কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স || অডিটর (28-01-2022) || 2022

All

সকল বিষয়

কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
1.

করোনার কারণে স্কুল বন্ধ 

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

করোনার কারণে স্কুল বন্ধ = কর্মে শূন্য বিভক্তি ।

কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
2.

বুলবুলিতে ধান খেয়েছে 

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

বুলবুলিতে ধান খেয়েছে = কর্তায় ৭মী।

কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
3.

বাদলের ধারা বারে বার বার 

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

বাদলের ধারা বারে বার বার = অপাদানে ৬ষ্ঠী ।

কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
4.

বোঁটা আলগা ফল গাছে থাকে না 

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

বোঁটা আলগা ফল গাছে থাকে না = অপাদান কারকে শূন্য বিভক্তি।

নীচের বাক্যগুলি শুদ্ধ করুনঃ
5.

আমার আর বাঁচিবার স্বাদ নাই

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

আমার আর বাঁচিবার স্বাদ নাই = আমার আর বাঁচিবার সাধ নাই।

নীচের বাক্যগুলি শুদ্ধ করুনঃ
6.

তার দুচোখ অশ্রুজলে ভেসে গেল

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

তার দুচোখ অশ্রুজলে ভেসে গেল = তার দু'চোখে অশ্রুতে ভেসে গেল ।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

অনেক হয়েছে, গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না = অনেক হয়েছে, ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারবনা।

নীচের বাক্যগুলি শুদ্ধ করুনঃ
8.

অত্যাবশ্যকীয় ব্যয়ে কার্পন্যতা অনুচিত

Created: 4 weeks ago | Updated: 3 weeks ago

অত্যাবশ্যকীয় ব্যয়ে কার্পন্যতা অনুচিত = অত্যাবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।

ব্যাস বাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
9.

অরুণারাঙা

Created: 4 weeks ago | Updated: 3 weeks ago

অরুণারাঙা = অরুণের ন্যায় রাঙা (উপমান কর্মধারয়)।

ব্যাস বাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
10.

কুশীলব

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

কুশীলব = কুশ ও লব (দ্বন্দ্ব সমাস)।

ব্যাস বাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
11.

মাথায় পাগড়ি

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

মাথায় পাগড়ি = মাথায় পাগড়ি যার (অলুক বহুব্রীহি সমাস)।

ব্যাস বাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
12.

অহরাহ্

Created: 4 weeks ago | Updated: 3 weeks ago

অহরাহ্ = অহ্নের অপর বা শেষ ভাগ (ষষ্ঠী তৎপুরুষ সমাস)।

ব্যাস বাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
13.

যথারীতি

Created: 4 weeks ago | Updated: 1 week ago

যথারীতি = রীতিকে অতিক্রম না করে (অব্যয়ীভাব সমাস)।

‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান'

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন । এটি একটি লিখিত দলিল। ১৯৭২ খ্রিষ্টাব্দের ৪ নভেম্বর তারিখে বাংলাদেশের জাতীয় সংসদে এই সংবিধান গৃহীত হয় এবং একই বছরের ১৬ ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটি একটি লিখিত দলিল। ১৯৭২ খ্রিষ্টাব্দের ৪ নভেম্বর তারিখে বাংলাদেশের জাতীয় সংসদে এই সংবিধান গৃহীত হয় এবং একই বছরের ১৬ ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়। বাংলাদেশের সংবিধান কেবল বাংলাদেশের সর্বোচ্চ আইনই নয়;- সংবিধানে বাংলাদেশ নামক রাষ্ট্রের মূল চরিত্র বর্ণিত রয়েছে। এতে বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা বিধৃত আছে। দেশটি হবে প্রজাতান্ত্রিক, গণতন্ত্র হবে এদেশের প্রশাসনিক ভিত্তি, জনগণ হবে সকল ক্ষমতার উৎস এবং বিচার বিভাগ হবে স্বাধীন। জনগণ সকল ক্ষমতার উৎস হলেও দেশ আইন দ্বারা পরিচালিত হবে। সংবিধানে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে ।

শওকত ওসমান এর প্রথম প্রকাশিত উপন্যাস বনি আদম। এটি ১৯৪৬ সালে দৈনিক আজাদের সাহিত্য সাময়িকীতে প্রকাশিত হয় ।

‘ফের যদি আসি, তবে সিধকাঠি সঙ্গে করিয়াই আনিব' রবীন্দ্রনাথ ঠাকুরের 'হৈমন্তী' গল্পের গৌরীশংকর (হৈমন্তীর বাবা) এই উক্তিটি করেন ।

সৈয়দ শামসুল হকের লিখিত মুক্তিযুদ্ধের দুইটি উপন্যাসের নাম হলো  ‘নিষিদ্ধ লোবান' এবং 'নীল দংশন'

কাজী নজরুল ইসলাম ‘ব্যাঙাচি' ছদ্মনামে লিখতেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে বিশ্বব্যাপী কর্মসংস্থানের বাজার হয়েছে উন্মুক্ত। ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই যে কোন দেশের লোক বিশ্বের যেকোন দেশের কাজকর্ম করতে পারছে। ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীব্যাপী এ ধরনের কাজ করে অনেকেই অর্থ উপার্জন করছেন। তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার ।

= Information and communication technology has opened up the global employment market. People of any country can work in any country of the world through internet from home. Many people around the world are making money doing this through the internet. They are called freelancer.

Transform the sentences into their respective forms :
20.

I do not know his father's name (Complex).

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

I do not know his father's name (Complex). 

= I do not know what his father's name is. বাক্যের অর্থঃ তার পিতার নাম আমি জানি না।

Transform the sentences into their respective forms :
21.

Killing the terrorists, the police brought peace to the town (Compound).

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Killing the terrorists, the police brought peace to the town (Compound). 

= The police killed the terrorists and brought peace to the town. 

বাক্যের অর্থঃ সন্ত্রসীদের হত্যা করে পুলিশ নগরে প্রতিষ্ঠা করলো।

Transform the sentences into their respective forms :
22.

He is healthy but lazy (Simple).

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

He is healthy but lazy (Simple).

= Inspite of his being healthy, he is lazy. বাক্যের অর্থঃ স্বাস্থ্যবান হওয়া সত্ত্বেও যে অলস।

Transform the sentences into their respective forms :
23.

Move or die (Complex).

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Move or die (Complex). 

= If you do not move, you will die. 

বাক্যের অর্থঃ কাজ করলে বাঁচবে, না করলে মরবে।

Write the meaning of the following idioms and phrases and make sentences:
24.

Status quo

Created: 4 weeks ago | Updated: 3 weeks ago

Status quo = (স্থিতিবস্থা ): They have a vested interest in maintaining the status quo

Write the meaning of the following idioms and phrases and make sentences:
25.

Green eye

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Green eye = (ঈর্শ্বান্বিত); Don't be green-eyed with anyone.

Write the meaning of the following idioms and phrases and make sentences:
26.

Dead letter

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Dead letter=  (যে আইন আর চালু নেই): The law is a dead letter now.

Write the meaning of the following idioms and phrases and make sentences:
27.

Pass the buck

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Pass the buck = (কারো ঘাড়ে দায়িত্ব চাপানো): Please do not pass the buck to Hisbullah.

Change the sentences into their respective forms:
28.

He is thought to be a poet by them (Active).

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

He is thought to be a poet by them (Active).
= They think him a poet. বাক্যের অর্থঃ তারা তাকে কবি ভাবে।

Change the sentences into their respective forms:
29.

All his friends laughed at him (Passive).

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

All his friends laughed at him (Passive). 

= He was laughed at by all his friends. বাক্যের অর্থঃ তার বন্ধুরা তাকে বিদ্রুপ করে।

Change the sentences into their respective forms:
30.

He said, 'I could do it tomorrow' (Indirect speech).

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

He said, 'I could do it tomorrow' ( Indirect speech). 

= He said that he could have done it the following day.

বাক্যের অর্থঃ সে বলেছিল যে আমি এটা আগামীকাল করতে পারতাম ।

Change the sentences into their respective forms:
31.

Mou told me that I could not do it in that way then (Direct speech).

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Mou told me that I could not do it in that way then (Direct speech). 

= Mou said to me, 'You can not do it in any way now'? 

বাক্যের অর্থঃ মৌ বললো, 'তুমি এখন কোনোভাবেই এটা করতে পারবে না ।

Correct the sentences:
32.

Open the tie

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Open the tie = Unknot the tie (টাইটা খুলো)

Correct the sentences:
33.

Give me a hot cup of tea

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Give me a hot cup of tea = Give me a cup of hot tea (আমাকে এক কাপ গরম চা দাও)।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

Can I have any milk in my coffee, please? = Can I have some milk in my coffee, please (আমি কি কফিতে একটু দুধ পেতে পারি?)

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

He succeeded to gain the prize. 

= He succeeded in gaining the prize (সে পুরস্কার জিততে সমর্থ হয়েছিল)।

(a + b + c)2 = a2 + b2 + c2 + 2(ab + bc + ca)

 152 = 83 + 2 ab + bc + ca

 - 2 (ab + bc + ca) = 83 - 225

 - 2(ab + bc + ca) = - 142

 ab + bc + ca = 71

আমরা জানি, ab = a+b22 - a-b22

 2x + 3y 4x -5y = 2x + 3y + 4x-522 -  2x + 3y -  4x + 522 = 6x-2y22 - 8y-2x22 = 2 3x-y22 - 2 4y-x22  = 3x - y2 - 4y -x2

ধরি, মোট সদস্য সংখ্যা x জন

প্রশ্নমতে, x-5 - x = 

 x - x +  x x- =    x2 - x  ,, x2 - x = , x2 - x - , =   x2 - x + x - , = 0  x x- + x- =   x- x +  = 

এখানে, (x - ১২৫) = ০

∴ x = ১২৫ 

কিন্তু, x = - ১২০ মানটি গ্রহণযোগ্য নয়

উত্তরঃ ঐ সমিতিতে ১২৫ জন সদস্য ছিলেন।

ধরি, একক স্থানীয় অংক = x এবং দশক স্থানীয় অংক = y

∴ সংখ্যাটি হবে = ১oy + x

স্থান বিনিময় করলে হবে = = ১০x + y

x + y + ৭= ৩y

∴ x = ২y -৭ 

আবার, (১oy + x) – ১৮ = (১০x + y)

∴ ১০y + ( 2y - ৭) - ১৮ = ১০ (২y - ৭) + y [মান বসিয়ে পাই]

 y + 2y -  -  = y -  + y  y + y-y-y = -+  +   -y = -  y = -- =  x = y -    × -  = 

∴ সংখ্যাটি = y + x = ( × ) +  = 

সুদ আসলের 38 অংশ যার অর্থ ৪ টাকা আসল হলে সুদ হবে 3 টাকা ।

সুদাসল = 8 + 3 = 11 টাকা

অর্থাৎ সুদাসল 11 টাকা হলে আসল = ৪ টাকা

∴ সুদাসল 5,500 টাকা হলে আসল  = 8 × 550011 = 4,000 টাকা

ধরি, সুদের হার r

এখন দেয়া আছে, আসল p = 4,000 টাকা; সময় n = 3 বছর এবং সুদ I = 5,500 – 4,000 = 1,500 টাকা

আমরা জানি, I = prn100

 1500 = 400 × r × 3100

 r = 1500 × 1004000 × 3 = 12.5

উত্তরঃ সুদের হার 12.5%

ধরি, সে x টি কলম কিনেছি

প্রশ্নমতে, x - x + 

 x +  - xx x +  =    = x x +   x + x  -  =  x +x - x -  =  x x +   - x +  =  x +  x -  = 

এখানে, (x - ১৫) = ০

 x = 

কিন্তু, x = -১৬ মানটি গ্রহণযোগ্য নয়।

উত্তরঃ সে ১৫টি কলম কিনেছিল।

 

 

বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার হতে ৮ জানুয়ারি ১৯৭২ সালে মুক্তি লাভ করেন এবং ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে আসেন ।

পৃথিবীর ক্ষুদ্র রাষ্ট্র ভ্যাটিকান সিটি (আয়তন ০.৪৪ বর্গকিলোমিটার)।

স্পেন হতে স্বাধীনতা চায়। স্পেনের সমৃদ্ধ অঞ্চল কাতালোনিয়া । স্পেনের পূর্ব প্রান্তে ভূ-মধ্যসাগর ঘিরে এর অবস্থান। কাতালোনিয়া ১১৬৪ সাল পর্যন্ত একটি স্বাধীন রাষ্ট্র ছিল । ১১ সেপ্টেম্বর ১৭১৪ সালে স্পেনের রাজা পঞ্চম ফিলিপ কাতালোনিয়াকে পুরোপুরি করায়ত্ত করেন এবং এরপর থেকে কাতালোনিয়া স্পেনের অংশ হিসেবে পরিচিত হয়। কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনা। এটি মাদ্রিদের পর স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর ।

রাজধানীর গুলশানে হোলি আর্টিজনে রেস্টুরেন্টে সেনাবাহিনীর নেতৃত্বে ১ জুলাই ২০১৬ সালে ‘অপারেশন থান্ডারবোল্ট' পরিচালিত হয়।

আলীগড় আন্দোলনের প্রবক্তা হলেন সৈয়দ আহমদ খান। উনিশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে সমগ্র ভারত জুড়ে যে ধর্ম এবং সমাজসংস্কার আন্দোলনের ঢেউ ওঠে তা ভারতের মুসলমান সমাজের ওপরও আছড়ে পড়ে। তখন সৈয়দ আহমদ খান সমাজের পিছিয়ে পড়া মুসলমানদের সার্বিক উন্নয়ন ঘটানোর জন্য যে সংস্কার আন্দোলন পরিচালনা করেন তাই ইতিহাসে আলীগড় আন্দোলন' নামে পরিচিত। 

একমাত্র মহিলা সদস্য ছিল রাজিয়া বানু এবং কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিল সুরঞ্জিত সেনগুপ্ত ।

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

শেনজেন চুক্তি হলো অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি। উল্লেখ্য, ইউরোপীয় দেশগুলোর মধ্যে জল, স্থল ও আকাশপথে এক ভিসায় বা ভিসা ছাড়াই ভ্রমণ করার জন্য ১৯৮৫ সালে ১৪ জুন লুক্সেমবার্গের শেনজেনে এবং এতে ৭টি দেশ স্বাক্ষর করে এবং এ চুক্তি ১৯৯৫ সাল থেকে কার্যকর হয়।

পার্সোনা নন-গ্রাটা শব্দের আক্ষরিক অর্থ অবাঞ্চিত বা অগ্রহণযোগ্য ব্যক্তি । কূটনীতিতে পার্সোনা নন গ্রাটা বলতে এমন বহির্দেশীয় ব্যক্তিকে বোঝায় যার নির্দিষ্ট কোন একটি রাষ্ট্রে অবস্থান ও প্রবেশ ঐ রাষ্ট্রের সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সংক্ষেপে পার্সোনা নন গ্রাটা বলতে এমন ব্যক্তিকে বোঝায় যিনি গ্রাহক রাষ্ট্র কর্তৃক অগ্রহণযোগ্য ও অবাঞ্চিত ঘোষিত হয়েছে। এ ধরনের ব্যক্তি অবাঞ্চিত বলে ঘোষিত হলেই ঐ দেশ থেকে 'প্রত্যাহারযোগ্য' বলে বিবেচিত হবে।

বাংলাদেশের সর্ববৃহৎ রেল কারখানা সৈয়দপুর, নীলফামারীতে (১৮৭০ সালে প্রতিষ্ঠিত হয়) অবস্থিত। 

Related Sub Categories