নবান্ন
নবান্ন = নব + অন্ন
দেবর্ষি
দেবর্ষি = দেব + ঋষি
ইত্যাদি
ইত্যাদি = ইতি + আদি
সঞ্চয়
সঞ্চয় = সম্ + চয়
সিংহাসন
সিংহাসন = সিংহ চিহ্নিত আসন- মধ্যপদলোপী কর্মধারয়
বিষাদসিন্ধু
বিষাদসিন্ধু = বিষাদ রূপ সিন্ধু -রূপক কর্মধারয়
দশানন
দশানন = দশ আনন যার - বহুব্রীহি সমাস
ত্রিফলা
ত্রিফলা = তিন ফলের সমাহার দ্বিগু সমাস
অনুকূল
অনুকূল = প্রতিকূল
উত্থান
উত্থান = পতন
অগ্র
অগ্র = পশ্চাৎ
তস্কর
তস্কর = সাধু
যার মূল্য নির্ধারণ করা যায় না
যার মূল্য নির্ধারণ করা যায় না = অমূল্য
উপকারীর অপকার করে যে
উপকারীর অপকার করে যে = কৃতঘ্ন
শতদল
শতদল = পদ্ম
ব্যোম
ব্যোম = আকাশ
মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে।- (জটিল বাক্য)
মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে।
= যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে ।
আমরা মিছিলে পা বাড়ালাম। (নেতিবাচক বাক্য)
আমরা মিছিলে পা বাড়ালাম।
= আমরা মিছিলে পা না বাড়িয়ে পারলাম না ।
স্বরধ্বনি হচ্ছে এমন কিছু ধ্বনি অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে। আন্তর্জাতিকভাবে এধরনের বর্ণের মৌলিক সংখ্যা ৭টি - ই, এ, এ্যা, আ, অ, ও ও উ ৷ বাংলা বর্ণমালায় স্বরধ্বনির প্রচলিত সংখ্যা ১১টি ।
অহংকার পতনের মূল। বাক্যটিতে "অহংকার" শব্দটি করণে শূন্য বিভক্তি।
He died ........ over eating.
He died from over eating.
Do not judge a book ...... its cover.
Do not judge a book by its cover.
He is ....... one eyed man.
He is a one eyed man.
Birds fly ....... the sky.
Birds fly in the sky.
The Sun rises in ......... East.
The Sun rises in the East.
He was brave.
He was brave.
= তিনি সাহসী ছিলেন।
Man is mortal.
Man is mortal.
= মানুষ মরণশীল।
Nazrul Islam was a poet.
Nazrul Islam was a poet.
= নজরুল ইসলাম একজন কবি ছিল।
The girl is intelligent.
The girl is intelligent.
= বালিকাটি বুদ্ধিমতি।
Dhaka is the capital of Bangladesh.
Dhaka is the capital of Bangladesh.
= ঢাকা বাংলাদেশের রাজধানী।
I shall buy a pen (Passive)
I shall buy a pen
= A pen will be bought by me.
The girl said, "Alas! I am undone." (Indirect)
The girl said, "Alas! I am undone."
= The girl exclaimed with sorrow that she was undone.
Mango is one of the sweetest fruits. (Positive)
Mango is one of the sweetest fruits.
= Very few fruits are so sweet as mango.
As soon as the teacher entered the class, the students stood up. (Negative)
As soon as the teacher entered the class, the students stood up.
= No sooner had the teacher entered the class than the students stood up.
You will succeed if you work hard. (Compound )
You will succeed if you work hard.
= You work hard and you will succeed
She divided the mangoes among two brothers.
She divided the mangoes among two brothers.
= She divided the mangoes between two brothers.
The student gave his exam.
The student gave his exam.
= The student appeared at his exam.
She has not replied me yet.
She has not replied me yet.
= She still hasn't replied me.
He was born the three of December.
He was born the three of December.
= He was born on the third of December
Ahmed has finished from his work.
Ahmed has finished from his work.
= Ahmed has finished his work.
মনে করি, পুত্রের বয়স = ক
পিতার বয়স = ৩ক
প্রশ্নমতে, ক + ৩ক = ৮০
বা, ৪ক = ৮০
∴ ক = ২০
সুতরাং পুত্রের বয়স ২০ বছর।
উত্তর: ২০ বছর
দ্রব্যটির ক্রয়মূল = বিক্রয়মূল্য + লোকসান
=৮৮০ + ১২০
= ১০০০ টাকা
উত্তর: ১০০০ টাকা
আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 150 মিটার এবং প্রস্থ 100 মিটার
∴ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 15000 বর্গ মিটার
20% বৃদ্ধি পাওয়ায়,
নতুন আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = (150 + 150 এর 20%) মিটার
= 180 মিটার
10% বৃদ্ধি পাওয়ায়,
নতুন আয়তক্ষেত্রের প্রস্থ: = (100 + 100 এর 10%) মিটার
= 110 মিটার
∴ নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গ মিটার
= 19800 বর্গ মিটার
সুতরাং, ক্ষেত্রফল বৃদ্ধি পায় = 19800 - 15000 বর্গ মিটার
= 4800 বর্গ মিটার
উত্তর: ৪৮০০ বর্গ মিটার
প্রদত্ত রাশি: a2 – b2
= (a + b) (a – b)
= 1500 ( Answer )
বঙ্গবন্ধু ৫ ডিসেম্বর, ১৯৬৯ সালে 'পূর্ববঙ্গে'র নাম পরিবর্তন করে 'বাংলাদেশ' নামকরণ করেন।
মুজিবনগর সরকার কখন গঠিত হয়?
মুজিবনগর সরকার ১০ এপ্রিল ১৯৭১ সালে গঠিত হয়
মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে ১১ সেক্টরে ভাগ করা হয়
যুক্তফ্রন্ট কত সালে গঠিত হয়?
যুক্তফ্রন্ট ১৯৫৩ সালে গঠিত হয়
বাংলাদেশ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
বাংলাদেশ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন শেখ মুজিবুর রহমান
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রধান বন্ধুপ্রতীম দুটি দেশের নাম হলো ভারত ও ভুটান
শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু জুলিও কুরী পদক লাভ করেন।
বঙ্গবন্ধুর লেখা দুইটি গ্রন্থের নাম লিখুন ।
বঙ্গবন্ধুর লেখা দুইটি গ্রন্থের নাম হলো:
১। অসমাপ্ত আত্মজীবনী
২। কারাগারের রোজনামচা
বাংলাদেশের ম্যানগ্রোভ বন বলা হয় কোনটিকে?
সুন্দরবনকে বাংলাদেশের ম্যানগ্রোভ বন বলা হয়।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা অলরাউন্ডার কে?
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান
ফারজানা হক পিংকি একদিনের আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন।
পদ্মা সেতু কোন দুটি জেলাকে যুক্ত করেছে?
পদ্মা সেতু মুন্সীগঞ্জ ও শরীয়তপুর দুটি জেলাকে যুক্ত করেছে।
সিয়েরালিওন রাষ্ট্র বাংলাকে 'অনারারি রাষ্ট্রভাষা' হিসেবে স্বীকৃতি দিয়েছে।
বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কী?
বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম আম গাছ
আয়তনে বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি?
আয়তনে বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি।