বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল || অডিটর (17-12-2021) || 2021

All

কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
1.

সারারাত বৃষ্টি হয়েছে 

Created: 6 months ago | Updated: 3 weeks ago

সারারাত বৃষ্টি হয়েছে = অধিকরণে শূন্য।

কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
2.

কলমে ভালো লেখা হয় 

Created: 6 months ago | Updated: 3 weeks ago

কলমে ভালো লেখা হয় = করণে সপ্তমী ।

কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
3.

যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়

Created: 6 months ago | Updated: 1 week ago

যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় = অপাদানে ৬ষ্ঠী 

কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
4.

ভিখারিকে ভিক্ষা দাও

Created: 6 months ago | Updated: 2 weeks ago

ভিখারিকে ভিক্ষা দাও = সম্প্রদানে ৪র্থী।

এক কথায় প্রকাশ করুন:
5.

অর্থ নেই যার

Created: 6 months ago | Updated: 3 days ago

অর্থ নেই যার = নিরর্থক

এক কথায় প্রকাশ করুন:
6.

ছন্দে নিপুন যিনি

Created: 6 months ago | Updated: 3 weeks ago

ছন্দে নিপুন যিনি = ছান্দসিক।

Created: 6 months ago | Updated: 4 days ago

ক্ষতিপূরণের জন্য প্রদত্ত অর্থাদি = খেসারত ।

এক কথায় প্রকাশ করুন:
8.

ব্যক্তি স্পর্কিত নয় এমন

Created: 6 months ago | Updated: 3 weeks ago

ব্যক্তি স্পর্কিত নয় এমন = বস্তুগত ।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
9.

হতশ্রী

Created: 6 months ago | Updated: 2 days ago

হতশ্রী = হত হয়েছে শ্রী যার (সমানাধিকরণ বহুব্রীহি সমাস)।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
10.

নীলপদ্ম

Created: 6 months ago | Updated: 5 days ago

নীলপদ্ম = নীল যে পদ্ম (কর্মধারয় সমাস)।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
11.

শতাব্দী

Created: 6 months ago | Updated: 3 weeks ago

শতাব্দী = শত অব্দের সমাহার (দ্বিগু সমাস)।

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
12.

অনুক্ষণ

Created: 6 months ago | Updated: 2 weeks ago

অনুক্ষণ = ক্ষণ ক্ষণ (অব্যয়ীভাব সমাস)।

নীচের বাক্যসমূহ শুদ্ধ করে লিখুন :
13.

বিদ্যান মূর্খ থেকে শ্রেষ্ঠতর

Created: 6 months ago | Updated: 3 weeks ago

বিদ্যান মূর্খ থেকে শ্রেষ্ঠতর 

= বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ ।

নীচের বাক্যসমূহ শুদ্ধ করে লিখুন :
14.

আমার কথাই প্রমানিত হলো

Created: 6 months ago | Updated: 3 weeks ago

আমার কথাই প্রমানিত হলো 

= আমার কথাই প্রমাণিত হলো ।

নীচের বাক্যসমূহ শুদ্ধ করে লিখুন :
15.

পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘুর্নায়মান

Created: 6 months ago | Updated: 2 days ago

পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘুর্নায়মান 

= পৃথিবী সর্বদা সূর্যের চারদিকে ঘূর্ণায়মান।

নীচের বাক্যসমূহ শুদ্ধ করে লিখুন :
16.

দৈন্যতা প্রশংসনীয় নয়

Created: 6 months ago | Updated: 19 hours ago

দৈন্যতা প্রশংসনীয় নয় 

= দীনতা প্রশংসনীয় নয় ।

নিম্নোক্ত যে কোন একটি বিষয়ে অনুচ্ছেদ লিখুন:
17.

কারাগারের রোজনামচা

Created: 6 months ago | Updated: 3 weeks ago

কারাগারের রোজনামচা

কারাগারের রোজনামচা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত একটি গ্রন্থ সংকলন। গ্রন্থটির নামকরণ করেন বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা। বঙ্গবন্ধুর ৯৮ তম জন্ম বার্ষিকীতে ২০১৭ সালে গ্রন্থটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়। ১৯৬৬ সালে ৬ দফা দেবার পর বাঙালি জাতির মহানায়ক গ্রেফতার হন। ১৯৬৬ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত বঙ্গবন্ধু কারান্তরীণ থাকেন। সেই সময়ে কারাগারে প্রতিদিন তিনি ডায়েরী লেখা শুরু করেন। ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত ঘটনাবহুল জেল- জীবনচিত্র এ গ্রন্থে স্থান পেয়েছে। বঙ্গবন্ধুর জেল-জীবন, জেল-যন্ত্রণা, কয়েদীদের অজানা কথা, অপরাধীদের কথা, কেন তারা এই অপরাধ জগতে পা দিয়েছিলো সেসব বিষয় যেমন সন্নিবেশিত হয়েছে; ঠিক তেমনি তখনকার রাজনৈতিক পরিস্থিতি, কারাগারে আওয়ামী লীগ নেতা-কর্মীদের দুঃখ-দুর্দশা, গণমাধ্যমের অবস্থা, শাসক গোষ্ঠীর নির্মম নির্যাতন, ৬ দফার আবেগকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা, ষড়যন্ত্র, বিশ্বাস ঘাতকতা, প্রকৃতি প্রেম, পিতৃ-মাতৃ ভক্তি, কারাগারে পাগলদের সুখ-দুঃখ, হাসি-কান্না সংবেদনশীলতার সাথে তুলে ধরেছেন।

নিম্নোক্ত যে কোন একটি বিষয়ে অনুচ্ছেদ লিখুন:
18.

অসমাপ্ত আত্মজীবনী

Created: 6 months ago | Updated: 2 weeks ago

Related Sub Categories