সকল বিষয়

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প 'অতিথির স্মৃতি'। 'আজ তুই আমার অতিথি' লেখক কথাটি বলেছেন 'কুকুরকে।

বাটপাড়ি শব্দের অর্থ হলো- প্রতারণা করা।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ খ্রিস্টাব্দের ১২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর শ্রেষ্ঠ কীর্তি 'পথের পাঁচালী'।

এখানে 'পড়াচ্ছেন' ক্রিয়াটি ‘প্রযোজক' ধাতু। যা বাংলা 'পড়' ধাতু দিয়ে গঠিত শব্দ।


বাংলায় বিশেষণ ও অব্যয় পদের পদের পুরুষ নেই।

মনীষা = মনস্ + ঈষা; 

বিপন্ন = বিপদ + ত (ক্ত)।

জনক = √জনি + অক । এটি কৃৎ প্রত্যয়।

ভবনদী = ভব রূপ নদী - রূপক কর্মধারয় সমাস । 

তেপান্তর = তে (তিন) প্রান্তরের সমাহার – দ্বিগু সমাস ।

উপকথা ইংরেজি পরিভাষা Fable; 

পান্ডুলিপি ইংরেজি পরিভাষা Manuscript.

বাক্য সংকোচন করুন:
10.

ধারা ধরে যা চলে

Created: 3 months ago | Updated: 6 days ago

ধারা ধরে যা চলে = ধারাবাহিক।

বাক্য সংকোচন করুন:
11.

উল্লেখ করা হয় না যা

Created: 3 months ago | Updated: 5 days ago


উল্লেখ করা হয় না যা = উহ্য।

Created: 3 months ago | Updated: 1 week ago

Ten words used in making interrogative sentence are Do, Who, Whom, How, When, Where, Whose, Which, Have, What.

Created: 3 months ago | Updated: 6 days ago

Conclude = Conclusion; 

Progress = Progress/ Progression

Created: 3 months ago | Updated: 6 days ago

Leaped, sought.

Created: 3 months ago | Updated: 6 days ago

A green horn An unexperienced or immature person (অনভিজ্ঞ ব্যক্তি)।

A red and blue pen is bought.

Proverb গুলোর বাংলা লিখুন:
17.

Lay by gones be by gones

Created: 3 months ago | Updated: 6 days ago

Lay by gones be by gones – এই Proverb টি প্রশ্নে ভুলভাবে দেয়া আছে। Lay - এর স্থলে Let হবে তখন Proverb টি হবে - Let by gones be by gones. অর্থঃ অতীতকে নিয়ে অনুশোচনা করা বোকামি।

Proverb গুলোর বাংলা লিখুন:
18.

A thing a beautify is joy for-ever.

Created: 3 months ago | Updated: 5 days ago

A thing of beauty is a joy for ever: সুন্দর জিনিস চিরদিনই আনন্দদায়ক।

Synonym: Demeterialize, dissolve, evanesce, disappear.

Antonym: Appear, materialize, arrive, emerge.

No sooner - than হয়, তাই সঠিক Sentence টি হবে: No sooner had he came than the rain began.

Created: 3 months ago | Updated: 6 days ago

Guard against অর্থ ক্ষতিকারক কোনো কিছু প্রতিহত করা। Guard from না।

He sat at the corner of the table by the door.

Created: 3 months ago | Updated: 5 days ago

Someone didn't accept my suggestion.

Indirect speech: The old man asked if the man/woman spoken to could give him some food. He further added that he had been starving for two days.

Created: 3 months ago | Updated: 1 week ago

Period of time: For a short period of time, wide neckties were in style. 

Point of time: I met her suddenly and proposed at that point of time.

Created: 3 months ago | Updated: 1 week ago

In' comparative form -inner

Superlative form - innermost.

Created: 3 months ago | Updated: 1 week ago

তার পা ভাঙ্গিয়া গিয়াছে। 

= His leg has got broken.

Created: 3 months ago | Updated: 5 days ago

উনুনে হাঁড়ি চড়ানো । 

= Cooking pot is set on the furnace..

১ এয়র=১০০ বর্গমিটার

১ ঘনফুট=২৮.৩২ লিটার 

নিচের প্রশ্ন দুইটির উত্তর দাও:
35.

Y এর x% যদি 10 হয় তবে Y এর মান কত?

Created: 3 months ago | Updated: 1 day ago

 

নিচের প্রশ্ন দুইটির উত্তর দাও:
36.

  এর শতকরা কত    হবে ?

Created: 3 months ago | Updated: 1 day ago

Created: 3 months ago | Updated: 1 day ago

আমাদের অন্ত্রে প্রধানত দুই পর্বের প্রাণীরা বসবাস করতে পরে। পর্ব দুইটি হল- প্লাটিহেলমিন্থেস ও নেমাটোডা

Created: 3 months ago | Updated: 4 days ago

জিন তত্ত্বের জনক হলেন গ্রেগর জোহান মেন্ডেল।

গ্রেগর ইয়োহান মেন্ডেল বা গ্রেগর জোহান মেন্ডেল (২০ জুলাই ১৮২২ – ৬ জানুয়ারী ১৮৮৪) ছিলেন একজন অস্ট্রিয়ার জীববিজ্ঞানী, ধর্মযাজক, আবহাওয়াবিদ ও গণিতজ্ঞ যার আবিষ্কারগুলি জেনেটিক্স ও বংশগতি বিজ্ঞানের ভিত্তি তৈরি করেছিল, তাই তাকে প্রায়শই "জেনেটিক্সের জনক" বা "জিনতত্ত্ববিদ্যার জনক" বলে অভিহিত করা হয়।

উদ্ভিদের মূলের অগ্রভাগে, কান্ড, ভ্রুনমুকুল ইত্যাদিদে মাইটোসিস বিভাজন ঘটে। মাইটোসিস প্রক্রিয়ায় প্রকৃত কোষ একটি ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয়।

প্রোটন একটি মৌলিক কণিকা। অক্সিজেন এ ৮টা প্রোটন রয়েছে 

এটম অর্থ পরমাণু।

মে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা এক কিন্তু ভরসংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোপ বলে।

CA(OH)2+CO2→CaCO3+H2O (চুনের পানিতে কার্বন ডাই- অক্সাইড চালনা করলে চুনের পানি ঘোলা হয়ে যায় )

প্রেসার কুকার রান্না বিদ্যুতের সাথে সম্পর্কিত নয়। প্রেসার কুকারে পানির স্ফুটনাংক বৃদ্ধি পায় (120°C) পর্যন্ত। ফলে স্বাভাবিক অবস্থার চেয়ে 20°C তাপ বেশি পাওয়া যায়।

Mg(OH), এন্টাসিড নামে পরিচিত। প্রশ্নের Option-এ ভুল আছে।

নিচের প্রশ্ন দুইটির উত্তর দাও:
53.

মানুষের পাকস্থলিতে কোন এসিড থাকে?

Created: 3 months ago | Updated: 6 days ago

মানুষের পাকস্থলিতে হাইড্রোক্লোরিক এসিড (HCl) থাকে

হাইড্রোক্লোরিক এসিড: হাইড্রোক্লোরিক এসিড খাদ্যের মধ্যে কোনো অনিষ্টকারী ব্যাকটেরিয়া থাকলে তা মেরে ফেলে। নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে এবং পাকস্থলীতে পেপসিনের সুষ্ঠু কাজের জন্য অম্লীয় পরিবেশ সৃষ্টি করে।

নিচের প্রশ্ন দুইটির উত্তর দাও:
54.

প্রতি সেকেন্ডে কৃত্রিম উপগ্রহের বেগ কত?

Created: 3 months ago | Updated: 6 days ago

বৈজ্ঞানিক প্রক্রিয়ায় উদ্ভাবিত মহাকাশে উৎক্ষেপিত উপগ্রহকে কৃত্রিম উপগ্রহ বলে। পৃথিবী থেকে প্রায় ২৫০ ি উপরে অবস্থিত হলে কোনো কৃত্রিম উপগ্রহের বেগ হবে ৮ কিলোমিটার/সেকেন্ড।

Created: 3 months ago | Updated: 1 week ago

আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তীর্যকভাবে আপতিত হয়, তখন মাধ্যম দুটির বিভেদতত্ত্ব এর গতিপথ পরিবর্তিত হয়। আলোকরশ্মিব এভাবে দিক পরিবর্তন করার ঘটনাই হলো আলোর প্রতিসরণ। যেমন: পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যায়।

Created: 3 months ago | Updated: 1 week ago

দক্ষিণ আফ্রিকায় অবস্থিত বাফ্যালো (Buffalo) নদীর তীরবর্তী শহর East London । ইংল্যান্ডের স্যার হ্যারি স্মিথ ( Sir Harry Smith) এ নামকরণ করেন।

শ্বেত বিপ্লব সংঘটিত হয়েছিল ১৯৬৩ সালে, ইরানে।

বাংলা ভাষার আদি নিদর্শন 'চর্যাপদ' ১৯০৭ সালে নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে আবিষ্কৃত হয়। পন্ডিত হরপ্রসাদ শাস্ত্রী এটি আবিষ্কার করেন।

১২০৪ সালে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা জয় করেন। তখন বাংলার রাজধানী "নদীয়া” তে ছিল 

সম্রাট আলেকজান্ডারের শিক্ষক ছিলেন এরিস্টটল। এরিস্টটলের শিক্ষক ছিলেন প্লেটো এবং সক্রেটিস ছিলেন প্লেটোর শিক্ষক।

নিচের প্রশ্ন দুইটির উত্তর দাও:
61.

বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে?

Created: 3 months ago | Updated: 6 days ago

বাংলাদেশের জাতীয় পতাকা দিবস ২ মার্চ। ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সমাবেশে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল।

Created: 3 months ago | Updated: 1 week ago

১৯৮৮ সাল থেকে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করে আসছে। ১৯৮৮ সালে দুটি অপারেশন অংশগ্রহণ করেঃ UNIIMOG (ইরাক) ও UNTAG (নামিবিয়া)।

ব্রিটিশ উপনিবেশ হয়েও কমনওয়েলথের সদস্য নয় এমন ১০টি দেশ হলো - ১. মায়ানমার, ২. মিশর, ৩. জর্ডান ৪. বাহরাইন, ৫. ইরাক, ৬. সুদান, ৭. সংযুক্ত আরব আমিরাত, ৮. কাতার, ৯. কুয়েত ও ১০. যুক্তরাষ্ট্র।

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য (আগস্ট ২০১৪ থেকে ফেব্রুয়ার ২০১৫) ছিলেন। (প্রশ্নে উপাচার্যের পরিবর্তে আচার্য হবে)।

উপকূল হতে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল ও অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল।

আমু সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত 'নয়নচারা' (১৯৫১) গল্পের একটি চরিত্র।

Related Sub Categories