একটি গণিত বইয়ের মূল্য ১২ টাকা। এই মূল্য প্রকৃত মূল্যের ৮০%। বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেয়?
ABCD রম্বসের ∠A = 60° হলে ∠D =কত?
১৮ ক্যারেটের ২০ গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও বাদের অনুপাত ৩ : ১ হলে, ঐ গহনায় সোনা ও খানের পরিমাণ নির্ণয় কর।
একটি সংখ্যার ৪০% সাথে ৪২ যোগ করলে ফলাফল হয় ঐ সংখ্যা। সংখ্যাটি কত?
যদি বিদ্যুতের মূল্য ২৫% বৃদ্ধি পায়, তবে বিদ্যুতের ব্যবহার কী হারে কমালে বিদ্যুতের জন্য খরচের কোন পরিবর্তন হবে না?
একজন ছাত্রকে বলা হল একটি সংখ্যাকে ২ দ্বারা গুণ করে ৩ যোগ করতে। সে তা না করে এর পরিবর্তে প্রথমে ৩ যোগ করল ও পরে ২ দ্বারা গুণ করলো। সে যদি উত্তর ২০ পেয়ে থাকে তবে সঠিক উত্তর কত হবে?