একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২৪ মিটার এবং প্রস্থ ১০ মিটার। ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্ত ৬% করে বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল শতকরা কত বাড়বে?
উৎপাদকে বিশ্লেষণ: x2++ y2 -2xy - 1
দুইটি সংখ্যার গ.সা.গু ১১ এবং ল.সা.গু ৭৭০০। একটি সংখ্যা ২৭৫ হলে অপর সংখ্যাটি কত?
১০ বৎসর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৪ : ১। ১০ বৎসর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ২ : ১ হলে পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন।
৫০ ফুট একটি কাঠের পোলের ১৪ ফুট মাটির নীচে আছে। ঝড়ে পোলটি ভেঙ্গে সোজা হয়ে গোড়া হতে ১২ ফুট দুরে গিয়ে মাটি স্পর্শ করেছে। গোড়া হতে ভাঙ্গা অংশের উচচতা কত?