১৯৬৬ সালের ৫ থেকে ৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধু ৫ ফেব্রুয়ারি বাঙ্গালি জাতির মুক্তির সনদ ঐতিহাসিক ৬ দফা পেশ করেন এবং এই কর্মসূচীকে পূর্ব পাকিস্তানের মুক্তির সনদ বলে অভিহিত করেন। ৬ দফাঃ
ক) পাকিস্তান রাষ্ট্রের প্রকৃতি ৷
খ) কেন্দ্রীয় সরকারের ক্ষমতা।
গ) মুদ্রা সংক্রান্ত বিষয় ৷
ঘ) খাজনা ধার্য ও সংগ্রহের বিষয়।
ঙ) আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষমতা
চ) প্যারা মিলিশিয়া বাহিনী গঠন ।
উল্লেখ্য, ঐতিহাসিক ৬ দফা দিবস ৭ জুন।
'যতকাল রবে পদ্মা যমুনা
গৌরি মেঘনা বহমান
ততকাল রবে কীর্তি তোমার
শেখ মুজিবুর রহমান' । উক্তিটি কার?
অন্নদাশঙ্কর রায় ১৯৭১ সালের ২২শে জুলাই বঙ্গবন্ধুকে নিয়ে লেখেন বিখ্যাত কবিতা ‘যতদিন রবে ………… শেখ মুজিবুর রহমান'। তাঁর বিখ্যাত ভ্রমণকাহিনীগুলো হলো ‘পথে প্রবাসে', ‘ইউরোপের চিঠি' এবং তাঁর লেখা প্রথম উপন্যাস ‘অসমাপিকা’।
২১ ফেব্রুয়ারি কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করে?
ইউনেস্কোর ৩০তম সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ১৭ নভেম্বর, ১৯৯৯ সালে । উল্লেখ্য, জাতিসংঘ ৫ ডিসেম্বর, ২০০৮ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা উপাধিপ্রাপ্ত কতজন নারী?
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা উপাধিপ্রাপ্ত হন ৩৩৯ জন নারী। উল্লেখ্য, স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য তারামন বিবি ও ডাঃ সিতারা বেগম কে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়।
‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রের কে ছিলেন?
ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র 'জীবন থেকে নেয়া' পরিচালক হলেন জহির রায়হান। তাঁর পরিচালিত আরেকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র 'কখনো আসেনি' ১৯৬১ সালে মুক্তি পায় ৷
বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল?
বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য ছিল 'যুদ্ধাপরাধীসহ অন্যান্য গণবিরোধীদের বিচার নিশ্চিত করা । প্রথম সংশোধনী উত্থাপন করা হয় ১২ জুলাই ১৯৭৩ সালে এবং পাস হয় ১৫ জুলাই ১৯৭৩ সালে আর রাষ্ট্রপতি অনুমোদন করেন ১৭ জুলাই ১৯৭৩ সালে ।