জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুর ।। পদের নাম: সাঁটলিপিকার / সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর/অফিস সহকারী/ হিসাব সহকারী/সার্টিফিকেট সহকারী ।। পরীক্ষার তারিখ: (03-02-2023) || 2023

All

সকল বিষয়

এক কথায় প্রকাশ করুনঃ
1.

অশ্বের ডাক

Created: 6 months ago | Updated: 1 week ago

হ্রেষা

এক কথায় প্রকাশ করুনঃ
2.

অতি দীর্ঘ নয় যা

Created: 6 months ago | Updated: 1 week ago

নাতিদীর্ঘ

এক কথায় প্রকাশ করুনঃ
3.

উপকারীর অপকার করে যে

Created: 6 months ago | Updated: 3 weeks ago

কৃতঘ্ন

এক কথায় প্রকাশ করুনঃ
4.

চৈত্র মাসের ফসল

Created: 6 months ago | Updated: 2 weeks ago

চৈতালী

এক কথায় প্রকাশ করুনঃ
5.

মন হরণ করে যা

Created: 6 months ago | Updated: 3 days ago

মনোহর

শুদ্ধ বানান লিখুন
6.

ফেব্রুয়ারী

Created: 6 months ago | Updated: 3 weeks ago

ফেব্রুয়ারি

শুদ্ধ বানান লিখুন
7.

মুমুর্ষু

Created: 6 months ago | Updated: 1 week ago

মুমূর্ষু

শুদ্ধ বানান লিখুন
8.

যথেষ্ঠ

Created: 6 months ago | Updated: 1 day ago

যথেষ্ট

শুদ্ধ বানান লিখুন
9.

ইতোপূর্বে

Created: 6 months ago | Updated: 3 weeks ago

ইতঃপূর্বে

শুদ্ধ বানান লিখুন
10.

সদ্যজাত

Created: 6 months ago | Updated: 5 days ago

সদ্যোজাত

নিচের বাগধারাগুলোর অর্থসহ একটি করে পূর্ণ বাক্য লিখুন
11.

এলাহি কান্ড

Created: 6 months ago | Updated: 1 week ago

(বিরাট আয়োজন) রহিম সাহেব ছেলের বিয়েতে এলাহি কান্ড করেছেন

নিচের বাগধারাগুলোর অর্থসহ একটি করে পূর্ণ বাক্য লিখুন
12.

কলকাঠি নাড়া

Created: 6 months ago | Updated: 2 weeks ago

(গোপনে কু-পরামর্শ নেওয়া) মানা নিজের বুদ্ধিতে একাজ করছে না, কেউ না কেউ উপর থেকে কলকাঠি নাড়ছে

নিচের বাগধারাগুলোর অর্থসহ একটি করে পূর্ণ বাক্য লিখুন
13.

মুখে খই ফোটা

Created: 6 months ago | Updated: 2 days ago

(অযথা বেশি কথা বলা) রাজু সাহেবের আজকে মুখে খই ফুটেছে

নিচের বাগধারাগুলোর অর্থসহ একটি করে পূর্ণ বাক্য লিখুন
14.

গভীর জলের মাছ

Created: 6 months ago | Updated: 15 hours ago

(খুব চালাক ব্যাক্তি) রাজু সাহেব  মতো  গভীর জলের মাছকে চেনা কঠিন। 

নিচের বাগধারাগুলোর অর্থসহ একটি করে পূর্ণ বাক্য লিখুন
15.

ঘাম দিয়ে জ্বর ছাড়া

Created: 6 months ago | Updated: 1 day ago

(বিপদ কেটে যাওয়া)। ছাত্রটির যেল হওয়ার কথা, কিন্তু মহানুভব জজ সাহে তাকে  মুক্তি দেওয়ায় শিক্ষকদের ঘাম দিয়ে জল ছড়ালো।

বিপরীত শব্দ
16.

জ্ঞানী

Created: 6 months ago | Updated: 1 week ago

জ্ঞানী এর বিপরীত শব্দ হল মূর্খ

বিপরীত শব্দ
17.

তারুণ্য

Created: 6 months ago | Updated: 1 week ago

বার্ধক্য

বিপরীত শব্দ
18.

ধারালো

Created: 6 months ago | Updated: 1 week ago

ভোঁতা

বিপরীত শব্দ
19.

নিরক্ষর

Created: 6 months ago | Updated: 6 days ago

সাক্ষর

বিপরীত শব্দ
20.

ফাঁপা

Created: 6 months ago | Updated: 1 week ago

নিরেট

দুইটি করে সমার্থক শব্দ লিখুন
21.

বন

Created: 6 months ago | Updated: 3 weeks ago

অরণ্য, বনানী

দুইটি করে সমার্থক শব্দ লিখুন
22.

হাত

Created: 6 months ago | Updated: 2 weeks ago

হস্ত, কর

দুইটি করে সমার্থক শব্দ লিখুন
23.

ঢেউ

Created: 6 months ago | Updated: 2 weeks ago

ঊর্মি, তরঙ্গ

দুইটি করে সমার্থক শব্দ লিখুন
24.

পুত্র

Created: 6 months ago | Updated: 1 week ago

ছেলে, তনয়

দুইটি করে সমার্থক শব্দ লিখুন
25.

চক্ষু

Created: 6 months ago | Updated: 4 days ago

অক্ষি, নয়ন

Write a meaningful sentence with each of the following words
26.

Below

Created: 6 months ago | Updated: 3 days ago

Your wok is below average

Write a meaningful sentence with each of the following words
27.

Sing

Created: 6 months ago | Updated: 1 day ago

She sings well.

Write a meaningful sentence with each of the following words
28.

human

Created: 6 months ago | Updated: 12 hours ago

To err is human

Write a meaningful sentence with each of the following words
29.

Visit

Created: 6 months ago | Updated: 1 week ago

We will visit Dhaka next week.

Write a meaningful sentence with each of the following words
30.

Remedy

Created: 6 months ago | Updated: 4 days ago

Patience is the best remedy

Fill in the blanks with right form of the verbs
31.

The audience started.......... (clap)

Created: 6 months ago | Updated: 12 hours ago

clapping

Fill in the blanks with right form of the verbs
32.

The book........ (write) by him few years ago.

Created: 6 months ago | Updated: 6 days ago

was written 

Fill in the blanks with right form of the verbs
33.

I wish I ........ (be) a king!

Created: 6 months ago | Updated: 12 hours ago

were

Fill in the blanks with right form of the verbs
34.

Rahim and Reshma.......... (be) siblings.

Created: 6 months ago | Updated: 1 day ago

are

Fill in the blanks with right form of the verbs
35.

He took these measures with a view to........ (help) people.

Created: 6 months ago | Updated: 2 days ago

helping

Change the antonym
36.

Rich

Created: 6 months ago | Updated: 13 hours ago

Poor

Change the antonym
37.

Dark

Created: 6 months ago | Updated: 5 days ago

Bright

Change the antonym
38.

Ugly

Created: 6 months ago | Updated: 2 weeks ago

Beautiful

Change the antonym
39.

Lost

Created: 6 months ago | Updated: 1 week ago

Win

Change the antonym
40.

Far

Created: 6 months ago | Updated: 3 weeks ago

Near

Created: 6 months ago | Updated: 1 week ago

Rahim will go to Gazipur

Created: 6 months ago | Updated: 3 weeks ago

Rina is junior to me by two years

Created: 6 months ago | Updated: 3 weeks ago

Can he write letter?

Created: 6 months ago | Updated: 1 week ago

Honesty is the best policy

Created: 6 months ago | Updated: 3 weeks ago

The fruit is sweet to taste.

A winter morning 

A winter morning in Bangladesh are usually mild and comfortable. The sky is usually clear and bright. The sun rises slowly and spreads its warmth. The ground is covered in a blanket of snow. The trees are frosted with snowflakes. People wear warm clothes to protect themselves from the cold. Some walk their dogs, others go to work. The sound of crunching snow underfoot is common. The air is crisp and refreshing. The world looks peaceful and calm. Shadows stretch as the sun rises higher. Birds chirp occasionally. It's a time for reflection and gratitude. Winter mornings are special and beautiful,

ধরা যাক, সংখ্যাটি x

আমি প্রশ্নটির প্রথম অংশ নিয়ে মাথা ঘামাব না। মূল কাজ হলো দ্বিতীয়াংশে। 

অর্থাৎ সংখ্যাটি তথা x এর সাথে ৩ যোগ করার পর ২ দিয়ে গুণ করতে হবে, যার ফলাফল হলো ২০।

২(x+৩)=২০

বা,x+৩=১০ [উভয়পক্ষকে ২ দিয়ে ভাগ করে]

বা,x=১০-৩

বা,x=৭

বাকিটা খুব সোজা। যেভাবে ছাত্রটিকে নির্দেশ দেয়া হয়েছিল সেভাবেই। অর্থাৎ,

২×৭+৩=১৭

সঠিক উত্তর ১৭।


 


 

মনে করি সে x টি ডিম কিনেছে।

তাহলে একটা ডিমের গড় দাম 240x

তাহলে 240x - 240x +1= 1

240 (x+1)-240xx(x+1)= 1

240x + 240- 240x = x2+x

x2+x-240 =0

x2–15x+16x-240=0

x(x-15) + 16(x —15)=0

(x-15)(x+16)=0

x=15

উত্তরঃ ১৫ টি ডিম কিনেছিলো

স্ত্রীছেলেকে সম্পদ দেওয়ার পর অবশিষ্ট সম্পদের পরিমাণ (100 - 12 - 58%) 

= (100 - 70)% = 30% 

30% সম্পদের মূল্য = 720000 টাকা 

∴ 100% " " = 720000×100%30% 

= 2400000 টাকা।

৫ ডিসেম্বর, ১৯৬৯ সালে

নিচের প্রশ্নগুলো উত্তর লিখুন
53.

SDG এর পূর্ণরূপ লিখুন

Created: 6 months ago | Updated: 5 days ago

SDG-Sustainable Development Goals

নিচের প্রশ্নগুলো উত্তর লিখুন
54.

মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

Created: 6 months ago | Updated: 5 days ago

তাজউদ্দীন আহমদ

নিচের প্রশ্নগুলো উত্তর লিখুন
55.

পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে?

Created: 6 months ago | Updated: 5 days ago

মুন্সিগঞ্জ-শরীয়তপুর

নিচের প্রশ্নগুলো উত্তর লিখুন
56.

পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?

Created: 6 months ago | Updated: 5 days ago

নীলনদ

কালিয়াকৈর, গাজীপুর

Created: 6 months ago | Updated: 2 days ago

৩ নং

নিচের প্রশ্নগুলো উত্তর লিখুন
60.

'রক্তাক্ত প্রান্তর' নাটকটি কার লেখা?

Created: 6 months ago | Updated: 2 weeks ago

মুনীর চৌধুরী

Created: 6 months ago | Updated: 3 weeks ago

ফেসবুক. ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত 

নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তর দিন
62.

দুইটি প্রচলিত অপারেটিং সিস্টেমের নাম লিখুন।

Created: 6 months ago | Updated: 4 days ago

Windows, Linux

নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তর দিন
63.

১টি ইনপুট ও ১টি আউটপুট ডিভাইসের নাম লিখুন।

Created: 6 months ago | Updated: 3 weeks ago

ইনপুট-মাউস, আউটপুট- মনিটর

Created: 6 months ago | Updated: 2 weeks ago

বিজয়

নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তর দিন
65.

পূর্ণরূপ লিখুন: www এবং Wi-Fi

Created: 6 months ago | Updated: 6 days ago

WWW- World Wide Web.

Wi-Fi -Wireless Fidelity

Created: 6 months ago | Updated: 1 day ago

সেইভ Ctrl + s

নতুন ডকুমেন্ট Ctrl + N

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ৫২ এর ভাষা আন্দোলন
 

একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির চির প্রেরণ ও অবিস্মরণীয় একটি দিন। এটি শুধু বাংলাদেশের নয়, এখন এটি সারা বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। জাভি জীবনে শোকাবহ, গৌরবোজ্জ্বল, অহংকারে মহিমান্বিত চিত্রতার এই দিনটি। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উল্লেখ। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রফিক, জব্বার, সালাম, বরকত ও সফিউর। পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য রাজপথে বুকের রক্ত ঢেলে দেয়ার প্রথম নচিল এটি। সেদিন তাদের রক্তের বিনিময়ে শৃঙ্গলযুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা ও মায়ের ভাষা। আর এর মাধ্যমে বাঙালি জাতিসত্তা বিকাশের যে সংগ্রামের সূচনা হয়েছিল তা মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে চূড়ান্ত পরিণতি লাভ করে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে UNESCO কর্তৃক বাংলা ভাষাকে স্বীকৃতি বিশ্ব দরবারে এনে দিয়েছে এক বিশাল খ্যাতি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বদ্বয়ে অমর একুশের উদ্যাপন নিসন্দেহে এক বিশাল জাতীয় গৌরব ও সম্মানের। ২০০০ সাল থেকে UNESCO এর সদস্য গুলো এ দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে। ২০০১ সালের ১৫ মার্চ বিশ্বের সব মাতৃভাষার গবেষণা, উন্নয়ন ও সংরক্ষণে কাজ করার উদ্যোগে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভিত্তির স্থাপন করেন ঢাকার সেনবাগিচায়। বর্তমানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ভাষাসংক্রান্ত গবেষণা, ভাষা সংরক্ষণ ও প্রশিক্ষণের পাশাপাশি এটি তাহার ক্ষেত্র আন্তর্জাতিক সেতুবন্ধন হিসেবে কাজ করছে যা বাংলা ভাষাকে বিশ্বমর্যাদায় আসীন করতে ভূমিকা রাখছে। ২০১০ সালের নভেম্বর জাতিসংঘের ৬৫তম সাধারণ অধিবেশনে ৪র্থ কমিটিতে বাংলাদেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাবটি উত্থাপন করে এবং প্রস্তাবটি সর্বসম্মতিন গৃহীত হয়। ফলে এটি বাঙালি জাতি, বাংলা ভাষার প্রতি বিশ্ববাসীর অকুণ্ঠ সমর্থন এবং সম্মান প্রদর্শনের এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করে। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বাংলা ভাষা ও সংস্কৃতিক চর্চা বিশ্বলয়ে বেড়ে চলেছে। মাতৃভাষার সংখ্যার বিচারে বাংলা ভাষা পৃথিবীর একটি শক্তিশালী ভাষা। একমাত্র আফ্রিকার সিয়েরালিওনে বাংলা ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দেয়া হয়েছে। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার সংসদ বাংলাকে স্বীকৃতির প্রদান করে। ফলে বাংলা ভাষা লাভ করে এক অনন্য মর্যাদা। এই মুহূর্তে বহির্বিশ্বে ৩০টি দেশের ১০০টি বিশ্ববিদ্যালয়ে চালু রয়েছে বাংলা বিভাগ, সেখানে প্রতি বছর হাজার হাজার অবাঙালি পড়ুয়া বাংলাভাষা শিক্ষা ও গবেষণার কাজে করছে। এছাড়া চীনা ভাষায় রবীন্দ্র রচনাবলির ৩৩ গণ্ডের অনুবাদ এবং লালনের গান ও দর্শন ইংরেজি জাপানি ভাষায় অনুবাদ হয়েছে। একুশে ফেব্রুয়ারি উদযাপিত হয় সারা পৃথিবীতে একুশে আমাদের মননের বাতিঘর হিসেবে। একুশ এখন সারা বিশ্বের ভাষা ও অধিকার ও মর্যাদার প্রতীক। সারা বিশ্বের বিভিন্ন দেশে মাথা উচু করে দাড়িয়ে আছে আমাদের অহংকার শহীদ মিনার'।

Related Sub Categories