‘শিষ্টাচার’
শিষ্টাচার হচ্ছে ভদ্র, মার্জিত ও রুচিসম্মত আচরণ। একজন মানুষ ভালো না মন তা বিবেচিত হয় মূলত সে ব্যক্তির "আচরণ দেখেই। শিষ্টাচার মানুষকে সংযমী ও বিনয়ী করে তোলে। শিষ্টাচারসম্পন্ন ব্যক্তি তার অস্ত্র ও সংযত ব্যবহার দিয়ে যেকোনো পরিস্থিতিতে যেকোনো পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারে। শিষ্টাচার সম্পন্ন মানুষকে সবাই শ্রদ্ধা করে। তাদের স্থান সমাজের উঁচু স্তরে, হোক সে ব্যক্তি অসুন্দর কিংবা গরীব। একমাত্র শিষ্টাচারই মানুষকে প্রকৃত ম ভূষিত করে। মানুষের সকল মানবীয় গুণের সমন্বয়ে শিষ্টাচার গড়ে ওঠে আর এর প্রকাশ ঘটে মানুষের কথাবার্তা, চলাফেরার মধ্য দিয়ে। কোনো ব্যক্তির আচার আচরণ দেখে একজন মানুষ সম্পর্কে ধারণা লাভ করা যায়। কথা বলার ধরণ, চেহারার অভিব্যক্তি সবকিছুর মধ্য দিয়েই মানুষের রুচি ও স্বভাবের প্রকাশ ঘটে। একজন মানুষের পোশাকের পরিপাট্য ও পরিচ্ছন্নতা, অঙ্গভঙ্গি সবকিছুই শিষ্টাচারের লক্ষণ বহন করে। সৎ পথে থাকা, সত্য কথা বলা, অন্যের মঙ্গলে কাজ কর সবকিছুই শিষ্টাচারের অংশ। এই সবকিছুর মধ্য দিয়েই মানুষের শিষ্টাচারের বহিঃপ্রকাশ ঘটে।
কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন নয়। সব কাজ একা করা কারো পক্ষে সম্ভব নয়। বেঁচে থাকার প্রয়োজনে মানুষ একে অন্যের উপর নির্ভরশীল। একজন মানুষের জীবনে উন্নতির পেছনে অন্য কোনো ব্যক্তির সামান্য সহযোগীতা পালতেই পারে। এক্ষেত্রে একজন উদ্ধৃত ও রুক্ষ আচরণের ব্যক্তির অন্যের কাছ থেকে সাহায্য সহযোগিতা পাওয়ার সম্ভাবনা খুবই কম। অন্যদিকে একজন মার্জিত ও বিনয়ী আচরণের ব্যক্তি সকলের প্রিয়। তাই তার কোনো কাজে বা বিপদে অন্যের সহমর্মিতা সহযোগিতার অভাব হয় না। একজন শিষ্টাচার সম্পন্ন ব্যক্তি তার সুন্দর ও সংযত আচরণ দিয়ে সহজেই অন্যকে প্রভাবিত করতে পারে।
আজকের ছাত্র আগামী দিনে জাতির কর্ণধার। তাই একজন ছাত্রের শুধু বিদ্যা অর্জন করলেই চলবে না, তাকে বিভিন্ন চারিত্রিক গুণাবলীও অর্জন করতে হবে। একজন খুব ভালো ছাত্র যদি শিষ্টাচার সম্পন্ন না হয় তাহলে সে শিক্ষক কিংবা সহপাঠী কারো কাছ থেকেই ভালোবাসা বা অনুপ্রেরণা পাবে না। উদ্ধত আচরণের কারণে সে সবার কাছে ঘৃণার পার হয়ে উঠবে। ফলে সে শিক্ষাজীবনে পরিপূর্ণ সাফল্য অর্জন করতে পারবে না । শিষ্টাচার একজন ছাত্রকে বিনয়ী ও নম্র করে তোলে যার মাধ্যমে সে সহপাঠী ও শিক্ষকদের হৃদয়ে সহজে স্থান করে নিতে পারে।
মানুষ জীবিকা নির্বাহের তাগিদে নানা কর্মে নিযুক্ত হয়। শিষ্টাচার একজন মানুষের কর্মজীবনকে সাফল্যমণ্ডিত করে তোলে। শিষ্টাচার সম্পন্ন ব্যক্তি সহজেই সকলের দৃষ্টি আকর্ষণ করে। সদ্যবাদীতা, ন্যায়পরায়ণতা, সাহসিকতা, উন্নত দৃষ্টিভঙ্গি সবকিছু নিয়েই শিষ্টাচার। একজন শিষ্টাচার সম্পন্ন ব্যক্তি তার কর্মক্ষেত্রে সকলের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করে। যা তার পদোন্নতিতেও সহায়ক ভূমিকা পালন করে।
মানুষের জীবনের এক একটি গুণকে এক একটি ফুলের সাথে তুলনা করা যায়। একটির পর একটি ফুল গেঁথে যেমন মালা তৈরি করতে হয় তেমনি মানুষের মানবীয় সকল গুণগুলো যত্ন সহকারে একটির সাথে অপরটির সমন্বয় সাধন করে সবগুলো একত্রিত করলে অর্জিত হয় শিষ্টাচার। শিষ্টাচার হঠাৎ করে কারো মধ্যে গড়ে উঠতে পারে না। এর জন্য প্রয়োজন দীর্ঘ প্রস্তুতি পর্ব। শিষ্টাচারের বীজ মূলত বপন হয় শিশুকালেই। আর এক্ষেত্রে পরিবারের ভূমিকা প্রধান। শিশুরা অনুকরণ প্রিয়। পরিবারের বড়রা যেরকম ব্যবহার করে শিশুরা তাই অনুকরণ করে। বাল্যকালে শিশুদের সংযম, বিনয় ও উন্নত রুচির চর্চা ধীরে ধীরে মানুষের মধ্যে শিষ্টাচার গড়ে তোলে।
যে ব্যক্তি শিষ্টাচার অর্জন করতে পারে না, তার মানুষ হয়ে জন্মানোর কোনো সার্থকতা নেই। শিষ্টাচারহীন উদ্ধৃত মানুষ কেবল আকৃতির দিক থেকেই মানুষ, তাদের মনুষ্যত্বের কোনো বিকাশ ঘটে না। ফলে তারা সমাজের চোখে হয়ে থাকে ক্ষুদ্র কীট-পতঙ্গ সদৃশ্য। সমাজ এদের কোনো মর্যাদায় ভূষিত করে না, কুরুচিপূর্ণ এসব মানুষকে ফেলে রাখে আস্থাকুঁড়ে। সমাজে শিষ্টাচারের অভাব নৈতিক অবক্ষয়কে ত্বরান্বিত করে। সমাজজীবন হয়ে উঠে অশান্তিপূর্ণ। নানা কদর্যতা, অন্যায় মাথাচাড়া দিয়ে উঠে। ফলে সমাজে বসবাসকারী মানুষরা ভোগে অস্তিত্বের সংকটে। শিষ্টাচারহীনতা একটি দেশ ও জাতির উন্নয়নের অন্তরায়।
সবশেষে বলা যায় যে, শিষ্টাচারসম্পন্ন ব্যক্তির আবেদন সমাজের সব মানুষের কাছেই চিরস্থায়ী, হোক সে ব্যক্তি গরিব কিংবা অসুন্দর। শিষ্টাচারসম্পন্ন ব্যক্তি সহজেই অন্যের মন জয় করে নিতে পারে। বর্তমানে কদর্য ও পঙ্কিলতায় মলিন সমাজ বসবাসের উপযোগী করে তুলতে শিষ্টাচার অত্যন্ত জরুরী। শিষ্টাচার মানুষের ক্ষুদ্র জীবনকে তাৎপর্যময় করে তোলে, মানুষের মন থেকে আত্ম অহংকারের কালিমা মুছে মনকে করে পবিত্র; মনুষ্যত্বের চরম বিকাশ ঘটিয়ে মানুষকে উন্নীত করে মনুষ্যত্বের মর্যাদায় ।
হাড়হদ্দ
হাড়হদ্দ (সবকিছু) = তোমার হাড়হন্দ সবই আমার জানা আছে।
শরতের শিশির
শরতের শিশির (ক্ষণস্থায়ী) = আমাদের বন্ধুত্ব কি শরতের শিশির, যে তোর বিপদের দিনে পালিয়ে থাক?
ঢি ঢি পড়া
ডি ডি পড়া (দুর্নাম রটনা) = তোমার কেলেঙ্কারির কথায় সারা গ্রামে ডি ডি পড়ে গেছে।
তুলসী বনের বাঘ
তুলসী বনের বাঘ(ভন্ড, শয়তান) = নাম শুভ হলে হবে কী, আসলে ও তুলসী বনের বাঘ।
বকধার্মিক
বকধার্মিক (ভন্ড) = তোমার মতো বকধার্মিকের মুখে ধর্মের কাহিনি শোনা পায় ।
পূজক
পূজক = √পূঁজি + ণক (কৃৎ প্রত্যয়)।
ভাস্কর
ভাঙ্কর = ভাঙ্কর = √ভাস্ + বর (কৃৎ প্রত্যয়)
বর্ধমান
বর্ধমান = √বৃধ্ + মান (কৃৎ প্রতয়)
পার্থিব
পার্থিব = পৃথিবী + ষ্ণ (তদ্ধিত প্রত্যয়)।
গুণবান
গুণবান = গুণ + বান্ (তদ্ধিত প্রত্যয়)।
'বাঘকে' ভয় পায় না কে?
বাঘকে ভয় পায়না কে? (অপাদান কারকে ২য়া বিভক্তি)।
'ফেরদৌসী কর্তৃক' শাহনামা রচিত হয়েছে।
ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে (কর্তৃকারকে তৃতীয়া বিভক্তি)।
' তাকে' বল।
তাকে বল (কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি)।
' তিলে' তৈল আছে।
তিলে তৈল আছে (অধীকরণে ৭মী)। কিন্তু, তিলে তৈল হয় (অপাদানে ৭মী)।
এ 'অধীনে' দায়িত্বভাব অর্পণ করুন।
এ অধীনে দায়িত্বভার অর্পণ করুন (কর্ম কারকে সপ্তমী বিভক্তি)।
সুন্দরলতা
সুন্দরলতা = সুন্দরী যে লতা (কর্মধারয় সমাস)
মহারাজ
মহারাজ = মহান যে রাজা (কর্মধারয় সমাস)।
নীলবসনা
নীলবসনা = নীল বসন যার (বহুব্রীহি সমাস)।
পঙ্কজ
পঙ্কজ = পঙ্কে জন্মে যা (উপপদ তৎপুরুষ সমাস)।
অনাচার
অনাচার = ন আচার (নঞ তৎপুরুষ সমাস)।
প্রত্যূষ
প্রত্যূষ = প্রতি + ঊষ।
সদৈব
সদৈব = সদা + এব
অন্বেষণ
অন্বেষণ = অনু + এষণ।
পরীক্ষা
পরীক্ষা = পরি + ঈক্ষা।
ততোধিক
ততোধিক = ততঃ + অধিক
Bangladesh Bank yesterday rolled lout interoperable QR code as a part of its efforts to boost cashless transactions across the country particularly in rural areas.
= সারা দেশব্যাপী, বিশেষ করে গ্রাম এলাকাগুলোতে নগদহীন অর্থ বিনিময়কে চাঙ্গা করার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক গতকাল আন্তঃপরিচালনাযোগ্য একটি QR কোড চালু করে।
The COVID-19 pandemic has caused deep output losses and contributed to a sharp in poverty and unemployment in South Asia.
= কোভিড-১৯ মহামারী দক্ষিণ এশিয়ার উৎপাদনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ করেছে এবং আকস্মিকভাবে দারিদ্র্য ও বেকারত্ব বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
A Passage of India
A Passage to India বইটি লিখেছেন বিখ্যাত ঔপন্যাসিক Edward Morgan Forster.
Crime and Punishment
Crime and Punishment বইটি লিখেছেন Fyodor Dostoevsky.
A Midsummer night’s dream
A Midsummer night's dream বইটি লিখেছেন William Shakespeare. এটি একটি প্রেমভিত্তিক হাস্যরসাত্মক Comedy নাটক।
Caesar and Cleopatra
Caesar and Cleopatra বইটি লিখেছেন George Bernard Shaw. তাঁর রচিত অন্যান্য নাটকগুলোঃ Man and Superman, Arms and the Man, Candida, Joan of Arc ইত্যাদি।
The old man and the sea
The old man and the sea বইটি লিখেছেন Earnest Hemingway. এই উপন্যাসে তিনি তাঁর যুদ্ধ দেখার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। Ernest Hemingway রচিত কিছু বিখ্যাত উপন্যাস হলোঃ A Farewell to Arms, For Whom the Bell Tolls, The Old Man and the Sea, The Sun Also Rises ইত্যাদি।
Shahina reads the newspaper everyday. ( Make it passive vice)
Shahina reads the newspaper everyday (make it passive voice).
= The newspaper is read by Shahina everyday. বাক্যের অর্থঃ শাহিনা প্রতিদিন পত্রিকা পড়েন।
The banana felt soft. ( change the voice)
The banana felt soft (change the voice),
= The banana is felt soft when it is touched / The banana is soft when it is felt. বাক্যের অর্থঃ কলা নরম।
We shall feed you. ( change the voice)
We shall feed you (change the voice).
= You should be fed by us. বাক্যের অর্থঃ আমরা তোমাকে খাওয়ানো।
Mr. Karim said, Bangladesh’s economy is developing gradually’. (make it indirect speech)
Mr. Karim said. 'Bangladesh's economy is developing gradually (make it indirect speech)
= Mr. Karim said that Bangladesh's economy was developing gradually. বাক্যের অর্থঃ জনাব করিম বললেন যে বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীর উন্নতি করছে
Wish man says, Honesty is the best policy.
Wish man says, 'Honesty is the best policy (make it indirect speech)
= Wise man says that honesty is the best policy. বাক্যের অর্থঃ জ্ঞানী লোক বলেন যে সততার উৎকৃষ্ট পন্থা।
Water boils_____you heat it 100 degree centigrade.
Water boils--you heat it to 100 centigrade. (when) বাক্যের অর্থঃ ১০০° সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুট।
He is____hoarding money.
He is--hoarding money. (fond of) বাক্যের অর্থঃ সে অর্থ সঞ্চয় করতে পছন্দ করে।
The old man tired____walking.
The old man was tired--walking. (of) বাক্যের অর্থঃ বৃদ্ধ লোকটি হাঁটতে হাঁটতে ক্লান্ত ।
I do not know_____swim.
I do not know--swim. (how to) বাক্যের অর্থঃ আমি সাঁতার কাটতে জানি না।
Sakib is ____a famous cricket.
Sakib is a famous cricketer. a famous actor. (splendidly. while Shakib Khan is ) বাক্যের অর্থঃ সাকিব একজন চমৎকার ক্রিকেট খেলোয়াড় যেখানে শাকিব খান একজন বিখ্যাত অভিনেতা।
আমি নাচতে জানি না।
আমি নাচতে জানি না।
= I do not know how to dance.
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হন।
= Bangabandhu was killed on 15th August in 1975 along with his family.
পদ্মা সেতু আমাদের অহংকার, যা নিজস্ব অর্থায়নে নির্মিত।
পদ্মা সেতু আমাদের অহংকার, যা নিজস্ব অর্থায়নে নির্মিত।
= Padma Bridge is our pride which is built with our own finance.
ঢাকা খুব ব্যস্ত শহর।
ঢাকা খুব ব্যস্ত শহর।
= Dhaka is a very busy city.
জনাব আসাদুজ্জামান খান বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী।
জনাব আসাদুজ্জামান খান বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী।
= Mr. Asaduzzaman Khan is the home minister of Bangladesh.
Calamity
Calamity ( বিপর্যয় চরম দুর্দশা) এর Antonym হলো Godsend; Windfall.
Peace
Peace (শাস্তি) এর Antonym হলো Anxiety; Worry.
Despise
Despise (অবজ্ঞা করা: তাচ্ছিল্য করা) এর Antonym হলো Accept Approve.
High
High (উঁচু) এর Antonym হলো Low; Down.
Mammoth
Mammoth (প্রকাণ্ড; বিশাল) এর Antonym হলো Little; Small
১০০ টাকার ১২ মাসের মুনাফা = ১২ টাকা
১ টাকার ১২ মাসের মুনাফা = টাকা
১০০ টাকার ১ মাসের মুনাফা = টাকা
১০০০০০০ টাকার ৩ মাসের মুনাফা = টাকা
মনে করি, সমবাহু ত্রিভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য a মিটার
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = বর্গমিটার
প্রশ্নমতে,
অর্থ্যাৎ ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য ৫ মিটার।
দেওয়া আছে, a=
= {বিপরীতকরণ করে}
মনে করি, দ্রব্যটির ক্রয়মূল্য খ টাকা
ক% ক্ষতিতে বিক্রয়মূল্য = টাকা
ক্ষতি হয় = খ -
আবার, ৩ক% লাভে বিক্রয় করলে লাভ হয় = খ টাকা
বিক্রয়মূল্য = খ+টাকা
প্রশ্নমতে,
উত্তর: ৪৫০ টাকা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বইয়ের নাম লিখুন।
'অসমাপ্ত আত্মজীবনী' এবং আমার দেখা না'। উল্লেখ্য, 'অनাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ যা ২০১২ সালের জুন মাসে প্রকাশিত হয়। আমার দেখা নয়াচীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর তৃতীয় গ্রন্থ যা ২০২০ সালের ১ ফেব্রুয়ারি মানে প্রকাশিত হয়। "আমার দেখা নয়াচীন' বইটি ইংরেজিতে অনুবাদ করেন ড. ফকরুল আলম।
‘কনসার্ট ফর বাংলাদেশ’ ”বাংলাদেশ” গানটি কে পরিবেশন করেন?
'বাংলাদেশ' গানটি পরিবেশন করেন অর্থ হ্যারিসন। ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্ক সিটির ম্যাডিসন নার গার্ডেনে অনুষ্ঠিত হওয়া 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ' নামের সঙ্গীতানুষ্ঠানের প্রধান শিল্পী জর্জ হ্যারিসন। ১৯৭১ সালের এই দিনে পণ্ডিত রবিশংকর মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত গড়ে তোলা এবং শরণার্থীদের আর্থিক সহায়তা দেয়ার জন্য শিল্পী জর্জ হ্যারিসনকে নিয়ে এ অবিস্মরণীয় কনসার্টের আয়োজন করেছিলেন।
৩০ অক্টোবর ২০১৭ সালে 'মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত কথা না। অক্টোবর ২৪-২৭ তারিখ ২০১৭ সালে ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে অনুষ্ঠিত সংস্থাটির আন্তর্জাতিক পরামর্শক কমিটি (LAC) বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠানো ১৩০টি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দলিল, নথি ও বক্তৃতাকে যাচাই-বাছাই করে ৭৮টি বিষয়কে সংস্থার Memory of the World Register এ অন্তর্ভুক্তির সুপারিশ করে। এরপর ৩০ অক্টোবর ২০১৭ সালে UNESCO'র মহাপরিচালক ইরিনা বোকোভা ঐ ৭৮টি বিষয়কে Memory of the World Register এ অন্তর্ভূক্তির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। এর মধ্যে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ অন্যতম। এটাই UNESCO'র এ যাবৎ স্বীকৃতিপ্রাপ্ত ৪২৭টি প্রামাণ্য ঐতিহ্যের মধ্যে প্রথম অলিখিত ভাষণ ।
কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম ‘ বীরপ্রতীক ‘ খেতাব পান?
ডা . সিতারা বেগম সর্বপ্রথম 'বীরপ্রতীক' খেতাব পান।
রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ সংবিধানের কোন অনুচ্ছেদে আছে?
রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ সংবিধানের দ্বিতীয় ভাগঃ ৮নং অনুচ্ছেদে আছে।
নাফ নদীর উৎপত্তিস্থল কোথায়?
নাফ নদীর উৎপত্তিস্থল মায়ানমারের আরাকান পর্বত।
সুনেত্র গ্যাসক্ষেত্রে কোথায় অবস্থিত?
সুনেত্র গ্যাসক্ষেত্র সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের গারী গ্রামে অবস্থিত।
বাংলাদেশের বাউল সঙ্গীত বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করা হয় কত সালে?
২০০৫ সালে UNESCO বিশ্বের মৌখিক এবং দৃশ্যমান ঐতিহ্যসমূহের মাঝে বাউল গানকে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষণা করে। বাউল গান যেমন জীবন দর্শনে সম্পর্কিত তেমনই সুরসমৃদ্ধ। বাউলদের সাদামাটা কৃচ্ছসাধনার জীবন আর একতার বাজিয়ে গান গেয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোই তাদের অভ্যাস।
বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে?
জাতিসংঘের ২৯তম অধিবেশনে ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য দেশ। উল্লেখ্য, বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দুইবার অস্থায়ী সদস্যপদ লাভ করে যথাক্রমে ১৯৭৮ এবং ১৯৯৯ সালে।
জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান কোন দেশের নাগরিক?
জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান ঘানা (আফ্রিকা মহাদেশ) দেশের নাগরিক। তিনি ছিলেন জাতিসংঘের ৭ম মহাসচিব। আর জাতিসংঘের বর্তমান মহাসচিব হলেন অ্যান্টনিও গুতেরেস (পর্তুগাল)।
মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচচ কক্ষের নাম কি?
মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চ কক্ষের নাম 'সিনেট'। উল্লেখ্য, নিম্নকক্ষ হলো অব রিপ্রেজেন্টিটিভ এর সদস্য ৪৩৫টি; সিনেট সদস্য সংখ্যা ১০০টি।
বিদেশের কোন মিশনে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়?
বাংলাদেশের বাইরে ভারতের কলকাতায় পাকিস্তান দূতাবাসের তৎকালীন ডেপুটি 'হাউজ অব রিপ্রেজেন্টিটিভ', 'হাউ হাইকমিশনার এম হোসেন আলী কর্তৃক সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় ১৮ এপ্রিল ১৯৭১ সালে। উল্লেখ্য, বাংলাদেশে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন তৎকালীন ডাকসু ভিপি আ স ম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সভায় ২ মার্চ, ১৯৭১ সাল।
স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে?
স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের সপ্তম তফসিলে (১৯৭১ সালের ১০ এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতা ঘোষণাপত্র) সংযোজন করা হয়েছে।
যে আন্তর্জাতিক সংস্থা মুজিববর্ষ পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে তার নাম কি?
ইউনেস্কো আন্তর্জাতিক সংস্থা মুজিববর্ষ পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ২৫ নভেম্বর ২০১৯ সালে ইউনেস্কোর সদর দপ্তরে সংস্থার ৪০তম সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে সর্বসম্মতভাবে বাংলাদেশের সাথে মুজিববর্ষ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। ২৭ নভেম্বর ২০০৯ বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদ্যাপন প্রস্তুতি কমিটির সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনেস্কোর সাথে মুজিবর্ষ একযোগে পালনের আনুষ্ঠানিক ঘোষণা দেন। ইউনেস্কো মুজিববর্ষ আয়োজনে যুক্ত হওয়ায় সুযোগ সৃষ্টি হলো আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্বনেতা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মময় জীবন আরো ব্যাপক পরিসরে তুলে ধরার।
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কবে উৎক্ষেপণকরা হয়?
'বঙ্গবন্ধু স্যাটেলাইট-১' (BS-1) ১২ মে ২০১৮ সালে উৎক্ষেপণ করা হয়। BS-1 বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ উপগ্রহ। কেনেডি স্পেস সেন্টার থেকে ১১ মে ২০১৮, বাংলাদেশ মান সময় ১২ মে রাত ০২:১৪-তে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয়। এই প্রকল্পটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক বাস্তবায়িত হয় এবং এটি ফ্যালকন ৯ ব্লক ৫ রকেটের প্রথম পেলোড উৎক্ষেপণ ছিল। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হলো। ফ্রান্সের থ্যালিস অ্যালেনিয়া স্পেস কর্তৃক নকশায় তৈরি করা হয়েছে এবং এটি যুক্তরাষ্ট্রের ব্যক্তি মালিকানাধীন মহাকাশযান সংস্থা স্পেস এক্স থেকে উৎক্ষেপিত হয়েছে।
‘নীল অর্থনীতি‘ মূলত কিসের সাথে সম্পর্কিত?
১৯৯৪ সালে অধ্যাপক গুন্টার পাউলি ভবিষ্যতের অর্থনীতির রূপরেখা প্রণয়নের জন্য জাতিসংঘ কর্তৃক আমন্ত্রিত হন। বিস্তারিত আলোচনা, গবেষণা আর নিজের অধীত জ্ঞানের মিশ্রণ ঘটিয়ে পাউলি একটি টেকসই ও পরিবেশবান্ধব মডেল হিসেবে ব্লু ইকোনমির ধারণা দেন। গত দুই দশকের নানা পরিমার্জন-পরিবর্ধনের মধ্য দিয়ে ব্লু-ইকোনমি মডেল আজ একটি প্রতিষ্ঠিত ধারণা। ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণ-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির পর বাংলাদেশের কাছে বর্তমানে ব্লু-ইকোনমির বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। এ অর্থনীতিকে সমুদ্র অর্থনীতিও বলা হয়।
SDG এর লক্ষ্য কয়টি?
SDG এর লক্ষ্য ১৭টি। এগুলো হলোঃ ১. দারিদ্র্য নির্মূল; ২. ক্ষুধামুক্তি; ৩. সুস্বাস্থ্য; ৪. মানসম্পন্ন শিক্ষা; ৫. লিঙ্গ সমতা; ৬. বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন; ৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি; ৮. উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি; ৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো; ১০. বৈষম্য হ্রাস; ১১. টেকসই শহর ও জনগণ; ১২. পরিমিত ভোগ; ১৩. জলবায়ুবিষয়ক পদক্ষেপ; ১৪. পানির নিচে প্রাণ; ১৫. স্থলভাগের জীবন; ১৬. শাস্তি ও ন্যায়বিচার এবং ১৭. লক্ষ্য অর্জনে অংশীদারত্ব।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলায় ভাষণ প্রদান করেন ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ সালে।
বাংলাদেশের ‘জাতীয় জুরুরি সেবা’ প্রদানকারী নম্বর কোনটি?
বাংলাদেশের 'জাতীয় জরুরি সেবা' প্রদানকারী নম্বর ৯৯৯। এই নম্বরটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয় ২০১৭ সালের ১২ ডিসেম্বর।