এক ব্যক্তি ২৫০ টাকা শত হিসেবে ১০০০টি আম কিনে তার অর্ধেক ৩০০ টাকা শত হিসেবে বিক্রয় করে। বাকি যা ছিলো তার অর্ধেক ২৫০ টাকা শত হিসেবে এবং বাকিগুলো ২০০ টাকা শত হিসেবে বিক্রয় করল। এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো ?
উৎপাদকে বিশ্লেষণ: x2++ y2 -2xy - 1
দুইটি সংখ্যার গ.সা.গু ১১ এবং ল.সা.গু ৭৭০০। একটি সংখ্যা ২৭৫ হলে অপর সংখ্যাটি কত?
১০ বৎসর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৪ : ১। ১০ বৎসর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ২ : ১ হলে পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন।
৫০ ফুট একটি কাঠের পোলের ১৪ ফুট মাটির নীচে আছে। ঝড়ে পোলটি ভেঙ্গে সোজা হয়ে গোড়া হতে ১২ ফুট দুরে গিয়ে মাটি স্পর্শ করেছে। গোড়া হতে ভাঙ্গা অংশের উচচতা কত?