সোহাগ ২৪০ টাকায় কিছু ডিম কিনল। সে যদি একটি ডিম বেশি পেত তবে প্রতিটি ডিমের দাম গড়ে ১ টাকা কম পড়ত। সে কতটি ডিম কিনেছিল?
একজন ব্যক্তি তিন কাঠা জমি ক্রয় করেছেন। উক্ত জমিতে তিনি কত বর্গফিটের বাড়ি নির্মাণ করতে পারবেন?
কোন আসল সরল সুদে ৩ বছরে ৪৬০ টাকা এবং ৫ বছরে ৬০০ টাকা হলে সুদের হার কত?
একটি দ্রব্য ক% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায়, ৩ক% লাভে বিক্রয় করলে তার চেয়ে ১৮ক টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
৫টি পরীক্ষার গড় নম্বর ৭০, একটিতে ৮০ পেলে নতুন গড় কত হবে?
ক ও খ একটি কাজ ১২ দিনে শেষ করতে পারে। খ ও গ ঐ কাজ ১৬ দিনে শেষ করতে পারে। ক একাকী ৫ দিনে এবং খ একাকী ৭ দিন কাজ করার পর গ ১৩ দিনে বাকি কাজ শেষ করতে পারে। গ কত দিনে ঐ কাজ একাকী শেষ করতে পারবে?