১০ বৎসর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৪ : ১। ১০ বৎসর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ২ : ১ হলে পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন।
একটি ঘরের দৈর্ঘ্য ১২ মিটার, প্রস্থ ১০ মিটার এবং উচ্চতা ৮ মিটার হলে ঘরের আয়তন নির্ণয় করুন।
উৎপাদকে বিশ্লেষণ করুন: a-1x2+a2xy+a+1y2
এক ব্যক্তি ২৫০ টাকা শত হিসেবে ১০০০টি আম কিনে তার অর্ধেক ৩০০ টাকা শত হিসেবে বিক্রয় করে। বাকি যা ছিলো তার অর্ধেক ২৫০ টাকা শত হিসেবে এবং বাকিগুলো ২০০ টাকা শত হিসেবে বিক্রয় করল। এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো ?
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২৪ মিটার এবং প্রস্থ ১০ মিটার। ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্ত ৬% করে বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল শতকরা কত বাড়বে?
a + b = 17 এবং ab = 60 হলে ab = কত?