গবেষণা
গবেষণা = গো + এষণা
উদ্ভব
উদ্ভব = উৎ + ভব
সংগীত
সংগীত = সম্ + গীত
দিগন্ত
দিগন্ত = দিক্ + অন্ত
পবন
পবন = পো + অন
অকাল কুষ্মান্ড
অকাল কুষ্মাণ্ড (অপদার্থ): আফিফ একটা অকাল কুষ্মাণ্ড, ওর দ্বারা কিছু হবে না ।
মাছের মায়ের পুত্রশোক
মাছের মায়ের পুত্রশোক (কপট বেদনাবোধ): বুঝেছি বুঝেছি, তোমাকে আর মাছের মায়ের পুত্রশোক দেখাতে হবে না, আমার জন্য তোমার দরদ কত তা জানা আছে।
ভিজে বিড়াল
ভিজে বিড়াল (কপটচারী): সমাজে ভিজে বিড়ালদের চেনা সহজ নয় ।
বসন্তের কোকিল
বসন্তের কোকিল (সু সময়ের বন্ধু): হাবিব তো বসন্তের কোকিল, দুঃখের দিনে পাশে থাকবে না।
বালির বাঁধ
বালির বাঁধ (ক্ষণস্থায়ী বস্তু): বড়র পিরিতি বালির বাঁধ ।
খাওয়ার ইচ্ছা
ক্ষুধা
অন্য দেশ
অন্য দেশ = দেশান্তর
কণ্ঠের সমীপে
কণ্ঠের সমীপে = উপকণ্ঠ
মারার মত অবস্থা যার
মরার মত অবস্থা যার = মুমূর্ষু
অনেকের মধ্যে একজন
অন্যতম
মানবাধিকার
মানবাধিকারের অন্তর্নিহিত বিষয় হচ্ছে ‘মানুষ’ ও ‘অধিকার' । শব্দ দু'টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যমন্ডিত। সহজভাবে ‘মানবাধিকার’ বলতে আমরা সেই সব অধিকারকে বুঝি যা নিয়ে মানুষ জন্মগ্রহণ করে এবং যা তাকে পরিপূর্ণ মানুষে বিকশিত করতে সাহায্য করে এবং যা হরণ করলে মানুষ আর মানুষ থাকে না। মানুষ হিসেবে জন্মেছে বলেই এসব অধিকারও তার প্রাপ্য হয়েছে। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আর মানুষের শ্রেষ্ঠত্বের শিখরে উঠতে দরকার মানবাধিকার। মানবাধিকার ছাড়া মানুষের পূর্ণতা আসে না, মানুষ পরিপূর্ণরূপে মানুষ হয়ে উঠতে পারে না। মানুষের জীবন-মৃত্যু যেমন মানুষ থেকে অবিচ্ছেদ্য তেমনি তার জন্যে কতিপয় মৌলিক অধিকারও অপরিহার্য ও অবিচ্ছেদ্য। আজ বিশ্বব্যাপী মানবাধিকারের চেতনা জাগ্রত হচ্ছে; মানুষ আরও বেশি সক্রিয় হচ্ছে মানবাধিকার রক্ষায়। দেশে দেশে এখন গড়ে উঠছে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মানবাধিকার সংরক্ষণকারী প্রতিষ্ঠান এবং বিভিন্ন কমিশন ও কমিটি। ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী ও রাষ্ট্র মানবাধিকারের বিষয়ে এখন সদা জাগ্ৰত ।
মানবাধিকার' শব্দটিকে আরো সহজ করে বললে বলতে হবে ‘মানবের অধিকার' বা মানুষের অধিকার। অতএব, মানুষ এবং অধিকার শব্দদ্বয় হচ্ছে মানবাধিকারের অন্তর্নিহিত বিষয়। মানুষ জন্মসূত্রেই চিন্তাশক্তি, উদ্ভাবনী ক্ষমতা এবং কথা বলার যোগ্যতা নিয়ে আসে। কোন রাষ্ট্র, সরকার বা স্বার্বভৌম শক্তি তাকে এসব প্রদান করে না। মানুষের জীবনটাও কোন রাজনৈতিক বা সামাজিক প্রতিষ্ঠানের দান নয়। অতএব রাষ্ট্র, সরকার বা অন্য কোন শক্তি মানুষের এসকল অধিকার কেড়ে নেয় তাহলে প্রকারান্তরে সে তার মনুষ্যত্বই কেড়ে নিল, হরণ করল তার মানবিক বৈশিষ্ট্য। এ অধিকারগুলো মুনুষের অবিচ্ছেদ্য এবং অন্তর্নিহিত। এ সকল অধিকার থেকে মানুষকে পৃথক করার কোন উপায় নেই। অতএব মানবাধিকার বলতে সেই অধিকার বুঝায় যে অধিকার নিয়ে মানুষ জন্মায় এবং যে অধিকার অর্জিত হলে মানুষ পূর্ণভাবে বিকশিত হতে পারে। সৃষ্টির সেরা মানুষ, আর মানুষের শ্রেষ্ঠত্বের শিখরে উঠতে দরকার মানবাধিকার । মানবাধিকার ছাড়া মানুষের পূর্ণতা আসে না, মানুষ পরিপূর্ণরূপে মানুষ হয়ে উঠতে পারে না।
লক্ষণীয় যে, আজকাল অধিকার শব্দের ব্যবহার হচ্ছে অত্যন্ত ব্যাপকভাবে। অবশ্য এক এক জন শব্দটিকে এক একভাবে ব্যবহার করছেন। মানবাধিকারে যে অধিকারের কথা বলা হয়েছে সেটি শুধু আইনগত অধিকার। যে অধিকারের ভিত্তি আইন তাকেই আইনগত অধিকার বলা যায়। যেখানে আইন নেই সেখানে আইনগত অধিকারের কোনো প্রশ্নই আসে না। আবার যে সকল দেশে আইন আছে সেসকল দেশেও আইনগত অধিকার যে একই রকম তা কিন্তু নয়। দেশে দেশে আইনের যেমন পার্থক্য আছে তেমনি পার্থক্য আছে আইনগত অধিকারেরও। আইনের পার্থক্য আইনগত অধিকারের পার্থক্যকেও চিহ্নিত করে। কোন কোন ক্ষেত্রে অধিকারের প্রকৃতি যদিও বিভিন্ন রকম হতে পারে তথাপি কিছু কিছু অধিকার সকল দেশে সকল রকম মানুষের ক্ষেত্র বিশেষে অভিন্ন ৷ বিশ্ব মানবাধিকার রক্ষায়, প্রতিবছর ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়।
আমার একটি হাত ঘড়ি আছে।
আমার একটি হাত ঘড়ি আছে।
= I have a wrist-watch.
মানুষ মাত্রই ভুল হয়।
মানুষ মাত্রই ভুল হয়।
= To err is human.
সে গত রাতে বাড়ি ছেড়েছে
সে গত রাতে বাড়ি ছেড়েছে।
= He left home last night.
সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে
সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
= It has been drizzling since morning.
তোমার বাড়ি যাওয়াই ভালো
তোমার বাড়ি যাওয়াই ভালো।
= You have better go home.
She is good ___Mathematics
She is good at Mathematics. বাক্যের অর্থঃ সে অঙ্কে দক্ষ ।
He confessed ____his guilt.
He confessed to his guilt. বাক্যের অর্থঃ সে তার অপরাধ স্বীকার করেছিল ।
Don’t run___ the road
Don't run across the road. বাক্যের অর্থঃ দৌড়ে রাস্তা পার হয়ো না ৷
The committee is consisted ___ten members.
The committee is consisted of ten members. বাক্যের অর্থঃ এটি ১০ সদস্যের কমিটি।
He is always busy ____nothing
He is always busy with nothing. বাক্যের অর্থঃ সে সর্বদা অকাজে ব্যস্ত থাকে ।
Burning questions
Burning Question (গুরুত্বপূর্ণ বিষয়): Price hike is the burning question in our country now.
On the contrary
On the contrary (পক্ষান্তরে): He come to help me; on the contrary, his brother came to do harm to me.
On the eve of
On the eve of (প্রাক্কালে): She wept on the eve of her husband's departure.
Ups & Downs
Ups & Downs (উত্থান-পতন): Everyone has ups and downs in life.
To look after
To look after (যত্ন নেয়া; দেখাশুনা করা): To look after one's parents is a important duty.
Human Rights
Human rights are a set of principles concerned with quality and fairness. They are not a recent invention ideas about rights and responsibilities have been an important part of all societies throughout history. Since the end of World War II, there has been a united effort by the nations of the world to decide what rights belong to all people and how they can be promoted and protected. Every person has dignity and value. One of the ways that we recognize the fundamental worth of every person is by acknowledging and respecting their human rights.
Human rights are a set of principles concerned with equality and fairness. They recognize our freedom to make choices about our lives and to develop our potential as human beings. inhuman treatment, freedom of speech, freedom of religion, and the rights to health, education and an adequate standard of living.
These human rights are the same for all people everywhere-men and women, young and old, rich an adequate standard of living. and poor, regardless of our background, where we live, what we think or what we believe. This is what makes human rights 'universal'.
Human rights connect us to each other through a shared set of rights and responsibilities. A person's ability to enjoy their human rights depends on other people respecting those rights. This means that human rights involve responsibility and duties towards other people and the community. Individuals have a responsibility to ensure that they exercise their rights with consideration for the rights of others. For example, when someone uses their right to freedom of speech, they should do so without interfering with someone else's right to privacy.
For example, the right to education says that everyone is entitled to a good education. This means that governments have an obligation to provide good quality education facilities and services to their people. Whether or not governments actually do this, it is generally accepted that this is the government's responsibility and people can call them to account if they fail to respect or protect their basic human rights.
Government have a particular responsibility to ensure that people are able to enjoy their rights. They are required to establish and maintain laws and services that enable people to enjoy a life in which their rights are respected and protected.
৮% ক্ষতিতে ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০০ - ৮ = ৯২ টাকা
∴ ৮% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ৮ = ১০৮ টাকা
বিক্রয়মূল্য বেশি হয় = ১০৮ - ৯২ = ১৬ টাকা
অর্থাৎ বিক্রয়মূল্য ১৬ টাকা বেশি হয় ক্রয়মূল্য = ১০০ টাকা হলে
∴ বিক্রয়মূল্য ৮০০ টাকা বেশি হয় ক্রয়মূল্য = ৫,০০০ টাকা হলে
উত্তরঃ ক্রয়মূল্য ৫,০০০ টাকা ।
UDHR
Universal Declaration of Human Rights
RAM
RAM এর পূর্ণরূপ হলোঃ Random Access Memory.
CNG
The full form of CNG is Compressed Natural Gas. CNG is a fuel that can be used in replacement of diesel, petrol, and LPG (liquefied petroleum gas).
NHRC
NHRC এর পূর্ণরূপ হলোঃ National Human Rights Commission.
WHO
The World Health Organization, abbreviated as WHO, is a specialised agency of the United Nations (UN) that acts as a coordinating body on public health issues.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের (মধুমতি নদীর শাখা নদী বাইগারের পাশে ( অবস্থিত) টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
সব্যসাচী হাজরা
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদর দপ্তর জেনেভা, সুইজাল্যান্ডে। উল্লেখ্য, মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা লাভ করে ১০ ডিসেম্বর ১৯৪৬ সালে। মানবাধিকার কাউন্সিলের পূর্ব নাম ছিলো মানবাধিকার কমিশন।
চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে 'করোনা ভাইরাস' প্রথম ছড়ায়।
২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর কাতারে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ২০২৬ সালের ২৩তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যৌথভাবে আমেরিকা, মেক্সিকো ও কানাডায় ।
10 December
পদ্মা বহুমুখী সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার সেতুর প্রস্থ ১৮.১০ মিটার, এবং সেতুর উচ্চতা ৬.১৫ মিটার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পশ্চিম দিকের গেটে শিবনারায়ণ দাসের ডিজাইনকৃত বাংলাদেশের জাতীয় পতাকা ২ মার্চ ১৯৭১ সালে প্রথমবারের মতো উত্তোলন করেন ছাত্রনেতা আ.স.ম. আব্দুর রব ।
বাংলাদেশের আইন সভার নাম 'জাতীয় সংসদ'।
সংঘাত এবং যুদ্ধকবলিত এলাকাগুলোতে ক্ষুধা নিরসনে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে জাতিংসঘের অঙ্গ সংস্থা ‘বিশ্ব খাদ্য কর্মসূচি' বা ‘World Food Programme' (WFP).