মধ্যযুগের দুইজন কবির নাম হলো আবদুল হাকিম এবং আলাওল।
কথোপকথন
'কথোপকথন' গ্রন্থের লেখক উইলিয়াম কেরি
চৌচির'
'চৌচির' গ্রন্থের লেখক আবদুল ফজল।
বাংলা স্বরধ্বনিতে মোট সাতটি দীর্ঘস্বর আছে । যথাঃ আ, ঈ, ঊ, এ, ঐ, ও, ঔ। 'ঔ' হলো যৌগিক স্বরধ্বনি।
কল্যানিয়াসু = কল্যাণীয়েসু।
শশিভুসন = শশিভূষণ
মাত্রাপদেশ
মাত্ৰাপদেশ = মাতৃ + উপদেশ।
মন্বন্তর
মন্বন্তর = মনু + অন্তর
উপর্যুপরি
উপর্যুপরি = উপরি + উপরি
প্রত্যুশ
প্রত্যুষ = প্রতি + ঊষ।
মনীষা
মনীয়া = মনস + ঈষা
বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার। এগুলো হলোঃ বাংলা উপসর্গ, তৎসম (সংস্কৃত) উপসর্গ এবং বিদেশি উপসর্গ। আর 'অপ' হলো তৎসম (সংস্কৃত) উপসর্গ
সাহেব এর বহুবচন সাহেবান আর কুসুম এর বহুবচন হলো কুসুমদাম ।
ফুলকুমারী এর ব্যাসবাক্য হলো কুমারী ফুলের ন্যায়। আর জীবন প্রদীপ এর ব্যাসবাক্য হলো জীবন রূপ প্রদীপ ।
গায়ে হলুদ হলো মধ্যপদলোপী বহুব্রীহি সমাস এবং ত্রিভুজ হলো দ্বিগু সমাস।
করণ কারকে সপ্তমী
করণ কারকে সপ্তমী → ফুলে ফুলে ঘর ভরেছে।
অপাদান কারকে শূণ্য বিভক্তি
অপাদান কারকে শূন্য বিভক্তি → বোঁটা আলগা ফল গাছে থাকে না ।
সাবান (পর্তুগিজ), বাদশাহ (ফারসি), নক্ষত্র (তৎসম শব্দ), ডিঙি (দেশি শব্দ) প্রকাশ করে।
ফেউ লাগা
ফেউ লাগা অর্থ কারো পেছনে লেগে ক্রমাগত উত্ত্যক্ত করা (দয়া করে আমার ফেউ লেগো না) ।
পত্রপাঠ
পত্রপাঠ অর্থ তৎক্ষনাৎ (তার অসুস্থতার কথা শুনেই সেই পত্রপাঠে এলো)।
মুক্তি পেতে ইচ্ছুক
মুক্তি পেতে ইচ্ছুক = মুমুক্ষু/ মুক্তিকামী।
বাহুতে ভর দিয়ে চলে যে
বাহুতে ভর দিয়ে চলে যে = ভুজঙ্গ ।