একটি আয়তাকার ঘরের প্রন্থ তার দৈর্ঘ্যের ২/৩ অংশ। ঘরটির পরিসীমা ৪০ মিটার হলে তার ক্ষেত্রফল কত?
এক ব্যক্তি স্রোতের প্রতিকুলে দাঁড় বেয়ে ঘন্টায় ২ কি.মি. বেগে যেতে পারে। স্রোতের বেগ ঘন্টায় ৩ কি.মি. হলে স্রোতের অনুকুলে ৩২ কি.মি. যেতে তার কত সময় লাগবে?
একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১০০ বর্গ মিটার। উহার একটি বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে ঐ বর্গাকার বাগানের ক্ষেত্রফল কত হবে?
২০ মিটার দৈর্ঘ্যের একটি মেঝে কার্পেট দিয়ে ঢাকতে ৭, ৫০০ টাকা খরচ হয়। যদি ঐ কামরাটির প্রস্থ ৪ মিটার কম হত তবে ৬,০০০ টাকা খরচ হতো। কামরাটির প্রস্থ কত?
(x-y)2 = 14 এবং xy=2 হলে x2 + y2 = কত?