জনপ্রশাসন মন্ত্রণালয় || ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর (24-01-2020) || 2020

All

সকল বিষয়

Created: 6 months ago | Updated: 2 weeks ago

যা বিনা যত্নে লাভ করা গিয়েছে = অযত্নলব্ধ ।

বাক্য সংকোচন করুন:
2.

যে শুনেই মনে রাখতে পারে

Created: 6 months ago | Updated: 3 weeks ago

যে শুনেই মনে রাখতে পারে = শ্রুতিধর।

বাক্য সংকোচন করুন:
3.

এক থেকে শুরু করে ক্রমাগত

Created: 6 months ago | Updated: 3 weeks ago

এক থেকে শুরু করে ক্রমাগত = একাদিক্রমে।

বাক্য সংকোচন করুন:
4.

ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি

Created: 6 months ago | Updated: 3 weeks ago

ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি = ইতিহাসবেত্তা।

বাক্য সংকোচন করুন:
5.

নদী মেখলা যে দেশের 

Created: 6 months ago | Updated: 1 week ago

নদী মেখলা যে দেশের = নদীমেখলা ।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
6.

বিপচ্ছপায়া

Created: 6 months ago | Updated: 2 weeks ago

বিপচ্ছায়া = বিপদ + ছায়া । 

সন্ধি বিচ্ছেদ করুনঃ
7.

মার্তণ্ড 

Created: 6 months ago | Updated: 1 week ago

মার্তণ্ড = মার্ত + অণ্ড।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
8.

শুদ্ধোধন 

Created: 6 months ago | Updated: 1 week ago

শুদ্ধোধন = শুদ্ধ + ওদন।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
9.

প্রৌঢ়

Created: 6 months ago | Updated: 1 week ago

প্রৌঢ় = প্র + ঊঢ়।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
10.

সংখ্যা

Created: 6 months ago | Updated: 2 weeks ago

সংখ্যা = সম্ + খ্যা।

বাগধারাগুলোর অর্থ লিখুন।
11.

অন্ধের নড়ি

Created: 6 months ago | Updated: 3 days ago

অন্ধের নড়ি (একমাত্র অবলম্বন): বিধবার একমাত্র সন্তান তার অন্ধের নড়ি।

বাগধারাগুলোর অর্থ লিখুন।
12.

আট কপালে

Created: 6 months ago | Updated: 1 week ago

আট কপালে (হতভাগ্য): ছেলেটা এতিম, আট কপালে।

বাগধারাগুলোর অর্থ লিখুন।
13.

কপালে কথা

Created: 6 months ago | Updated: 1 week ago

কথার কথা (গুরুত্বহীন কথা): কারও মনে আঘাত দেওয়ার জন্য একথা বলিনি, এটা একটা কথার কথা ।

বাগধারাগুলোর অর্থ লিখুন।
14.

গদাই লস্করি চাল

Created: 6 months ago | Updated: 1 week ago

গদাই লস্করি চাল (অতি ধীর গতি, আলসেমি): এমন গদাই লঙ্করি চালে চললে ট্রেন ফেল করবে।

বাগধারাগুলোর অর্থ লিখুন।
15.

কাছা ঢিলা

Created: 6 months ago | Updated: 1 week ago

কাছা ঢিলা (অসাবধান): কাছা ঢিলা লোককে কোনো বড় দায়িত্ব দিতে নেই।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
16.

শান্তশিষ্ট

Created: 6 months ago | Updated: 2 weeks ago

শান্তশিষ্ট = যে শান্ত সেই শিষ্ট। এটি কর্মধারয় সমাস।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
17.

একোন

Created: 6 months ago | Updated: 2 weeks ago

একোন = এক দ্বারা উন। এটি তৃতীয়া তৎপুরুষ সমাস।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
18.

সহকর্মী

Created: 6 months ago | Updated: 1 week ago

সহকর্মী = সমান কর্মী যে। এটি বহুব্রীহি সমাস ।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
19.

বিরানব্বই

Created: 6 months ago | Updated: 2 weeks ago

বিরানব্বই = দুই এবং নব্বই। এটি নিত্য সমাস।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
20.

উদ্বেল

Created: 6 months ago | Updated: 1 week ago

উদ্বেল = বেলাকে অতিক্রান্ত। এটি অব্যয়ীভাব সমাস ।

Write the Bangla meaning of the following Idiom and Phrase:
21.

Birds of the same feather

Created: 6 months ago | Updated: 2 weeks ago

Birds of the same feather (একই রকম স্বভাবের লোক ) Birds of a feather flock together.

Write the Bangla meaning of the following Idiom and Phrase:
22.

Dead letter

Created: 6 months ago | Updated: 1 week ago

Dead letter (যে আইন আর চালু নেই): The law is a dead letter now.

Write the Bangla meaning of the following Idiom and Phrase:
23.

Gala day

Created: 6 months ago | Updated: 2 weeks ago

Gala day (উৎসবের দিন): The Eid day is a gala day for us.

Write the Bangla meaning of the following Idiom and Phrase:
24.

Hale and hearty

Created: 6 months ago | Updated: 2 days ago

Hale and hearty (সুস্থ ও সবল): He is only just sixty, very hale and hearty.

Write the Bangla meaning of the following Idiom and Phrase:
25.

Nip in the bud

Created: 6 months ago | Updated: 1 week ago

Nip in the bud ( অঙ্কুরে বিনষ্ট করা): The young boy has gone astray because he was nipped in the bud.

Fill in the gap with appropriate preposition:
26.

The police fired ____ the mob.

Created: 6 months ago | Updated: 1 week ago

The police fired into the mob. ব্যাখ্যাঃ Fire at/ into/ on/ upon অর্থ লক্ষ্য করে গুলি বর্ষণ করা। -

Fill in the gap with appropriate preposition:
27.

Karim is engaged ___ writing a book

Created: 6 months ago | Updated: 2 weeks ago

Karim is engaged in writing a book. ব্যাখ্যাঃ Engage in writing অর্থ লেখালেখিতে ব্যস্ত ।

Fill in the gap with appropriate preposition:
28.

Begum Rokeya had a great jeal ___education.

Created: 6 months ago | Updated: 2 weeks ago

Begum Rokeya had a great jeal for education. ব্যাখ্যাঃ Jeal for অর্থ কোনো বিষয়ে খুব উৎসাহ থাকা

Fill in the gap with appropriate preposition:
29.

I differ with you ___ this point

Created: 6 months ago | Updated: 2 weeks ago

I differ with you on this point.
ব্যাখ্যাঃ Differ from somebody on something অর্থ কোনো বিষয়ে ভিন্ন মত পোষণ করা।

Fill in the gap with appropriate preposition:
30.

He deals ___ rice.

Created: 6 months ago | Updated: 2 weeks ago

He deals in rice. অর্থ সে চালের ব্যবসা করে।

Created: 6 months ago | Updated: 2 weeks ago

কাটা ঘায়ে নুনের ছিটা = Add salt to injury.

Created: 6 months ago | Updated: 1 week ago

ভাত কম সিদ্ধ হয়েছে = The rice has been simmered less.

Created: 6 months ago | Updated: 2 weeks ago

আমার মাথা ঘুরছে = I feel giddy.

Created: 6 months ago | Updated: 1 week ago

সে হাসতে হাসতে চলে গেল = He went away laughing.

Created: 6 months ago | Updated: 1 week ago

ডাক্তার আসিবার পরে রোগী মারা গেল = The patient had died before the doctor came.

Created: 6 months ago | Updated: 1 week ago

I have three dogs, neither of them is ferocious.

= I have three dogs, neither of these is ferocious.

Created: 6 months ago | Updated: 1 week ago

The Khulna railway station is not as big as Kamlapur.

= The Khulna railway station is not so big as Kamlapur.

Created: 6 months ago | Updated: 1 week ago

The pencil is missing which I bought from the market.

= I lost a pencil which I bought from the market.

Correct the Following Sentence:
39.

No one should kill away one’s time.

Created: 6 months ago | Updated: 2 weeks ago

No one should kill away one's time.

= No one should kill one's time.

Correct the Following Sentence:
40.

He will not can do this work

Created: 6 months ago | Updated: 1 week ago

He will not can do this work.
= He will not cannot to do this work.

রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য =  + ( × ) =  +  =  মিটার ।

রাস্তাসহ বাগানের প্রস্থ =  + ( × ) =  +  =  মিটার ।

রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল =  ×  =  বর্গমিটার।

শুধু বাগানের ক্ষেত্রফল =  ×  =  বর্গমিটার ।

∴ রাস্তার ক্ষেত্রফল = ৪৭৫ - ৩১৫ = ১৬০ বর্গমিটার।

অতএব, মোট খরচ হবে =  × . =  টাকা।

দেওয়া আছে, x2 + 1x2=3 

বা, x + 1x2 - 2 × x × 1x =3

বা, x + 1x2 - 2 =3

বা, x + 1x2 = 3+2

∴ x + 1x  = 5

প্রদত্তরাশিমালা x6+1 x3 = x6 x3 + 1 x3 = x3 + 1 x3 = x+1 x3 -3 × x × 1 x x+1 x

 

= 53 -3 5 = 2 5

দেওয়া আছে, x2 x-(a+1) (a+2)

x2 x-(a+1) (a+2) = x2 x-(a+1) (a+1+1) = x2 x- p p+1 [a + 1 = p ] = x2 x-p2-p = x2 -p2 - x -p = (x+p) (x  p) - 1 (x+p) = (x+p) (x - p - 1)

= x+(a+1)x(a+1)-1  [p এর মান বসিয়ে]

= (x+a+ 1) (x-a-1-1 ) = (x+a+1 ) ( x - a - 2 ) ans.

 

কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা হলো মেশিন ভাষা। ২য় প্রোগ্রামিং ভাষা হলো ‘অ্যাসেম্বলি ভাষা' । ৩য় প্রোগ্রামিং ভাষা হলো 'হাই লেভেল ভাষা' । ৪র্থ প্রোগ্রামিং ভাষা হলো ‘অতি উচ্চতর ভাষা' । ৫ম প্রোগ্রামিং ভাষা হলো ‘স্বাভাবিক ভাষা’ । Router এক নেটওয়ার্ককে অন্য নেটওয়ার্ক এর সাথে যুক্ত করা এবং ডেটা প্যাকেট এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে রাউট করার কাজে ব্যবহৃত ডিভাইসকে রাউটার বলে। রাউটার উৎস কম্পিউটার হতে গন্তব্য কম্পিউটারে ডেটা প্যাকেট পৌছে দেয়। ডেটা প্যাকেট হলো ডেটার ব্লক বা ডেটার সমষ্টি। রাউটার ডেটা প্যাকেটগুলোকে গন্তব্যে পৌঁছে দিতে সবচেয়ে কম দূরত্ব ব্যবহার করে। রাউটার সম্প্রচার অঞ্চল (Broadcast Domain) কে এমনভাবে ভেঙ্গে ফেলে যাতে একটি নেটওয়ার্ক অংশের অধীনে থাকা সকল ডিভাইস ওই নেটওয়ার্ক অংশের জন্য প্রেরিত সম্প্রচার পড়তে এবং প্রক্রিয়াজাত করতে পারে। ব্রডব্যান্ড ইন্টরনেট সংযোগ শেয়ার করতে রাউটার বহুলভাবে ব্যবহৃত হয়। রাউটার তৈরির ক্ষেত্রে Cisco বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে। আর ব্লুটুথ হলো তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) যা স্বল্প দূরত্বে ডেটা আদান-প্রদানে ব্যবহৃত হয়। এর দূরত্ব সাধারণত ১০ থেকে ১০০ মিটার হয়ে থাকে। ব্লুটুথ প্রযুক্তিতে কম ক্ষমতাসম্পন্ন বেতার তরঙ্গ (Radio Wave ) ব্যবহার করা হয় । এর স্ট্যান্ডার্ড হলো IEEE 802.15

কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে হলো ভিন্ন ভিন্ন নেটওয়ার্কে যুক্ত করার এক বিশেষ ধরনের যন্ত্র। এই ডিভাইসটি Protocol/ Transmission করে। গেটওয়ে ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করা হয়। গেটওয়ে ও রাউটার ব্যবহার করে ছোট ছোট। কে যুক্ত করে বড় নেটওয়ার্ক গড়ে তোলা যায় 

ওয়াই-ফাই বা ওয়্যারলেস ফেডালিটি হচ্ছে এক ধরনের জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা রেডিও ওয়েভ ব্যবহার করে কোন ইলেকট্রনিক ডিভাইসকে উচ্চগতির ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান প্রদান করতে পারে। এর স্ট্যান্ডার্ড হলো IEEE 802.11. এটি WiMAX এর চেয়ে অপেক্ষাকৃত ধীরগতির।

প্রথম প্রোগ্রামিং ভাষা হলো যান্ত্রিক ভাষা (১৯৪৫)।

My document কম্পিউটারের C ড্রাইভে থাকে। ডিফল্ট সেটিং অনুসারে এই ফোল্ডারে ডকুমেন্ট এবং অন্যান্য ফাইলসমূহ সংরক্ষিত হয়। ১ মেগাবাইট = ২২০ বাইট বা ১০২৪ কিলোবাইট ।

ইনপুট ডিভাইসঃ কী বোর্ড, মাউস, ওয়েব ক্যাম, স্ক্যানার। আর আউটপুট ডিভাইসঃ মনিটর, স্পিকার, প্লটার, প্রিন্টার ।

যুক্তরাষ্ট্রের ইনটেল কর্পোরেশনের Dr. Ted Hoff এর তত্ত্বাবধানে ১৯৭১ সালে প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি হয় যার নাম রাখা হয় ‘ইনটেল-৪০০৪'। ‘ইনটেল-৪০০৪' ই ছিল বাণিজ্যিকভাবে বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর। আর Integrated Circuit (IC) প্রযুক্তির উত্তরোত্তর উন্নতির সঙ্গে কম্পিউটারের CPU বা Processor এর সকল উপাদানকে একটি মাত্র সিলিকন চিপের মধ্যে একীভূত করা সম্ভব হয়। এই চিপকে মাইক্রোপ্রসেসর বলা হয়।

কম্পিউটার ভাইরাস এক ধরণের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ, নিজস্ব সংখ্যাবৃদ্ধি করে। এই প্রোগ্রাম কিছু নির্দেশ বহন করে যা কম্পিউটারের সিপিউ কর্তৃক গ্রহণ করে কম্পিউটারকে অস্বাভাবিক, অগ্রহণযোগ্য এবং অস্বস্তিদায়ক কাজ করতে বাধ্য করে। এই প্রোগ্রামের উদ্দেশ্য কম্পিউটার ব্যবহারকারীদের বিড়ম্বনায় ফেলা। কম্পিউটারের ভাইরাসের নাম করণ করে ফ্রেড কোহেন। আর VIRUS এর পূর্ণরূপ হলো Vital Information Resources Under Seize.

অনাধিকার (Unauthorized) বা অবাঞ্ছিত ব্যবহারকারীর (Intruder) হাত হতে সিস্টেম রক্ষা করা বা সাইবার আক্রমণ এড়াতে Firewall ব্যবহার করা হয়। Firewall কে বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পন্ন একটি সিস্টেম হিসেবে গণ্য করা হয় যার সাহায্যে ব্যবহারকারীকে সংরক্ষিত কোন নেটওয়ার্কে প্রবেশ করার অনুমতি প্রদান করা কিংবা বাধা প্রদান করা হয়। বর্তমানে বিভিন্ন ধরনের Firewall আছে যা বিভিন্ন লেভেলে নিরাপত্তা প্রদান করে থাকে। তাদের মধ্যে Simple Traffic | Logging System, IP Packet Screening Routers, Hardened Firewall Host, Proxy Application Gateways উল্লেখযোগ্য।

আধুনিক কম্পিউটারের জনকঃ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ ১৮২২ সালে 'ডিফারেন্স ইঞ্জিন' (Difference engine) আবিস্কার করেন। ১৮৩৩ সালে তিনি 'এ্যানালাইটিক্যাল ইঞ্জিন' (Analytical engine) নামক একটি যান্ত্রিক কম্পিউটার তৈরির পরিকল্পনা গ্রহণ করেন এবং নক্সা করেন। তিনি এ নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত গবেষণা চালিয়ে যান। ব্যাবেজের এ্যানালাইটিক্যাল ইঞ্জিনের পরিকল্পনায় আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য ছিল। এজন্য ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। তাঁর পরিকল্পনায় আধুনিক কম্পিউটারের গাণিতিক ইউনিট (Arithmetic unit), স্মৃতি (Memory), নিয়ন্ত্রণ ইউনিট, ইনপুট/আউটপুট অন্তর্ভুক্ত করে। কিন্তু আধুনিক কম্পিউটারের জনক বলা হয় জন ভন নিউম্যানকে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে ১২ মে ২০১৮ সালে উৎক্ষেপণ করা হয়। বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ শুক্রবার (১১ মে) দিবাগত রাত ২:১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হলো ।

সাবমেরিন ক্যাবল এমন একটি সিস্টেম যা সমুদ্রের নীচ দিয়ে বিভিন্ন দেশের মধ্যে টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপন করে হয় । মহাদেশ থেকে মহাদেশে যোগাযোগের জন্য এটি ব্যবহৃত হয়। এতে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়।

পূর্ণরূপ লিখুন:
55.

WAN

Created: 6 months ago | Updated: 15 hours ago

WAN এর পূর্ণরূপঃ Wide Area Network

পূর্ণরূপ লিখুন:
56.

HTML

Created: 6 months ago | Updated: 1 day ago

HTML এর পূর্ণরূপঃ Hypertext Markup Language

পূর্ণরূপ লিখুন:
57.

UNIVAC

Created: 6 months ago | Updated: 5 days ago

UNIVAC এর পূর্ণরূপঃ Universal Automatic Computer.

পূর্ণরূপ লিখুন:
58.

AC

Created: 6 months ago | Updated: 3 days ago

AC এর পূর্ণরূপ হলো: Air Conditioner/ conditioning, Alternating Current.

পূর্ণরূপ লিখুন:
59.

OCR

Created: 6 months ago | Updated: 2 weeks ago

OCR এর পূর্ণরূপঃ Optical Character Recognition.

পূর্ণরূপ লিখুন:
60.

HTTP

Created: 6 months ago | Updated: 2 weeks ago

HTTP এর পূর্ণরূপঃ Hyper Text Transfer Protocol

পূর্ণরূপ লিখুন:
61.

MACOS

Created: 6 months ago | Updated: 2 weeks ago

MacOS এর পূর্ণরূপঃ Macintosh Operating System.

পূর্ণরূপ লিখুন:
62.

OMR

Created: 6 months ago | Updated: 6 days ago

OMR এর পূর্ণরূপঃ Optical Mark Recognition

পূর্ণরূপ লিখুন:
63.

LED

Created: 6 months ago | Updated: 2 weeks ago

LED এর পূর্ণরূপঃ Light Emitting Diode.

Related Sub Categories