জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ।। অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (22-10-2021) || 2021

All

মধ্যযুগের দুইজন কবির নাম হলো আবদুল হাকিম এবং আলাওল।

গ্রন্থ এর লেখকের নাম লিখুন।
2.

কথোপকথন

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

'কথোপকথন' গ্রন্থের লেখক উইলিয়াম কেরি

গ্রন্থ এর লেখকের নাম লিখুন।
3.

চৌচির'

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

'চৌচির' গ্রন্থের লেখক আবদুল ফজল।

বাংলা স্বরধ্বনিতে মোট সাতটি দীর্ঘস্বর আছে । যথাঃ আ, ঈ, ঊ, এ, ঐ, ও, ঔ। 'ঔ' হলো যৌগিক স্বরধ্বনি।

কল্যানিয়াসু = কল্যাণীয়েসু।

শশিভুসন = শশিভূষণ 

সন্ধি বিচ্ছেদ করুন:
6.

মাত্রাপদেশ

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

মাত্ৰাপদেশ = মাতৃ + উপদেশ।

সন্ধি বিচ্ছেদ করুন:
7.

মন্বন্তর

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

মন্বন্তর = মনু + অন্তর

সন্ধি বিচ্ছেদ করুন:
8.

উপর্যুপরি

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

উপর্যুপরি = উপরি + উপরি 

সন্ধি বিচ্ছেদ করুন:
9.

প্রত্যুশ

Created: 4 weeks ago | Updated: 1 week ago

প্রত্যুষ = প্রতি + ঊষ।

সন্ধি বিচ্ছেদ করুন:
10.

মনীষা

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

মনীয়া = মনস + ঈষা

বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার। এগুলো হলোঃ বাংলা উপসর্গ, তৎসম (সংস্কৃত) উপসর্গ এবং বিদেশি উপসর্গ। আর 'অপ' হলো তৎসম (সংস্কৃত) উপসর্গ

সাহেব এর বহুবচন সাহেবান আর কুসুম এর বহুবচন হলো কুসুমদাম ।

ফুলকুমারী এর ব্যাসবাক্য হলো কুমারী ফুলের ন্যায়। আর জীবন প্রদীপ এর ব্যাসবাক্য হলো জীবন রূপ প্রদীপ ।

গায়ে হলুদ হলো মধ্যপদলোপী বহুব্রীহি সমাস এবং ত্রিভুজ হলো দ্বিগু সমাস।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

করণ কারকে সপ্তমী → ফুলে ফুলে ঘর ভরেছে।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

অপাদান কারকে শূন্য বিভক্তি → বোঁটা আলগা ফল গাছে থাকে না ।

সাবান (পর্তুগিজ), বাদশাহ (ফারসি), নক্ষত্র (তৎসম শব্দ), ডিঙি (দেশি শব্দ) প্রকাশ করে।

বাগধারা দিয়ে বাক্য রচনা করুন:
18.

ফেউ লাগা

Created: 4 weeks ago | Updated: 1 week ago

ফেউ লাগা অর্থ কারো পেছনে লেগে ক্রমাগত উত্ত্যক্ত করা (দয়া করে আমার ফেউ লেগো না) ।

বাগধারা দিয়ে বাক্য রচনা করুন:
19.

পত্রপাঠ

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

পত্রপাঠ অর্থ তৎক্ষনাৎ (তার অসুস্থতার কথা শুনেই সেই পত্রপাঠে এলো)।

এক কথায় প্রকাশ করুনঃ
20.

মুক্তি পেতে ইচ্ছুক

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

মুক্তি পেতে ইচ্ছুক = মুমুক্ষু/ মুক্তিকামী।

এক কথায় প্রকাশ করুনঃ
21.

বাহুতে ভর দিয়ে চলে যে

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

বাহুতে ভর দিয়ে চলে যে = ভুজঙ্গ ।

Related Sub Categories