আমাদের অন্ত্রে প্রধানত দুই পর্বের প্রাণীরা বসবাস করতে পরে। পর্ব দুইটি হল- প্লাটিহেলমিন্থেস ও নেমাটোডা
জিন তত্ত্বের জনক হলেন গ্রেগর জোহান মেন্ডেল।
গ্রেগর ইয়োহান মেন্ডেল বা গ্রেগর জোহান মেন্ডেল (২০ জুলাই ১৮২২ – ৬ জানুয়ারী ১৮৮৪) ছিলেন একজন অস্ট্রিয়ার জীববিজ্ঞানী, ধর্মযাজক, আবহাওয়াবিদ ও গণিতজ্ঞ যার আবিষ্কারগুলি জেনেটিক্স ও বংশগতি বিজ্ঞানের ভিত্তি তৈরি করেছিল, তাই তাকে প্রায়শই "জেনেটিক্সের জনক" বা "জিনতত্ত্ববিদ্যার জনক" বলে অভিহিত করা হয়।
উদ্ভিদের মূলের অগ্রভাগে, কান্ড, ভ্রুনমুকুল ইত্যাদিদে মাইটোসিস বিভাজন ঘটে। মাইটোসিস প্রক্রিয়ায় প্রকৃত কোষ একটি ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয়।
প্রোটন একটি মৌলিক কণিকা। অক্সিজেন এ ৮টা প্রোটন রয়েছে
এটম অর্থ পরমাণু।
মে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা এক কিন্তু ভরসংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোপ বলে।
CA(OH)2+CO2→CaCO3+H2O (চুনের পানিতে কার্বন ডাই- অক্সাইড চালনা করলে চুনের পানি ঘোলা হয়ে যায় )
প্রেসার কুকার রান্না বিদ্যুতের সাথে সম্পর্কিত নয়। প্রেসার কুকারে পানির স্ফুটনাংক বৃদ্ধি পায় (120°C) পর্যন্ত। ফলে স্বাভাবিক অবস্থার চেয়ে 20°C তাপ বেশি পাওয়া যায়।
Mg(OH), এন্টাসিড নামে পরিচিত। প্রশ্নের Option-এ ভুল আছে।
মানুষের পাকস্থলিতে কোন এসিড থাকে?
মানুষের পাকস্থলিতে হাইড্রোক্লোরিক এসিড (HCl) থাকে
হাইড্রোক্লোরিক এসিড: হাইড্রোক্লোরিক এসিড খাদ্যের মধ্যে কোনো অনিষ্টকারী ব্যাকটেরিয়া থাকলে তা মেরে ফেলে। নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে এবং পাকস্থলীতে পেপসিনের সুষ্ঠু কাজের জন্য অম্লীয় পরিবেশ সৃষ্টি করে।
প্রতি সেকেন্ডে কৃত্রিম উপগ্রহের বেগ কত?
বৈজ্ঞানিক প্রক্রিয়ায় উদ্ভাবিত মহাকাশে উৎক্ষেপিত উপগ্রহকে কৃত্রিম উপগ্রহ বলে। পৃথিবী থেকে প্রায় ২৫০ ি উপরে অবস্থিত হলে কোনো কৃত্রিম উপগ্রহের বেগ হবে ৮ কিলোমিটার/সেকেন্ড।
আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তীর্যকভাবে আপতিত হয়, তখন মাধ্যম দুটির বিভেদতত্ত্ব এর গতিপথ পরিবর্তিত হয়। আলোকরশ্মিব এভাবে দিক পরিবর্তন করার ঘটনাই হলো আলোর প্রতিসরণ। যেমন: পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যায়।
দক্ষিণ আফ্রিকায় অবস্থিত বাফ্যালো (Buffalo) নদীর তীরবর্তী শহর East London । ইংল্যান্ডের স্যার হ্যারি স্মিথ ( Sir Harry Smith) এ নামকরণ করেন।
শ্বেত বিপ্লব সংঘটিত হয়েছিল ১৯৬৩ সালে, ইরানে।
বাংলা ভাষার আদি নিদর্শন 'চর্যাপদ' ১৯০৭ সালে নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে আবিষ্কৃত হয়। পন্ডিত হরপ্রসাদ শাস্ত্রী এটি আবিষ্কার করেন।
১২০৪ সালে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা জয় করেন। তখন বাংলার রাজধানী "নদীয়া” তে ছিল
সম্রাট আলেকজান্ডারের শিক্ষক ছিলেন এরিস্টটল। এরিস্টটলের শিক্ষক ছিলেন প্লেটো এবং সক্রেটিস ছিলেন প্লেটোর শিক্ষক।
বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে?
বাংলাদেশের জাতীয় পতাকা দিবস ২ মার্চ। ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সমাবেশে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল।
বাংলাদেশে কোন সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করছে?
১৯৮৮ সাল থেকে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করে আসছে। ১৯৮৮ সালে দুটি অপারেশন অংশগ্রহণ করেঃ UNIIMOG (ইরাক) ও UNTAG (নামিবিয়া)।
ব্রিটিশ উপনিবেশ হয়েও কমনওয়েলথের সদস্য নয় এমন ১০টি দেশ হলো - ১. মায়ানমার, ২. মিশর, ৩. জর্ডান ৪. বাহরাইন, ৫. ইরাক, ৬. সুদান, ৭. সংযুক্ত আরব আমিরাত, ৮. কাতার, ৯. কুয়েত ও ১০. যুক্তরাষ্ট্র।
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য (আগস্ট ২০১৪ থেকে ফেব্রুয়ার ২০১৫) ছিলেন। (প্রশ্নে উপাচার্যের পরিবর্তে আচার্য হবে)।
উপকূল হতে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল ও অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল।
আমু সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত 'নয়নচারা' (১৯৫১) গল্পের একটি চরিত্র।