শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প 'অতিথির স্মৃতি'। 'আজ তুই আমার অতিথি' লেখক কথাটি বলেছেন 'কুকুরকে।
বাটপাড়ি শব্দের অর্থ হলো- প্রতারণা করা।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ খ্রিস্টাব্দের ১২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর শ্রেষ্ঠ কীর্তি 'পথের পাঁচালী'।
এখানে 'পড়াচ্ছেন' ক্রিয়াটি ‘প্রযোজক' ধাতু। যা বাংলা 'পড়' ধাতু দিয়ে গঠিত শব্দ।
বাংলায় বিশেষণ ও অব্যয় পদের পদের পুরুষ নেই।
মনীষা = মনস্ + ঈষা;
বিপন্ন = বিপদ + ত (ক্ত)।
জনক = √জনি + অক । এটি কৃৎ প্রত্যয়।
ভবনদী = ভব রূপ নদী - রূপক কর্মধারয় সমাস ।
তেপান্তর = তে (তিন) প্রান্তরের সমাহার – দ্বিগু সমাস ।
উপকথা ইংরেজি পরিভাষা Fable;
পান্ডুলিপি ইংরেজি পরিভাষা Manuscript.
ধারা ধরে যা চলে
ধারা ধরে যা চলে = ধারাবাহিক।
উল্লেখ করা হয় না যা
উল্লেখ করা হয় না যা = উহ্য।