কৃষ্ণের জীব
কৃষ্ণের জীব (দুর্বল ও অসহায় ব্যক্তি) = এরকম কৃষ্ণের জীব দিয়ে আমার চলবে না।
খড়ি পাতা
খড়ি পাতা (জ্যোতিষের গণনা করা) = খড়ি পাতা অনুযায়ী সবসময় কাজ হয় না।
গঙ্গাজলে গঙ্গাপূজা
গঙ্গাজলে গঙ্গাপূজা (কোনোরূপ আয়াস বা অর্থ ব্যয় না করে উদ্দেশ্য সিদ্ধ করা) = এখন তো বড় চাকরি করো, তাই তোমার জন্য গঙ্গা জলে গঙ্গা পুজো শোভা পায় না।
গন্ধমাধব বহিয়া আনা
গন্ধমাধব বহিয়া আনা (অবাস্তব বিষয়ের অবতারণা) = প্রশ্নে চেয়েছে কি, আর তুমি গল্পটা আগাগোড়া লিখেছো কি, যেন একেবারে গন্ধমাধব বয়ে এনেছো।
ঘণ্টা গরুড়
ঘণ্টা গরুড় (অকর্মণ্য লোক) = ঘণ্টা গরুড় হলো সমাজের বোঝা।
পানিনি
পানিনি = পাণিনি ।
ভগবত
ভগবত = ভগবতী।
মূর্ধন্য
মূর্ধন্য = মূর্ধন্য ।
লাঘবতা
লাঘবতা = লাঘব ।
রূপসী
রূপসী = রূপসি (প্রচলিত বানান হলো 'রুপসী')।
Kazi Nazrul Islam is a poet of humanity, He is a rebel poet. He is a poet of love. He is a poet of beauty. He is a soldier poet. He is a poet of young or old aged persons irrespective of caste and creed. He is also my favorite poet.
= কাজী নজরুল ইসলাম হলেন মানবতার কবি। তিনি বিদ্রোহী কবি। তিনি ভালোবাসার কবি। তিনি সৌন্দর্যের কবি। তিনি সৈনিক কবি। তিনি যুবক-বৃদ্ধ নির্বিশেষে ধর্ম-বর্ণ সব মানুষের কবি। তিনি আমারও প্রিয় কবি।
ক্ষিপ্র
ক্ষিপ্র = মন্থর।
খেদ
খেদ = অখেদ / হর্ষ।
চূর্ণ
চূর্ণ = অচূর্ণ ।
জ্বলন
জ্বলন = নির্বাপণ ।
জঙ্গম
জঙ্গম = স্থাবর।
সাইবার অপরাধ
সাইবার ক্রাইম এর আরেকটি নাম হলো কম্পিউটার অপরাধ অর্থাৎ কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করে অপরাধমূলক কর্মকান্ড করা হয় ৷
সাইবার ক্রাইম একটি অপরাধমূলক পন্থা যেটি ব্যবহার করে মানুষের ব্যক্তিগত তথ্য, গোপনীয় ব্যবসায়িক তথ্য, সরকারি তথ্য চুরি করতে এবং কোনো ডিভাইসকে অক্ষম করতে সক্ষম। বর্তমান সময়ে সাইবার ক্রাইম করে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট থেকে কয়েক মিলিয়ন ডলার চুরি করা হচ্ছে প্রতিনিয়ত। তাছাড়াও সাইবার ক্রাইম এর মাধ্যমে কম্পিউটারে ভাইরাস তৈরি ও বিতরণ করা বা ইন্টারনেটে গোপনীয় ব্যবসায়ের তথ্য পোস্ট করার মতো কর্মকান্ড করার ক্ষমতা রাখে।
যারা সাইবার অপরাধ করেন তারা সাইবার অপরাধী বা সাইবার ক্রিমিনাল নামে পরিচিত।
বর্তমান সময়ে প্রযুক্তি আরও সহজলভ্য হওয়ার কারণে সাইবার ক্রাইম কর্মকাণ্ডটি আরও বৃদ্ধি পাচ্ছে। অনলাইনে এবং পেপার-পত্রিকায় প্রতিদিনই দেখতে পাওয়া যায় এই ভয়াবহ হয়রানির স্বীকার। তাছাড়াও সাইবার অপরাধীরা দিন দিন আরও বড় ধরনের কর্মকাণ্ড করছে যেগুলো ধারণার বাইরে, যেমন বিশ্বের বড় বড় ব্যাংকগুলোকে হ্যাক করে মিলিয়ন মিলিয়ন ডলার হাতিয়ে নিচ্ছে ।
সাইবার ক্রাইম এর কয়েকটি উদাহরণঃ
ব্যক্তিগত লাভ অর্জনের জন্য বা কারো ক্ষতিসাধন করার জন্য কারও নামে নকল অ্যাকাউন্ট ব্যবহার করে অপ্রত্যাশিত কর্মকাণ্ড ছড়িয়ে থাকে ৷জনসাধারণের নিকট এমন কন্টেন্ট পোস্ট করে যা অসম্ভষ্টকর বা অশান্তি সৃষ্টি করে এবং মানুষের অনুভূতিকে আঘাত করতে পারে।
সাইবার ক্রাইম এর প্রকারভেদঃ
১. DDoS আক্রমণ। এটি এমন একটি পদ্ধতি যেখানে কোনো অনলাইন সার্ভিস বা ওয়েবসাইটে অতিরিক্ত ট্রাফিক পাঠিয়ে নেটওয়ার্কটির কার্যক্রম নামিয়ে ফেলে এবং কম্পিউটারে প্রচুর পরিমাণে ম্যালওয়্যার জমা করে। নেটওয়ার্কটি ডাইন হয়ে যাওয়ার পরে হ্যাকার সিস্টেম হ্যাক করে।
১. ফিশিংঃ ফিশিং পদ্ধতিটি ব্যবহার করে ব্যবহারকারীর ব্যক্তিগত বা গোপনীয় তথ্য পাওয়া যায়। যেমন: ব্যাংক অথবা ক্রেডিট কার্ডের তথ্য হতে পারে।
৩. পরিচয় প্রতারণা/ Identity Theft এই পদ্ধতি ব্যবহার করে হ্যাকার ব্যবহারকারীর গোপনীয় তথ্য অ্যাক্সেস করতে স্বাস্থ্য বীমা জালিয়াতিতে অংশ নিতে পারে। হ্যাকাররা ব্যবহারকারীর পাসওয়ার্ড এবং সোশ্যাল মিডিয়া সন্ধান কর ব্যবহারকারীর তথ্য চুরি করে থাকে।
৪. সাইবার বুলিং: সাইবার বুলিং হলো ইন্টারনেট সংযোগের মাধ্যমে কাউকে হুমকি, অপমান, অপ্রীতিকর কথাবার্তা। বিভিন্নভাবে হয়রানি করা হয়। বর্তমানে এরকম অপরাধ বেশিরভাগই দেখা যায়, এগুলো বেশিরভাগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়ে থাকে।
৫. হ্যাকিং: হ্যাকিং এর মাধ্যমে হ্যাকাররা খুব সহজেই আপনার সিস্টেমে আপনার অনুমতি ব্যতীত প্রবেশ করে এবং ইচ্ছামত ডাটা চুরি করতে পারে।
৬. অনলাইন কেলেঙ্কারী: এ পদ্ধতির মাধ্যমে অনলাইনে প্রলুব্ধকর অফার বা লোভনীয় বিজ্ঞাপন দিয়ে থাকে কিন্তু আপনি যখন এগুলোতে ক্লিক করবেন তখন ম্যালওয়্যার তথ্যকে হস্তক্ষেপ করতে পারে। এভাবে হ্যাকাররা অনলাইনে কেলেঙ্কারী করে থাকে।
কীভাবে সাইবার ক্রাইম রোধ করা যায়:
এগুলো মানার মাধ্যমে আপনি খুব সহজেই সাইবার ক্রাইম থেকে রক্ষা পেতে পারবেন।