জাতীয় মানবাধিকার কমিশন || অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (23-10-2020) || 2020

All

সন্ধি বিচ্ছেদ করুনঃ
1.

গবেষণা

Created: 6 months ago | Updated: 1 week ago

গবেষণা = গো + এষণা

সন্ধি বিচ্ছেদ করুনঃ
2.

উদ্ভব

Created: 6 months ago | Updated: 1 week ago

উদ্ভব = উৎ + ভব

সন্ধি বিচ্ছেদ করুনঃ
3.

সংগীত

Created: 6 months ago | Updated: 2 weeks ago

সংগীত = সম্ + গীত

সন্ধি বিচ্ছেদ করুনঃ
4.

দিগন্ত

Created: 6 months ago | Updated: 1 month ago

দিগন্ত = দিক্ + অন্ত 

সন্ধি বিচ্ছেদ করুনঃ
5.

পবন

Created: 6 months ago | Updated: 2 weeks ago

পবন = পো + অন

বাগধারাসহ বাক্য গঠনঃ
6.

অকাল কুষ্মান্ড

Created: 6 months ago | Updated: 3 weeks ago

অকাল কুষ্মাণ্ড (অপদার্থ): আফিফ একটা অকাল কুষ্মাণ্ড, ওর দ্বারা কিছু হবে না ।

বাগধারাসহ বাক্য গঠনঃ
7.

মাছের মায়ের পুত্রশোক 

Created: 6 months ago | Updated: 1 month ago

মাছের মায়ের পুত্রশোক (কপট বেদনাবোধ): বুঝেছি বুঝেছি, তোমাকে আর মাছের মায়ের পুত্রশোক দেখাতে হবে না, আমার জন্য তোমার দরদ কত তা জানা আছে।

বাগধারাসহ বাক্য গঠনঃ
8.

ভিজে বিড়াল

Created: 6 months ago | Updated: 2 weeks ago

ভিজে বিড়াল (কপটচারী): সমাজে ভিজে বিড়ালদের চেনা সহজ নয় ।

বাগধারাসহ বাক্য গঠনঃ
9.

বসন্তের কোকিল

Created: 6 months ago | Updated: 1 week ago

বসন্তের কোকিল (সু সময়ের বন্ধু): হাবিব তো বসন্তের কোকিল, দুঃখের দিনে পাশে থাকবে না।

বাগধারাসহ বাক্য গঠনঃ
10.

বালির বাঁধ 

Created: 6 months ago | Updated: 1 month ago

বালির বাঁধ (ক্ষণস্থায়ী বস্তু): বড়র পিরিতি বালির বাঁধ ।

এক কথায় প্রকাশ করুন:
11.

খাওয়ার ইচ্ছা

Created: 6 months ago | Updated: 2 weeks ago

ক্ষুধা 

এক কথায় প্রকাশ করুন:
12.

অন্য দেশ

Created: 6 months ago | Updated: 1 week ago

অন্য দেশ = দেশান্তর

এক কথায় প্রকাশ করুন:
13.

কণ্ঠের সমীপে

Created: 6 months ago | Updated: 1 month ago

কণ্ঠের সমীপে = উপকণ্ঠ

এক কথায় প্রকাশ করুন:
14.

মারার মত অবস্থা যার

Created: 6 months ago | Updated: 1 week ago

মরার মত অবস্থা যার = মুমূর্ষু

এক কথায় প্রকাশ করুন:
15.

অনেকের মধ্যে একজন

Created: 6 months ago | Updated: 2 days ago

অন্যতম 

মানবাধিকার

মানবাধিকারের অন্তর্নিহিত বিষয় হচ্ছে ‘মানুষ’ ও ‘অধিকার' । শব্দ দু'টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যমন্ডিত। সহজভাবে ‘মানবাধিকার’ বলতে আমরা সেই সব অধিকারকে বুঝি যা নিয়ে মানুষ জন্মগ্রহণ করে এবং যা তাকে পরিপূর্ণ মানুষে বিকশিত করতে সাহায্য করে এবং যা হরণ করলে মানুষ আর মানুষ থাকে না। মানুষ হিসেবে জন্মেছে বলেই এসব অধিকারও তার প্রাপ্য হয়েছে। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আর মানুষের শ্রেষ্ঠত্বের শিখরে উঠতে দরকার মানবাধিকার। মানবাধিকার ছাড়া মানুষের পূর্ণতা আসে না, মানুষ পরিপূর্ণরূপে মানুষ হয়ে উঠতে পারে না। মানুষের জীবন-মৃত্যু যেমন মানুষ থেকে অবিচ্ছেদ্য তেমনি তার জন্যে কতিপয় মৌলিক অধিকারও অপরিহার্য ও অবিচ্ছেদ্য। আজ বিশ্বব্যাপী মানবাধিকারের চেতনা জাগ্রত হচ্ছে; মানুষ আরও বেশি সক্রিয় হচ্ছে মানবাধিকার রক্ষায়। দেশে দেশে এখন গড়ে উঠছে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মানবাধিকার সংরক্ষণকারী প্রতিষ্ঠান এবং বিভিন্ন কমিশন ও কমিটি। ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী ও রাষ্ট্র মানবাধিকারের বিষয়ে এখন সদা জাগ্ৰত ।

মানবাধিকার' শব্দটিকে আরো সহজ করে বললে বলতে হবে ‘মানবের অধিকার' বা মানুষের অধিকার। অতএব, মানুষ এবং অধিকার শব্দদ্বয় হচ্ছে মানবাধিকারের অন্তর্নিহিত বিষয়। মানুষ জন্মসূত্রেই চিন্তাশক্তি, উদ্ভাবনী ক্ষমতা এবং কথা বলার যোগ্যতা নিয়ে আসে। কোন রাষ্ট্র, সরকার বা স্বার্বভৌম শক্তি তাকে এসব প্রদান করে না। মানুষের জীবনটাও কোন রাজনৈতিক বা সামাজিক প্রতিষ্ঠানের দান নয়। অতএব রাষ্ট্র, সরকার বা অন্য কোন শক্তি মানুষের এসকল অধিকার কেড়ে নেয় তাহলে প্রকারান্তরে সে তার মনুষ্যত্বই কেড়ে নিল, হরণ করল তার মানবিক বৈশিষ্ট্য। এ অধিকারগুলো মুনুষের অবিচ্ছেদ্য এবং অন্তর্নিহিত। এ সকল অধিকার থেকে মানুষকে পৃথক করার কোন উপায় নেই। অতএব মানবাধিকার বলতে সেই অধিকার বুঝায় যে অধিকার নিয়ে মানুষ জন্মায় এবং যে অধিকার অর্জিত হলে মানুষ পূর্ণভাবে বিকশিত হতে পারে। সৃষ্টির সেরা মানুষ, আর মানুষের শ্রেষ্ঠত্বের শিখরে উঠতে দরকার মানবাধিকার । মানবাধিকার ছাড়া মানুষের পূর্ণতা আসে না, মানুষ পরিপূর্ণরূপে মানুষ হয়ে উঠতে পারে না।

লক্ষণীয় যে, আজকাল অধিকার শব্দের ব্যবহার হচ্ছে অত্যন্ত ব্যাপকভাবে। অবশ্য এক এক জন শব্দটিকে এক একভাবে ব্যবহার করছেন। মানবাধিকারে যে অধিকারের কথা বলা হয়েছে সেটি শুধু আইনগত অধিকার। যে অধিকারের ভিত্তি আইন তাকেই আইনগত অধিকার বলা যায়। যেখানে আইন নেই সেখানে আইনগত অধিকারের কোনো প্রশ্নই আসে না। আবার যে সকল দেশে আইন আছে সেসকল দেশেও আইনগত অধিকার যে একই রকম তা কিন্তু নয়। দেশে দেশে আইনের যেমন পার্থক্য আছে তেমনি পার্থক্য আছে আইনগত অধিকারেরও। আইনের পার্থক্য আইনগত অধিকারের পার্থক্যকেও চিহ্নিত করে। কোন কোন ক্ষেত্রে অধিকারের প্রকৃতি যদিও বিভিন্ন রকম হতে পারে তথাপি কিছু কিছু অধিকার সকল দেশে সকল রকম মানুষের ক্ষেত্র বিশেষে অভিন্ন ৷ বিশ্ব মানবাধিকার রক্ষায়, প্রতিবছর ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়।

Related Sub Categories