রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন ১৯১৩ সালে
বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের গীতিকার আব্দুল গাফফার চৌধুরী
অত্যন্ত
অতি + অন্ত = অত্যন্ত
গবেষণা
গো + এষণা = গবেষণা
ভাশণ
ভাশণ = ভাষণ
স্বায়ত্বশাসন
স্বায়ত্বশাসন = স্বায়ত্তশাসন
সিংহাসন
সিংহ চিহ্নিত আসন - কর্মধারয় সমাস
শতাব্দী
শত অব্দের সমাহার -দ্বিগু সমাস
নীলকণ্ঠ
নীল কণ্ঠ যার - বহুব্রীহি সমাস
সজীব ফুটবল খেলে।
সজীব ফুটবল খেলে। - কর্তৃকারকে শূণ্য
ডাক্তার ডাক।
ডাক্তার ডাক' - কর্ম কারকে শুণ্য বিভক্তি
লোকে বলে।
লোকে বলে। = কর্তৃকারকে ৭মী
অতি শীতও নয়, অতি উষ্ণও নয়।
অতি শীতও নয়, অতি উষ্ণও নয় = নাতিশীতোষ্ণ
অকালে পেকেছে যে।
অকালে পেকেছে যে = অকালপক
কবর নাটকটির রচয়িতা মুনীর চৌধুরী
বঙ্গবন্ধুকে নিয়ে রচিত দুটি গ্রন্থের নাম হলো - শেখ মুজিব আমার পিতা, মুজিব ভাই
হাসান হাফিজুর রহমান। সাহিত্য কর্ম: বিমুখ প্রান্তর
আব্দুল্লাহ আর মামুন। সাহিত্য কর্ম: সুবচন নির্বাসনে
Adverb হলো slowly
শুদ্ধ বানানটি হলো Tomorrow
I met my cousin ...........5 pm.
I met my cousin at 5 pm
Anger may be compared ........ fire.
Anger may be compared to fire.
I saw ...... one-eyed man yesterday.
I saw a one-eyed man yesterday.
He divided the money ....... the two children.
He divided the money between the two children.
singular শব্দটি হলো scissors
You must write down the essay by this morning.
You must write down the essay by this morning.
➡ The essay must be written by this morning by you.
Honey tastes sweet.
Honey tastes sweet.
➡Honey is sweet when it is tasted.
Mother said, "Listen to your elders".
Mother said, "Listen to your elders"
= Mother told to listen to his/her elders.
Abitlty শব্দটির Verb form হলো Enable
দুইটি ইংরেজি মহাকাব্যের হলো Paradise lost, The Faire Queen
know এর noun form হলো knowledge
The boy was beaten black and blue.
The boy was beaten black and blue.
⇒ ছেলেটিকে বেদম প্রহার করা হয়েছিল।
It has been drizzling since morning.
It has been drizzling since morning.
⇒ সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
Humpty Dumpty had a great fall.
Humpty Dumpty had a great fall.
⇒ হাম্পটি ডাম্পটি একটি মহান পতন ছিল।
রাত জাগা স্বাস্থ্যের জন্য ভালো নয়।
রাত জাগা স্বাস্থ্যের জন্য ভালো নয়।
= Keep late hours is not good for health.
পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে।
পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে।
= The Earth moves around the sun.
বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে।
বাংলাদেশ ১৭৯১ সালে স্বাধীনতা লাভ করে।
= Bangladesh became independent in 1971.
১ টি ডিমের ক্রয় মূল্য = ১০০ / ১০ = ১০ টাকা
১ টি ডিমের বিক্রয়মূল্য = ১০০ / ৪ টাকা = ২৫ টাকা
প্রতিটি ডিমের ক্ষেত্রে,
১০ টাকায় ক্রয় করে ২৫ টাকায় বিক্রয় করলে লাভ হয় = (২৫- ১০) টাকা = ১৫ টাকা
১ টাকায় বিক্রয় করলে লাভ হয় (১৫/১০) টাকা = ১.৫ টাকা
১০০ টাকায় বিক্রয় করলে লাভ হয় = (১০০ ১.৫) টাকা = ১৫০ টাকা
অর্থাৎ, শতকরা লাভ ১৫০ টাকা।
We know,
LCM×HCM=Product
or, 11×7700=275×x
or, x=(11×7700)/275=308
(ans).
৫ জন শ্রমিকের ৫টি কাপড় বুনতে লাগে = ৫দিন
১ জন শ্রমিকের ১ টি কাপড় বুনতে লাগে = (৫*৫)/৫ দিন
৭ জন শ্রমিকের ৭টি কাপড় বুনতে লাগে = = ৫ দিন (উত্তর)
আয়তক্ষেত্রের পরিসীমা, ২(দৈর্ঘ্য + প্রস্থ) এবং ক্ষেত্রফল =৷ দৈর্ঘ্য× প্রস্থ
একটি আয়তকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যএর ২/৩ অংশ - -
দৈর্ঘ্য ধরতে হবে, ৩ক এবং প্রস্থ হবে ২ক
২(৩ক + ২ক) = ৪০
১০ ক = ৪০
ক = ৪
অতএব, ক্ষেত্রফল = ৩ক× ২ক
= ৩.৪ × ২.৪
= ১২ × ৮=৯৬
আমরা জানি,
x² + y²
= (x - y)² + 2xy
= 14 + 2×2
= 14 + 4
= 18
ধরি, পানি আছে ক লিটার,
শর্তমতে, ক + ৮ = ৫ক
বা, ৪ক = ৮
বা, ক = ২
উত্তর ঃ ২ লিটার
তাহলে, দুধের পরিমাণ ৫ক = ১০ লিটার
RAM
RAM = Random access memory
ROM
ROM = Read Only Memory
CPU
CPU - এর পূর্ণরূপ Central processing unit।
http
HTTP = Hypertext Transfer Protocol
ইনপুট ডিভাইস: মাউস, কীবোর্ড
আউটপুট ডিভাইস: মনিটর, প্রিন্টার
দুইটি সার্চ ইঞ্জিনের নাম হলো গুগল, ইয়াহু
ক্লাউড কম্পিউটিং (cloud computing) হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে (বিশেষত ইন্টারনেট) কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
নিজেই বংশবৃদ্ধি করা কম্পিউটার ভাইরাসের চরিত্র নয়
কম্পিউটারে বাইনারি কোডে ০ সংখ্যা লেখা হয়
সিয়েরা লিয়ন বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে
OIC এর পূর্ণরূপ Organization of Islamic Cooperation
বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান
জামালপুর মুক্তিযুদ্ধকালে ১১ নম্বর সেক্টরের অধীন ছিল
ভারত, মিয়ানমার দেশের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে
এডিস মশার কামড়ে ডেঙ্গু রোগ হয়
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে স্বাদীনতাকামী সংগঠনের নাম হামাস
দুইটি গ্রিনহাউজ গ্যাসের নাম হলো কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড
মানব দেহে অক্সিজেন পরিবহন করে লোহিত রক্ত কণিকা