RAM এর পূর্ণরূপ হলো Random Access Memory. মাদারবোর্ডের সঙ্গে RAM সাধারণত সংযুক্ত থাকে। এটি সুপার ফাস্ট অস্থায়ী মেমোরি যা কম্পিউটার, মোবাইল বন্ধ বা Switched off করলে তার কাজ শেষ হয়ে যায় এবং এর মধ্যে থাকা সব তথ্য মুছে যায়। অন্যদিকে ROM (Read Only Memory) একটি স্থায়ী প্রকৃতির প্রধান Memory. এতে রক্ষিত স্মৃতিসমূহ কেবল ব্যবহৃত করা যায় কিন্তু সংযোজন, সংশোধন বা পরিবর্তন করা যায় না। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেও এতে রক্ষিত তথ্যাদি মুছে যায় না ।
তথ্যের ক্ষুদ্রতম এককের নাম ডেটা বা উপাত্ত। আর স্টোরেজ ডিভাইস সমূহের ধারণ ক্ষমতার একক। আন্তর্জাতিক একক পদ্ধতিতে প্রেফিক্স গিগার অর্থ ১০৯, তাই ১ গিগাবাইট হয় ১০০০০০০০০০ বাইট।