কোন আসল ৩ বছরে মুনাফা আসলে ৫,৫০০ টাকা হয়। মুনাফা আসলের ৩৮ অংশ হলে, আসল ও মুনাফার হার নির্ণয় করুন।
একটি বোনাস একাউন্টে ৬ বছরে টাকা দ্বিগুণ হয়। ঐ একাউন্টে শতকরা সুদের হার কত?
প্রমাণ করুন যে, বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 মিটার। ইহার বাহুদ্বয়ের যোগফল ও বিয়োগফলের সমান দৈর্ঘ্য বিশিষ্ট বাহুদ্বয় দ্বারা অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 28 বর্গমিটার হলে প্রথম আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।
x - 1x = 2 হলে x3 - 1x3 এর মান কত?
ক, খ ও গ এর মধ্যে ২৬০ টাকা এরুপে ভাগ করে দিন যেন ক এর অংশের ২ গুন, খ এর অংশের ৩ গুণ এবং গ এর অংশের ৪ গুব পরস্পর সমান হয়।