জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ।। অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (22-10-2021) || 2021

All

সকল বিষয়

মধ্যযুগের দুইজন কবির নাম হলো আবদুল হাকিম এবং আলাওল।

গ্রন্থ এর লেখকের নাম লিখুন।
2.

কথোপকথন

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

'কথোপকথন' গ্রন্থের লেখক উইলিয়াম কেরি

গ্রন্থ এর লেখকের নাম লিখুন।
3.

চৌচির'

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

'চৌচির' গ্রন্থের লেখক আবদুল ফজল।

বাংলা স্বরধ্বনিতে মোট সাতটি দীর্ঘস্বর আছে । যথাঃ আ, ঈ, ঊ, এ, ঐ, ও, ঔ। 'ঔ' হলো যৌগিক স্বরধ্বনি।

কল্যানিয়াসু = কল্যাণীয়েসু।

শশিভুসন = শশিভূষণ 

সন্ধি বিচ্ছেদ করুন:
6.

মাত্রাপদেশ

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

মাত্ৰাপদেশ = মাতৃ + উপদেশ।

সন্ধি বিচ্ছেদ করুন:
7.

মন্বন্তর

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

মন্বন্তর = মনু + অন্তর

সন্ধি বিচ্ছেদ করুন:
8.

উপর্যুপরি

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

উপর্যুপরি = উপরি + উপরি 

সন্ধি বিচ্ছেদ করুন:
9.

প্রত্যুশ

Created: 4 weeks ago | Updated: 1 week ago

প্রত্যুষ = প্রতি + ঊষ।

সন্ধি বিচ্ছেদ করুন:
10.

মনীষা

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

মনীয়া = মনস + ঈষা

বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার। এগুলো হলোঃ বাংলা উপসর্গ, তৎসম (সংস্কৃত) উপসর্গ এবং বিদেশি উপসর্গ। আর 'অপ' হলো তৎসম (সংস্কৃত) উপসর্গ

সাহেব এর বহুবচন সাহেবান আর কুসুম এর বহুবচন হলো কুসুমদাম ।

ফুলকুমারী এর ব্যাসবাক্য হলো কুমারী ফুলের ন্যায়। আর জীবন প্রদীপ এর ব্যাসবাক্য হলো জীবন রূপ প্রদীপ ।

গায়ে হলুদ হলো মধ্যপদলোপী বহুব্রীহি সমাস এবং ত্রিভুজ হলো দ্বিগু সমাস।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

করণ কারকে সপ্তমী → ফুলে ফুলে ঘর ভরেছে।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

অপাদান কারকে শূন্য বিভক্তি → বোঁটা আলগা ফল গাছে থাকে না ।

সাবান (পর্তুগিজ), বাদশাহ (ফারসি), নক্ষত্র (তৎসম শব্দ), ডিঙি (দেশি শব্দ) প্রকাশ করে।

বাগধারা দিয়ে বাক্য রচনা করুন:
18.

ফেউ লাগা

Created: 4 weeks ago | Updated: 1 week ago

ফেউ লাগা অর্থ কারো পেছনে লেগে ক্রমাগত উত্ত্যক্ত করা (দয়া করে আমার ফেউ লেগো না) ।

বাগধারা দিয়ে বাক্য রচনা করুন:
19.

পত্রপাঠ

Created: 4 weeks ago | Updated: 1 week ago

পত্রপাঠ অর্থ তৎক্ষনাৎ (তার অসুস্থতার কথা শুনেই সেই পত্রপাঠে এলো)।

এক কথায় প্রকাশ করুনঃ
20.

মুক্তি পেতে ইচ্ছুক

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

মুক্তি পেতে ইচ্ছুক = মুমুক্ষু/ মুক্তিকামী।

এক কথায় প্রকাশ করুনঃ
21.

বাহুতে ভর দিয়ে চলে যে

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

বাহুতে ভর দিয়ে চলে যে = ভুজঙ্গ ।

Created: 4 weeks ago | Updated: 7 hours ago

সে এমনভাবে কথা বলেযেন সে সব জানে = He talks as if he knew everything.

Created: 4 weeks ago | Updated: 7 hours ago

অন্যের দোষ ধরা সহজ = It is easy to find fault with others.

সে প্রথম হওয়ার জন্য কঠিন পরিশ্রম করছে = He worked hard to be first.

Created: 4 weeks ago | Updated: 1 week ago

আমি সাতার কাটতে জানিনা = I do not know how to swim.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

মূষল ধারে বৃষ্টি হচ্ছে = It's raining cats and dogs.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

He bought a ewe yesterday. বাক্যের অর্থঃ সে একটি ভেড়ী কিনেছিল ।

Created: 4 weeks ago | Updated: 1 week ago

The God is good to me. বাক্যের অর্থঃ ঈশ্বর আমার প্রতি সদয়।

Created: 4 weeks ago | Updated: 3 days ago

My friend always go home on foot. বাক্যের অর্থঃ আমার বন্ধু পায়ে হেঁটে বাড়ি যায় ।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Bangladesh is liberated in 1971.  বাক্যের অর্থঃ ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয় ।

Created: 4 weeks ago | Updated: 3 days ago

I warned him against danger.  বাক্যের অর্থঃ আমি তাকে বিপদটির ব্যাপারে সতর্ক করেছিলাম।

Correct the following sentences:
32.

It is I who is responsible for this.

Created: 4 weeks ago | Updated: 7 hours ago

It is I who is responsible for this.
= It is I who am responsible for this. বাক্যের অর্থঃ এটার জন্য আমিই দায়িত্বশীল ।

Correct the following sentences:
33.

He will come here just now.

Created: 4 weeks ago | Updated: 7 hours ago

He will come here just now.
= He has come here just now. বাক্যের অর্থঃ কেবলই সে এখানে এসেছে।

Correct the following sentences:
34.

One should do his duty.

Created: 4 weeks ago | Updated: 7 hours ago

One should do his duty. 

= One should do one's duty. বাক্যের অর্থঃ কারো তার নিজের দায়িত্ব পালন করা উচিৎ।

Correct the following sentences:
35.

He came here by foot.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

He came here by foot. 

= He came here on foot. বাক্যের অর্থঃ সে পায়ে হেঁটে এখানে এসেছিল।

Correct the following sentences:
36.

He speaks English like English.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

He speaks English like English.
= He speaks English like the English. বাক্যের অর্থঃ সে ইংরেজদের মতো ইংরেজিতে কথা বলে

Write sentences with the following idiom and phrases:
37.

A castle in the air

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

A castle in the air (আকাশ কুসুম কল্পনা করা): Do not build castle in the air, you will be disappointed

Write sentences with the following idiom and phrases:
38.

Bag and baggage

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Bag and baggage ( তল্পিতল্পাসহ ): Yamin left the place bag and Babbage.

Write sentences with the following idiom and phrases:
39.

Bring to book

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Bring to book ( শাস্তি দেয়া): He should be brought to book for his misconduct.

Write sentences with the following idiom and phrases:
40.

Kith and kin

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Kith and kin ( নিকট আত্মীয়): Safowan has no good relation with his kith and kin.

Write sentences with the following idiom and phrases:
41.

Eat humble pie

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Eat humble pie (ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া): Mili had to eat humble pie for her rudeness.

Created: 4 weeks ago | Updated: 7 hours ago

৯% হারে মুনাফায়, ১০০ টাকার ১ বছরের মুনাফা = ৯ টাকা 

১০,০০০ টাকার ১ বছরের মুনাফা = × =  টাকা

এখন ১০,০০০ টাকার মুনাফা ১০০ টাকা হয় ১ বছরে

∴  ১০,০০০ টাকার মুনাফা ৪,৫০০ টাকা হয় =  = ৫ বছরে

১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ১০ = ৯০ টাকা

আবার, ৫% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ৫ = ১০৫ টাকা

বিক্রয়মূল্য বেশি হয় = ১০৫ - ৯০ = ১৫ টাকা

এখন, বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হয় ক্রয়মূল্য = ১০০ টাকা হলে

বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হয় ক্রয়মূল্য  × = ৩,০০০ টাকা হলে।

অর্থাৎ ক্রয়মূল্য ৩,০০০ টাকা।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

RAM এর পূর্ণরূপ হলো Random Access Memory. মাদারবোর্ডের সঙ্গে RAM সাধারণত সংযুক্ত থাকে। এটি সুপার ফাস্ট অস্থায়ী মেমোরি যা কম্পিউটার, মোবাইল বন্ধ বা Switched off করলে তার কাজ শেষ হয়ে যায় এবং এর মধ্যে থাকা সব তথ্য মুছে যায়। অন্যদিকে ROM (Read Only Memory) একটি স্থায়ী প্রকৃতির প্রধান Memory. এতে রক্ষিত স্মৃতিসমূহ কেবল ব্যবহৃত করা যায় কিন্তু সংযোজন, সংশোধন বা পরিবর্তন করা যায় না। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেও এতে রক্ষিত তথ্যাদি মুছে যায় না ।

তথ্যের ক্ষুদ্রতম এককের নাম ডেটা বা উপাত্ত। আর স্টোরেজ ডিভাইস সমূহের ধারণ ক্ষমতার একক। আন্তর্জাতিক একক পদ্ধতিতে প্রেফিক্স গিগার অর্থ ১০, তাই ১ গিগাবাইট হয় ১০০০০০০০০০ বাইট।

www= World Wide Web

html = Hyper Text Markup Language.

LDC এর পূর্ণরূপ Least developed countries. বাংলাদেশ ১৯৭৫ সালে এলডিসির অন্তর্ভুক্ত হয়েছিল। ২০১৮ সালের ১৬ মার্চ বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে বের হওয়ার যোগ্যতা অর্জন করে। এলডিসি থেকে উত্তরণের তিনটি সূচকেই বাংলাদেশ নির্ধারিত মান অর্জন করে। 

২০১৮- ২০২১ সাল পর্যন্ত তিন বছর এই ধারা বজায় রাখতে পারলে ২০২৪ সালে জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা দেওয়া হবে ।

প্রথম দেশ ভুটান ৬ ডিসেম্বর ১৯৭১ সালে।

বাংলাদেশের আটটি বিভাগ।  সর্বশেষ বিভাগের নাম হলো ময়মনসিংহ (৮ম)।

SDG এর মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।

আমার দেখা নয়াচীন গ্রন্থটির লেখক হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বিষয়বস্তু হলো শেখ মুজিবুর রহমানের গণচীন ভ্রমণের অভিজ্ঞতার আলোকে লেখা একটি ডায়েরির পুস্তকি রূপ ।

জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত। নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশ ১৫ টি। এর মধ্যে ৫টি হলো স্থায়ী সদস্য দেশ; আর ১০টি হলো অস্থায়ী সদস্য দেশ। ৫টি স্থায়ী দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন। উল্লেখ্য, এই পরিষদের অস্থায়ী সদস্যগুলো দুই বছরের জন্য নির্বাচিত হয় ।

মুক্তিযুদ্ধে বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল।   আর মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাবের নাম হলো বীরশ্রেষ্ঠ ।

Related Sub Categories