যা বিনা যত্নে লাভ করা গিয়েছে
যা বিনা যত্নে লাভ করা গিয়েছে = অযত্নলব্ধ ।
যে শুনেই মনে রাখতে পারে
যে শুনেই মনে রাখতে পারে = শ্রুতিধর।
এক থেকে শুরু করে ক্রমাগত
এক থেকে শুরু করে ক্রমাগত = একাদিক্রমে।
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি = ইতিহাসবেত্তা।
নদী মেখলা যে দেশের
নদী মেখলা যে দেশের = নদীমেখলা ।
বিপচ্ছপায়া
বিপচ্ছায়া = বিপদ + ছায়া ।
মার্তণ্ড
মার্তণ্ড = মার্ত + অণ্ড।
শুদ্ধোধন
শুদ্ধোধন = শুদ্ধ + ওদন।
প্রৌঢ়
প্রৌঢ় = প্র + ঊঢ়।
সংখ্যা
সংখ্যা = সম্ + খ্যা।
অন্ধের নড়ি
অন্ধের নড়ি (একমাত্র অবলম্বন): বিধবার একমাত্র সন্তান তার অন্ধের নড়ি।
আট কপালে
আট কপালে (হতভাগ্য): ছেলেটা এতিম, আট কপালে।
কপালে কথা
কথার কথা (গুরুত্বহীন কথা): কারও মনে আঘাত দেওয়ার জন্য একথা বলিনি, এটা একটা কথার কথা ।
গদাই লস্করি চাল
গদাই লস্করি চাল (অতি ধীর গতি, আলসেমি): এমন গদাই লঙ্করি চালে চললে ট্রেন ফেল করবে।
কাছা ঢিলা
কাছা ঢিলা (অসাবধান): কাছা ঢিলা লোককে কোনো বড় দায়িত্ব দিতে নেই।
শান্তশিষ্ট
শান্তশিষ্ট = যে শান্ত সেই শিষ্ট। এটি কর্মধারয় সমাস।
একোন
একোন = এক দ্বারা উন। এটি তৃতীয়া তৎপুরুষ সমাস।
সহকর্মী
সহকর্মী = সমান কর্মী যে। এটি বহুব্রীহি সমাস ।
বিরানব্বই
বিরানব্বই = দুই এবং নব্বই। এটি নিত্য সমাস।
উদ্বেল
উদ্বেল = বেলাকে অতিক্রান্ত। এটি অব্যয়ীভাব সমাস ।