বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল || অডিটর (17-12-2021) || 2021

All

সকল বিষয়

কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
1.

সারারাত বৃষ্টি হয়েছে 

Created: 3 months ago | Updated: 5 days ago

সারারাত বৃষ্টি হয়েছে = অধিকরণে শূন্য।

কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
2.

কলমে ভালো লেখা হয় 

Created: 3 months ago | Updated: 5 days ago

কলমে ভালো লেখা হয় = করণে সপ্তমী ।

কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
3.

যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়

Created: 3 months ago | Updated: 5 days ago

যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় = অপাদানে ৬ষ্ঠী 

কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
4.

ভিখারিকে ভিক্ষা দাও

Created: 3 months ago | Updated: 5 days ago

ভিখারিকে ভিক্ষা দাও = সম্প্রদানে ৪র্থী।

এক কথায় প্রকাশ করুন:
5.

অর্থ নেই যার

Created: 3 months ago | Updated: 20 hours ago

অর্থ নেই যার = নিরর্থক

এক কথায় প্রকাশ করুন:
6.

ছন্দে নিপুন যিনি

Created: 3 months ago | Updated: 4 days ago

ছন্দে নিপুন যিনি = ছান্দসিক।

Created: 3 months ago | Updated: 1 day ago

ক্ষতিপূরণের জন্য প্রদত্ত অর্থাদি = খেসারত ।

এক কথায় প্রকাশ করুন:
8.

ব্যক্তি স্পর্কিত নয় এমন

Created: 3 months ago | Updated: 5 days ago

ব্যক্তি স্পর্কিত নয় এমন = বস্তুগত ।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
9.

হতশ্রী

Created: 3 months ago | Updated: 5 days ago

হতশ্রী = হত হয়েছে শ্রী যার (সমানাধিকরণ বহুব্রীহি সমাস)।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
10.

নীলপদ্ম

Created: 3 months ago | Updated: 5 days ago

নীলপদ্ম = নীল যে পদ্ম (কর্মধারয় সমাস)।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
11.

শতাব্দী

Created: 3 months ago | Updated: 5 days ago

শতাব্দী = শত অব্দের সমাহার (দ্বিগু সমাস)।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
12.

অনুক্ষণ

Created: 3 months ago | Updated: 5 days ago

অনুক্ষণ = ক্ষণ ক্ষণ (অব্যয়ীভাব সমাস)।

নীচের বাক্যসমূহ শুদ্ধ করে লিখুন :
13.

বিদ্যান মূর্খ থেকে শ্রেষ্ঠতর

Created: 3 months ago | Updated: 5 days ago

বিদ্যান মূর্খ থেকে শ্রেষ্ঠতর 

= বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ ।

নীচের বাক্যসমূহ শুদ্ধ করে লিখুন :
14.

আমার কথাই প্রমানিত হলো

Created: 3 months ago | Updated: 5 days ago

আমার কথাই প্রমানিত হলো 

= আমার কথাই প্রমাণিত হলো ।

নীচের বাক্যসমূহ শুদ্ধ করে লিখুন :
15.

পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘুর্নায়মান

Created: 3 months ago | Updated: 2 days ago

পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘুর্নায়মান 

= পৃথিবী সর্বদা সূর্যের চারদিকে ঘূর্ণায়মান।

নীচের বাক্যসমূহ শুদ্ধ করে লিখুন :
16.

দৈন্যতা প্রশংসনীয় নয়

Created: 3 months ago | Updated: 1 day ago

দৈন্যতা প্রশংসনীয় নয় 

= দীনতা প্রশংসনীয় নয় ।

নিম্নোক্ত যে কোন একটি বিষয়ে অনুচ্ছেদ লিখুন:
17.

কারাগারের রোজনামচা

Created: 3 months ago | Updated: 4 days ago

কারাগারের রোজনামচা

কারাগারের রোজনামচা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত একটি গ্রন্থ সংকলন। গ্রন্থটির নামকরণ করেন বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা। বঙ্গবন্ধুর ৯৮ তম জন্ম বার্ষিকীতে ২০১৭ সালে গ্রন্থটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়। ১৯৬৬ সালে ৬ দফা দেবার পর বাঙালি জাতির মহানায়ক গ্রেফতার হন। ১৯৬৬ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত বঙ্গবন্ধু কারান্তরীণ থাকেন। সেই সময়ে কারাগারে প্রতিদিন তিনি ডায়েরী লেখা শুরু করেন। ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত ঘটনাবহুল জেল- জীবনচিত্র এ গ্রন্থে স্থান পেয়েছে। বঙ্গবন্ধুর জেল-জীবন, জেল-যন্ত্রণা, কয়েদীদের অজানা কথা, অপরাধীদের কথা, কেন তারা এই অপরাধ জগতে পা দিয়েছিলো সেসব বিষয় যেমন সন্নিবেশিত হয়েছে; ঠিক তেমনি তখনকার রাজনৈতিক পরিস্থিতি, কারাগারে আওয়ামী লীগ নেতা-কর্মীদের দুঃখ-দুর্দশা, গণমাধ্যমের অবস্থা, শাসক গোষ্ঠীর নির্মম নির্যাতন, ৬ দফার আবেগকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা, ষড়যন্ত্র, বিশ্বাস ঘাতকতা, প্রকৃতি প্রেম, পিতৃ-মাতৃ ভক্তি, কারাগারে পাগলদের সুখ-দুঃখ, হাসি-কান্না সংবেদনশীলতার সাথে তুলে ধরেছেন।

নিম্নোক্ত যে কোন একটি বিষয়ে অনুচ্ছেদ লিখুন:
18.

অসমাপ্ত আত্মজীবনী

Created: 3 months ago | Updated: 20 hours ago
Created: 3 months ago | Updated: 5 days ago

আর অপেক্ষা করো না, তুমি বরং বাড়ি যাও 

= Don't wait anymore, you had better go home/ Don't wait any longer rather go home.

Created: 3 months ago | Updated: 5 days ago

শিশুটি হামাগুড়ি দিচ্ছিলো 

= The baby was crawling.

Created: 3 months ago | Updated: 4 days ago

ইচ্ছে হয় আকাশে উড়ি 

= I wish I could fly in the sky.

Created: 3 months ago | Updated: 17 hours ago

আগামী বুধবার অফিস বন্ধ থাকবে 

= The office will be closed on next Wednesday.

Correct the following sentences:
23.

She speaks the English like English.

Created: 3 months ago | Updated: 5 days ago

She speaks the English like English.
= She speaks English like the English. বাক্যের অর্থঃ সে ইংরেজদের মতো ইংরেজিতে কথা বলে ।

Correct the following sentences:
24.

The Everest is highest peak of Himalayas.

Created: 3 months ago | Updated: 5 days ago

The Everest is highest peak of Himalayas. 

= Everest is the highest peak in the Himalayas. বাক্যের অর্থঃ এভারেস্ট হিমালয় পর্বতের সর্বোচ্চ শ্রেণী ।

Correct the following sentences:
25.

He as well as his brothers were brilliant

Created: 3 months ago | Updated: 5 days ago

He as well as his brothers were brilliant.
= He as well as his brothers was brilliant. বাক্যের অর্থঃ সে আর তার ভাইয়েরাও মেধাবী ।

Correct the following sentences:
26.

He will go before his sister will go.

Created: 3 months ago | Updated: 5 days ago

He will go before his sister will go.
= He will go before his sister goes. বাক্যের অর্থঃ তার বোন যাবার পর সে যাবে।

Make sentences by using the following phrases and idioms (along with Bangla meaning):
27.

Square meal

Created: 3 months ago | Updated: 1 day ago

Square meal (পেট ভরে আহার): He is too poor to have a square meal everyday

Make sentences by using the following phrases and idioms (along with Bangla meaning):
28.

At all cost

Created: 3 months ago | Updated: 1 day ago

At all cost (যেকোনো মূল্যে): He was anxious to ovoid war at all costs.

Make sentences by using the following phrases and idioms (along with Bangla meaning):
29.

To pay through the nose

Created: 3 months ago | Updated: 9 hours ago

To pay through the nose ( মূল্যের চেয়ে অতিরিক্ত পরিশোধ করা): Hisbullah paid through the nose for one-to-one intensive tuition.

Make sentences by using the following phrases and idioms (along with Bangla meaning):
30.

Beggar description

Created: 3 months ago | Updated: 1 day ago

Beggar description (অনর্ণনীয়): His miseries are beggar description.

Convert the sentences as directed:
31.

You are misguided (Active voice)

Created: 3 months ago | Updated: 11 hours ago

You are misguided (Active voice)
= Someone misguides you. বাক্যের অর্থঃ কেউ তোমাকে ভুল পথে পরিচালিত করে।

Convert the sentences as directed:
32.

They made him king. (Passive voice)

Created: 3 months ago | Updated: 19 hours ago

They made him king. (Passive voice) 

= He was made king by them. বাক্যের অর্থঃ তারা তাকে রাজা নির্বাচিত করেছিল।

Created: 3 months ago | Updated: 5 days ago

He said to me, "We are not guilty" (Indirect speech) 

= He told me that they were not guilty. বাক্যের অর্থঃ সে বললো যে তারা অপরাধী নয় ।

Convert the sentences as directed:
34.

I advised him to wait (Direct speech)

Created: 3 months ago | Updated: 5 days ago

I advised him to wait (Direct speech) 

= I said to him. ‘wait’. বাক্যের অর্থঃ আমি তাকে বললাম, অপেক্ষা করো ।

Write Paragraph on following one issue:
35.

Celebration 50 years of Bangladesh's independence.

Created: 3 months ago | Updated: 5 days ago

Celebration 50 years of Bangladesh's independence

The nation celebrates 50 years of its Independence and National Day today coinciding with the grand celebration of the birth centenary of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman. The grand celebration of the birth centenary of Bangabandhu and the golden jubilee of Bangladesh's independence, which marked the physical attendance of five heads of states and governments and virtual attendance of other global leaders, started on March 17 at the National Parade Square in the presence of Maldivian President Ibrahim Mohamed Solih. The 10-day grand celebration will end today following the celebration of the Independence and National Day with the attendance of Indian Prime Minister Narendra Modi in person as the guest of honour. Earlier, Sri Lankan Prime Minister Mahinda Rajapaksa, Nepalese President Bidya Devi Bhandari and Bhutanese Prime Minister Dr Lotay Tshering joined the grand celebration in person since March 17. Marking the day, the government has taken elaborate programs maintaining the health guidelines in view of the global pandemic coronavirus. People from all walks of life, including families of Bir Shreshthas, war wounded freedom fighters, members of the diplomatic corps, leaders of different memorial in the morning of the day. The day's programs will begin by heralding a 50-gun salute early in the morning as a mark of profound respect to the heroic struggle of this nation, which suffered a protracte

Write Paragraph on following one issue:
36.

The fourth industrial revolution (4IR)

Created: 3 months ago | Updated: 5 days ago

চৌবাচ্চাটির তলার ক্ষেত্রফল = ২.৫৬ মিঃ × ১.২৫ মিঃ = ২৫৬ সেমি ×১২৫ সেমি = ৩২,০০০ বর্গ সেঃমিঃ

চৌবাচ্চায় ৮,০০০ লিটার পানি ধরে = ৮,০০০ × ১,০০০ ঘন সেঃমিঃ [১,০০০ ঘন সেঃমিঃ = ১ লিটার]

অতএব, চৌবাচ্চাটির আয়তন = ৮০০০০০০ ঘনসেঃমিঃ

বা, ৩২,০০০ × চৌবাচ্চাটির গভীরতা = ৮০০০০০০

∴ চৌবাচ্চাটির গভীরতা = = ২৫০ সেঃমিঃ = ২.৫ মিটার

Created: 3 months ago | Updated: 1 day ago

দেওয়া আছে, (3a-7b) 

(3a)2  2 × 3a × 7b + (7b)2

= 9a2  42ab + 49b2

উৎপাদকে বিশ্লেষণ করুন:
42.

a6 - 64

Created: 3 months ago | Updated: 14 hours ago

উৎপাদকে বিশ্লেষণ করুন:
43.

x2 + 12x + 35

Created: 3 months ago | Updated: 14 hours ago

দেওয়া আছে, 

x2 + 12x + 35

= x2 + 7x + 5x + 35

= x(x + 7) + 5(x+7)

= (x+7) (x+5)

সমাধান করুনঃ
44.

(y-1) (y+2) = (y+4) (y-2)

Created: 3 months ago | Updated: 1 day ago

সমাধান করুনঃ
45.

5x7 - 45   = x5 - 27

Created: 3 months ago | Updated: 3 days ago

দেওয়া আছে, 5x7 - 45   = x5 - 27

বা, 5x7 -x5  = 45   - 27

বা, 25x-7x35= 28-1035

বা, 18x35= 1835

বা, 18x = 18

বা, x = 1818 = 1

সংক্ষিপ্ত উত্তর দিন:
46.

COP ২৬ এর পূর্ণরূপ লিখুন

Created: 3 months ago | Updated: 1 day ago

COP ২৬ এর পূর্ণরূপ  Conference of Parties 26.

সংক্ষিপ্ত উত্তর দিন:
47.

A Daughter's Tale' সম্পর্কে লিখুন

Created: 3 months ago | Updated: 1 day ago

‘A Daughter's Tale' শেখ হাসিনার জীবনী নিয়ে একটি প্রামাণ্য চলচ্চিত্র। এর পরিচালক পিপলু খান। ২০১৮ সালে এই প্রামাণ্য চলচ্চিত্রটি মুক্তি পায়। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন এবং অ্যাপলবক্স ফিল্মস। চলচ্চিত্রে শেখ হাসিনাকে স্বভূমিকায় নামচরিত্রে এবং তার বোন শেখ রেহানাকে তার স্বভূমিকায় দেখা যায় ।

সংক্ষিপ্ত উত্তর দিন:
48.

‘ক্র্যাক প্লাটুন' কী?

Created: 3 months ago | Updated: 21 hours ago

ক্র্যাক প্লাটুন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে ঢাকা শহরে গেরিলা আক্রমণ পরিচালনাকারী একদল তরুণ মুক্তিযোদ্ধাদের সংগঠিত দল। যারা তৎকালীন সময় একটি কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন। এই গেরিলা দলটি অত্যন্ত দক্ষতার সাথে ‘হিট এন্ড রান’ পদ্ধতিতে অসংখ্য আক্রমণ পরিচালনা করে পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে ব্যাপক ত্রাসের সঞ্চার করেন।

সংবিধানের ১২৭ (১) অনুচ্ছেদ অনুযায়ী মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে নিয়োগ দেয়া হয় ৷

Created: 3 months ago | Updated: 1 day ago

আরব আমিরাতের দুবাইয়ের বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার নির্মিত হয়েছে যার নাম বুর্জ খলিফা। এর উচ্চতা ২,৭২২ ফুট। এটি চালু হয় ২০১০ সালের ৯ জানুয়ারি ।

Created: 3 months ago | Updated: 21 hours ago

জিব্রাল্টার প্রণালি আফ্রিকা - ইউরোপ মহাদেশকে বিভক্ত করেছে এবং উত্তর আটলান্টিক - ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে।

Created: 3 months ago | Updated: 6 hours ago

ক্লোরো ফ্লোরো কার্বনকে সংক্ষেপে সিএফসি (CFC) বলা হয়। এতে রয়েছে কার্বন, ক্লোরিন, হাইড্রোজেন ও ফ্লোরিন। ১৯২০ এর দশকে CFC আবিষ্কৃত হয়। এটি একটি গ্রিনহাউজ গ্যাস, যা ওজোনস্তরের সাথে বিক্রিয়া করে একে ফুটো করে দেয়

Created: 3 months ago | Updated: 1 day ago

কম্পিউটার বিজ্ঞানের একটি নতুন টার্ম হলো Artificial Intelligence বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা হয়ে থাকে। অর্থাৎ মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।এর Pioneer ছিলেন জন ম্যাকার্থি, মার্ভিন মিনস্কি, হারবার্ট সিমন, অ্যালেন নিউয়েল প্রমুখ ।

Created: 3 months ago | Updated: 1 day ago

মনসা মঙ্গল' কাব্যের প্রধান চরিত্রের নাম হলো  চাঁদ সওদাগর, মনসা , বেহুলা, লখিন্দর ।

কম্পিউটারের তিনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম হলো-  MS PowerPoint, MS Word, Adobe Photoshop.

Related Sub Categories