় সুনীল অর্থনীতি (Blue Economy)। সুনীল অর্থনীতির মূল উদ্দেশ্য হচ্ছে কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করা, দেশের সম্পদ বৃদ্ধি করা, সামাজিক পুঁজির সৃষ্টি করা, আয় বাড়ানো এবং সর্বোপরি পরিবেশে সঞ্চয়-বিনিয়োগের মধ্যে ভারসাম্য সৃষ্টি করা

Related Sub Categories