সরোবরে জন্মে যা
সরোবরে জন্মে যা = সরোজ।
একই গুরুর শিষ্য
একই গুরুর শিষ্য = সতীর্থ।
ইন্দ্রকে জয় করেছে যে
ইন্দ্রকে জয় করেছে যে = জিতেন্দ্রিয়।
শত্রুকে হনন করে যে
শত্রুকে হনন করে যে = শত্রুঘ্ন
গোপন করিবার ইচ্ছা
গোপন করিবার ইচ্ছা = জুগুপ্সা।
ব্রজবুলি পদাবলী কে রচনা করেন?
ব্রজবুলি হলো বাংলা ও মৈথিলা ভাষার সংমিশ্রণে তৈরি একপ্রকার কৃত্রিম কবিভাষা। মিথিলার কবি বিদ্যাপতি এ ভাষার স্রষ্টা। এ ভাষা কখনো মানুষের মুখের ভাষা ছিল না; সাহিত্যকর্ম ব্যতীত অন্যত্র এর ব্যবহার নেই। এতে কিছু হিন্দি শব্দ আছে। এ ভাষায় চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দদাস, জ্ঞানদাস বিভিন্ন বৈষ্ণব পদ রচনা করেন।
বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে?
বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হলেন চন্দ্রাবতী। আর আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী।
পদ্মাবতী কাব্যের রচয়িতা কে?
মালিক মুহম্মদ জায়সীর হিন্দি ভাষায় রচিত ‘পদুমাবৎ' অবলম্বনে কবি আলাওল ‘পদ্মাবতী' (১৬৪৮) রচনা করেন ৷
‘আমার দেখা নয়চীন’ কে লিখেছেন?
বঙ্গবন্ধুর লেখা প্রকাশিত ‘আমার দেখা নয়াচীন' তৃতীয় গ্রন্থটি প্রকাশিত হয় ১ ফেব্রুয়ারি ২০২০ সালে।
সনেটের শেষ অংশ কে কি বলে?
সনেট' ইতালিয়ান শব্দ । সনেটের রয়েছে দুটি অংশ। ৮ পঙক্তিতে গঠিত প্রথম অংশকে বলে অষ্টক এবং শেষ ৬ পঙক্তিতে গঠিত অংশকে বলে ঘটক। এ ধারার আদি কবি পেত্রার্ক। তবে বাংলা
ভাষায় সনেটের প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত।
অকালবোধন
অকালবোধন (অসময়ে আবির্ভাব): তোমার অকালবোধনে আমি বিরক্ত হয়েছি।
সোনার পাথর
সোনার পাথর বাটি (অলীক বস্তু): আমার সাধ্যে কুলালে অবশ্যই দেব কিন্তু যদি এখন সোনার পাথর বাটি চাও তবে আমি অপারগ ।
তীর্থের পাথর বাটি
তীর্থের কাক (প্রতীক্ষারত): মঙ্গার সময় সাহায্যের আশায় তীর্থের কাক হয়ে বসে থাকা অনেক ক্ষুধার্ত ।
আমড়া কাঠের ঢেঁকি
আমড়া কাঠের ঠেঁকি অর্থ - অপদার্থ।
এভাবে বসে বসে খেলে, লোকে তোমাকে আমড়া কাঠের ঠেঁকি বলবে।
কলির সন্ধা
কলির সন্ধ্যা অর্থ - দুর্দিন বা দুঃখের সূচনা।
তোমার কলির সন্ধ্যা হয়েছে তাতে কি? ধৈর্য্য় ধরো সুদিন আসবেই।
Don't be___ such hurry
Don't be in such hurry. বাক্যের অর্থঃ ওরকম তাড়াতাড়ি করো না ।
Better write his debt ____.
Better write his debt off . বাক্যের অর্থঃ তার ঋণটি মুছে দেয়াই ভালো ।
The market place is ___fire.
The market place is on fire.
বাক্যের অর্থঃ বাজারে আগুন ধরেছে।
I will see____ the problem tomorrow.
I will see to the problem tomorrow.
বাক্যের অর্থঃ সমস্যাটির দিকে আমি মনোযোগ দিব।
Don’t quarrel _____this issue.
Don't quarrel this issue. বাক্যের অর্থঃ বিষয়টি নিয়ে ঝগড়া করো না।
The hunter shot a bird
The hunter shot a bird.
= A bird was shot by the hunter. বাক্যের অর্থঃ শিকারি পাখিটিকে গুলি করেছিল
had you not called him?
Had you not called him?
= Had he not been called by you? বাক্যের অর্থঃ তুমি যদি তাকে না ডাকতে?
Please do the work.
Please do the work.
= You are requested to do the work. বাক্যের অর্থঃ দয়া করে কাজটি করুন।
There is no time to be lost.
There is no time to be lost.
= There is no time to lose. বাক্যের অর্থঃ অপচয় করার মতো সময় নেই ।
Gold sells at high prices.
Gold sells at high prices.
= Gold is sold at high prices. বাক্যের অর্থঃ স্বর্ণ বেশি দামে বিক্রি হয় ।
poverty
Poverty (দারিদ্র) = Opulence
Strenuous
Strenuous (শক্তিময়) = Weak
Deride
Deride (তামাসা/ ঠাট্টা) = Applaud
Denial
Denial (অস্বীকার করা ) = Confession
Gullible
Gullible (সহজে প্রতারণাযোগ্য) = Unwary
Liberty is one of man's birth-rights but liberty does not descend upon man automatically. It is gained by hard work and struggle. Much wealth and many lives may be lost in the process. But it is more difficult to maintain and preserve liberty than achieve it. There are enemies seen and hidden always working against liberty. In case Of a newly liberated country enemies not only work outside the frontiers but they work from inside the country also, which is more dangerous because it is difficult to identify the internal enemies. Here comes the question of vigilance for the retention of liberty. Again, the most important thing to remember is that nothing can be achieved once for all. So a victory is a victory for a short time. The struggle continues. Some people do not realize this and think that after a victory they can take rest. At that time hidden attack may fall upon them. So freedom of a man or a nation should be safeguarded carefully. Lack of vigilance for a long time may spoil everything. Only who those are ever alert can enjoy the benefits of liberty.
ধরি, তারা x ঘণ্টা পর মিলিত হবে।
প্রশ্নমতে, ২৫x + 2x = ১৯৮
⇒ ৪৫x = ১৯৮
এখন, ঢাকা থেকে সিলেটগামী ট্রেনের গতিবেগ ২০ mph.
∴ ঢাকা থেকে ট্রেনটি মিলিত হবে = ৮৮ মাইল পরে ।
ধরি, AB গাছটি হেলে পড়ায় AC = ৭ মিটার খুঁটি দিয়ে তা সোজা করা হল । গাছের দৈর্ঘ্য, AB = ?
এখানে,
অর্থাৎ খুঁটির দৈর্ঘ্য ১৪ মিটার।
দেওয়া আছে,
ধরি, প্রস্থ x মিটার ও দৈর্ঘ্য মিটার
প্রশ্নমতে,
∴ দৈর্ঘ্য = ২৪ মিটার।
∴ পরিসীমা মিটার ।
এবং কর্ণ
মিটার ।
১৯২৩ সাল থেকে ১৯২৯ সাল পর্যন্ত সময়কে কল্লোল যুগ বলা হয়। আর এই সময়কালকেই ‘ত্রিশোত্তর সাহিত্য' বলা হয়। উল্লেখ্য, ৫ জন কবিকে বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব/ ত্রিশের কবি/ কল্লোলের কবি বলা হয়। এর হলেনঃ অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাস, বিষ্ণু দে এবং সুধীন্দ্রনাথ দত্ত
'বিষের বাঁশি' ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়। উল্লেখ্য, সাহিত্য সমালোচক শিশির কর নিষিদ্ধ নজরুল' নামক গ্রন্থে ৫টি গ্রন্থের কথা উল্লেখ করেছেন। গ্রন্থগুলি হলোঃ ‘যুগবাণী' (নিষিদ্ধ ২৩ নভেম্বর, ১৯২২ এবং প্রত্যাহার হয় ১৯৪৭), ‘বিষের বাঁশি” (নিষিদ্ধ হয় ২২ অক্টোবর, ১৯২৪ এবং প্রত্যাহার হয় ২৭ এপ্রিল, ১৯৪৫), 'ভাঙার গান' (নিষিদ্ধ হয় ১১ নভেম্বর, ১৯২৪), ‘প্রলয়শিখা' (নিষিদ্ধ হয় ১৭ সেপ্টেম্বর, ১৯৩০), 'চন্দ্রবিন্দু' (নিষিদ্ধ হয় ১৪ অক্টোবর, ১৯৩১)।
প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তর ৮নং থিয়েটার রোড, কলকাতায় অবস্থিত ।
মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক কে ছিলেন?
মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক এ. কে. খন্দকার ।
IDRA এর পূর্ণরূপ লিখুন।
IDRA এর পূর্ণরূপ Insurance Development and Regularatory Authority
‘জয়কেলি' কাদের উৎসব?
‘জয়কেলি' রাখাইনদের উৎসব ।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ে মোট ৩টি হল ছিলো । এগুলো হলোঃ সলিমুল্লাহ হল, জগন্নাথ হল এবং শহীদুল্লাহ হল ।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী ।
বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ, ১৯৪৭ সালে ভর্তি হয়েছিলেন ।
মায়ানমারের সীমান্ত নিরাপত্তা বাহিনীর এর পূর্ব নাম কি ছিল? বর্তমান নাম হলো টাটমাডাও । আর পূর্ব নাম ছিল লুনথিন ।
কোন দেশ অতীতে কখনো অন্য কোন দেশের উপনিবেশ ছিলা না?
থাইল্যান্ড অতীতে কখনো অন্য কোন দেশের উপনিবেশ ছিল না।
কোন তারিখে জাতীয় বীমা দিবস পালিত হয়?
১ মার্চ তারিখে জাতীয় বীমা দিবস পালিত হয়।
‘সুবিক বে’ কোন দেশে অবস্থিত?
'সুবিক বে ফিলিপাইনে দেশে অবস্থিত ।
তাজিকিস্তানের রাজধানীর নাম কি?
তাজিকিস্তানের রাজধানীর নাম দুশানবে ।
‘ক্যাটালোনিয়া ‘ কোন দেশের একটি প্রদেশ?
‘ক্যাটালোনিয়া’ স্পেন দেশের একটি প্রদেশ ।
‘A long Walk to freedom ‘ বইটির লেখক কে?
Long Walk to Freedom' গ্রন্থটির লেখক দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন মেন্ডেলা। তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৯৪ সালে।
‘শেখ হাসিনা সেনানিবাস ‘ কোন জেলায় অবস্থিত?
শেখ হাসিনা সেনানিবাস হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ম পদাতিক ডিভিশন কার্যালয়ে অবস্থিত একটি পরিকল্পনাধীন সেনানিবাস। এটি পটুয়াখালীর লেবুখালীতে অবস্থিত ।