নদীভাঙন একটি প্রাকৃতিক দুর্যোগ। নদীর পানির স্রোতে নদীর পাড় ভাঙার প্রক্রিয়াকে নদী ভাঙন বলে। সাধারণত নদী তার পানির গতিপথে কোনো বাধা পেলে তাতে তীব্র আঘাত করে। নদী গতিপথ বদলাবার সময় যেদিকে গতি বদলায় সেদিকের পাড় বারবার তীব্র গতিতে আঘাত করতে থাকে। এর ফলেই নদীভাঙনের শুরু হয়। আর নদীর পানি দূষণ বাংলাদেশে একটি প্রকট আকার ধারণ করেছে। কৃষি ও শিল্পকারখানার বর্জ্যজনিত দূষণ, ট্যানারি ও কাগজের মন্ডের রাসায়নিক দূষণ, টেক্সটাইলের রংজনিত দূষণের মাধ্যমে নদীর পানি প্রতিনিয়ত দূষিত হচ্ছে। শুষ্ক মৌসুমে কয়েক মাস সারা দেশের নদীর পানি এতটাই দূষিত হয়ে পড়ে যে তখন এ পানিতে মাছ ও অন্যান্য প্রাণির জীবন ধারণ কঠিন হয়ে পড়ে। এই দূষিত পানির মাছ মানব স্বাস্থ্যের জন্যও মারাত্মক ঝুঁকিপূর্ণ। এই পানি কৃষিকাজে ব্যবহার করাও বিপদজনক ।
দ্রুত শিল্পায়নের অনুষঙ্গ হিসেবে দেশের বিভিন্ন স্থানের নদ নদীগুলো মারাত্মক দূষণের শিকার হচ্ছে। এজন্য শিল্প কারখানার কারণে প্রাকৃতিক পরিবেশের ভারসম্য যাতে বিনষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
অমৃত
অমৃত = গরল (বিষ)
মসৃণ
মসৃণ = অমসৃণ (খসখসে)
শীতল
শীতল = উষ্ণ (গরম)
অগ্র
অগ্র = পশ্চাৎ
প্রাচীন
প্রাচীন = অর্বাচীন (নতুন)।
উপস্থিত বৃদ্ধি আছে যার।
উপস্থিত বুদ্ধি আছে যার = প্রত্যুৎপন্নমতি ৷
নৌকা চলাচলের যোগ্য
নৌকা চলাচলের যোগ্য = নাব্য ।
বাক হারা হয়েছে যিনি
বাক হারা হয়েছে যিনি = হতবাক ।
অন্য ভাষায় রূপান্তর
অন্য ভাষায় রূপান্তর = অনূদিত ।
যাহা দেখা যায়
যাহা দেখা যায় = চক্ষুগোচর
অরণ্যরোদন
অরণ্যরোদন (নিষ্ফল আবেদন): কৃপণের নিকট চাঁদা চাওয়া অরণ্যে রোদন মাত্র ।
একাদশে বৃহস্পতি
একাদশে বৃহস্পতি (মহাসৌভাগ্য): এখন তার একাদশে বৃহস্পতি, ধুলোমুঠোও সোনামুঠো হচ্ছে।
ভূষন্ডির কাক
ভূষণ্ডির কাক (দীর্ঘজীবী; বহুদর্শী): সব অধ্যাপকই ভূষণ্ডির কাক হতে পারে না ।
Note: কিন্তু 'কাক ভূষণ্ডি' অর্থ সম্পূর্ণ ভেজা।
দুধের মাছি
দুধের মাছি (সুসময়ের বন্ধু): সুদিনে দুধের মাছির অভাব হয় না, কিন্তু দুর্দিনে একজনও মিলে না।
লেফাফা
লেফাফা দুরস্ত (বাইরে পরিপাটি): ভেতরে যাই থাকুক না কেন, সে আচরণে বেশ লেফাফা দুরস্ত ।
Bangladesh has about 24,000km of river, streams and canals that together cover about 7% of the country's surface. Most part of the country is linked by a complex network of waterways which reaches its extensive size in the monsoon period. In Bangladesh. domestic communications comprise roads, rails and waterways Rivers, streams, and canals together cover 7.0 per cent of the total surface i.e. about 24 thousand kilometers of Bangladesh. Inland water transport is one of the oldest modes, not only for economic reasons but also for environmental sustainability.
The waterways are still cost-effective compared to other mode of transportations. Planning and management of the waterways should be people-centric
ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
= Smoking is injurious to health.
মানুষ মাত্রই ভুল
মানুষ মাত্রই ভুল।
= Too err is human.
ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল
ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল।
= The patient died after the doctor had come.
হালকা জিনিস পানিতে ভাসে
হালকা জিনিস পানিতে ভাসে।
= Light things float in water.
সে সাঁতার কাটতে জানেনা
সে সাঁতার কাটতে জানেনা।
= He does not know how to swim.
He is ___ honest man
He is an honest man.
He is ____ one eyed man
He is a one eyed man.
Bangabandhu was ____best Bengali .
Bangabandhu was the best Bengali
Dhaka stands ____the bank of ____river Buriganga
Dhaka stands on the bank of the river Buriganga.
Please abstain ____smoking.
Please abstain from smoking.
(ক + খ) একত্রে ১ দিনে করে অংশ কাজ
∴ (ক + খ) একত্রে ৫ দিনে করে অংশ কাজ
এখন, বাকি থাকে =অংশ কাজ
এখন, ‘খ' একা অংশ কাজ করে = ১ দিনে
∴ 'খ' একা অংশ কাজ করে দিনে
২০ লিটারে পানি আছে = ২০ এর = ৪ লিটার
২০ লিটারে দুধ আছে = ২০ এর = ১৬ লিটার
ধরি, উহাতে x লিটার পানি মেশাতে হবে ।
∴
বা, ১২ + ৩x = ১৬
বা, ৩x = ১৬ -১২ = ৪
∴ লিটার
১০০ বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বাগানের এক বাহুর দৈর্ঘ্য a হলে
a2 = = ১০০
বা,
এখন বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে নতুন বাহু হবে = ১০ + ২ = ১২ মিটার ।
∴ ক্ষেত্রফল হবে =১২২ = ১৪৪ বর্গমিটার।
`বঙ্গবন্ধু’ উপাধি কে এবং কত তারিখে প্রদান করে ছিলেন?
তৎকালীন ডাকসু ভিপি তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করেন ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)।
বাংলা সন গণণায় কয়টি মাস ৩১ দিন গণনা করা হয়, তার নামসহ লিখুন।
বাংলা সন অনুযায়ী বাংলা বছরের প্রথম ছয় মাস (বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এবং আশ্বিন) ৩১ দিনে হবে ।
চাকমারা প্রধানত কোন ধর্মালম্বী?
চাকমারা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী
গ্রীণ হাউজ ইফেক্ট কি লিখুন?
গ্রীন হাউস কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন সুইডিস রসায়নবিদ সোভনটে আরহেনিয়াস ১৮৯৬ সালে। পৃথিবীর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে পরিবর্তনশীল আবহাওয়ার প্রতিক্রিয়াকে গ্রীন হাউস ইফেক্ট বলে। গ্রীন হাউস হলো কাঁচের তৈরি ঘর যার ভেতর গাছপালা লাগানো হয়। শীতপ্রধান দেশে তীব্র ঠাণ্ডার হাত থেকে গাছপালাকে রক্ষার জন্য গ্রীন হাউস তৈরি করা হয়। গ্রীন হাউস ইফেক্ট বলতে মূলত তাপ আটকে রেখে পৃথিবীর সার্বিক তাপমাত্রা বৃদ্ধিকে বুঝায়। এর ফলে উত্তাপ অনেক বেড়ে যাবে যাতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যেতে পারে
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিক কে ছিলেন?
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরষ্কার পান?
‘গীতাঞ্জলী' গ্রন্থটির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান ।
‘আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’ গানটির রচয়িতা কে?
‘আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী' গানটির রচয়িতা হলেন আবদুল গাফ্ফার চৌধুরী।
আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পালিত হয়?
আন্তর্জাতিক পরিবেশ দিবস ৫ জুন পালিত হয়।
বাংলাদেশের সর্ব উত্তর ও দক্ষিণের উপজেলার নাম লিখুন?
বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা হলো তেঁতুলিয়া এবং দক্ষিণের উপজেলার নাম হলো টেকনাফ।
কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
রাতকানা রোগ হয় 'ভিটামিন এ' এর অভাবে।