`বঙ্গবন্ধু’ উপাধি কে এবং কত তারিখে প্রদান করে ছিলেন?
তৎকালীন ডাকসু ভিপি তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করেন ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)।
বাংলা সন গণণায় কয়টি মাস ৩১ দিন গণনা করা হয়, তার নামসহ লিখুন।
বাংলা সন অনুযায়ী বাংলা বছরের প্রথম ছয় মাস (বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এবং আশ্বিন) ৩১ দিনে হবে ।
চাকমারা প্রধানত কোন ধর্মালম্বী?
চাকমারা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী
গ্রীণ হাউজ ইফেক্ট কি লিখুন?
গ্রীন হাউস কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন সুইডিস রসায়নবিদ সোভনটে আরহেনিয়াস ১৮৯৬ সালে। পৃথিবীর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে পরিবর্তনশীল আবহাওয়ার প্রতিক্রিয়াকে গ্রীন হাউস ইফেক্ট বলে। গ্রীন হাউস হলো কাঁচের তৈরি ঘর যার ভেতর গাছপালা লাগানো হয়। শীতপ্রধান দেশে তীব্র ঠাণ্ডার হাত থেকে গাছপালাকে রক্ষার জন্য গ্রীন হাউস তৈরি করা হয়। গ্রীন হাউস ইফেক্ট বলতে মূলত তাপ আটকে রেখে পৃথিবীর সার্বিক তাপমাত্রা বৃদ্ধিকে বুঝায়। এর ফলে উত্তাপ অনেক বেড়ে যাবে যাতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যেতে পারে
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিক কে ছিলেন?
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরষ্কার পান?
‘গীতাঞ্জলী' গ্রন্থটির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান ।
‘আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’ গানটির রচয়িতা কে?
‘আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী' গানটির রচয়িতা হলেন আবদুল গাফ্ফার চৌধুরী।
আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পালিত হয়?
আন্তর্জাতিক পরিবেশ দিবস ৫ জুন পালিত হয়।
বাংলাদেশের সর্ব উত্তর ও দক্ষিণের উপজেলার নাম লিখুন?
বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা হলো তেঁতুলিয়া এবং দক্ষিণের উপজেলার নাম হলো টেকনাফ।
কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
রাতকানা রোগ হয় 'ভিটামিন এ' এর অভাবে।