মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর || অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর (12-03-2021) || 2021

All

সকল বিষয়

অর্থসহ বাক্য রচনা করুন:
1.

কৃষ্ণের জীব

Created: 2 months ago | Updated: 8 hours ago

কৃষ্ণের জীব (দুর্বল ও অসহায় ব্যক্তি) = এরকম কৃষ্ণের জীব দিয়ে আমার চলবে না।

অর্থসহ বাক্য রচনা করুন:
2.

খড়ি পাতা

Created: 2 months ago | Updated: 3 days ago

খড়ি পাতা (জ্যোতিষের গণনা করা) = খড়ি পাতা অনুযায়ী সবসময় কাজ হয় না।

অর্থসহ বাক্য রচনা করুন:
3.

গঙ্গাজলে গঙ্গাপূজা

Created: 2 months ago | Updated: 3 days ago

গঙ্গাজলে গঙ্গাপূজা (কোনোরূপ আয়াস বা অর্থ ব্যয় না করে উদ্দেশ্য সিদ্ধ করা) = এখন তো বড় চাকরি করো, তাই তোমার জন্য গঙ্গা জলে গঙ্গা পুজো শোভা পায় না।

অর্থসহ বাক্য রচনা করুন:
4.

গন্ধমাধব বহিয়া আনা

Created: 2 months ago | Updated: 3 days ago

গন্ধমাধব বহিয়া আনা (অবাস্তব বিষয়ের অবতারণা) = প্রশ্নে চেয়েছে কি, আর তুমি গল্পটা আগাগোড়া লিখেছো কি, যেন একেবারে গন্ধমাধব বয়ে এনেছো।

অর্থসহ বাক্য রচনা করুন:
5.

ঘণ্টা গরুড়

Created: 2 months ago | Updated: 3 days ago

ঘণ্টা গরুড় (অকর্মণ্য লোক) = ঘণ্টা গরুড় হলো সমাজের বোঝা।

শুদ্ধ করে লিখুন:
6.

পানিনি

Created: 2 months ago | Updated: 3 days ago

পানিনি = পাণিনি ।

শুদ্ধ করে লিখুন:
7.

ভগবত

Created: 2 months ago | Updated: 3 days ago

ভগবত = ভগবতী।

শুদ্ধ করে লিখুন:
8.

মূর্ধন্য

Created: 2 months ago | Updated: 3 days ago

মূর্ধন্য = মূর্ধন্য ।

শুদ্ধ করে লিখুন:
9.

লাঘবতা

Created: 2 months ago | Updated: 3 days ago

লাঘবতা = লাঘব ।

শুদ্ধ করে লিখুন:
10.

রূপসী

Created: 2 months ago | Updated: 3 days ago

রূপসী = রূপসি (প্রচলিত বানান হলো 'রুপসী')।

Kazi Nazrul Islam is a poet of humanity, He is a rebel poet. He is a poet of love. He is a poet of beauty. He is a soldier poet. He is a poet of young or old aged persons irrespective of caste and creed. He is also my favorite poet.

= কাজী নজরুল ইসলাম হলেন মানবতার কবি। তিনি বিদ্রোহী কবি। তিনি ভালোবাসার কবি। তিনি সৌন্দর্যের কবি। তিনি সৈনিক কবি। তিনি যুবক-বৃদ্ধ নির্বিশেষে ধর্ম-বর্ণ সব মানুষের কবি। তিনি আমারও প্রিয় কবি।

বিপরীত শব্দ লিখুন
12.

ক্ষিপ্র

Created: 2 months ago | Updated: 3 days ago

ক্ষিপ্র = মন্থর।

বিপরীত শব্দ লিখুন
13.

খেদ

Created: 2 months ago | Updated: 3 days ago

খেদ = অখেদ / হর্ষ।

বিপরীত শব্দ লিখুন
14.

চূর্ণ

Created: 2 months ago | Updated: 3 days ago

চূর্ণ = অচূর্ণ ।

বিপরীত শব্দ লিখুন
15.

জ্বলন

Created: 2 months ago | Updated: 3 days ago

জ্বলন = নির্বাপণ ।

বিপরীত শব্দ লিখুন
16.

জঙ্গম

Created: 2 months ago | Updated: 3 days ago

জঙ্গম = স্থাবর।

                                                                                                                              সাইবার অপরাধ

সাইবার ক্রাইম এর আরেকটি নাম হলো কম্পিউটার অপরাধ অর্থাৎ কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করে অপরাধমূলক কর্মকান্ড করা হয় ৷ 

সাইবার ক্রাইম একটি অপরাধমূলক পন্থা যেটি ব্যবহার করে মানুষের ব্যক্তিগত তথ্য, গোপনীয় ব্যবসায়িক তথ্য, সরকারি তথ্য চুরি করতে এবং কোনো ডিভাইসকে অক্ষম করতে সক্ষম। বর্তমান সময়ে সাইবার ক্রাইম করে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট থেকে কয়েক মিলিয়ন ডলার চুরি করা হচ্ছে প্রতিনিয়ত। তাছাড়াও সাইবার ক্রাইম এর মাধ্যমে কম্পিউটারে ভাইরাস তৈরি ও বিতরণ করা বা ইন্টারনেটে গোপনীয় ব্যবসায়ের তথ্য পোস্ট করার মতো কর্মকান্ড করার ক্ষমতা রাখে। 

যারা সাইবার অপরাধ করেন তারা সাইবার অপরাধী বা সাইবার ক্রিমিনাল নামে পরিচিত। 

বর্তমান সময়ে প্রযুক্তি আরও সহজলভ্য হওয়ার কারণে সাইবার ক্রাইম কর্মকাণ্ডটি আরও বৃদ্ধি পাচ্ছে। অনলাইনে এবং পেপার-পত্রিকায় প্রতিদিনই দেখতে পাওয়া যায় এই ভয়াবহ হয়রানির স্বীকার। তাছাড়াও সাইবার অপরাধীরা দিন দিন আরও বড় ধরনের কর্মকাণ্ড করছে যেগুলো ধারণার বাইরে, যেমন বিশ্বের বড় বড় ব্যাংকগুলোকে হ্যাক করে মিলিয়ন মিলিয়ন ডলার হাতিয়ে নিচ্ছে । 

সাইবার ক্রাইম এর কয়েকটি উদাহরণঃ 

  • গোপনীয় তথ্য চুরি করা একটি সাধারণ কাজ সাইবার ক্রিমিনালদের জন্য। 
  • ডেটা বা অ্যাপ্লিকেশনটিতে আদেশ ছাড়া অ্যাক্সেস বা পরিবর্তন করার ক্ষমতা রাখে । 
  • কারও ক্রেডিট কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ ব্যয় করার মতো ক্ষমতা রাখে। 
  • কম্পিউটারে ভাইরাস বা ম্যালওয়্যার ছড়িয়ে বা পাঠিয়ে কার্যক্রম ব্যহত করতে পারে । 

ব্যক্তিগত লাভ অর্জনের জন্য বা কারো ক্ষতিসাধন করার জন্য কারও নামে নকল অ্যাকাউন্ট ব্যবহার করে অপ্রত্যাশিত কর্মকাণ্ড ছড়িয়ে থাকে ৷জনসাধারণের নিকট এমন কন্টেন্ট পোস্ট করে যা অসম্ভষ্টকর বা অশান্তি সৃষ্টি করে এবং মানুষের অনুভূতিকে আঘাত করতে পারে। 

সাইবার ক্রাইম এর প্রকারভেদঃ

১. DDoS আক্রমণ। এটি এমন একটি পদ্ধতি যেখানে কোনো অনলাইন সার্ভিস বা ওয়েবসাইটে অতিরিক্ত ট্রাফিক পাঠিয়ে নেটওয়ার্কটির কার্যক্রম নামিয়ে ফেলে এবং কম্পিউটারে প্রচুর পরিমাণে ম্যালওয়্যার জমা করে। নেটওয়ার্কটি ডাইন হয়ে যাওয়ার পরে হ্যাকার সিস্টেম হ্যাক করে। 

১. ফিশিংঃ ফিশিং পদ্ধতিটি ব্যবহার করে ব্যবহারকারীর ব্যক্তিগত বা গোপনীয় তথ্য পাওয়া যায়। যেমন: ব্যাংক অথবা ক্রেডিট কার্ডের তথ্য হতে পারে। 

৩. পরিচয় প্রতারণা/ Identity Theft এই পদ্ধতি ব্যবহার করে হ্যাকার ব্যবহারকারীর গোপনীয় তথ্য অ্যাক্সেস করতে স্বাস্থ্য বীমা জালিয়াতিতে অংশ নিতে পারে। হ্যাকাররা ব্যবহারকারীর পাসওয়ার্ড এবং সোশ্যাল মিডিয়া সন্ধান কর ব্যবহারকারীর তথ্য চুরি করে থাকে। 

৪. সাইবার বুলিং: সাইবার বুলিং হলো ইন্টারনেট সংযোগের মাধ্যমে কাউকে হুমকি, অপমান, অপ্রীতিকর কথাবার্তা। বিভিন্নভাবে হয়রানি করা হয়। বর্তমানে এরকম অপরাধ বেশিরভাগই দেখা যায়, এগুলো বেশিরভাগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়ে থাকে। 

৫. হ্যাকিং: হ্যাকিং এর মাধ্যমে হ্যাকাররা খুব সহজেই আপনার সিস্টেমে আপনার অনুমতি ব্যতীত প্রবেশ করে এবং ইচ্ছামত ডাটা চুরি করতে পারে। 

৬. অনলাইন কেলেঙ্কারী: এ পদ্ধতির মাধ্যমে অনলাইনে প্রলুব্ধকর অফার বা লোভনীয় বিজ্ঞাপন দিয়ে থাকে কিন্তু আপনি যখন এগুলোতে ক্লিক করবেন তখন ম্যালওয়্যার তথ্যকে হস্তক্ষেপ করতে পারে। এভাবে হ্যাকাররা অনলাইনে কেলেঙ্কারী করে থাকে। 

কীভাবে সাইবার ক্রাইম রোধ করা যায়: 

  • আপনি যে বিষয় সম্পর্কে জানেন না অর্থাৎ অজানা উৎস থেকে কিছু ডাউনলোড করবেন না। 
  • সবসময় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন আপনার সিস্টেমে। 
  • প্রতিনিয়ত আপনার সফ্টওয়্যার আপডেট রাখুন। 
  • কোনও ব্যক্তিগত তথ্য প্রবেশের আগে আপনি বৈধ ওয়েবসাইটে রয়েছেন কিনা তা পরীক্ষা করে দেখুন। 
  • আপনার সামাজিক মিডিয়া সঠিকভাবে পরিচালনা করুন অর্থাৎ আপনার সকল তথ্য যেন হ্যাকাররা না পায় সেজন্য কিছু তথ্য প্রাইভেসি রাখুন। 
  • ভিপিএন ব্যতীত এনক্রিপ্ট না করা পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করবেন না। 
  • পর্ন সাইটগুলিতে এমন ভাইরাস রয়েছে যা আপনার ফোন / কম্পিউটারে হ্যাক করতে পারে এবং আপনার ব্যাংক। অ্যাকাউন্টের পাসওয়ার্ডের মতো সংবেদনশীল তথ্যে অ্যাক্সেস পেতে পারে। তাই এই সাইটগুলোতে যাওয়া খুবই তথ্য সম্পর্কিত ঝুঁকি থাকে। 
  • আপনার মোবাইল নম্বর সামাজিক মিডিয়া বা সন্দেহজনক বা অজানা ওয়েবসাইটগুলিতে শেয়ার করবেন না। 
  • ফোন থেকে সমস্ত অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন ডিলিট করে ফেলুন। 
  • আপনার ডিভাইসটি বিক্রি করার আগে আপনার সংবেদনশীল অ্যাপ্লিকেশনগুলি এবং ফোনটিকে ফরম্যাট করে নিন। 

এগুলো মানার মাধ্যমে আপনি খুব সহজেই সাইবার ক্রাইম থেকে রক্ষা পেতে পারবেন।

Fill in the gap with appropriate word (s):
18.

It looks--she will start crying.

Created: 2 months ago | Updated: 3 days ago

It looks as if she will start crying. 

বাক্যের অর্থঃ মনে হচ্ছে যেন সে কান্না শুরু করবে।

Fill in the gap with appropriate word (s):
19.

I shall adhere--my plan.

Created: 2 months ago | Updated: 3 days ago

I shall adhere to my plan.

বাক্যের অর্থঃ আমি আমার পরিকল্পনায় অটল থাকবো

Fill in the gap with appropriate word (s):
20.

I wish I--a philosopher.

Created: 2 months ago | Updated: 3 days ago

I wish I । were a philosopher.

বাক্যের অর্থঃ আমি যদি দার্শনিক হতাম ।

Fill in the gap with appropriate word (s):
21.

The child cried for--mother.

Created: 2 months ago | Updated: 3 days ago

The child cried for its mother.

বাক্যের অর্থঃ শিশুটি তার মায়ের জন্য কেঁদেছিল।

Fill in the gap with appropriate word (s):
22.

The man was accused--murder.

Created: 2 months ago | Updated: 3 days ago

The man was accused of murder.

বাক্যের অর্থঃ লোকটি খুনের দায়ে অভিযুক্ত হলো।

Created: 2 months ago | Updated: 3 days ago

                                                                            "Bangabandhu's Speech of 7th March"

The 7 March Speech of Bangabandhu was a speech given by Sheikh Mujibur Rahman, the founding father of Bangladesh on 7 March, 1971 at the Ramna Race Course Maidan in Dhaka to a gathering of over 10 lakh (1,000,000) people. It was delivered during a period of escalating tensions between East Pakistan and the powerful political and military establishment of West Pakistan. In the speech, Rahman proclaimed: "The struggle this time, is the struggle for our freedom! The struggle this time is the struggle for our independence!" He announced a civil disobedience movement in the province, calling for "every house to turn into a fortress". The speech inspired the Bengali people to prepare for a war of independence amid widespread reports of armed mobilisation by West Pakistan. The Bangladesh Liberation War began 18 days later when the Pakistan Army launched Operation Searchlight against Bengali civilians, intelligentsia, students, politicians, and armed personnel. On 30 October 2017, UNESCO added the speech in the Memory of the World Register as a documentary heritage.

Write down synonyms of the following words:
24.

Velocity

Created: 2 months ago | Updated: 3 days ago

Velocity (দ্রুতি;গতি) a Synonym হলো Speed, Rate, Rapidity, Pace, Haste.

Write down synonyms of the following words:
25.

Rudimentary

Created: 2 months ago | Updated: 3 days ago

Rudimentary (প্রাথমিক; প্রারম্ভিক) এর Synonym হলো Basic, Elementary, Simple, Undeveloped.

Write down synonyms of the following words:
26.

Cease

Created: 2 months ago | Updated: 3 days ago

Cease (ক্ষান্ত হওয়া বা বিরত হওয়া; থামা) এর Synonym হলোঃ Stop, Finish, End Come to end.

Write down antonyms of the following words:
27.

Vice

Created: 2 months ago | Updated: 3 days ago

Vice (কুঅভ্যাস) এর Antonym হলোঃ Virtue.

Write down antonyms of the following words:
28.

Scanty

Created: 2 months ago | Updated: 3 days ago

Scanty (অপ্রতুল; অপর্যাপ্ত) এর Antonym হলোঃ Abundant.

Make sentences with the following phrases/idioms with meaning in Bangla:
29.

Add insult to Please do not add

Created: 2 months ago | Updated: 3 days ago

Add insult to Please do not add (কাটা ঘায়ে নুনের ছিটা) = Please do not add insult to my grievance.

Make sentences with the following phrases/idioms with meaning in Bangla:
30.

Above one's head

Created: 2 months ago | Updated: 3 days ago

Above one's head (বুঝা দুঃসাধ্য) = Do not talk above one's head.

Make sentences with the following phrases/idioms with meaning in Bangla:
31.

Get by heart

Created: 2 months ago | Updated: 3 days ago

Get by heart (মুখস্থ করা) = Get this surah by your heart.

Make sentences with the following phrases/idioms with meaning in Bangla:
32.

Read between the lines

Created: 2 months ago | Updated: 3 days ago

Read between the lines (অর্ন্তনিহিত অর্থ বুঝা; তাৎপর্য বোঝা) = If you read his letter between the lines. you will find that he has no faith in my honesty.

Make sentences with the following phrases/idioms with meaning in Bangla:
33.

Maiden speech

Created: 2 months ago | Updated: 3 days ago

Maiden Speech (পার্লামেন্টে নবাগত সদস্যের প্রথম ভাষণ) = The maiden speech delivered by the Omor Faruk astonished everyone.

Created: 2 months ago | Updated: 1 day ago

তাঁর জন্য জায়গা করে দাও।

= Make room for him.

Created: 2 months ago | Updated: 3 days ago

সে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল।

 = He found himself at his wits end.

Created: 2 months ago | Updated: 3 days ago

সুন্দরেরা যা করে তাই সুন্দর।

= What beauties do is beautiful.

Created: 2 months ago | Updated: 3 days ago

কর্তৃপক্ষ তাঁকে তিরস্কার করল।

= The authority reprimanded him.

Created: 2 months ago | Updated: 3 days ago

নদীর তীরে এক কুটিরে তার বাস।

= He lives in a hut on the river bank.

১৫% লাভে দ্রব্যটির বিক্রয়মূল্য = ২৮০ এর ১১৫% = ৩২২ টাকা

এখন, ৮% কমিশনে দ্রব্যটির বিক্রয়মূল্য = ১০০-৮ =৯২ টাকা

৯২ টাকা বিক্রয়মূ্ল্য হলে ধার্যমূল্য = ১০০ টাকা

৩২২ টাকা বিক্রয়মূল্য হলে ধার্যমূল্য  =×= টাকা

সরল সুদে: I =pnr           [I = সুদ p = আসল n = বছর r = সুদের হার]

10%  সরল সুদে 1000 টাকার 3 বছরের সরল সুদ = I=pnr100=1000×10×3100=300 টাকা

আবার, 10% হার সুদে 1000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদাসল,

=C=P(1+r100)nটাকা

=100(1+10100)3=1000(1+110)3=1000(1110)3=1000(1.1)3 টাকা

=1000×1.331=1331 টাকা

 চক্রবৃদ্ধি সুদ = (1331-1000)= 331 টাকা। অতএব চক্রবৃদ্ধি সরল সুদের  পার্থক্য  = 331-300= 31 টাকা।

এখানে, সাধারণ অনুপাত, r = 2; a = 12. n তম পদ = arn-1

শর্তমতে, arn-1=82

=12×2n-1=82 =(2)-1×(2)n-1=(2)7             [82=2×2×2×2=(2)7]  =(2)n-2=(2)7 =n-2=7 n=9

Created: 2 months ago | Updated: 3 days ago

Given that, 125(5)2x=1

=53×(512)2x=1 =53×5x=1 =53+x=5° =3+x=0 x=-3

Created: 2 months ago | Updated: 3 days ago

Space Research and Remote Sensing Organization (বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান)।

মেজর জেমস্ রেনেল (যুক্তরাজ্য)। উল্লেখ্য, ১ জানুয়ারি ১৭৬৭ সালে 'Bengal Survey" নামে প্রতিষ্ঠানের মাধ্যমে জেমস্ রেনেল সর্বপ্রথম ভারতের মানচিত্র অঙ্কন করেন, যা ১৯৪৭ সাল পর্যন্ত বলবৎ ছিলো। পরবর্তীতে ১৯৭১ সালে স্বাধীনতা-পরবর্তী এই প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে 'Survey of Bangladesh' রাখা হয়।

বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক সৈয়দ আলী আহসান।

মুজিবনগর স্মৃতি সৌধের স্থপতি তানভীর কবির। মুজিবনগর স্মৃতিসৌধ মেহেরপুর জেলার মুজিবনগরে অবস্থিত। মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের অস্থায়ী সরকার যেখানে গঠিত হয় সেখানে এই স্মৃতিসৌধটি গড়ে তোলা হয়েছে।

United Nations Environment Programme (UNEP) এর সদর দপ্তর অবস্থিত নাইরোবি, কেনিয়া । জাতিসংঘ পরিবেশ কর্মসূচি বা UNEP ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর চুক্তিটি স্বাক্ষরিত হয়। এই চুক্তিটি সম্পাদিত হয় ইসরাইল এবং ফিলিস্তিন মুক্তি সংস্থার মধ্যে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন বাংলাদেশ সংবিধানের সংবিধানে উল্লেখ আছে ৪(ক) অনুচ্ছেদ (পঞ্চদশ সংশোধনী বিল ২০১১ অনুযায়ী)।

Created: 2 months ago | Updated: 3 days ago

United Nations Office on Drugs and Crime (মাপক নিয়ণ ও লরার নিরোধ দপ্তর)। UNODC ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়।

Created: 2 months ago | Updated: 3 days ago

INCB এর পূর্ণরূপ হলো = International Narcotics Control Board.

ব্রিটেনের অর্থমন্ত্রীকে Chancellor of Exchequer বলা হয়। উল্লেখ্য, ব্রিটেনের অর্থমন্ত্রীর কার্যালয় অবস্থিত ১১নং ডাউনিং স্ট্রিট'। ব্রিটেনের আইনসভার চিফ হুইপের কার্যালয়ের নাম '৯ নং ডাউনিং স্ট্রিট। ব্রিটেনের প্রধানমন্ত্রীর প্রেস অফিসের নাম ১২নং ডাউনিং স্ট্রিট'। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর উপাধি 'সেক্রেটারি অব স্টেট করেন অ্যান্ড কমনওয়েলথ অ্যাফেয়ার্স । আর ব্রিটেনের প্রশাসনিক দপ্তরকে বলা হয় 'হোয়াইট হল'।

Created: 2 months ago | Updated: 3 days ago

LAFTA এর পূর্ণরূপ: Latin American Free Trade Association.

মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য “প্রজন্ম” কারমাইকেল কলেজ, রংপুরে অবস্থিত।

রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভের নাম রক্ত সোপান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল হলো বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি অপরাধ ট্রাইবুনাল যার উদ্দেশ্য হচ্ছে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে সংঘটিত আন্তর্জাতিক অপরাধসমূহের বিচার করা। এর আওতায় পড়ে যুদ্ধাপরাধ, গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং শাস্তির বিরুদ্ধে অপরাধ । ট্রাইবুনাল-১ ২০১০ সালের ২৪ মার্চ আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) আইন ১৯৭৩ এর ৬ ধারা বলে তিন সদস্য বিশিষ্ট একটি ট্রাইবুনাল গঠন করা হয়।

বাংলাদেশের সংবিধানে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ২০১১ সালের পঞ্চদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রবর্তিত হয়।

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় Green Climate Fund বিশ্বের দরিদ্র দেশ গুলোর জন্য ১০০ বিলিয়ন ডলার অর্থ মঞ্জুর করেছে।

কোরিয়া সংকটকে কেন্দ্র করে সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে শাস্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়। 

Long walk to freedom আত্মজীবনী হলো নেলসন ম্যান্ডেলার।

Created: 2 months ago | Updated: 3 days ago

CEDAW এর পূর্ণরূপ: Convention on the Elimination of All Forms of Discrimination Against Women.

স্পেনীয় গৃহযুদ্ধের সময় স্পেনীয় জাতীয়তাবাদী বাহিনীর নির্দেশে জার্মান এবং ইতালীয় যুদ্ধ বিমান কর্তৃক উত্তর স্পেনের বাস্ক কান্ট্রি গ্রাম গের্নিকায় বোমাবর্ষণের প্রতিক্রিয়া পাবলো পিকাসো গোয়ের্নিকা ছবিটি আঁকেন।

Related Sub Categories