সমাজসেবা অধিদপ্তর || হাউজ প্যারেন্ট কাম টিচার/ সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (20-11-2020) || 2020

All

সকল বিষয়

অর্থসহ বাক্য রচনা করুন
1.

আক্কেল সেলামি

Created: 8 months ago | Updated: 1 day ago

আক্কেল সেলামি (নির্বুদ্ধিতার দণ্ড): বিনা টিকেটে টেনে চড়ে আক্কেল সেলামি দিতে হলো।

অর্থসহ বাক্য রচনা করুন
2.

একাদশে বৃহস্পতি

Created: 8 months ago | Updated: 23 hours ago

একাদশে বৃহস্পতি (সৌভাগ্যের বিষয়): এখন তার একাদশে বৃহস্পতি, ধুলোমুঠোও সোনামুঠো হচ্ছে।

অর্থসহ বাক্য রচনা করুন
3.

গড্ডালিকা প্রবাহ

Created: 8 months ago | Updated: 1 month ago

গড্ডলিকা প্রবাহ (অন্ধ অনুকরণ): গড্ডলিকা প্রবাহে যারা গা ভাসিয়ে দেয়, আমি তাদের দলে নেই।

অর্থসহ বাক্য রচনা করুন
4.

জিলাপীর প্যাঁচ

Created: 8 months ago | Updated: 1 day ago

জিলাপীর প্যাচ (কুটিলতা): ভালো মানুষ মনে হলেও তার ভেতরে রয়েছে জিলাপীর প্যাচ।

অর্থসহ বাক্য রচনা করুন
5.

গোঁফ খেজুরে

Created: 8 months ago | Updated: 1 day ago

গোঁফ খেজুরে (নিতান্ত অলস): গোঁফ খেজুরে লোক দিয়ে কোনো কাজই হয় না ।

এক কথায় প্রকাশ করুন:
6.

ঈষৎ আমিষ গন্ধ যার

Created: 8 months ago | Updated: 1 day ago

ঈষৎ আমিষ গন্ধ যার = আঁষটে।

এক কথায় প্রকাশ করুন:
7.

যে পুরুষ বিয়ে করেছে

Created: 8 months ago | Updated: 1 day ago

যে পুরুষ বিয়ে করেছে = কৃতদার।

এক কথায় প্রকাশ করুন:
8.

যে মেয়ের বিয়ে হয়নি

Created: 8 months ago | Updated: 1 day ago

যে মেয়ের বিয়ে হয়নি = অনূঢ়া।

এক কথায় প্রকাশ করুন:
9.

যে ক্রমাগত রোদন করছে

Created: 8 months ago | Updated: 1 day ago

যে ক্রমাগত রোদন করছে = রোরুদ্যমান।

এক কথায় প্রকাশ করুন:
10.

যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে

Created: 8 months ago | Updated: 1 day ago

যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে = অবিমৃষ্যকারী।

কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
11.

ডাক্তার ডাক

Created: 8 months ago | Updated: 2 weeks ago

ডাক্তার ডাক = কর্মে শূন্য ।

কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
12.

তিলে তৈল আছে

Created: 8 months ago | Updated: 1 day ago

তিলে তৈল আছে = অধিকরণে ৭মী।

কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
13.

আকাশে চাঁদ উঠেছে

Created: 8 months ago | Updated: 2 weeks ago

আকাশে চাঁদ উঠেছে = অধিকরণে ৭মী ।

কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
14.

মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন

Created: 8 months ago | Updated: 1 month ago

মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন = মা প্রযোজক কর্তা (কর্তৃকারকে প্রথমা বা শূন্য বিভক্তি)।
মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত  ত করে তা সম্পন্ন করায়, তখন তাকে প্রযোজক কর্তা বলে ।
যেমনঃ শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন । আবার, মূল কর্তার করণীয় কার্য যাকে দিয়ে সম্পাদিত হয়, তাকে প্রযোজ্য কর্তা বলে। ওপরের বাক্যে 'ছাত্র' প্রযোজ্য কর্তা অনুরূপঃ রাখাল (প্রযোজক); গরুকে (প্রযোজ্য কর্তা) ঘাস খাওয়া ইত্যাদি 

কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
15.

বিপদে মোরে করবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা

Created: 8 months ago | Updated: 1 month ago

বিপদে মোরে করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা = অপাদানে ৭মী ।

সন্ধি বিচ্ছেদ করুন:
16.

অত্যুক্তি 

Created: 8 months ago | Updated: 2 weeks ago

অত্যুক্তি = অতি + উক্তি 

সন্ধি বিচ্ছেদ করুন:
17.

গবেষণা

Created: 8 months ago | Updated: 2 days ago

গবেষণা = গো + এষণা ।

সন্ধি বিচ্ছেদ করুন:
18.

স্বাগত

Created: 8 months ago | Updated: 23 hours ago

স্বাগত = সু + আগত ।

সন্ধি বিচ্ছেদ করুন:
19.

সংলাপ

Created: 8 months ago | Updated: 1 month ago

সংলাপ = সম্ + লাপ ৷ 

সন্ধি বিচ্ছেদ করুন:
20.

পদ্ধতি

Created: 8 months ago | Updated: 1 month ago

পদ্ধতি = পদ্ + হতি ।

Make Sentences with the following :
21.

In lieu of

Created: 8 months ago | Updated: 1 day ago

In lieu of (পরিবর্তে): He came in lieu of his brother.

Make Sentences with the following :
22.

By fits and starts

Created: 8 months ago | Updated: 22 hours ago

By fits and starts (অনিয়মিতভাবে): Never read this book by fits and starts; be serious.

Make Sentences with the following :
23.

At large

Created: 8 months ago | Updated: 2 weeks ago

At large (এটি Adjective যার অর্থ স্বাধীনভাবে): Dense clouds roam about at large in the sky.

Make Sentences with the following :
24.

Safe and sound

Created: 8 months ago | Updated: 21 hours ago

Safe and sound (নিরাপদে ও অক্ষতশরীরে): One week later, the hikers were found safe and sound.

Make Sentences with the following :
25.

Red letter day

Created: 8 months ago | Updated: 1 day ago

A red letter day (স্মরণীয় দিন): 30 December is a red letter day in my life.

Created: 8 months ago | Updated: 2 weeks ago

আমি ঢাকার টিকেট কিনেছি। 

= I have bought a ticket for Dhaka.

Created: 8 months ago | Updated: 1 month ago

আমি সাত বছর যাবৎ ওকালতি করছি। 

=I have been pleading since seven years.

Created: 8 months ago | Updated: 1 month ago

আমি যদি রাজা হতাম। 

= If I were a king.

Created: 8 months ago | Updated: 2 weeks ago

অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়। 

=  Death is preferable to dishonor.

রমনা পার্কের প্রাকৃতিক দৃশ্য বড়ই মনোরম। → The natural scenery of Ramna Park is very attractive.

Correct the Following Sentence:
31.

I was borne in Bangladesh

Created: 8 months ago | Updated: 1 day ago

I was borne in Bangladesh.

= I was born in Bangladesh. বাক্যের অর্থঃ আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি।

Correct the Following Sentence:
32.

There were six student in the class

Created: 8 months ago | Updated: 3 weeks ago

There were six student in the class.

= There were six students in the class . বাক্যের অর্থঃ শ্রেণিতে ৬ জন ছাত্র-ছাত্রী আছে।

Correct the Following Sentence:
33.

He bought many salt and sugar

Created: 8 months ago | Updated: 2 days ago

He bought many salt and sugar.

= He bought much salt and sugar. বাক্যের অর্থঃ সে প্রচুর লবণ ও চিনি কিনেছিল ।

Correct the Following Sentence:
34.

He made an insulted remarks about her.

Created: 8 months ago | Updated: 1 month ago

He made an insulted remarks about her.

= He made an insulted remark on her. বাক্যের অর্থঃ সে তার সম্মানে অপমানজনক মন্তব্য করেছে।

Correct the Following Sentence:
35.

Swim is a good exercise

Created: 8 months ago | Updated: 1 day ago

Swim is a good exercise.

= Swimming is a good exercise. বাক্যের অর্থঃ সাঁতার একটি ভালো ব্যায়াম ।

Fill in the blanks with appropriate preposition:
36.

I am tired ___its monotonous job.

Created: 8 months ago | Updated: 1 day ago

I am tired of this monotonous job.  বাক্যের অর্থঃ এই একঘেয়েমীপূর্ণ কাজে আমি ক্লান্ত ।

Fill in the blanks with appropriate preposition:
37.

Please abide ___the rules

Created: 8 months ago | Updated: 2 days ago

Please abide by the rules.  বাক্যের অর্থঃ দয়া করে নিয়মাবলী মেনে চলুন 

Fill in the blanks with appropriate preposition:
38.

He stares me ____ the face

Created: 8 months ago | Updated: 2 weeks ago

He stares me in the face.  Stare on in the face অর্থ কারো মুখের দিকে তাকিয়ে থাকা ।

বাক্যের অর্থঃ সে আমার মুখের দিকে তাকায় 

Fill in the blanks with appropriate preposition:
39.

The pen is ___the table

Created: 8 months ago | Updated: 23 hours ago

The pen is on the table. বাক্যের অর্থঃ টেবিলের উপর কলম রয়েছে।

Fill in the blanks with appropriate preposition:
40.

Do not laugh ____the poor.

Created: 8 months ago | Updated: 2 days ago

Do not laugh at the poor. বাক্যের অর্থঃ গরীবদের উপহাস করো না ।

দেওয়া আছে, a+b+c=2

a+b+c2=22 a2+b2+c2 +2ab+2bc + 2ac = 4 a2+b2+c2 +2 ab+bc+ac =4 a2+b2+c2 + 2×1=4 a2+b2+c2  =2

প্রদত্তরাশিমালা,

 (a + b)2 + (b + c)2 + (c + a)2 = a2 + 2ab + b2 + b2 + 2bc+c2 + c2 + 2ac + a2 = 2a2 + 2b2 + 2c2 + 2ab+2bc + 2ac = 2 a2+b2 +c2 +2 ab+bc + ac = 2×2 + 2×1 = 4+2 =6 answer

ধরি, বেঞ্চ আছে x টি

প্রতি বেঞ্চে ৪ জন করে বসলে ৩ টি বেঞ্চ খালি থাকে।

শ্রেণীতে ছাত্র সংখ্যা = ৪ (x - ৩) জন

কিন্তু প্রতি বেঞ্চে ৩ জন করে বসলে ৬ জন করে দাঁড়িয়ে থাকে 

∴ শ্রেণির ছাত্র সংখ্যা = ৩x + ৬

প্রশ্নমতে, ৪(x - ৩) = ৩x + ৬

⇒ 8x - ১২ = ৩x + ৬

⇒ 8x - ৩x = ৬ + ১২

∴ x = ১৮

∴ ছাত্রসংখ্যা = ৪ ( x - ৩) জন = ৪ ( ১৮ - ৩) জন =  ×  = ৬০ জন

সংজ্ঞা লিখুন:
43.

অতিভুজ

Created: 8 months ago | Updated: 2 days ago

অতিভুজঃ সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ।

সংজ্ঞা লিখুন:
44.

রম্বস

Created: 8 months ago | Updated: 2 days ago

রম্বসঃ যে চতুর্ভুজের সব বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে। 

সংজ্ঞা লিখুন:
45.

সামান্তরিক

Created: 8 months ago | Updated: 1 day ago

সামান্তরিকঃ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, তাকে সামান্তরিক বলে ।

সংজ্ঞা লিখুন:
46.

আয়তক্ষেত্র

Created: 8 months ago | Updated: 23 hours ago

আয়তক্ষেত্রঃ সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে, তাকে আয়তক্ষেত্র বলে। উল্লেখ্য, সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে, সব কোণই সমকোণ হয় ।

সংজ্ঞা লিখুন:
47.

সমকোণী ত্রিভুজ

Created: 8 months ago | Updated: 3 days ago

সমকোণী ত্রিভূজঃ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভূজ এবং সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের একটিকে ভূমি এবং অপরটিকে উন্নতি কোণ বলা হয়।

১৯৬৬ সালের ৫ থেকে ৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধু ৫ ফেব্রুয়ারি বাঙ্গালি জাতির মুক্তির সনদ ঐতিহাসিক ৬ দফা পেশ করেন এবং এই কর্মসূচীকে পূর্ব পাকিস্তানের মুক্তির সনদ বলে অভিহিত করেন। ৬ দফাঃ

ক) পাকিস্তান রাষ্ট্রের প্রকৃতি ৷
খ) কেন্দ্রীয় সরকারের ক্ষমতা।
গ) মুদ্রা সংক্রান্ত বিষয় ৷
ঘ) খাজনা ধার্য ও সংগ্রহের বিষয়।
ঙ) আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষমতা
চ) প্যারা মিলিশিয়া বাহিনী গঠন ।

উল্লেখ্য, ঐতিহাসিক ৬ দফা দিবস ৭ জুন।

অন্নদাশঙ্কর রায় ১৯৭১ সালের ২২শে জুলাই বঙ্গবন্ধুকে নিয়ে লেখেন বিখ্যাত কবিতা ‘যতদিন রবে ………… শেখ মুজিবুর রহমান'। তাঁর বিখ্যাত ভ্রমণকাহিনীগুলো হলো ‘পথে প্রবাসে', ‘ইউরোপের চিঠি' এবং তাঁর লেখা প্রথম উপন্যাস ‘অসমাপিকা’।

ইউনেস্কোর ৩০তম সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ১৭ নভেম্বর, ১৯৯৯ সালে । উল্লেখ্য, জাতিসংঘ ৫ ডিসেম্বর, ২০০৮ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ।

Created: 8 months ago | Updated: 2 weeks ago

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা উপাধিপ্রাপ্ত হন ৩৩৯ জন নারী। উল্লেখ্য, স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য তারামন বিবি ও ডাঃ সিতারা বেগম কে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়।

নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:
52.

‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রের কে ছিলেন?

Created: 8 months ago | Updated: 1 month ago

ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র 'জীবন থেকে নেয়া' পরিচালক হলেন জহির রায়হান। তাঁর পরিচালিত আরেকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র 'কখনো আসেনি' ১৯৬১ সালে মুক্তি পায় ৷

Created: 8 months ago | Updated: 1 month ago

বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য ছিল 'যুদ্ধাপরাধীসহ অন্যান্য গণবিরোধীদের বিচার নিশ্চিত করা । প্রথম সংশোধনী উত্থাপন করা হয় ১২ জুলাই ১৯৭৩ সালে এবং পাস হয় ১৫ জুলাই ১৯৭৩ সালে আর রাষ্ট্রপতি অনুমোদন করেন ১৭ জুলাই ১৯৭৩ সালে ।

Related Sub Categories