বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ || গ্রীজার (03-01-2020) || 2020

All

নদীভাঙন একটি প্রাকৃতিক দুর্যোগ। নদীর পানির স্রোতে নদীর পাড় ভাঙার প্রক্রিয়াকে নদী ভাঙন বলে। সাধারণত নদী তার পানির গতিপথে কোনো বাধা পেলে তাতে তীব্র আঘাত করে। নদী গতিপথ বদলাবার সময় যেদিকে গতি বদলায় সেদিকের পাড় বারবার তীব্র গতিতে আঘাত করতে থাকে। এর ফলেই নদীভাঙনের শুরু হয়। আর নদীর পানি দূষণ বাংলাদেশে একটি প্রকট আকার ধারণ করেছে। কৃষি ও শিল্পকারখানার বর্জ্যজনিত দূষণ, ট্যানারি ও কাগজের মন্ডের রাসায়নিক দূষণ, টেক্সটাইলের রংজনিত দূষণের মাধ্যমে নদীর পানি প্রতিনিয়ত দূষিত হচ্ছে। শুষ্ক মৌসুমে কয়েক মাস সারা দেশের নদীর পানি এতটাই দূষিত হয়ে পড়ে যে তখন এ পানিতে মাছ ও অন্যান্য প্রাণির জীবন ধারণ কঠিন হয়ে পড়ে। এই দূষিত পানির মাছ মানব স্বাস্থ্যের জন্যও মারাত্মক ঝুঁকিপূর্ণ। এই পানি কৃষিকাজে ব্যবহার করাও বিপদজনক ।

দ্রুত শিল্পায়নের অনুষঙ্গ হিসেবে দেশের বিভিন্ন স্থানের নদ নদীগুলো মারাত্মক দূষণের শিকার হচ্ছে। এজন্য শিল্প কারখানার কারণে প্রাকৃতিক পরিবেশের ভারসম্য যাতে বিনষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

বিপরীত শব্দ লিখুন লিখুন:
2.

অমৃত

Created: 3 months ago | Updated: 3 days ago

অমৃত = গরল (বিষ)

বিপরীত শব্দ লিখুন লিখুন:
3.

মসৃণ

Created: 3 months ago | Updated: 2 days ago

মসৃণ = অমসৃণ (খসখসে)

বিপরীত শব্দ লিখুন লিখুন:
4.

শীতল

Created: 3 months ago | Updated: 1 day ago

শীতল = উষ্ণ (গরম)

বিপরীত শব্দ লিখুন লিখুন:
5.

অগ্র

Created: 3 months ago | Updated: 1 day ago

অগ্র = পশ্চাৎ

বিপরীত শব্দ লিখুন লিখুন:
6.

প্রাচীন

Created: 3 months ago | Updated: 3 days ago

প্রাচীন = অর্বাচীন (নতুন)।

এক কথায় প্রকাশ করুন:
7.

উপস্থিত বৃদ্ধি আছে যার।

Created: 3 months ago | Updated: 3 days ago

উপস্থিত বুদ্ধি আছে যার = প্রত্যুৎপন্নমতি ৷

এক কথায় প্রকাশ করুন:
8.

নৌকা চলাচলের যোগ্য

Created: 3 months ago | Updated: 2 days ago

নৌকা চলাচলের যোগ্য = নাব্য ।

এক কথায় প্রকাশ করুন:
9.

বাক হারা হয়েছে যিনি

Created: 3 months ago | Updated: 1 day ago

বাক হারা হয়েছে যিনি = হতবাক ।

এক কথায় প্রকাশ করুন:
10.

অন্য ভাষায় রূপান্তর

Created: 3 months ago | Updated: 3 days ago

অন্য ভাষায় রূপান্তর = অনূদিত ।

এক কথায় প্রকাশ করুন:
11.

যাহা দেখা যায়

Created: 3 months ago | Updated: 2 days ago

যাহা দেখা যায় = চক্ষুগোচর 

অর্থসহ অর্থপূর্ণ বাক্য রচনা করুন:
12.

অরণ্যরোদন

Created: 3 months ago | Updated: 15 hours ago

অরণ্যরোদন (নিষ্ফল আবেদন): কৃপণের নিকট চাঁদা চাওয়া অরণ্যে রোদন মাত্র ।

অর্থসহ অর্থপূর্ণ বাক্য রচনা করুন:
13.

একাদশে বৃহস্পতি

Created: 3 months ago | Updated: 2 days ago

একাদশে বৃহস্পতি (মহাসৌভাগ্য): এখন তার একাদশে বৃহস্পতি, ধুলোমুঠোও সোনামুঠো হচ্ছে।

অর্থসহ অর্থপূর্ণ বাক্য রচনা করুন:
14.

ভূষন্ডির কাক

Created: 3 months ago | Updated: 3 days ago

ভূষণ্ডির কাক (দীর্ঘজীবী; বহুদর্শী): সব অধ্যাপকই ভূষণ্ডির কাক হতে পারে না ।
Note: কিন্তু 'কাক ভূষণ্ডি' অর্থ সম্পূর্ণ ভেজা।

অর্থসহ অর্থপূর্ণ বাক্য রচনা করুন:
15.

দুধের মাছি

Created: 3 months ago | Updated: 1 day ago

দুধের মাছি (সুসময়ের বন্ধু): সুদিনে দুধের মাছির অভাব হয় না, কিন্তু দুর্দিনে একজনও মিলে না।

অর্থসহ অর্থপূর্ণ বাক্য রচনা করুন:
16.

লেফাফা

Created: 3 months ago | Updated: 1 day ago

লেফাফা দুরস্ত (বাইরে পরিপাটি): ভেতরে যাই থাকুক না কেন, সে আচরণে বেশ লেফাফা দুরস্ত ।

Related Sub Categories