বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ || কর্মকর্তা (28-05-2022) || 2022

All

১৯২৩ সাল থেকে ১৯২৯ সাল পর্যন্ত সময়কে কল্লোল যুগ বলা হয়। আর এই সময়কালকেই ‘ত্রিশোত্তর সাহিত্য' বলা হয়। উল্লেখ্য, ৫ জন কবিকে বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব/ ত্রিশের কবি/ কল্লোলের কবি বলা হয়। এর হলেনঃ অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাস, বিষ্ণু দে এবং সুধীন্দ্রনাথ দত্ত

'বিষের বাঁশি' ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়। উল্লেখ্য, সাহিত্য সমালোচক শিশির কর নিষিদ্ধ নজরুল' নামক গ্রন্থে ৫টি গ্রন্থের কথা উল্লেখ করেছেন। গ্রন্থগুলি হলোঃ ‘যুগবাণী' (নিষিদ্ধ ২৩ নভেম্বর, ১৯২২ এবং প্রত্যাহার হয় ১৯৪৭), ‘বিষের বাঁশি” (নিষিদ্ধ হয় ২২ অক্টোবর, ১৯২৪ এবং প্রত্যাহার হয় ২৭ এপ্রিল, ১৯৪৫), 'ভাঙার গান' (নিষিদ্ধ হয় ১১ নভেম্বর, ১৯২৪), ‘প্রলয়শিখা' (নিষিদ্ধ হয় ১৭ সেপ্টেম্বর, ১৯৩০), 'চন্দ্রবিন্দু' (নিষিদ্ধ হয় ১৪ অক্টোবর, ১৯৩১)।

প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তর ৮নং থিয়েটার রোড, কলকাতায় অবস্থিত ।

Created: 6 months ago | Updated: 16 hours ago

মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক এ. কে. খন্দকার ।

Created: 6 months ago | Updated: 1 day ago

IDRA এর পূর্ণরূপ  Insurance Development and Regularatory Authority

Created: 6 months ago | Updated: 16 hours ago

‘জয়কেলি' রাখাইনদের উৎসব ।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ে মোট ৩টি হল ছিলো । এগুলো হলোঃ সলিমুল্লাহ হল, জগন্নাথ হল এবং শহীদুল্লাহ হল ।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী ।

বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ, ১৯৪৭ সালে ভর্তি হয়েছিলেন ।

মায়ানমারের সীমান্ত নিরাপত্তা বাহিনীর এর পূর্ব নাম কি ছিল? বর্তমান নাম হলো টাটমাডাও । আর পূর্ব নাম ছিল লুনথিন ।

থাইল্যান্ড অতীতে কখনো অন্য কোন দেশের উপনিবেশ ছিল না।

Created: 6 months ago | Updated: 1 week ago

১ মার্চ তারিখে জাতীয় বীমা দিবস পালিত হয়।

Created: 6 months ago | Updated: 1 week ago

'সুবিক বে ফিলিপাইনে দেশে অবস্থিত ।

Created: 6 months ago | Updated: 1 week ago

তাজিকিস্তানের রাজধানীর নাম দুশানবে ।

Created: 6 months ago | Updated: 2 weeks ago

‘ক্যাটালোনিয়া’ স্পেন দেশের একটি প্রদেশ ।

Created: 6 months ago | Updated: 1 week ago

Long Walk to Freedom' গ্রন্থটির লেখক দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন মেন্ডেলা। তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৯৪ সালে।

Created: 6 months ago | Updated: 1 week ago

শেখ হাসিনা সেনানিবাস হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ম পদাতিক ডিভিশন কার্যালয়ে অবস্থিত একটি পরিকল্পনাধীন সেনানিবাস। এটি পটুয়াখালীর লেবুখালীতে অবস্থিত ।

Related Sub Categories