কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স || অডিটর (28-01-2022) || 2022

All

কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
1.

করোনার কারণে স্কুল বন্ধ 

Created: 3 months ago | Updated: 1 day ago

করোনার কারণে স্কুল বন্ধ = কর্মে শূন্য বিভক্তি ।

কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
2.

বুলবুলিতে ধান খেয়েছে 

Created: 3 months ago | Updated: 7 hours ago

বুলবুলিতে ধান খেয়েছে = কর্তায় ৭মী।

কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
3.

বাদলের ধারা বারে বার বার 

Created: 3 months ago | Updated: 1 day ago

বাদলের ধারা বারে বার বার = অপাদানে ৬ষ্ঠী ।

কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
4.

বোঁটা আলগা ফল গাছে থাকে না 

Created: 3 months ago | Updated: 1 day ago

বোঁটা আলগা ফল গাছে থাকে না = অপাদান কারকে শূন্য বিভক্তি।

নীচের বাক্যগুলি শুদ্ধ করুনঃ
5.

আমার আর বাঁচিবার স্বাদ নাই

Created: 3 months ago | Updated: 1 day ago

আমার আর বাঁচিবার স্বাদ নাই = আমার আর বাঁচিবার সাধ নাই।

নীচের বাক্যগুলি শুদ্ধ করুনঃ
6.

তার দুচোখ অশ্রুজলে ভেসে গেল

Created: 3 months ago | Updated: 1 day ago

তার দুচোখ অশ্রুজলে ভেসে গেল = তার দু'চোখে অশ্রুতে ভেসে গেল ।

Created: 3 months ago | Updated: 1 day ago

অনেক হয়েছে, গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না = অনেক হয়েছে, ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারবনা।

নীচের বাক্যগুলি শুদ্ধ করুনঃ
8.

অত্যাবশ্যকীয় ব্যয়ে কার্পন্যতা অনুচিত

Created: 3 months ago | Updated: 1 day ago

অত্যাবশ্যকীয় ব্যয়ে কার্পন্যতা অনুচিত = অত্যাবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।

ব্যাস বাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
9.

অরুণারাঙা

Created: 3 months ago | Updated: 1 day ago

অরুণারাঙা = অরুণের ন্যায় রাঙা (উপমান কর্মধারয়)।

ব্যাস বাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
10.

কুশীলব

Created: 3 months ago | Updated: 1 day ago

কুশীলব = কুশ ও লব (দ্বন্দ্ব সমাস)।

ব্যাস বাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
11.

মাথায় পাগড়ি

Created: 3 months ago | Updated: 1 day ago

মাথায় পাগড়ি = মাথায় পাগড়ি যার (অলুক বহুব্রীহি সমাস)।

ব্যাস বাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
12.

অহরাহ্

Created: 3 months ago | Updated: 2 days ago

অহরাহ্ = অহ্নের অপর বা শেষ ভাগ (ষষ্ঠী তৎপুরুষ সমাস)।

ব্যাস বাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
13.

যথারীতি

Created: 3 months ago | Updated: 1 day ago

যথারীতি = রীতিকে অতিক্রম না করে (অব্যয়ীভাব সমাস)।

‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান'

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন । এটি একটি লিখিত দলিল। ১৯৭২ খ্রিষ্টাব্দের ৪ নভেম্বর তারিখে বাংলাদেশের জাতীয় সংসদে এই সংবিধান গৃহীত হয় এবং একই বছরের ১৬ ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটি একটি লিখিত দলিল। ১৯৭২ খ্রিষ্টাব্দের ৪ নভেম্বর তারিখে বাংলাদেশের জাতীয় সংসদে এই সংবিধান গৃহীত হয় এবং একই বছরের ১৬ ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়। বাংলাদেশের সংবিধান কেবল বাংলাদেশের সর্বোচ্চ আইনই নয়;- সংবিধানে বাংলাদেশ নামক রাষ্ট্রের মূল চরিত্র বর্ণিত রয়েছে। এতে বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা বিধৃত আছে। দেশটি হবে প্রজাতান্ত্রিক, গণতন্ত্র হবে এদেশের প্রশাসনিক ভিত্তি, জনগণ হবে সকল ক্ষমতার উৎস এবং বিচার বিভাগ হবে স্বাধীন। জনগণ সকল ক্ষমতার উৎস হলেও দেশ আইন দ্বারা পরিচালিত হবে। সংবিধানে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে ।

শওকত ওসমান এর প্রথম প্রকাশিত উপন্যাস বনি আদম। এটি ১৯৪৬ সালে দৈনিক আজাদের সাহিত্য সাময়িকীতে প্রকাশিত হয় ।

‘ফের যদি আসি, তবে সিধকাঠি সঙ্গে করিয়াই আনিব' রবীন্দ্রনাথ ঠাকুরের 'হৈমন্তী' গল্পের গৌরীশংকর (হৈমন্তীর বাবা) এই উক্তিটি করেন ।

সৈয়দ শামসুল হকের লিখিত মুক্তিযুদ্ধের দুইটি উপন্যাসের নাম হলো  ‘নিষিদ্ধ লোবান' এবং 'নীল দংশন'

কাজী নজরুল ইসলাম ‘ব্যাঙাচি' ছদ্মনামে লিখতেন।

Related Sub Categories