সারারাত বৃষ্টি হয়েছে
সারারাত বৃষ্টি হয়েছে = অধিকরণে শূন্য।
এ কলমে ভালো লেখা হয়
এ কলমে ভালো লেখা হয় = করণে সপ্তমী ।
যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়
যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় = অপাদানে ৬ষ্ঠী
ভিখারিকে ভিক্ষা দাও
ভিখারিকে ভিক্ষা দাও = সম্প্রদানে ৪র্থী।
অর্থ নেই যার
অর্থ নেই যার = নিরর্থক
ছন্দে নিপুন যিনি
ছন্দে নিপুন যিনি = ছান্দসিক।
ক্ষতিপূরণের জন্য প্রদত্ত অর্থাদি
ক্ষতিপূরণের জন্য প্রদত্ত অর্থাদি = খেসারত ।
ব্যক্তি স্পর্কিত নয় এমন
ব্যক্তি স্পর্কিত নয় এমন = বস্তুগত ।
হতশ্রী
হতশ্রী = হত হয়েছে শ্রী যার (সমানাধিকরণ বহুব্রীহি সমাস)।
নীলপদ্ম
নীলপদ্ম = নীল যে পদ্ম (কর্মধারয় সমাস)।
শতাব্দী
শতাব্দী = শত অব্দের সমাহার (দ্বিগু সমাস)।
অনুক্ষণ
অনুক্ষণ = ক্ষণ ক্ষণ (অব্যয়ীভাব সমাস)।
বিদ্যান মূর্খ থেকে শ্রেষ্ঠতর
বিদ্যান মূর্খ থেকে শ্রেষ্ঠতর
= বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ ।
আমার কথাই প্রমানিত হলো
আমার কথাই প্রমানিত হলো
= আমার কথাই প্রমাণিত হলো ।
পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘুর্নায়মান
পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘুর্নায়মান
= পৃথিবী সর্বদা সূর্যের চারদিকে ঘূর্ণায়মান।
দৈন্যতা প্রশংসনীয় নয়
দৈন্যতা প্রশংসনীয় নয়
= দীনতা প্রশংসনীয় নয় ।
কারাগারের রোজনামচা
কারাগারের রোজনামচা
কারাগারের রোজনামচা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত একটি গ্রন্থ সংকলন। গ্রন্থটির নামকরণ করেন বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা। বঙ্গবন্ধুর ৯৮ তম জন্ম বার্ষিকীতে ২০১৭ সালে গ্রন্থটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়। ১৯৬৬ সালে ৬ দফা দেবার পর বাঙালি জাতির মহানায়ক গ্রেফতার হন। ১৯৬৬ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত বঙ্গবন্ধু কারান্তরীণ থাকেন। সেই সময়ে কারাগারে প্রতিদিন তিনি ডায়েরী লেখা শুরু করেন। ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত ঘটনাবহুল জেল- জীবনচিত্র এ গ্রন্থে স্থান পেয়েছে। বঙ্গবন্ধুর জেল-জীবন, জেল-যন্ত্রণা, কয়েদীদের অজানা কথা, অপরাধীদের কথা, কেন তারা এই অপরাধ জগতে পা দিয়েছিলো সেসব বিষয় যেমন সন্নিবেশিত হয়েছে; ঠিক তেমনি তখনকার রাজনৈতিক পরিস্থিতি, কারাগারে আওয়ামী লীগ নেতা-কর্মীদের দুঃখ-দুর্দশা, গণমাধ্যমের অবস্থা, শাসক গোষ্ঠীর নির্মম নির্যাতন, ৬ দফার আবেগকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা, ষড়যন্ত্র, বিশ্বাস ঘাতকতা, প্রকৃতি প্রেম, পিতৃ-মাতৃ ভক্তি, কারাগারে পাগলদের সুখ-দুঃখ, হাসি-কান্না সংবেদনশীলতার সাথে তুলে ধরেছেন।
অসমাপ্ত আত্মজীবনী